নকিয়া আনছে উইন্ডোজচালিত সাবরি
ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া উইন্ডোজচালিত নতুন মডেলের একটি হ্যান্ডসেট বাজারে আনছে বলেই তথ্য ফাঁস হয়েছে। নকিয়া ৮০০ মডেলের এ হ্যান্ডসেটটির কোডনেম হবে ‘সাবরি’। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।সাবরি বা নকিয়া ৮০০ মডেলের এ হ্যান্ডসেটটির বিজ্ঞাপনও প্রচার করছে নকিয়া। তবে, এর আগেই গুজব রটেছিলো নকিয়া উইন্ডোজ ৭.৫ বা ম্যাংগো অপারেটিং সিস্টেমচালিত তিনটি ফোন বাজারে আনতে পারে। এ ফোন তিনটির মধ্যে সাবরি’ও ছিলো।
খবর রটেছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নকিয়া ওয়ার্ল্ড কনফারেন্সে সাবরি’ ফোনটির ঘোষণা দিতে পারে নকিয়া কর্তৃপক্ষ।
নকিয়া কর্তৃপক্ষ এখনো এ হ্যান্ডসেটটির বিষয়ে মুখ না খুললেও গুজবে প্রকাশ পেয়েছে এ হ্যান্ডসেটটিতে ১.৪ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩.৫ ইঞ্চি মাপের ডাব্লিউ ভিজিএ টাচস্ক্রিন সুবিধা থাকছে।
এ হ্যান্ডসেটটির দাম হতে পারে ৪১০ থেকে ৪৮০ ডলার।
এদিকে, নকিয়া ‘সি রে’ নামের আরো একটি উইন্ডোজ চালিত হ্যান্ডসেটের তথ্য ফাঁস করেছে ওয়ালস্ট্রিট জার্নাল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর