বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

ডুয়াল কোর অ্যাটম প্রসেসর আনলো ইনটেল


খবর >

ডুয়াল কোর অ্যাটম প্রসেসর আনলো ইনটেল


1 / 1
বিশ্বের সর্ববৃহৎ ইলেক্ট্রনিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল নতুন প্রজন্মের স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের জন্য ডুয়াল কোর অ্যাটম প্রসেসর এনেছে। প্রসেসরটির কোড নাম ‘ক্লোভারট্রেইল প্লাস’। এর সিস্টেম অন চিপ (এসওসি) পূর্ববর্তী প্রজন্মের মিডফিল্ড এবং ক্লোভারট্রেইল প্রসেসরের চেয়ে লক্ষ্যণীয়ভাবে আলাদা হবে বলে জানিয়েছে জিএসএম এরিনা।

 তিনটি ভিন্ন মোড়কে চিপটি বাজারজাত করা হবে। সবচেয়ে দ্রুতগতির চিপটি হচ্ছে অ্যাটম জি২৫৮০। এর পরে রয়েছে জি ২৫৬০ এবং জি২৫২০।

নতুন ক্লোভারট্রেইল-এ বাড়তি সল্টওয়েল সিপিইউ কোর সংযুক্ত করা হয়েছে, যার মূল শক্তি  ৩২এনএম প্রসেসসিং। হাইপার থ্রেডিং পরিচালনায় থাকছে চারটি থ্রেডস। জি২৫৮০ চিপটির ক্লক স্পিড পৌঁছাবে ২.০ গিগাহার্টজে। জি২৫৬০ এবং ২৫২০-এ ক্লক স্পিড থাকবে ১.৬ গিগাহার্টজ এবং ১.২ গিগাহার্টজ। মিডফিল্ড চিপের ফলে সিপিইউ আগের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে বলেও জানিয়েছে ইনটেল।
সূত্র জানিয়েছে, অ্যাপলের তৃতীয় প্রজন্মের ডিভাইস রেটিনা ডিসপ্লে আইপ্যাডে ব্যবহৃত প্রসেসরের এ৫এক্স-এর চেয়ে শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করেছে ইনটেল। দ্রুতগতির জিপিইউ ব্যবহারে পর্দার রেজুলিউশনও ১০২৪ বাই ৭৬৮ থেকে ১৯২০ বাই ১২০০ তে উন্নীত হবে।

রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

কিশোর বয়সে ধূমপানে অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি

কিশোর বয়সে ধূমপান করলে অল্পবয়সেই হৃদরোগে মৃত্যু হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় বলে পাওয়া গেছে এক গবেষণায়। এমনকি পরবর্তীতে ধূমপান সম্পূর্ণ ছেড়ে দিলেও এ আশঙ্কা থেকেই যায় বলে জানিয়েছেন গবেষকরা।

যারা কিশোর বয়সে ধূমপান শুরু করে সারাজীবন তা ধরে রাখে, তাদের মৃত্যুর ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় প্রায় দ্বিগুণ বলেওজানিয়েছেন গবেষকরা।

জার্নাল অব দি আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ডেভিড ব্যাটি বলেন, এ ঝুঁকি সময়ের সঙ্গে বাড়তে থাকে, তবে যতো শিগগির ধূমপানের অভ্যাস ছেড়ে দেয়া যায় ততোই মঙ্গল।

এর আগেও কমবয়সে ধূমপানের সঙ্গে ভবিষ্যতে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে মধ্যবয়সী ব্যক্তিরা কতো বেশি ধূমপান করছেন তার উপর নির্ভর করে করা এসব গবেষণা খুব বেশি নির্ভরযোগ্য নয় বলে মনে করেন গবেষকরা।

তবে সাম্প্রতিক গবেষণাটিতে তরুণ বয়সীরা কী পরিমাণ ধূমপান করছেন সে উপাত্ত নিয়ে গবেষণা করা হয়।

এতে ১৯১৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ম্যাসাচুসেটসের হাভার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যপরীক্ষায় ধূমপানের পরিমাণ বিষয়ে দেয়া তথ্য ব্যবহার করা হয়। পরে ’৬০, ’৭০ ও ’৮০’র দশকে ওই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় জরিপ চালানো হয়।

এ গবেষণায় ২৮ হাজারের বেশি মানুষের স্বাস্থ্যতথ্য অন্তর্ভূক্ত করা হয় যাদের মধ্যে অন্তত ১০ হাজার জন স্কুলে থাকতে ধূমপান করতেন। এসব ধূমপায়ীদের মধ্যে অন্তত অর্ধেক গড়ে ৫৩ বছর বয়সের আগেই মারা যান।

হাভার্ডের শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাজীবনের পড়েও ধূমপান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। তবে যারা কিশোর বয়সে ধূমপান করতেন, তবে পরবর্তীতে ছেড়ে দেন তাদের মধ্যে মৃত্যুর হার প্রায় ২৯ শতাংশ।

মৃত্যুর কারণের মধ্যে ধূমপানজনিত হৃদরোগ ও ক্যান্সারই বেশি বলে জানান গবেষকরা।

বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের গবেষক মাইকেল সিগেল জানান, এ গবেষণা চলার সময়ের মধ্যে যারা ধূমপান ছেড়ে দেন তাদের মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসতে দেখা গেছে। তবে কমলেও তা অধূমপায়ীদের চেয়ে বেশিই থেকে যায়।

সাবানের ফেনায় পৃথিবীর সবচেয়ে পাতলা ডিসপ্লে


সাবানের ফেনায় পৃথিবীর সবচেয়ে পাতলা ডিসপ্লে

পৃথিবীর সবচেয়ে পাতলা ডিসপ্লে তৈরি করেছেন বিজ্ঞানীরা আর সেই ডিসপ্লেটি বিজ্ঞানীরা তৈরি করেছেন সোপ বাবল বা সাবানের ফেনা দিয়ে। এ প্রযুক্তি ব্যবহার করে সিনেমাও দেখা যাবে এই সোপ বাবল স্ক্রিনে। খবর বিবিসির।

বিজ্ঞানীদের দাবি, এই সোপ বাবল ডিসপ্লেটিই বিশ্বের সবচেয়ে পাতলা এবং স্বচ্ছ ডিসপ্লে। তাদের সোপ বাবল ডিসপ্লেটির বাবল বা ফেনার গঠন বাচ্চাদের খেলার জন্য তৈরি বাবল টয়ের তুলনায় একটু জটিল হলেও মূল উপাদান একই; আর তা হলো সাবান।

গবেষক দলটির দলনেতা টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়োইচি ওচিআই বলেন ‘একা একরকম সাধারণ জ্ঞানেই বলা চলে যে, সোপ বাবল আসলে একটি মাইক্রো মেমব্রেন। ফলে এটির ভেতর দিয়ে আলো যেতে পারে এবং এটি আলোর প্রতিফলনও ঘটায়। আমরা খুবই পাতলা এবং নরম একটি ডিসপ্লে তৈরি করেছি দুই ধরনের তরল ব্যবহার করে।’

অন্যান্য ডিসপ্লের সঙ্গে সোপ বাবল ডিসপ্লের স্বচ্ছতা এবং আলোর প্রতিফলনে রয়েছে অনেক পার্থক্য। একাধিক সোপ বাবল ডিসপ্লেকে একত্রিত করা হলে দর্শকদের অনেকটা থ্রিডি ডিসপ্লের অনুভূতি দিতে পারে তা। এমনকি হলোগ্রাফিক প্রজেকশনের ইফেক্টও তৈরি করতে পারে সোপ বাবল ডিসপ্লে।

ভালবাসা দিবস

ভালবাসা দিবস সম্পর্কে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া
(
ফতোয়া নং ২১২০৩ তারিখঃ ২৩-১১- ১৪২০ হি
. )

ফতোওয়াটি সর্বোচ্চ ওলামা পরিষদে বিশ্লেষণের পর এই... মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে, কুরআন সুন্নাহর স্পষ্ট প্রমাণাদি দ্বারা কথা অকাট্যভাবে প্রমাণিত যে, ইসলামে ঈদ বা উৎসবের দিন মাত্র দু'টি সালাফে সালেহীনগণও বিষয়ে একমত হয়েছেন ইসলামে স্বীকৃত ঈদ দুটির একটি হল ঈদুল ফিতর, অপরটি হল ঈদুল আজহা বা কুরবানির ঈদ উল্লিখিত ঈদ দু'টি ব্যতীত যত ঈদ বা উৎসব আছে, হোক না তা কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত, বা কোন গোষ্ঠীর সাথে সম্পৃক্ত, বা কোন ঘটনার সাথে সম্পৃক্ত, তা বিদআত মুসলমানদের তা পালন করা বা পালন করতে বলা বৈধ নয় এবং উপলক্ষে আনন্দ প্রকাশ করা ব্যাপারে কিছু দিয়ে সাহায্য করাও নিষেধ কেননা ধরনের কাজ আল্লাহ তা'আলার সীমা লঙ্ঘন বৈ অন্য কিছু হবে না আর যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করবে সে নিজের উপর অত্যাচার করবে ধরনের কালচার বিধর্মীদের অনুসরনের কল্পে গ্রহণ করা হলে অপরাধ আরো মারাত্বক হবে কারণ এর মাধ্যমে তাদের সদৃশ্যতা গ্রহণ করা এবং তাদেরকে এক ধরনের বন্ধু বানানো হয় অথচ আল্লাহ তাআলা মুমিনদেরকে থেকে বারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, من تشبه بقوم فهو منهم যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করল সে তাদের দলভুক্ত বলে গণ্য ভালবাসা দিবস পালন করাও নিষেধের অন্তর্ভুক্ত কেননা এটি খৃষ্টানদের উৎসব যে মুসলমান আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তার জন্য কাজ করা দেয়া বা এই দিনে কাউকে ফুল বা অন্যকোনো উপহার দেয়া বৈধ নয় বরং তার কর্তব্য হল আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করা এবং আল্লাহর শাস্তি গযব আসে এমন কাজ থেকে নিজেদূরে থাকা অন্যদের দূরে রাখা

অতএব দিবসকে কেন্দ্র করে পানাহার করা, ক্রয়-বিক্রয় করা, কোন কিছু প্রস্তুত করা বা উপঢৌকন দেয়া, চিঠি-পত্র চালাচালি করা প্রচার-পত্র বিলি করা অবৈধ সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ তাঁর রাসূলের নাফরমানি করা হয় আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ المائدة2
ফতোয়াটি যারা সত্যায়ন করেছেন
:সৌদি আরবের গবেষণা ফতোয়া প্রদান বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সদস্যবৃন্দ:আব্দুল আযিয বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে শেখ
.সদস্য: সালেহ বিন ফাওজান আল-ফাওজান
সদস্য: আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-গদইয়ান
. সদস্য: বকর বিন আব্দুল্লাহ আবু জায়েদ

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

সিইএস মেলায় দানবীয় স্মার্টফোন, ট্যাবলেট ও টিভির রাজত্ব


ইএস মেলায় দানবীয় স্মার্টফোন, ট্যাবলেট ও টিভির রাজত্ব

1 / 1

 2
 0
 0      Print Friendly and PDF
ক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে চলছে কনজিউমার ইলেকট্রনিক্স শো ‘সিইএস ২০১৩’। সিইএসের প্রথম দিনের থিম ছিলো ‘বিগার, ফাস্টার, স্ট্রংগার’। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মেলায় টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে যেন চলছে আকারে বড় আর দ্রুতগতির স্মার্টফোন, ট্যাবলেট আর টেলিভিশন দেখানোর প্রতিযোগিতা।

বিশ্বব্যাপী বিদ্যমান স্মার্টফোন লড়াইয়ে নতুন প্রতিযোগী হিসেবে যোগ হয়েছে চীনের হুয়াউইয়ের তৈরি ৬.১ ইঞ্চির স্মার্টফোন অ্যাসেন্ড মেট। এর স্ক্রিনটিই শুধু বড় নয়, অ্যাসেন্ড মেটের স্মার্টফোনটিতে রয়েছে ৪০৪০ মিলি অ্যাম্পের ব্যাটারি। হুয়াউইয়ের দেয়া তথ্য অনুযায়ী, টানা ৬দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে অ্যাসেন্ড মেট। তবে কাজের সময় মোবাইলটির ব্যাটারি কতোক্ষণ টিকে থাকবে, তা নিশ্চিত করে না বললেও ব্যাটারিটির আগের মডেলগুলোর তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি সময় টিকবে বলে দাবি করেছে হুয়াউই।

৬.১ ইঞ্চি স্ক্রিন আর ৪০৪০ মিলিঅ্যাম্পের ব্যাটারি ছাড়াও অ্যাসেন্ড ম্যাটেতে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, বিল্ট ইন ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেম। আর পুরো স্মার্টফোনটিই পানি নিরোধক।

অন্যদিকে ট্যাবলেট আর টিভি নির্মাতারাও পিছিয়ে নেই। প্যানাসনিক দেখিয়েছে ২০ ইঞ্চির এক দানোবিও ট্যাবলেট। ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় শক্তিশালী আর বহনযোগ্য হলেও ঘরের টিভি স্ক্রিনটির থেকে খুব একটা ছোট নয়।

অন্যদিকে পিছিয়ে নেই টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও। সিইএসের প্রথম দিনেই স্যামসাং দেখিয়েছে ৮১ ইঞ্চির ফোরকে আল্ট্রা এইচডি এলসিডি টিভি।

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

এবার মাইক্রোসফটের সোশ্যাল নেটওয়ার্ক

এবার মাইক্রোসফটের সোশ্যাল নেটওয়ার্ক

দীর্ঘদিন পরীক্ষামূলক ব্যবহার শেষে মাইক্রোসফট এসও.সিএল নামের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি মঙ্গলবার সবার জন্য উন্মুক্ত করলো। এতে যে কেউ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতো ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় লিংক শেয়ার করতে পারবে। খবর সিএনএন-এর।

মে মাসে মাইক্রোসফট জনপ্রিয় সাইট ফেইসবুকের মতো নিজস্ব ওয়েবসাইট বানানোর কথা মিডিয়ায় প্রকাশ করে। মঙ্গলবার মাইক্রোসফট সাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আপাতত মাইক্রোসফটের কর্মী ও শিক্ষার্থীদের সাইটটিতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়। সাইটটি এখন সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বা ফেইসবুকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা সরাসরি সাইটটিতে প্রবেশ করতে পারবেন। ব্যবহারকারী সাইন আপ করেই ফেইসবুকের মতো ছবি, ভিডিও এবং লিংক শেয়ার করতে পারবেন। মন্তব্য করা যাবে অন্যান্য পোস্টের ওপরও।

সাইটটিতে ঢুকলেই প্রথম পাতায় সাম্প্রতিক সব পোস্ট দেখা যাবে। তবে ব্যবহারকারী বাড়ার আগ পর্যন্ত সাইটটিকে এখনো ‘সময় নষ্টকারী’ সাইট বলে মন্তব্য করেছে সিএনএন।

মেসেজ পাঠানো যাবে ৯১১ নাম্বারে

মেসেজ পাঠানো যাবে ৯১১ নাম্বারে

যুক্তরাষ্ট্রের জরুরি ফোন নাম্বার ৯১১ সিস্টেমে এসএমএস বা টেক্সট মেসেজিং চালু হচ্ছে। মোবাইলে টেক্সট মেসেজিংয়ের ২০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) এ সিদ্ধান্ত নিয়েছে। খবর সিএনএন-এর।

২০১৪ সালের মে মাসে সার্ভিসটি চালু করা হবে বলে জানিয়েছে এফসিসি। জুনের ৩০ তারিখ থেকে মেসেজে অটো রিপ্লাই সিস্টেম চালু করবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ চারটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এ সেবা চালু করতে চুক্তিবদ্ধ হয়েছে।

এফসিসি আশা করছে, এ সেবার আওতায় ৯০ ভাগ জনগোষ্ঠী এসএমএসের মাধ্যমে জরুরি যোগাযোগ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ৯১১-এ করা ২৪ কোটি ফোনের এক তৃতীয়াংশই আসে তারহীন লাইন থেকে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

নেটওয়ার্ক ভাগাভাগি করবে রবি ও সামিট

নেটওয়ার্ক ভাগাভাগি করবে রবি ও সামিট

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও এনটিটিএন অপারেটর সামিট কমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্ক ভাগাভাগিতে একমত হয়েছে। সম্প্রতি রবির গুলশানের প্রধান কার্যালয়ের এ বিষয়ে দ্বিপক্ষীয়  চুক্তিতে স্বাক্ষর করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার এবং সামিট কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম।

রবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগির মাধ্যমে রবি ও সামিট পরষ্পরের সহযোগী হিসেবে কাজ করবে। দু’পক্ষই নিজেদের ট্রান্সমিশন নেটওয়ার্কের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় কমাবে। এত করে গ্রাহক পর্যায়ে কম খরচে উন্নতর সেবা দেয়া সম্ভব হবে।

সাশ্রয়ী মূল্যে সেবা দেয়ার ক্ষেত্রে এ চুক্তি বিশেষভাবে কার্যকর হবে। এতে করে অল্প খরচে গ্রাহকদের দোরগোড়ায় টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে। গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে বলে দাবী করা হয়েছে বিজ্ঞপ্তিতে ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  ছিলেন রবির  চিফ ফিনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও কর্পোরেট স্ট্র্যাটিজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিক। সামিট কমিউনিকিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক ফাদিয়া খান।

খাওয়া যাবে আইফোনের কেসিং!

