বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

এ বছরের দ্বিতীয় বার্ষিক গুগল সায়েন্স ফেয়ারের গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে ১৭ বছর বয়সি তরুণী ব্রিটনি ওয়েঙ্গার। খবর সিএনএন-এর।

স্কুলে ৭ম গ্রেডে পড়ার সময় থেকেই ব্রিটনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশুনা করছিলেন। তার বানানো কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে স্তন ক্যন্সার নির্ণয়ের প্রজেক্ট জিতে নেয় মেলায় সবচেয়ে বড় পুরস্কারটি।

প্রতি বছরই এ সায়েন্স ফেয়ারের আয়োজন করে গুগল। ভারত, ইউক্রেন, মাল্টা, সুইজারল্যান্ডসহ প্রায় ১০০টি দেশের হাজারো আগ্রহী এ ফেয়ারে নাম লেখায়। সেখান থেকে চূড়ান্তভাবে ১৫ জনকে নির্বাচন করা হয়। এরপর তিনটি বয়সের ভিত্তিতে নির্বাচন করা হয় বিজয়ী যাদের সঙ্গে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী।

ছোটদের গ্রুপ থেকে প্রথম পুরস্কার পায় ১৪ বছর বয়সি জোনা কন। কম্পনের সাহায্যে মিউজিক শোনার উপায় আবিষ্কার করে সে। এরপর ১৫ এবং ১৬ বছর বয়সি গ্রুপে স্পেনের কিশোর-কিশোরীদের একটি দলও পুরস্কার জিতে নেয়। তাদের প্রজেক্ট ছিলো পরিষ্কার পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণীদের নিয়ে।

এ প্রতিযোগিতাটি ১৩ থেকে ১৮ বছর বয়সি সবার জন্য উন্মুক্ত থাকে। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নাম নিবন্ধন করতে হয়। এরপর মে মাসে ফাইনালিস্টদের নাম প্রকাশ করা হয়। এ প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ীকে দেয়া হয় ৫০ হাজার ডলারের স্কলারশিপ এবং গ্যালাপাগোস আইল্যান্ড ভ্রমণের সুযোগ।

আসছে ম্যাকের নতুন ওএস 'মাউনটেইন লায়ন'

আসছে ম্যাকের নতুন ওএস 'মাউনটেইন লায়ন'

ম্যাক অপারেশন সিস্টেমের সর্বশেষ সংস্করণ ২৫ জুলাই বাজারে ছাড়বে অ্যাপল। ওএস এক্স মাউনটেইন লায়ন নামের এই সংস্করণটিতে সোসাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে যে কোনো কিছু শেয়ারের জন্য অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও এতে থাকবে স্মার্টফোনের আদলে তৈরি নোটিফিকেশন প্যানেল। খবর বিবিসির।

এর আগে, আইপ্যাড এবং আইফোনে ব্যবহৃত বিভিন্ন ফিচারের সমন্বয়ে অপারেটিং সিস্টেমটির আপডেটেড ভার্সন এ বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে ছাড়ে অ্যাপল। এবারের এ সংস্করণে আইক্লাউড ইন্টারনেট স্টোরেজ সার্ভিসের সাহায্যে যেকোনো কিছু আপলোড এবং সিনক্রোনাইজ করা যাবে। এ ছাড়াও এতে থাকছে আই মেসেজ সার্ভিস। এ সার্ভিসের সাহায্যে একটি ফার্মের সব কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে তথ্য আদান প্রদান করা যাবে এবং টুইটারে শেয়ার করা যাবে। এছাড়াও একটি অ্যাপ্লিকেশন থাকছে যার সাহায্যে বন্ধুদের মধ্যে ভিডিও গেইমের স্কোরের তুলনা করা যাবে।

ম্যাকের এ নতুন সংস্করণকে বাজারে টিকতে হলে পাল্লা দিতে হবে অক্টোবর মাসে বাজারজাতের প্রতীক্ষায় থাকা উইন্ডোজ ৮-এর সঙ্গে। মাইক্রোসফট এবার ব্যবহারকারীদের কম্পিউটার এবং ট্যাবলেট দু’টিতেই একই অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা দিচ্ছে। এতে কাজ করা আরও সুবিধাজনক হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি

বিষন্নতা বাড়ায় রাতের আলো

বিষন্নতা বাড়ায় রাতের আলো

সম্প্রতি এক গবেষণায় প্রাণী গবেষকরা বিষন্নতা বাড়ার জন্য রাতের অন্ধকারে টিভি বা কস্পিউটারের মনিটরের আলো বা ডিম লাইটের আলোকে দায়ী করেছেন। খবর টাইম অনলাইন-এর।

