বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Why is Facebook password hacked?

Why is Facebook password hacked?


Why is Facebook password hacked?
As a result of the development of information technology, social media is becoming popular. And Facebook is at the top of that list. However, many people have experienced the hacking of Facebook account passwords. For various reasons, the password of Facebook ID can go under the control of others. But let's not be late, we don't know about some of the reasons why Facebook password is hacked-  

1. In
this process of account phishing, hackers will send you various links. Maybe in a Facebook message or in your email. The link comes exactly like the notification coming from Facebook. Users do not understand that these are not actually Facebook. This is called the Fisher Web. Although it looks like a website, it is not. As a result, if you log in thinking Facebook, then your ID will be lost.

2. Website Share Button
There are some personal websites where it is risky to click the share button. Because even if you click on the option to share the picture on the third party website, many times your account and password can be hacked.

3. Fake friendships
are often seen in the guise of hackers who have a very good relationship with you. Gather different information about you. At one point it sends you a link to the inbox. If you click on these links without understanding, your secret password and email will be under the control of the hacker.

4. Logging in to a cybercafe
Many people are accustomed to running Facebook only on mobile. Occasionally sitting at the computer just to solve various problems. In these cases, people who go to public computers such as cyber cafes, often forget to log out of the account. Or many people don't notice when they log in. Remember password is given. In this way, someone else may hack into your account without your knowledge.

5. Facebook App
There are many apps on Facebook . You should always be careful when using them. Many people give these apps various information including their email account password. In many cases they sell to different advertising agencies. This way you can lose your account by using Facebook app

urkey's driverless electric bus, surprise the world

Turkey's driverless electric bus, surprise the world


Turkey's driverless electric bus, surprise the world
Turkey surprised the world by testing its own driverless electric bus. The test was conducted in the presence of President Recep Tayyip Erdogan on Monday (February 1st), according to the country's media Sabah Daily Sabah. Turkish Minister of Industry and Technology Mostafa Baranak was also present at the occasion. 

The bus, named Atak Electric, uses a BMW 220-kWh Li-ion battery. It is capable of covering a range of up to 300 kilometers (16.4 miles) between two charges. It will take three hours to be charged directly.

The 26.2 feet (6.3 meters) long bus can seat 50 passengers. Carmaker Karsan said they have already started mass production.

Speaking at the opening ceremony, Turkish President Recep Tayyip Erdogan said that these bus manufacturers will enhance the reputation of Turkey and Turkish brands around the world. Last month, Autocar, another Turkish company, tested its own electric bus.

Update Chrome browser, Google's advice not to skip

Update Chrome browser, Google's advice not to skip

Update Chrome browser, Google's advice not to skip
Chrome is a popular search engine for internet browsing. This popular browser is updating their services. As a result, Google advises you not to skip any notifications for Chrome browser updates. The company said last Thursday that important security updates have been provided with the new version of Chrome. The update is available for Mac, Windows and Linux users with version 8.0.4324.150.

The code number of the security risk is CVE-2021-21147. Google did not say more than that. In a blog post, they wrote that most users will only publish details if they update to the latest version. However, Google thinks that hackers have already taken advantage of that security risk.

How to update:  
Before you update your Chrome browser, check which version you are using. Select 'Settings' by clicking on the three dotted button in the upper right corner. Then click on About Chrome to show the current version. He will also show if there is a chance to update to a new version. If so, the update should start automatically. And if it doesn't update automatically, you will find the 'Update' option next to those three dots in the upper right corner of the Chrome window, you have to click there. Once updated, Chrome will ask you to restart. In that case, the work is done by pressing the 'relaunch' button. 

Facebook is a new problem, many groups are being shut down

Facebook is a new problem, many groups are being shut down

Facebook is a new problem, many groups are being shut down
Popular social media Facebook is constantly coming up with new features. After that, Facebook users are facing several problems. Facebook groups in particular are facing big problems.

Due to the new update of Facebook, a lot of communities are being shut down and insidious people are abusing it. Among the disabled groups are Science Bee / AMD Ryzen Enthusiasts Bangladesh and many more. Popular groups like Food Bloggers and Petuk Couple have also been disabled for the same reason.