খাওয়া যাবে আইফোনের কেসিং!

ফোনে কথা বলতে বলতে বেশি ক্ষুধা লেগে গেলে আইফোনটির কেসিং খেয়ে ফেললেও শরীরের কোনো ক্ষতি হবে না। জাপানি এক নির্মাতা আইফোন ফাইভের জন্য খাদ্য উপকরণ দিয়ে তৈরি ৮১ ডলারের এ কেসটি তৈরি করেছে বলে জানিয়েছে সিএনএন।

‘সারভাইভাল সেনবিই রাইস ক্র্যাকার আইফোন ফাইভ কেইস’ নামের কেসিংটি বাজারে ছেড়েছে টোকিওর গ্যাজেট বিক্রেতা সাইট জাপান ট্রেন্ড শপ। তারা জানিয়েছে, এটি তৈরিতে বাদামী চাল ও লবণ ব্যবহার করা হয়েছে। বাস্তবে এটি খাদ্য ও ফোন হিসেবে কাজ করবে। জরুরি প্রয়োজনে খাবারের অভাবে বিপদে পড়লে আপনি এটি কাজে লাগাতে পারবেন। শুকনো খাবারের মতোই মচমচ করে কেসিংটি খাওয়া যাবে।

জাপানি ভোক্তাবান্ধব খাবারের প্রতীক হিসেবে মোবাইলের কভারটিকে তুলে ধরেছে বিক্রেতা প্রতিষ্ঠানটি। অনলাইনে অর্ডার দেয়ার পর হাতে তৈরি পণ্যটি ভোক্তার হাতে পৌঁছাতে মাসখানেকও লাগতে পারে বলে জানিয়েছে বিক্রেতা।

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

সফটওয়্যার গুরু ম্যাকাফি গুয়াতেমালায়

সফটওয়্যার গুরু ম্যাকাফি গুয়াতেমালায়

মধ্য আমেরিকার দেশ বেলিজ-এর পুলিশের তালিকায় খুনের সন্দেহভাজন যুক্তরাষ্ট্রের অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুরু জন ম্যাকাফি পালিয়ে গুয়াতেমালায় পৌঁছেছেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, গুয়াতেমালায় আশ্রয় প্রার্থনা করবেন। খবর রয়টার্স-এর।

গত প্রায় তিন সপ্তাহ ধরে বেলিজ-এর পুলিশের হাত থেকে ম্যাকাফি পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ একটি খুনের দায়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আর ম্যাকাফি বলছেন, তাকে হাতে পেলে বেলিজ পুলিশ তাকে মেরে ফেলবে।

গুয়াতেমালার রাজধানী ‘গুয়াতেমালা সিটি’র পথে সোমবার তিনি ন্যাশনাল পার্কের কাছাকাছি একটি হোটেলে ছিলেন বলে সর্বশেষ খবরে রয়টার্স জানিয়েছে।

গুয়াতেমালার সুপ্রিম কোর্ট থেকে রয়টার্সকে টেলিফোনে ম্যাকাফি বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে এখন আমার কোনো পরিকল্পনা নেই। দু’টি কারণে আমি গুয়াতেমালায় এসেছি। এই দেশটির বেলিজের সঙ্গে সীমান্ত আছে এবং বেলিজের দুর্নীতি বিষয়ে এরা বুঝবে।’

ম্যাকাফি খুনের অভিযোগ অস্বীকার করে রয়টার্সকে বলেছেন, তিনি সেখানে আর ফিরে যাবেন না। তার ব্লগ www.whoismcafee.com -এ তিনি তার পলাতক অবস্থার নিয়মিত বর্ণনা দিচ্ছেন। ম্যাকাফি আশা করছেন, গুয়াতেমালায় তিনি রাজনৈতিক আশ্রয় পাবেন এবং সেখান থেকে মুক্ত ও নিরাপদভাবে কথা বলতে পারবেন।

নমনীয় স্ক্রিনযুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং

নমনীয় স্ক্রিনযুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং

আয়ের দিক দিয়ে পৃথিবীর প্রধান টেকনোলজি কোম্পানি স্যামসাং, তাদের নতুন গ্যালাক্সি স্মার্টফোনের উৎপাদন প্রক্রিয়া দ্রুত এগিয়ে আনছে। নতুন গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনে নমনীয় অভঙ্গুর স্ক্রিন যুক্ত করার জন্য জন্য স্যামসাং পুরোদমে কাজ করছে। খবর রয়টার্স-এর।

টেকনোলজি ব্লগ ও বিশ্লেষক সূত্রে জানা গেছে ‘প্রজেক্ট জে’ কোড নামের নতুন গ্যালাক্সি স্মার্টফোনের জন্য জেকে শিন-এর নেতৃত্বে কাজ চলছে। আগামী এপ্রিলেই বাজারে আনার জন্য পুরোদমে কাজ চলছে গ্যালাক্সি এস ফোর-এর।

অভঙ্গুর স্ক্রিন ছাড়াও নতুন স্মার্টফোনটিতে থাকছে বড় ও উন্নতমানের ডিসপ্লে, শক্তিশালী কোয়াড কোর প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে প্রতি ইঞ্চিতে ৪৪১ পিক্সেল থাকবে। গ্যালাক্সি এস থ্রি-র ৩০৬ পিক্সেল ও আইফোন ফাইভ-এর ৩২৬ পিক্সেলের তুলনায় এটি ভোক্তাদের নজর কাড়বে বলে বিশ্লেষকদের ধারণা।

স্মার্টফোনের জন্য অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লেযুক্ত নমনীয় ও অভঙ্গুর স্ক্রিন উন্নয়নে বহুদিন ধরেই সহায়তা করছে স্যামসাং। এতে মোবাইলের স্ক্রিনগুলো গ্লাসের বদলে প্লাস্টিকে তৈরি হবে, যা স্মার্টফোনের ২০ হাজার কোটি ডলারের বাজার দখলে স্যামসাংকে সাহায্য করবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এইচবি

শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে জোটবদ্ধ ৪৮ দেশ

শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে জোটবদ্ধ ৪৮ দেশ

শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালানোর জন্য ‘গ্লোবাল অ্যালায়েন্স’ ব্যানারে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে জোটবদ্ধ হবার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-সহ ৪৮টি দেশ। খবর বিবিসির।

ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র ছাড়াও ওই জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক ও ইউক্রেইন।

এ বিষয়ে ইউরোপিয়ান কমিশনের তথ্য থেকে জানা যায়, কমপক্ষে ১০ লাখ শিশু পর্নোগ্রাফির ছবি ইন্টারনেটে আছে এবং এর সঙ্গে ৫০ হাজার প্রতি বছর যোগ হচ্ছে।

শিশু পর্নোগ্রাফি প্রতিরোধে বিচ্ছিন্নভাবে বিভিন্ন দেশ অভিযান চালিয়ে ডজনখানেক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এখনো এ বিষয়ে অনেক কিছু করতে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ নেটওয়ার্কের কাজের মধ্যে রয়েছে শিশু পর্নোগ্রাফির শিকারদের নির্ধারণ ও রক্ষা করা, এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনী পদক্ষেপের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা, শিশুদের অনলাইনের বিপদ সম্পর্কে জানানো ও শিশু পর্নোগ্রাফি অনলাইন থেকে কমানো।

আগামী বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের রাজধানী দি হেগ-এ কার্যক্রম শুরু করছে ‘দি ইউরোপিয়ান সাইবার ক্রাইম সেন্টার’। সেখান থেকেও শুরু হবে শিশু পর্নোগ্রাফিবিরোধী অভিযান।

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

প্রথম ছবি তোলা হলো ডিএনএর

প্রথম ছবি তোলা হলো ডিএনএর

জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ৫৯ বছর আগে ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) বিষয়ে ধারণা দেয়ার পর একজন ইটালিয়ান বিজ্ঞানী প্রথমবারের মতো ছবি তুলতে সমর্থ হলেন ডিএনএর। খবর লাইভসায়েন্স-এর।

ইটালির ম্যাগনা গ্রাইসিয়া ইউনিভার্সিটি ইন ক্যাটানজারো ইউনিভার্সিটির ফিজিক্স প্রফেসর এনজো ডি ফ্যাব্রিজিও সম্প্রতি ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে ডিএনএর ছবি তুললেন। এর আগ পর্যন্ত বিজ্ঞানীরা ডিএনএ স্ট্রাকচারের ধারণা পেলেও ছবি তোলা সম্ভব হয়নি। এর আগে ডাবল-কর্কস্ক্রু আকৃতির ডিএনএর ধারণা পাওয়া যায় এক্স-রে ক্রিস্টালোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে।

ডি ফ্যাব্রিজিও ও তার সহকর্মীরা সম্পূর্ণ পানিরোধী সিলিকন পিলারের তৈরি ন্যানোস্কোপিক ল্যান্ডস্কেপ তৈরি করেন। তারা সেখানে ডিএনএযুক্ত সলিউশন যোগ করলে পানি দ্রুত বাষ্প হয়ে যায় এবং সেখানে দড়ির মতো আকৃতির ডিএনএ পাওয়া যায়।

আরো সূক্ষ্মযন্ত্রপাতি ও কম এনার্জিযুক্ত ইলেক্ট্রন ব্যবহার করে স্বাধীন ডাবল হেলিক্স-এর ছবি তোলাও সম্ভব হবে বলে আশা করছেন ফ্যাব্রিজিও।

ডিএনএর ভেতরে প্রাণীদেহের বৃদ্ধি ও কার্যকলাপের যাবতীয় বংশগত বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে।

সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা অ্যানোনিমাসের

সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা অ্যানোনিমাসের

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশটির নাগরিকদের ইন্টারনেট সার্ভিস ব্যবহার বন্ধ করার একদিন পর সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করলো অ্যানোনিমাস। খবর ইয়াহু নিউজ-এর।

নেটওয়ার্ক ওয়ার্ল্ড জানিয়েছে, অ্যানোনিমাস সিরিয়ার বাইরে রাখা আসাদ সরকারের সব ওয়েব সম্পদের ওপর আক্রমণ চালানোর প্রতিজ্ঞা করেছে। সিরিয়ার সাধারণ নাগরিকদের ডিজিটাল যোগাযোগের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদেই এ পদক্ষেপ নিয়েছে ইন্টারনেট হ্যাকার গ্রুপটি।

অ্যানোনিমাস জানিয়েছে, সিরিয়ার সরকার যে কার্যক্রম গ্রহণ করছেন তা দায়িত্বজ্ঞানহীন। কারণ দেশটিতে আসা ফাইবার অপটিক সংযোগ নষ্ট হয়নি। এটি দ্রুত চালু করা সম্ভব ছিলো।

হ্যাকারদের প্রথম টার্গেট হচ্ছে চীনের সিরিয়ার অ্যাম্বাসির ওয়েবাসইট নিয়ন্ত্রণে আনা।

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

বিশ্বের সবচেয়ে পুরনো ডিজিটাল সুপারকম্পিউটার ‘হারওয়েল ডিকাটরন’ সংস্কারের পর সাংবাদিকদের সামনে রিবুট করলো ইংল্যান্ডের মিউজিয়াম অফ কম্পিউটিং কর্তৃপক্ষ। খবর ইয়াহু নিউজ-এর।

১৯৫১ সালে ব্রিটিশদের তৈরি সুপারকম্পিউটারটি গত তিন বছর ধরে সংস্কার করলো ইংল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিং। সম্প্রতি কর্তৃপক্ষ সুপার কম্পিউটারটি সাংবাদিকদের সামনে রিবুট করেন।

অনেকটা গ্যারেজের দরজার মতো আকারের কম্পিউটারটির ওজন আড়াই টন। দেখতে অনেকটা সায়েন্স ফিকশনের কম্পিউটারের মতো। সাইজটাও বিশাল। গাণিতিক কাজের জন্যে কম্পিউটারটি তৈরি করা হয়েছিলো। ১০ সেকেন্ডেরও কম সময়ে এটি দু’টি সংখ্যা গুণ করতে পারে।

কম্পিউটারটির রিস্টোরেশন এক্সপার্ট কেভিন মোরিল জানান, এটি যুক্তরাজ্যের পারমাণবিক গবেষণার জন্য নির্মাণ করা হয়েছিলো। কম্পিউটারটির গতি কম হলেও এটি হিসাব-নিকাশে নির্ভুল বলে জানিয়েছেন মোরিল।