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে গবেষকরা কিছু সংখ্যক ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে দেখেন, যেসব ইঁদুরকে রাতে অস্পষ্ট আলোর মধ্যে রাখা হয়েছিলো কিছুদিনের মধ্যেই সেগুলোর মধ্যে বিষন্নতা দেখা দিয়েছে এবং সাধারণ আলোতে থাকা ইঁদুরের চেয়ে সেগুলোর কার্যক্ষমতাও কমে গেছে। পরীক্ষার পর গবেষকরা জানান, এ হেমস্টারদের মস্তিষ্কে যে ধরনের লক্ষণ দেখা গেছে, তার সঙ্গে মানুষের মস্তিষ্কের বিষন্নতার অনেকখানি মিল রয়েছে।

গবেষক ট্রেসি বেড্রোসিয়ান জানান, ‘যে সব ফল আমরা পেয়েছি, আমাদের জানা মতে, তার সঙ্গে মানুষের হতাশার অনেক মিল রয়েছে।’

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েসন কিছুদিন আগে জানায়, রাতের অন্ধকারে কৃত্রিম আলোকসজ্জা বা কম্পিউটার বা টিভি স্ক্রিনের আলো মানুষের মানসিক অবস্থায় পরিবর্তন আনতে পারে। রাতে ক্ষণস্থায়ী তীব্র আলো এ ধরনের বিষন্নতার সৃষ্টি করে। রাতে টিভি বা কম্পিউটার স্ক্রিনের আলো বা অন্যান্য ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে নির্গত আলো, গাড়ির হেডলাইটের আলো, কৃত্রিম আলোকসজ্জা, পাশের বাসার লাইটের আলো এমনকি রাতে ব্যবহৃত ডিম লাইটের আলোও বিষন্নতা বাড়ানোর কারণ।

৬০০০ কিলোমিটার যাত্রার শেষ পর্যায়ে সোলার প্লেন

৬০০০ কিলোমিটার যাত্রার শেষ পর্যায়ে সোলার প্লেন

জুন মাসে স্পেনের মাদ্রিদ থেকে আফ্রিকার মরক্কোয় উড়ে গিয়ে পৃথিবীর ইতিহাসে আন্তমহাদেশীয় ফ্লাইট সম্পন্ন করা প্রথম সোলার প্লেন হিসেবে নাম লিখিয়ে নিয়েছিলো সোলার ইমপালস। তবে আদতে তা ছিলো ৬ হাজার কিলোমিটারের যাত্রার অংশ মাত্র। মঙ্গলবার সুইজারল্যান্ডের পেয়ার্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার ইমপালস। সেখানে পৌঁছালেই শেষ হবে প্লেনটির দীর্ঘ যাত্রা। খবর গিজম্যাগ-এর।

ফ্রান্সের টুলুস ফ্র্যাঙ্কাজাল এয়ারপোর্ট থেকে ভোর ৫টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার প্লেনটি। টপকে যাবে আল্পস পর্বতমালা। মাটি থেকে প্রায় ১২০০০ ফিট উপর দিয়ে উড়ে যাবে প্লেনটি। আর সবকিছু পরিকল্পনা মেতাবেক হলে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ডে অবতরণ করবে সন্ধা ৬টার পর।

২৪ মে তারিখে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ড থেকেই আন্তমহাদেশীয় যাত্রা শুরু করেছিলো সোলার ইমপালস। পুরো ৬ হাজার কিলোমিটারের যাত্রাপথকে ভাগ করা হয়েছিলো কম-বেশি ৮শ’ কিলোমিটারের ৮টি ভাগে। যাত্রাপথে ৪টি দেশে অবতরণ করেছিল সোলার ইমপালস।

শনিবার, ২১ জুলাই, ২০১২

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

৫ জুলাই সেকেন্ডের ভগ্নাংশের জন্য চালু হয়েছিলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার সিস্টেম। আর অল্প সময়েই ১.৮৫ মেগাজুল শক্তির ব্লাস্ট ছুঁড়ে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটি (এনআইএফ)-এর লেজার সিস্টেমটি। খবর ফক্স নিউজের।

ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত এনআইএফ লেজার সিস্টেমটিতে একসঙ্গে ১৯২টি লেজার বিম চালু করা হয়েছিলো, যা ১.৮৫ মেগাজুল শক্তির লেজার ব্লাস্ট ছুঁড়ে দেয় একটি নির্দিষ্ট লক্ষ্যে।

সবমিলিয়ে ৫ কোটি ওয়াটের বেশি শক্তি ছুঁড়ে দেয় লেজার ব্লাস্টটি, যা যে কোনো সময়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শক্তির তুলনায় ১০০০ গুণ বেশি।

এর আগে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ডটিও ছিলো এনআইএফ-এর দখলে। এ বছরের ১৫ তারিখে ১.৮ মেগাজুল শক্তির একটি লেজার ব্লাস্ট তৈরি করা হয়েছিলো।