Abdullah Al Jaber, the administrator of Ibar71, reported these problems on Thursday (February 4th) after a new update on Facebook. In this regard, he said, many common quality pictures or videos of the Facebook group are being removed by fake reports from a few IDs. Facebook security bots are constantly disabling community violations, including Facebook groups, when reported in admin posts. Several other problems have also been observed, which are being abused by a group of unscrupulous clique.

Abdullah Al Jaber said, "I request you not to approve any new ID as a member of your group until this security update issue of Facebook is resolved." The remnants of Facebook are those who have been involved in such heinous acts as ruining various good and useful Facebook groups by making fake reports. Due to their inferiority complex and perverted attitude, they are also disabling various blood collection groups through fake reports. The Facebook authorities have already been informed about them.

He advised to inform the law enforcement and cyber police about the fake reporters. Facebook group admins should handle their activities carefully until we get our next update. Be sure to recheck your groups once. If there is any suspicious fake ID in your group, remove it as a member.

আপডেট করুন ক্রোম ব্রাউজার, এড়িয়ে না যেতে পরামর্শ গুগলে

আপডেট করুন ক্রোম ব্রাউজার, এড়িয়ে না যেতে পরামর্শ গুগলে

আপডেট করুন ক্রোম ব্রাউজার, এড়িয়ে না যেতে পরামর্শ গুগলের
ইন্টারনেট ব্রাউজিংয়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ক্রোম। জনপ্রিয় এ ব্রাউজারটি তাদের সেবা হালনাগাদ করছে। ফলে ক্রোম ব্রাউজার হালনাগাদের জন্য কোনো নোটিফিকেশন পেলে এড়িয়ে না যেতে পরামর্শ দিচ্ছে গুগল। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, ক্রোমের নতুন সংস্করণের সঙ্গে গুরুত্বপূর্ণ নিরাপত্তা হালনাগাদ সরবরাহ করা হয়েছে। ম্যাক, উইন্ডোজ এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য হালনাগাদটি ৮৮.০.৪৩২৪.১৫০ নম্বর সংস্করণের সঙ্গে পাওয়া যাবে।

নিরাপত্তা ঝুঁকিটির সাংকেতিক নম্বর সিভিই-২০২১-২১১৪৮। এর বেশি কিছু জানায়নি গুগল। এক ব্লগ পোস্টে তারা লিখেছে, বেশির ভাগ ব্যবহারকারী নতুন সংস্করণে হালনাগাদ করলে তবেই বিস্তারিত প্রকাশ করবে তারা। অবশ্য সে নিরাপত্তা ঝুঁকির সুযোগ এরই মধ্যে হ্যাকাররা নিয়েছে বলে মনে করছে গুগল।

আপডেট করবেন যেভাবে:  
আপনি ক্রোম ব্রাউজার হালনাগাদের আগে দেখে নিন কোন সংস্করণ ব্যবহার করছেন। ওপরের ডান কোনায় তিন বিন্দুওয়ালা বোতামে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করুন। এরপর অ্যাবাউট ক্রোমে ক্লিক করলেই বর্তমান সংস্করণ দেখাবে। সে সঙ্গে দেখাবে নতুন কোনো সংস্করণে হালনাগাদের সুযোগ আছে কি না। যদি থাকে তো স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ শুরু হয়ে যাওয়ার কথা। আর স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ না হলে ক্রোম উইন্ডোর ওপরের ডান কোনার ওই তিন বিন্দুর পাশেই ‘আপডেট’ অপশন পাওয়া যাবে, সেখানে ক্লিক করতে হবে। হালনাগাদ হয়ে গেলে ক্রোম পুনরায় চালু করতে বলবে। সে ক্ষেত্রে ‘রিলঞ্চ’ বোতামে চাপলেই আপাতত কাজ শেষ। 

গুগল ম্যাপে লাইভ লোকেশন যেভাবে শেয়ার করবেন

গুগল ম্যাপে লাইভ লোকেশন যেভাবে শেয়ার করবেন

গুগল ম্যাপে লাইভ লোকেশন যেভাবে শেয়ার করবেন
নিজের লোকেশন সরাসরি অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য রিয়েল টাইম লোকেশন শেয়ারিং অন রাখা যাবে। তবে জনপ্রিয় নেভিগেশন সার্ভিস গুগল ম্যাপস ব্যবহার করেও লাইভ লোকেশন শেয়ার করা সম্ভব।

