গুগলের 'এক্স ফোন'
মটোরোলা মোবিলিটির ব্যানারে এবার নিজস্ব ডিজাইনে স্মার্টফোন বানাচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআর ডটকমের প্রতিবেদন অনুযায়ী গুগলের বানানো স্মার্টফোনটি প্রাথমিক অবস্থায় চিহ্নিত করা হচ্ছে ‘এক্স ফোন’ নামে। বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়ে গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এ মাসের শেষের দিকেই গুগল স্মার্টফোনটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও জানিয়েছে বিজিআর।
১২৪০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি কিনে নেবার পরও মোবাইল ফোন বাজারে ওএস ছাড়া গুগলের বড় কোন সাফল্য নেই বললেই চলে। তাই গুগল সরাসরি নিজস্ব ডিজাইনে মোবাইল ফোন বানাচ্ছে, এমন গুজব শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই।
বৃহস্পতিবার অনলাইসে ফাঁস হয়ে যায় গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এদিকে স্মার্টফোনটির মূল ফিচারগুলো আবিষ্কারের দাবি করেছে নাইনটুফাইভগুগল। সাইটটির দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং ২ জিবি র্যাম। একসঙ্গে ২৫টি রংয়ের কেসিংয়ে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি, এমনটাও দাবি করেছে নাইনটুফাইভগুগল।
১২৪০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি কিনে নেবার পরও মোবাইল ফোন বাজারে ওএস ছাড়া গুগলের বড় কোন সাফল্য নেই বললেই চলে। তাই গুগল সরাসরি নিজস্ব ডিজাইনে মোবাইল ফোন বানাচ্ছে, এমন গুজব শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই।
বৃহস্পতিবার অনলাইসে ফাঁস হয়ে যায় গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এদিকে স্মার্টফোনটির মূল ফিচারগুলো আবিষ্কারের দাবি করেছে নাইনটুফাইভগুগল। সাইটটির দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং ২ জিবি র্যাম। একসঙ্গে ২৫টি রংয়ের কেসিংয়ে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি, এমনটাও দাবি করেছে নাইনটুফাইভগুগল।