লেজার ব্লাস্টটির জন্য ল্যাবরেটরিতে মারাত্মক বৈরি পরিবেশ তৈরি করেছিলেন বিজ্ঞানীরা, যা কেবল মহাকাশে দূর দূরান্তের নক্ষত্রে তৈরি হয়।

নিজেদের এই ঐতিহাসিক সাফল্যে যারপারনাই খুশি এনআইএফ বিজ্ঞানীরা। ‘পরিবশে বান্ধব ফিউশন শক্তি তৈরির লক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন এনআইএফ পরিচালক এডওয়ার্ড মোজেস।

১৯ লাখ বছরের পুরনো 'মানব' ফসিল আবিষ্কার

১৯ লাখ বছরের পুরনো 'মানব' ফসিল আবিষ্কার

১৯ লাখ বছরের পুরনো ফসিল আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। প্রত্নতত্ত্ববিদরা বলছেন মানবজাতির পূর্বসূরী অস্ট্রালোপিথিয়াস সেডিবা প্রজাতির ফসিল এটি। খবর ফক্স নিউজ-এর।

তিন বছর আগে একটি প্রত্নতাত্তিক সাইটে খনন করতে গিয়ে ৩.৩ ফিট ব্যাসের একটি পাথর আবিষ্কার করেছিলেন প্রত্নতত্ত্ববিদরা। কিন্তু পাথরটির ভেতরে যে সম্পূর্ণ একটি ফসিল রয়েছে, তা এতোদিন বিজ্ঞানীদের অজানাই ছিলো।

সম্প্রতি পাথরটির সিটি স্ক্যান করে ফসিলে রূপান্তরিত হওয়া একটি আংশিক কঙ্কাল আবিষ্কার করেন বিজ্ঞানীরা।

জোহানেসবার্গের ইউনিভার্সিটি অফ উইটওয়াটার্সর‌্যান্ডের পেলিওঅ্যানথ্রোপলজিস্ট লি বার্জার এ আবিষ্কার নিশ্চিত করে বলেন, ‘আমরা চোয়ালের হাড়, মেরুদণ্ড এবং পাঁজরের হাড়সহ একটি আংশিক কঙ্কালের ফসিল পেয়েছি।’


ধেয়ে আসছে সৌরঝড়

ধেয়ে আসছে সৌরঝড়

পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরেকটি সৌরঝড়। ১২ জুলাই সূর্যের বুকে সৃষ্ট সৌরঝড়টির প্রভাব রবিবার পৃথিবীতে পৌঁছানোর কথা রয়েছে। তবে এক্স ১.৪ মাত্রার ঝড়টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার ক্ষতি করার মতো শক্তিশালী নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর এবিসি নিউজ-এর।

পৃথিবীর দিকে ধেয়ে আসা সর্বশেষ এ সৌরঝড়টির তুলনায় আরো ২০ গুণ শক্তিশালী সৌরঝড় পৃথিবীর উপর দিয়ে বয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। সৌরঝড় খুব শক্তিশালী হলে তা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি করতে পারে। সৌরঝড় প্রথম বিজ্ঞানীদের নজরে আসে ১৮ শতকে। সে সময় একটি শক্তিশালী সৌরঝড় চলাকালে টেলিগ্রাফ অপারেটররা আবিষ্কার করেন, ব্যাটারি ছাড়াই টেলিগ্রাফ পাঠাতে পারছেন তারা। তবে এখনকার ঝড় ততোটা বিপজ্জনক নয় বলেই নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর ৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশের বাসিন্দারা সৌরঝড়টির কারণে রাতের আকাশে অরোরা বা মেরুপ্রভা দেখতে পারেন বলে জানিয়েছে নাসা।

অন্যদিকে সৌরঝড়টির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরঝড়টি নিয়ে বেশ কিছু চোখ ধাঁধাঁনো ছবি এবং ভিডিও ধারণ করেছেন নাসার বিজ্ঞানীরা।


স্যামসাং ডিসপ্লে প্রযুক্তি চুরিতে অভিযুক্ত এলজি

স্যামসাং ডিসপ্লে প্রযুক্তি চুরিতে অভিযুক্ত এলজি

প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের অ্যাডভান্সড টিভি ডিসপ্লে প্রযুক্তি চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন এলজি ও স্যামসাংয়ের কর্মীসহ ১১ ব্যক্তি। দক্ষিণ কোরিয়ার আদালতে স্যামসাংয়ের ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি চুরির দায়ে দোষী সাব্যস্ত হলেও এ ঘটনায় নিজেদের কর্মী জড়িত থাকার কথা অস্বীকার করেছে এলজি। খবর ইয়াহু নিউজ-এর।

২০১০ সাল থেকে ২০১১ সালের মধ্যে স্যামসাংয়ের তৈরি ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি চুরির দায়ে এলজি ডিসপ্লে কোম্পানির ৬ কর্মীসহ ১১ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ওই ১১ জনের মধ্যে ৬ জন এলজির কর্মী আর ৩ জন স্যামসাংয়ের কর্মী।

