Translate

bangla news


ইসরায়েলের আকাশে ‘শত্রু’ ড্রোন

জেরুজালেম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন বিমানকে গুলি করে ভূপাতিত করার কথা দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী। তবে চালকবিহীন বিমানটি কোথা থেকে এসেছে তা চিহ্নিত করতে পারেনি তারা।

দক্ষিণ সীমান্ত অতিক্রম করে শনিবার ড্রোনটি ইসরায়েলে প্রবেশ করেছিল বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র আভিতাল লেইবোভিচ জানান, ইসরায়েলের পশ্চিমে হামাস শাসিত ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশের ভূমধ্যসাগরের ওপরে ড্রোনটি প্রথম দৃশ্যমান হয়।

এরপর থেকেই ইসরায়েলি জঙ্গিবিমানগুলো ড্রোনটিকে অনুসরণ করতে থাকে। পরে অধিকৃত পশ্চিম তীর সীমান্তের কাছে জনবসতিহীন বন এলাকায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

দক্ষিণ ইসরায়েলের নেজেভ মরুভূমির ওপর দিয়ে ৩৫ মাইল এগিয়ে যাওয়ার পর সকাল ১০ টার দিকে ড্রোনটিকে ভূপাতিত করা হয় বলে জানান লেইবোভিচ।

ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, ড্রোনটিতে কোনো বিস্ফোরক ছিল না।

অজ্ঞাত স্থান থেকে আসা এই ড্রোনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিমানবাহিনীর প্রসংশা করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক।

ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান মুখপাত্র পার্লামেন্ট সদস্য মিরি রেজেভ ট্যুইটারে এই বিমানটিকে ‘হিজবুল্লাহ পরিচালিত ইরানি ড্রোন’ বলে দাবি করেন।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ড্রোনের সঙ্গে হিজবুল্লাহর সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০২৬ ঘ.
ফিলিপাইনে শান্তিচুক্তিতে রাজি সরকার ও বিদ্রোহীরা
Sun, Oct 7th, 2012 12:17 pm BdST
ম্যানিলা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ ফিলিপাইনের মুসলিম বিদ্রোহী গোষ্ঠী ও ফিলিপাইন সরকার শান্তি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। বাস্তবায়িত হলে এই চুক্তি ৪০ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাবে।

রোববার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনগো একুইনো শান্তি চুক্তি বিষয়ে দুইপক্ষের সমঝোতার কথা ঘোষণা করেন।

ক্যাথলিক প্রধান ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও এলাকায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠি। মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর ৪০ বছর যাবৎ চলমান সংঘর্ষে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। স্থবির হয়ে আছে মিন্দানাওয়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।

দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনা চলার পর সংঘাত অবসানে একটি খসড়া পরিকল্পনার বিষয়ে বিদ্রোহী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ও সরকার সম্মত হয়।

সমঝোতা অনুযায়ী, মিন্দানাওয়ে একটি একটি স্বায়ত্বশাসিত এলাকা প্রতিষ্ঠিত হবে যার নতুন নাম হবে বাঙ্গসামরো। মিন্দানওয়ের মুসলিম জনগোষ্ঠি প্রধানত মরো জাতিগোষ্ঠির মানুষ।

আগামী কিছুদিনের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হবে বরে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২০৫ ঘ.

WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

সিরীয় মর্টারের জবাবে তুর্কি গোলা
Sat, Oct 6th, 2012 1:39 pm BdST
ইস্তাম্বুল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার ভেতর থেকে ছোঁড়া একটি মর্টার বোমা শনিবার দক্ষিণ তুরস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরিত হলে পাল্টা গোলাবর্ষণ করে তুর্কি সেনারা।

জানিয়েছে তুরস্কের রাষ্ট্রিয় বার্তা সংস্থা আনাতোলিয়ান নিউজ।

কয়েকদিন আগে সিরিয়ার ভিতর থেকে ছোঁড়া মর্টার বোমার আঘাতে পাঁচ তুর্কি বেসামরিক ব্যক্তি নিহত হলে সিরিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করে তুর্কি সেনারা।

এর পর আর কোনো হামলা হলে পরিণতি মারাত্মক হবে বলে সিরিয়াকে হুঁশিয়ার করে তুরস্ক। কিন্তু এরপরও সিরিয়া থেকে তুরস্কের অভ্যন্তরে মর্টার বোমা ছোঁড়া হল।

এই হামলা-পাল্টা হামলা চলমান সিরিয়ার সংঘাতে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘাত। এতে সিরিয়ায় সংঘাত আশাপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে।

শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোগান সিরিয়াকে এ ধরনের “প্রাণঘাতী ভুল” আর না করার জন্য সতর্ক করে দিয়েছিলেন। জবাবে সিরিয়া জানিয়েছিল, দূর্ঘটনাবশত মর্টার বোমাটি তুরস্কে চলে গিয়েছিল।

আনাতোলিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে সীমান্তের কাছে বিদ্রোহী ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলাকালে মর্টার বোমাটি তুরস্কের ভিতরে এসে পড়ে ও বিস্ফোরিত হয়।

সঙ্গে সঙ্গেই তুর্কি সেনারা পাল্টা গোলাবর্ষণ করে।

তবে জনবসতিহীন বিরান এলাকায় বিস্ফোরিত বোমাটিতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়নি বার্তা সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৩৫ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

কোন মন্তব্য নেই:

FSS blog

FSS TSTL Photo Gallery

FSS TSTL Photo Gallery
Pictures

I like it

  • Bangla Song
  • Love
  • Move

what is love?

এই ব্লগটি সন্ধান করুন

লেবেল

লেবেল

ভূমি (1) sex (6)

Wikipedia

সার্চ ফলাফল