এ ব্যাপারে স্যামসাংয়ের দাবি, গোপনে তাদের কর্মীদের হাত করে তাদের ডিসপ্লে প্রযুক্তি চুরি করেছে এলজি। তবে এই ঘটনার সঙ্গে নিজেদের বা কোম্পানিটির কোনো কর্মীর জড়িত থাকার কথা বরারবরের মতোই অস্বীকার করেছে এলজি।

পৃথিবীর বৃহত্তম ডিসপ্লে সাপ্লাইয়ার দু’টি কোম্পানি হচ্ছে স্যামসাং এবং এলজি। বর্তমানে ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে নিয়ে কোম্পানি দু’টির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যান্য যে কোনো ডিসপ্লের তুলনায় পাতলা, হালকা এবং নমনীয় ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে।

লুমিয়া ৯০০ স্মার্টফোনের দাম কমলো

লুমিয়া ৯০০ স্মার্টফোনের দাম কমলো

অ্যাপল ও স্যামসাংয়ের কাছে মার্কেট শেয়ার হারানোর ভয়ে নকিয়া তাদের স্মার্টফোন লুমিয়া ৯০০ বাজারে ছাড়ার ৩ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে দাম অর্ধেকে নামিয়ে আনলো। খবর ইয়াহু নিউজ–এর।

নকিয়ার মুখপাত্র কিথ নোয়াক রবিবার জানান, যুক্তরাষ্ট্রে লুমিয়া ৯০০ উইন্ডোজ ফোনের দাম দুই বছরের চুক্তি সহ ৯৯ ডলার থেকে কমিয়ে ৪৯ ডলার করা হয়েছে।

লুমিয়া ৯০০ উইন্ডোজ ফোনে রয়েছে ৪.৩ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন, ১.৪ গিগাহার্জ প্রসেসর এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

শুরু থেকেই ফোনটির বিক্রির হার ছিলো কম। এই ফোনটি বাজারে আসার পরপরই মাইক্রোসফট ঘোষণা দেয়, তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এই ফোনে চলবে না। ফলে, বিভিন্ন প্রযুক্তি ব্লগ মন্তব্য করেছে, বিক্রির হার বাড়ানোর জন্য দাম কমানো ছাড়া কোনো উপায় ছিলো না নকিয়ার।

এক সময়ের প্রবল প্রতাপশালী মোবাইল ফোন প্রস্তুতকারক নকিয়া স্মার্টফোন তৈরি শুরু করে অনেক দেরিতে। যার কারণে স্মার্টফোনের বাজারে তারা এখনও অনেক পিছিয়ে। অন্যদিকে কম দামী মোবাইল ফোনের মার্কেটও তারা হারাচ্ছে দিন দিন অন্য মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছে।

আইফোন ফাইভে ইন-সেল প্রযুক্তি!

আইফোন ফাইভে ইন-সেল প্রযুক্তি!

আইফোনের পরবর্তী মডেলের স্ক্রিনটি আরো পাতলা করতে অ্যাপল ব্যবহার করবে ইন-সেল প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহার করে আইফোন ফাইভের স্ক্রিন তৈরিতে একাধিক কোম্পানি কাজ করছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

একাধিক গোপন সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, বর্তমানে আইফোন ফাইভের স্ক্রিন তৈরিতে কাজ করছে তিনটি কোম্পানি- শার্প, এলজি এবং জাপান ডিসপ্লে। আর আইফোন ফাইভ নিয়ে গুজবগুলোর একটি হচ্ছে আইফোন ফোর-এর ৪ ইঞ্চি স্ক্রিনের তুলনায় বড় হবে আইফোন ফাইভের স্ক্রিন।

ইন-সেল টেকনোলজিতে এলসিডি স্ক্রিনের মধ্যেই টাচ স্ক্রিনের সেন্সর বসানো থাকবে, ফলে নতুন আইফোনের স্ক্রিনটি হবে আরো পাতলা।

তবে আইফোন ফাইভ নিয়ে এরকম গুজব নতুন নয়। নতুন আইফোনের স্ক্রিন আরো বড় হবে কিনা বা আরো পাতলা হবে কিনা, এ ব্যাপারগুলো বরাবরের মতো এখনও গোপন রেখেছে অ্যাপল কর্তৃপক্ষ।

স্কাইপ থাকছে অফিস ২০১৩ স্যুটে

স্কাইপ থাকছে অফিস ২০১৩ স্যুটে

মাইক্রোসফট অফিসের নতুন ভার্সনে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক ছাড়াও নতুন অ্যাপ্লিকেশন হিসেবে যোগ হচ্ছে স্কাইপ, ইয়ামার এবং ক্লাউড কানেক্টিভিটি। মূলত ট্যাবলেট পিসির টাচ স্ক্রিনে ব্যবহারের উপযোগী করে তৈরি হলেও ল্যাপটপ ও ডেস্কটপসহ সবধরনের কম্পিউটারে ব্যবহার করা যাবে অফিস-এর এ ভার্সনটি। খবর এবিসি নিউজ-এর।

১৬ জুলাই স্যান ফ্রান্সিসকোতে এক কনফারেন্সে অফিস ২০১৩-এর প্রিভিউ দেখায় মাইক্রোসফট। এ ব্যাপারে মাইক্রোসফট সিইও স্টিভ বলমার বলেছেন, ‘এখন পর্যন্ত মাইক্রোসফট অফিসের সবচেয়ে উচ্চাকাক্সক্ষী ভার্সন হতে যাচ্ছে এটি।’

সব ধরণের কম্পিউটারে ব্যবহার করার উপযোগী হলেও মূলত ট্যাবলেট কম্পিউটারে ব্যবহারের ব্যাপারটি মাথায় রেখেই তৈরি করা হয়েছে মাইক্রোসফট অফিস ২০১৩। নতুন ফিচারগুলোর কয়েকটি নিয়ে বিস্তারিত জানান বলমার। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট আউটলুক ব্যবহার করে ইনস্ট্যান্ট মেসেজিং-এর সুবিধা এবং পাওয়ার পয়েন্টের প্রেজেন্টার প্রিভিউ। যার মাধ্যমে প্রেজেন্টেশনের সময় প্রেজেন্টার তার নোটগুলো দেখে নিতে পারবেন বড় পর্দায় না দেখিয়েই।

নতুন অ্যাপ্লিকেশন হিসেবে হিসেবে অফিসে যোগ হচ্ছে স্কাইপ এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সোশাল নেটওয়ার্ক ইয়ামার। তবে নতুন ফিচারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ক্লাউড কানেক্টিভিটি। ফলে মাইক্রোসফটের অনলাইন স্টোরেজ স্পেস স্কাইড্রাইভ ব্যবহার করে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নামিয়ে নিতে পারবেন ব্যবহারকারী। এআরএম প্রসেসরের জন্য বিশেষভাবে তৈরি উইন্ডোজ আরটিতেও চলবে মাইক্রোসফট অফিস ২০১৩।

স্যান ফ্রান্সিকোতে অফিস ২০১৩-এর প্রিভিউ দেখালেও কবে বাজারে আসবে তা এখনও জানায়নি মাইক্রোসফট। এ বছরের অক্টোবর মাসেই উইন্ডোজ ৮-এর সঙ্গে একই সময়ে বাজারে আসার সম্ভাবনা রয়েছে মাইক্রোসফট অফিসের নতুন এ ভার্সনটি।


মেয়েদের জন্য মেয়েদের বানানো স্মার্টঘড়ি

মেয়েদের জন্য মেয়েদের বানানো স্মার্টঘড়ি

বিশেষভাবে মেয়েদের জন্য তৈরি ঘড়ি তৈরি করেছেন শেরিল কেলোন্ড এবং সিলভিয়া মারিনো নামে দুই নারী। তাদের মতে, বর্তমান বাজারে মেয়েদের জন্য যেসব গ্যাজেট রয়েছে সেগুলোর চেয়ে সুবিধাজনক এবং ব্যবহারযোগ্য গ্যাজেট এটি। খবর এবিসি নিউজ-এর।

বাজারে সহজলভ্য জিপিএস ডিভাইসের সাহায্যে যেকোনো জায়গা বা স্থান নির্ধারণ বেশ সময়সাপেক্ষ। এ ছাড়াও মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ ফিচার প্যানিক বাটনও এসব ডিভাইসে থাকে না। প্যানিক বাটনের সাহায্যে একা চলাফেরার সময় কোনো সমস্যা হলে সাহায্যের জন্য কোনো বন্ধু বা ভালোবাসার মানুষের কাছে সংকেত পাঠানো যায়।

কেলোন্ড বলেন, ‘ঘড়িটির সঙ্গে যুক্ত প্যানিক বাটনটি এটিকে অন্যান্য গ্যাজেট থেকে আলাদা করেছে। আমরা অনেক মেয়ের সঙ্গে তাদের সারাদিনের রুটিন নিয়ে কথা বলেছি। তারা জানিয়েছেন, কাজে যাবার আগে বাইরে দৌঁড়াতে পছন্দ করলেও অন্ধকারে বাইরে বের হবার ক্ষেত্রে স্বামী বা মা চিন্তিত থাকেন।’

মেয়েদের এসব সমস্যা সমাধানে বানানো ঘড়িটি আকারে শুধু ছোটোই নয়, এটি বানানো হয়েছে মেয়েদের প্রিয় গোলাপি রঙে এবং এর নিয়োপ্রেন ব্যান্ডটি হাতে অস্বস্তি আনে না। এ ঘড়িটির মাধ্যমে অন্যান্য ফিটনেস গ্যাজেটের মতো হার্টবিট, ক্যালরি খরচের পরিমাণ এবং কতোটুকু দূরত্ব অতিক্রম করা হয়েছে, তা মাপা যাবে।

কেলোন্ড আরো জানান, ছেলেদের জন্যও একই ধরনের ঘড়ি শীঘ্রই বাজারে আসবে।


লেগো দিয়ে তৈরি হলো রোলস-রয়েস ইঞ্জিন

লেগো দিয়ে তৈরি হলো রোলস-রয়েস ইঞ্জিন

বাচ্চাদের খেলার লেগো দিয়ে তৈরি হলো বোয়িং ৭৮৭-এ ব্যবহৃত রোলস-রয়েস ট্রেন্ট-১০০০ জেট ইঞ্জিনের হুবহু নকল বা রেপ্লিকা। রোলস-রয়েস ইঞ্জিনটির আদলে রেপ্লিকাটি বানিয়েছেন পেশাদারী লেগো নির্মাতা প্রতিষ্ঠান ব্রাইট ব্রিকস। খবর বিবিসির।

তরুণদের ইঞ্জিনিয়ারিং পেশায় উৎসাহী করার জন্য রেপ্লিকা ইঞ্জিনটি বানিয়েছেন তারা। আর মজার ব্যাপার হচ্ছে, রোলস-রয়েস ইঞ্জিনটির রেপ্লিকা বানাবার বুদ্ধিটি তারা পেয়েছিলেন ৫ বছর বয়সি এক শিশুর কাছ থেকে।

এ ব্যাপারে রোলস-রয়েসের ব্র্যান্ড ম্যানেজার সারাহ মার্টিন বলেন, ‘বাবার সহযোগিতা নিয়ে লেগো দিয়েই ছোট্ট একটি রোলস রয়েস ইঞ্জিনের রেপ্লিকা বানয়েছিলো শিশুটি। আর রেপ্লিকাটি পাঠিয়ে দিয়েছিলো আমাদের কাছে। সেখান থেকেই আইডিয়াটি পাই আমরা।’

রোলস-রয়েস ট্রেন্ট ১০০০ জেট ইঞ্জিনটি ব্যবহার করা হয় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার অ্যারোপ্লেনে। লেগো দিয়ে বানানো রেপ্লিকা ইঞ্জিনটি লম্বায় প্রায় সাড়ে ছয় ফিট। ১৬০টি ভিন্ন ইঞ্জিন কম্পোনেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় ১ লাখ ৫২ হাজার ৪৫৫টি লেগো ব্রিক।

ব্রাইট ব্রিকসের চারজন লেগো বিল্ডার ৮ সপ্তাহে শেষ করেছেন রেপ্লিকাটি তৈরির কাজ। আর হুবহু আসলটির মতোই দেখতে হয়েছে ইঞ্জিনটি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি

শব্দ দিয়েই নেভানো যাবে আগুন!

শব্দ দিয়েই নেভানো যাবে আগুন!

শব্দ ব্যবহার করে আগুন নেভানোর অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোজেক্ট এজেন্সি (ডারপা)-র বিজ্ঞানীরা। দ্রুত আগুন নেভানোর নতুন কোনো উপায়ের খোঁজে ২০০৮ সালে ইনস্ট্যান্ট ফায়ার সাপ্রেশন প্রোগ্রাম-এর আওতায় গবেষণা শুরু করেছিলেন ডারপার বিজ্ঞানীরা। তারই সূত্র ধরে শব্দ ব্যবহার করে আগুন নেভানোর নতুন প্রযুক্তিটি আবিষ্কার করেছেন তারা। খবর বিবিসির।

প্রযুক্তিটি আবিষ্কার করতে যেয়ে ডারপা বিজ্ঞানীরা পুরো ব্যপারটিকে বিবেচনা করেন রসায়নবিদ্যার বদলে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। গবেষণায় স্পিকারের নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আগুন নেভাতে সফল হন তারা।

ডারপার নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞানীরা জানান, ‘স্পিকারের শব্দতরঙ্গ বাতাসের গতি বাড়িয়ে দেয়। ফলে পাতলা হয়ে যায় আগুনের চারপাশের বাতাসের ঘনত্ব। এতে প্রয়োজনীয় বাতাসের অভাবে নিভে যায় আগুন।’

প্রযুক্তিটি ব্যবহার করে ল্যাবরেটরিতে আগুন নেভাতে সক্ষম হলেও, মাঠ পর্যায়ে এই প্রযুক্তি কতোটা সফল হবে তা নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা। তবে প্রযুক্তিটি নিয়ে আরো গবেষণার মাধ্যমে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী একটি পন্থা খুঁজে পাওয়া যাবে বলেই মনে করছেন তারা।

৫৩ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী চীনের

৫৩ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী চীনের

চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৩ কোটি ৮০ লাখ।  আর এ সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। ওয়্যারলেস ওয়েব সার্ফিয়ের ফলে বর্তমানে চীনে বিশ্বের সর্বাধিক মানুষ ইন্টারনেট ব্যবহার করছে বলে দেশটির ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (আইএনআইসি) জানায়। খবর ইয়াহু নিউজ-এর।

আইএনআইসি জানিয়েছে, গত বছরের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে শতকরা ১১ ভাগ। বর্তমানে চীনের প্রায় ৪০ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় মোবাইলেও ইন্টারনেট ব্যবহার গোটা বিশ্বের মতো চীনেও জনপ্রিয় হয়ে উঠেছে।

সংস্থাটি আরো জানিয়েছে, চীনের কমিউনিস্ট সরকার দেশটিতে শিক্ষা ও বাণিজ্যে ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করায় শিক্ষা ও শিল্প-বাণিজ্যে এর প্রভাব পড়েছে।

আইএনআইসি জানিয়েছে, বর্হিঃবাণিজ্যে চীন ইতোমধ্যে নিজেদের অবস্থান গড়তে সক্ষম হয়েছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। ব্যবসায়ীক যোগাযোগে ইন্টারনেট নির্ভরশীলতা বাড়ায় দেশটির অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।


২৬ অক্টোবর আসছে উইন্ডোজ ৮

২৬ অক্টোবর আসছে উইন্ডোজ ৮

অক্টোবরের ২৬ তারিখে বাজারে আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। সব ধরনের কম্পিউটারের উপযোগী হলেও মূলত টাচ স্ত্রিন এবং ট্যাবলেট কম্পিউটারের ব্যবহারের জন্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনটি বানিয়েছে মাইক্রোসফট। খবর ইয়াহু নিউজের।

উইন্ডোজ ৮ অক্টোবর মাসে বাজারে আসবে তা বেশ আগে থেকেই বলছিলো মাইক্রোসফট কর্তৃপক্ষ। বুধবার স্যান ফ্রান্সিসকোতে অ্যানুয়াল সেলস মিটিং এবং ব্লগ পোস্টের মাধ্যমে উইন্ডোজ ৮ বাজারে আসার তারিখটি নিশ্চিত করে জানিয়ে দেয় মাইক্রোসফট কর্তৃপক্ষ।

উইন্ডোজ ব্যবহারকারীরা ইন্টারনেট থেকে সফটওয়্যার আপডেট হিসেবে ডাউনলোড করতে পারবেন অপারেটিং সিস্টেমটির নতুন ভার্সন। একই দিনে বিক্রি শুরু হবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে চালিত পিসি এবং ল্যাপটপ।

উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং ৭-কে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে খরচ হবে ৪০ ডলার। তবে যারা এ বছরের ২ জুন তারিখের পরে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের কম্পিউটার কিনেছেন, উইন্ডোজ ৮-এর জন্য তাদের খরচ করতে হবে ১৫ ডলার।



অ্যাপল ওয়েবসাইটে ঝুলবে স্যামসাং প্রচারণা!

অ্যাপল ওয়েবসাইটে ঝুলবে স্যামসাং প্রচারণা!

স্যামসাংয়ের পক্ষে প্রচারণা চালাবে অ্যাপল! অ্যাপল বনাম স্যামসাংয়ের পেটেন্ট লড়াই নতুন দিকে মোড় নেয়ায় এমন ঘটনাই এবার ঘটতে পারে। আইপ্যাডের ডিজাইন নকল করে স্যামসাং তাদের গ্যালাক্সি ট্যাবলেট ডিভাইস বানিয়েছে দাবি করে বৃটেনের আদালতে মামলা করেছিলো অ্যাপল। কিন্তু আদালতে সে দাবি প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় স্যামসাং আইপ্যাডের ডিজাইন নকল করেনি-এমন প্রচারণা চালানোর নির্দেশই অ্যাপলকে দিয়েছে আদালত। খবর বিবিসির।

মামলার রায় অনুযায়ী ‘স্যামসাং আইপ্যাডের ডিজাইন নকল করেনি’-এমন একটি নোটিশ আগামী ছয় মাস থাকতে হবে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে। শুধু তাই নয়, খবরের কাগজ ও ম্যাগাজিনের মতো অন্যান্য প্রচারমাধ্যমেও এ সম্পর্কিত বিজ্ঞাপন প্রচারের জন্য অ্যাপলকে নির্দেশ দিয়েছে আদালত। অ্যাপলের মামলায় স্যামসাংয়ের সুনাম যে ক্ষতির মুখে পড়েছে সেটি পুরণ করতেই বৃটিশ আদালত ওই আদেশ দিয়েছে।

তবে এ বিষয়ে এখনও মন্তব্য করা থেকে বিরত রয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

অবশ্য এ রায়ের পর ডিজাইন নকল করার দাবি অ্যাপল যেন আর করতে না পারে, সেজন্য নিষেধাজ্ঞা জারির আবেদন জানায় স্যামসাং। স্যামসাংয়ের এ দাবি নাকচ করে আদালত জানায়, আদালত ‘ভুল’ রায় দিয়েছে এমন মতামত অ্যাপল কর্তৃপক্ষের থাকতেই পারে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

শনিবার, ১৪ জুলাই, ২০১২

বছরে ৩২০ টন স্বর্ণ যাচ্ছে ইলেক্ট্রনিক পণ্যে!

বছরে ৩২০ টন স্বর্ণ যাচ্ছে ইলেক্ট্রনিক পণ্যে!

প্রতি বছর বিশ্বব্যাপী মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট তৈরিতে ব্যবহার হচ্ছে ৩২০ টন সোনা, যার বাজার মূল্য ১ হাজার কোটি বৃটিশ পাউন্ডেরও বেশি। আর এই সোনার সামান্যই আবার আহরণ করা সম্ভব হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য থেকে। বিস্ময়কর এই তথ্য প্রকাশিত হয়েছে ঘানার আক্রায় ই-ওয়েস্ট একাডেমির মিটিংয়ে। খবর অরেঞ্জ নিউজের।

ই-ওয়েস্ট একাডেমির মিটিংয়ে বিশেষজ্ঞরা জানান, প্রতি বছর ইলেকট্রনিক গ্যাজেট তৈরিতে যে পরিমাণ সোনা ব্যবহার করা হচ্ছে, তার শতকরা ৮৫ শতাংশই হারিয়ে যাচ্ছে ইলেকট্রনিক বর্জ্য পদার্থের সঙ্গে। এর মধ্যে মাত্র ১৫ শতাংশ পুনরায় আহরণ করা সম্ভব হচ্ছে। টেকনোলজি কোম্পানিগুলো সোনার পাশাপাশি প্রতিবছর ব্যবহার করছে ৭ হাজার ৫০০ টন রুপা।

বিশেষজ্ঞরা আরো জানান, বর্তমানে পৃথিবীর মাটির নিচের খনিগুলোতে যে পরিমাণ মূল্যবান আকরিক ধাতু রয়েছে, তার চেয়ে ৪০ থেকে ৫০ গুণ বেশি ধাতু রয়েছে ইলেকট্রিক গ্যাজেট ওয়েস্টে। গত বছরে ইলেকট্রনিক গ্যাজেট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়েছে ৩২০ টন সোনা যা পুরো পৃথিবীর সোনার যোগানের ৭ দশমিক ৭ শতাংশ।

এ ব্যাপারে গ্লোবাল ই-সাসটেইনেবিলিটি ইনিসিয়েটিভ-এর চেয়ারম্যান লুইস নেভস বলেন, ‘ভোক্তারা স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের মতো হাইটেক ইলেকট্রনিক গ্যাজেটের সুবিধা বহাল রাখতে চাইলে ইলেকট্রনিক বর্জ্য পদার্থ রিসাইকেল করে মূল্যবান ধাতুগুলো সংগ্রহ করার একটি পদ্ধতি দাঁড় করানো জরুরি হয়ে পড়েছে।’

অক্টোবরে আসছে উইন্ডোজ ৮

অক্টোবরে আসছে উইন্ডোজ ৮

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এর ঘোষণা বেশ কিছুদিন আগে দেয়া হলেও, কবে নাগাদ উইন্ডোজ ৮ চালিত ডিভাইসগুলো বাজারে পাওয়া যাবে, তা নিয়ে এতোদিন নিরব ছিলো মাইক্রোসফট। সম্প্রতি এক ঘোষণায়, অক্টোবর মাসের শেষের দিকে উইন্ডোজ ৮ পিসি বাজারে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। খবর এবিসিনিউজ-এর।

মাইক্রোসফটের ওয়ার্ল্ড ওয়াইড পার্টনার কনফারেন্সে অক্টোবর মাসে উইন্ডোজ ৮ ডিভাইস বাজারে ছাড়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও টামি রেলার। তিনি জানান, অগাস্টের প্রথম সপ্তাহেই কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো হাতে পাবেন উইন্ডোজ ৮ সফটওয়্যার। আর অক্টোবর মাসের শেষ দিকে বাজারে পাওয়া যাবে উইন্ডোজ ৮ ডিভাইসগুলো।

লেনোভো, আসুস এবং এসারের মতো মাইক্রোসফটের পার্টনার কোম্পানিগুলো এ বছরেই একাধিক উইন্ডোজ ৮ পিসি বাজারে আনবে।

তবে নিজেদের ট্যাবলেট পিসি ‘সার্ফেস’ কবে বাজারে আসবে, তা এখনও জানায়নি মাইক্রোসফট।