গুগল ম্যাপস থেকে কীভাবে রিয়েল টাইম লোকেশন শেয়ার করবেন? দেখে নিন।

১। গুগল ম্যাপস ওপেন করে সাইন ইন করুন।

২। ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ফটোর ওপরে ট্যাপ করুন।

৩। এখানে লোকেশন শেয়ারিং অপশন সিলেক্ট করুন।

৪। এবার যার সঙ্গে লোকেশন শেয়ার করতে চান সেই ব্যক্তিকে সিলেক্ট করুন।

৫। এছাড়াও চাইলে আপনি ক্লিপ-বোর্ডে লাইভ লোকেশন শেয়ার করার লিংক কপি করতে পারবেন।

৬। যে কোনো মেসেজিং অ্যাপ অথবা ইমেলের মাধ্যমে এই লিংক শেয়ার করুন।

৭। কতক্ষণ লাইভ লোকেশন শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।

৮। এবার শেয়ার অপশন সিলেক্ট করলেই আপনার পছন্দের মানুষের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার শুরু হয়ে যাবে।

আম পাতার ৬ আশ্চর্য স্বাস্থ্যগুণ

আম পাতার ৬ আশ্চর্য স্বাস্থ্যগুণ

আম পাতার ৬ আশ্চর্য স্বাস্থ্যগুণ
শীতের পর ধীরে ধীরে গ্রীষ্মের আগমন ঘটে। আর তার সাথে আগমন ঘটে ফলের রাজা আমের। আম পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আমের মধ্যে রয়েছে অনেক উপকারি গুণ। জানেন কি আম পাতাতেও থাকে উপকারি গুণ? 

আম পাতায় রয়েছে  ভিটামিন, এনজাইম, অ্য়ান্টিঅক্সিডেন্ট, খনিজ উপদান। আম পাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপদান থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভাল। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এবার দেখে নেওয়া যাক আর কি কি উপকারিতা রয়েছে আম পাতায়-

১। যদি আপনার খেতে বসে বার বার হেচকি ওঠে তাহলে আম পাতা পুড়িয়ে তার ধোঁয়া নাকের কাছে ধরুন। দেখবেন দ্রুত এই সমস্যা থেকে রেহাই পাবেন।

২। বাতের সমস্যা থাকলে কচি আম পাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন সেই পানি খান। উপকার পাবেন।

৩। আঁচিল নিরাময়ে আম পাতা খুবই উপকারি। আম পাতা পুড়িয়ে কালো করে নিন। সেই গুঁড়োর মধ্যে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগান। দ্রুত সেরে যাবে।

৪। প্রতিদিন সকালে আম পাতা শুকিয়ে গুড়ো করে এক গ্লাস পানিতে মিশিয়ে খান। কিডনিতে পাথর জমার সমস্যা থেকে রেহাই পাবেন।

৫। আমপাতা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে।

৬। আম পাতার সাহায্যে ক্ষত নিরাময়ে করা সম্ভব। আম পাতা পুড়িয়ে যে ছাই হচ্ছে তা ক্ষতস্থানে লাগান। উপকার পাবেন।   


চোখের যেসব লক্ষণে সাবধান হতে হবে

চোখের যেসব লক্ষণে সাবধান হতে হবে


চোখের যেসব লক্ষণে সাবধান হতে হবে
চোখের সমস্যা কম-বেশি সবারই হতে পারে। কিন্তু অনেকে বুঝতে পারেন না যে, তার চোখে সমস্যা হয়েছে। তিনি জানেন না, কখন চোখের ডাক্তার দেখাবেন। এ ক্ষেত্রে নিজের চোখের অবস্থা ও লক্ষণ দেখে বুঝে নিতে হবে। চোখের কিছু লক্ষণে আপনাকে সাবধান হতে হবে। যেতে হবে  চিকিৎসকের কাছে। 

লক্ষণগুলো কী?

১. ঝাপসা দেখা: চোখে ঝাপসা দেখা বা চোখের সামনে অন্ধকার দেখা ক্যানসার, টিউমার বা স্ট্রোকেরও ইঙ্গিত দেয়। এ সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

২. ডাবল ভিশন: ডাবল ভিশন বা দুটো করে সবকিছু দেখার সমস্যা থাকলেও চিকিৎসকের পরামর্শ নিন। মূলত চোখের ভেতরে পেশির সমস্যা হলে ডাবল ভিশন হয়। এ ছাড়া স্নায়ু রোগেও এই সমস্যা দেখা যায়। এ ছাড়া স্ট্রোক বা ব্রেন টিউমার হলেও এই সমস্যা হয়।

৩. হঠাৎ চোখ ধাঁধিয়ে যাওয়া: অনেক সময়ে চোখ ধাঁধিয়ে যায়। চোখের সামনে আলো ফেললে কিছু দেখা যায় না, তেমন অনেকেরই সাধারণ আলোতেই হঠাৎ চোখ ধাঁধিয়ে যায়। ক্ষণিকের অস্বস্তি হলেও এই সমস্যাকে কেউ খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি এই সমস্যা দেখা যায়, তাহলে চিকিৎসকের কাছে পরামর্শ নিন।

৪. চোখ জ্বালা করা বা চোখ চুলকানো: হঠাৎ চোখ জ্বালা করা বা চোখ চুলকানোর সমস্যায় ভুগলেও এড়িয়ে যাবেন না। ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে এই সমস্যা হয়ে থাকে। প্রায়ই এই সমস্যা হতে থাকলে চিকিৎসকের কাছে যান।

৫. চোখ যদি লাল হয়ে যায়: হঠাৎ চোখ যদি লাল হয়ে যায়, তা যথেষ্ট চিন্তার কারণ। কোনও ইনফেকশন হলেও চোখ লাল হয়ে যায়। এ ছাড়া শরীরে অন্যান্য কয়েকটি রোগের উপসর্গ চোখ লাল হয়ে যাওয়া।

অ্যাপেন্ডিক্সের ব্যথা বুঝবেন যেভাবে

অ্যাপেন্ডিক্সের ব্যথা বুঝবেন যেভাবে


অ্যাপেন্ডিক্সের ব্যথা বুঝবেন যেভাবে
পেটে ব্যথা খুবই সাধারণ একটা বিষয় হলেও, তাকে পাত্তা না দিলে সে ভয়ঙ্কর রূপ নেয়। গ্যাসের ব্যথা বলে অনেক ব্যথা এড়িয়ে যাই আমরা। মূলত, বিভিন্ন জটিলতার সঙ্গে অন্যান্য সমস্যার কারণে অ্যাপেন্ডিক্সের ব্যথা আলাদা করে চিনে ওঠা সম্ভব হয় না।  হঠাৎ একদিন অ্যাপেন্ডিক্সের মারাত্মক ব্যথা ব্যথায় অসহায় করে দেয়। আশঙ্কাজনক অবস্থা হয়ে যায় রোগীর। 

শরীরের অবাঞ্চিত অঙ্গ অ্যাপেন্ডিক্সকে পাত্তা না দিলে প্রাণ সংশয় হতে পারে। তাই ব্যথা সম্পর্কে অবগত হন।

অ্যাপেন্ডিক্স হলে তল পেটের ডান দিকে ব্যথা শুরু হবে।  নাভির চারিদিক থেকে ব্যথাটা  ক্রমশ তল পেটের দিকে ছড়িয়ে পড়ে। তলপেট ফুলে ওঠে। তবে শুরুর দিকে ব্যথা কম হবে। কিন্তু ধীরে ধীরে সেই ব্য়থা ক্রমশ বাড়তে থাকে। খাবার খেলেই ব্যথা বেড়ে যায়। 

জ্বর আসার সম্ভাবনা থাকে। তবে সবার ক্ষেত্রে জ্বর আসে না। খেতে ইচ্ছা করে না। হজমে সমস্যা হয়। সেখান থেকে শুরু হয় বমি। কিছুক্ষেত্রে রোগীর পেট খারাপও হতে পারে। হাঁটাচলা করলে, বসে ওঠার সময়, অথবা সিড়ি দিয়ে নামার সময় ব্যথা হতে পারে।

এই সকল লক্ষণ দেখলে ভুলেও দেরি করবেন না। পরামর্শ নিন ডাক্তারের থেকে। কারণ অ্যাপেন্ডিক্সকে অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। বর্তমানে ল্যাপারোস্কোপি করে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়। আধুনিক পদ্ধতিতে পেট না কেটেই বাদ দেওয়া হয় অ্যাপেন্ডিক্স। 

মানুষের হার্টকে সারিয়ে তোলার জাদু জানে ছোট্ট এই মাছ

মানুষের হার্টকে সারিয়ে তোলার জাদু জানে ছোট্ট এই মাছ

মানুষের হার্টকে সারিয়ে তোলার জাদু জানে ছোট্ট এই মাছ!
যেন জাদুমন্ত্র জানে আমাদের ধানখেতের আলে, খালেবিলে, পুকুরে, নদীতে থাকা ম্যাজিশিয়ান এই মাছটি। অনেকে চিনেন আবার অনেকে নামও জানেন না মাছটির। এই মাছটির নাম জেব্রা ফিশ, যা বাংলায় অঞ্জু মাছ বলে পরিচিত। এর শক্তি সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হবেন। মূলত গ্রাম বাংলা আর উত্তর-পূর্ব ভারতের নদী, পুকুর, খালবিলে এই জেব্রা ফিশটি পাওয়া যায়। 

হাতের আঙুলের আকারের ও গায়ে ডোরাকাটা দাগের এই মাছটি ক্ষতবিক্ষত হওয়ার পরেও মস্তিষ্ক, হৃদযন্ত্র, যকৃত, অগ্ন্যাশয়, মেরুদণ্ডসহ তার শরীরের প্রায় সবকটি অঙ্গকে নতুন করে গড়ে তুলতে পারে, যা মানুষ কিংবা কোনও স্তন্যপায়ী প্রাণীও পারে না।

ভারতের পুনের আগরকর রিসার্চ ইন্সটিটিউটের ডেভেলপমেন্টাল বায়োলজি বিভাগের বিজ্ঞানী চিন্ময় পাত্রের তত্ত্বাবধানে আমাদের দুর্বল হয়ে পড়া হৃদযন্ত্রকে ফের জাগিয়ে তোলার এই সঞ্জীবনী মন্ত্রটি খুঁজে বের করেছেন দেবাঞ্জন মুখোপাধ্যায় ও তার সহযোগীরা। দেবাঞ্জন এখন ফ্রাঙ্কফুর্টে গোথে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর কার্ডিওভাসকুলার রিজেনারেশনের গবেষক।

চিন্ময় ও দেবাঞ্জনসহ ১০ জনের গবেষকদল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিশ্বে এই প্রথম দেখালেন, একটি বিশেষ জিন কীভাবে জেব্রা ফিশের ক্ষতবিক্ষত হৃদযন্ত্রকে (‘মায়োকার্ডিয়াল ইনজুরি’) পুনরুজ্জীবিত হয়ে উঠতে সাহায্য করে। জিনটির নাম- ‘কানেকটিভ টিস্যু গ্রোথ ফ্যাক্টর (সিটিজিএফ)’। আরও একটি নাম রয়েছে জিনটির, তাহলো ‘সেলুলার কমিউনিকেশন নেটওয়ার্ক ফ্যাক্টর ২-এ’।

এই গবেষণাতেই প্রথম বোঝা গেল কেন হার্ট অ্যাটাকের পর আমরা আর হৃদযন্ত্রকে আগের অবস্থায় ফিরে পাই না এবং তৃতীয়বার হার্ট অ্যাটাকের পর অনিবার্যই হয়ে ওঠে আমাদের মৃত্যু। আর কেনই বা জেব্রা ফিশের হৃদযন্ত্র বার বার ক্ষতবিক্ষত হয়েও পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে প্রায় নতুন হৃদযন্ত্রের মতোই?

গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ব্রিটেন থেকে প্রকাশিত আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ডেভেলপমেন্ট’-এ। মূল গবেষক দেবাঞ্জন কাজ করেছেন পুনের ‘আগরকর রিসার্চ ইন্সটিটিউট (এআরআই)’-এর ডেভেলপমেন্টাল বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক চিন্ময় পাত্রের তত্ত্বাবধানে। সহযোগিতা করেছে জার্মানির ‘ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর হার্ট অ্যান্ড লাং রিসার্চ’ এবং আমেরিকার ডারহ্যামের ‘ডিউক বিশ্ববিদ্যালয়’-এর মেডিক্যাল সেন্টারও।

গবেষণায় কেন বেছে নেওয়া হলো জেব্রা ফিশ?

সাধারণত ২ থেকে ৩ বছর জেব্রা ফিশ বেঁচে থাকে। তাই ৩ মাস বয়স হয়ে গেলেই এই মাছ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। গবেষকরা কাজটা করেছেন অন্তত ৬ মাস বয়সি জেব্রা ফিশ নিয়ে। সেগুলো ছিল প্রাপ্তবয়স্ক জেব্রা ফিশ। হার্ট অ্যাটাকের ঘটনা ও আশঙ্কা যেহেতু শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি, প্রবীণদের ক্ষেত্রে আরও বেশি, গবেষকরা তাই কাজটা করেছেন প্রাপ্তবয়স্ক জেব্রা ফিশ নিয়ে।

জেব্রা ফিশ নিয়ে কাজ করার একটা সুবিধা হলো, জন্মের পর ১০-১৫ দিন পর্যন্ত বাইরে থেকেই তাদের হৃদযন্ত্র, যকৃত, অগ্ন্যাশয়সহ শরীরের সবকটি অঙ্গের বিকশিত হয়ে ওঠা আর তাদের কাজকর্ম চাক্ষুষ করা যায়। কীভাবে হৃদযন্ত্রের ভাল্ব তৈরি হচ্ছে, তা-ও দেখা যায়, একেবারে কোষের স্তরে গিয়েও। আর একটা সুবিধা হলো জেব্রা ফিশের বেশির ভাগ কার্যকরী জিনের (প্রাণী বা উদ্ভিদের অনেক জিনই কার্যকরী থাকে না) সঙ্গেই মানুষ ও ইঁদুরের কার্যকরী জিনগুলোর খুব সাদৃশ্য রয়েছে। গত শতাব্দীর ৬-এর দশক থেকেই গ্রাম বাংলার এই ‘ম্যাজিশিয়ান’ মাছটি নিয়ে বিদেশে শুরু হয় গবেষণা। এখন বিশ্বের প্রায় ১ হাজারটি 

হৃদপিণ্ড সুস্থ রাখে বিট রস

হৃদপিণ্ড সুস্থ রাখে বিট রস


হৃদপিণ্ড সুস্থ রাখে বিট রস
বীটরুট একটি উপাদেয় ফল। আমাদের দেশে ফলটির জনপ্রিয়তা কম হলেও গবেষণায় দেখা গেছে যে বিটের রস পান করলে উচ্চ রক্তচাপ কমে যায়। স্নায়ু কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। হৃদপিণ্ড সুস্থ রাখে। আয়রন, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইটোকেমিক্যালগুলি রক্তকে বিশুদ্ধ করতে সহায়তা করে এবং মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে তোলে।

বিটের খনিজ,নাইট্রিক অক্সাইড,পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নাইট্রিক অক্সাইড আমাদের দেহের দ্বারা উৎপাদিত একটি অণু যা সারা শরীরের কোষগুলিতে সংকেত স্থানান্তর করতে সহায়তা করে। প্রতিদিন এই রস খেলে শরীর জুড়ে রক্ত প্রবাহকে আরও উন্নত করতে সহায়তা করে।

জার্নাল অব নিউট্রিশনের গবেষণায় প্রমাণিত হয়, 'প্রতিদিন কমপক্ষে এক গ্লাস বিটের রস রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। তারা এক গ্লাস বিট রসের মাধ্যমে তাদের রক্তচাপ কমাতে এবং নিয়ন্ত্রণ করতে পারেনা। বিশেষ করে, ৫৪ থেকে ৮০ বছর বয়সীদের জন্য বিট রস খুব কার্যকর। এতে অ্যান্টিঅক্সিডেন্টের ইতিবাচক লক্ষণ পাওয়া গেছে'। 
 
বিটের রস পান করা ছাড়াও এটি স্যুপ, সালাদ বা স্বাস্থ্যকর মিষ্টি হিসাবে খাওয়া যেতে পারে। দৈনন্দিন খাদ্য তালিকায় চিকিৎসকের পরামর্শ নিয়ে এই উপকারী ফলটি অন্তর্ভুক্ত করা যায়।

চির তারুণ্য ধরে রাখে বরই

চির তারুণ্য ধরে রাখে বরই

চির তারুণ্য ধরে রাখে বরই
খাওয়ার রুচি বাড়ানোর জন্য বরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বরই ঠান্ডা, জ্বর, সর্দি-কাশির প্রতিরোধ করে। নিদ্রাহীনতা দূর করে আমাদের কর্মশক্তি বাড়াতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে চির তারুণ্য ধরে রাখে।

বরই এর রস অ্যান্টি-ক্যানসার ড্রাগ হিসেবেও ব্যবহৃত হয়। এই ফলে রয়েছে ক্যানসার সেল, টিউমার সেল, লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ শক্তি।

আমাদের দেশে বিভিন্ন প্রজাতির বরই রয়েছে। এর ভিটামিন ‘সি’ গলার ইনফেকশনজনিত বিভিন্ন অসুখ, টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠাণ্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া দূর করে।

রক্ত বিশুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম। ডায়রিয়া, মোটা হয়ে যাওয়া, রক্তের হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া, ব্রঙ্কাইটিস নিরাময়ে বরই অত্যন্ত কার্যকরী। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারি। 

পুরো বছর সংরক্ষণ করে খাওয়ার জন্য বরই দিয়ে টক-মিষ্টি-ঝাল আচার তৈরি করে রাখা যায়। এছাড়াও বরই ভর্তা খুবই মুখরোচক।

পেঁপে ক্যান্সারের প্রতিষেধক

পেঁপে ক্যান্সারের প্রতিষেধক

পেঁপে ক্যান্সারের প্রতিষেধক!
আমাদের দেহের কার্যকরী অঙ্গ লিভার সুস্থ ও সক্রিয় রাখতে পেঁপের বীজ এবং গাছের পাতা সমান ভাবে উপকারী। লিভার ভালো রাখতে নিয়মিত খেতে হবে পুষ্টিকর পেঁপে। পেঁপেতে থাকা ড্যানডেলিওন, মিল্ক থিসল লিভার সুস্থ রাখতে সাহায্য করে।  

পেঁপের পাতার রস করতে প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পাটা বা হাম্বলদিস্তায় থেঁতো করে নিন। এবার রস ছেকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন। এছাড়াও, পেঁপের বীজ প্রথমে রোদে শুকিয়ে নিন। এটি পিষে নিয়ে এক গ্লাস পানিতে এক চা চামচ মধু দিয়ে পান করুন।  

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে লিভারে থাকা সমস্ত অপ্রয়োজনীয় বস্তুকে বের করে বিভিন্ন রোগ থেকে বাঁচায় । পেঁপের পাতার রস পান করলে হজমশক্তি বাড়ে, শরীর দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ করে। এছাড়া সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

অত্যন্ত সুস্বাধু পাকা পেঁপে ত্বক, হজম শক্তি বাড়ায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কাজ করে। সকালে খালি পেটে খাঁচা পেঁপে খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়। আবার কাঁচা পেঁপে সালাদ বা সবজি হিসেবে রান্না করেও খাওয়া যায়। 

সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

বৃহস্পতির উপগ্রহ থেকে এলো রেডিও সিগন্যাল, জল্পনা তুঙ্গে

বৃহস্পতির উপগ্রহ থেকে এলো রেডিও সিগন্যাল, জল্পনা তুঙ্গে


বৃহস্পতির উপগ্রহ থেকে এলো রেডিও সিগন্যাল, জল্পনা তুঙ্গে
পৃথিবীর বাইরের জগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে গবেষণাও। এরইমধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড থেকে রেডিও সিগন্যাল পেয়েছে নাসার পাঠানো মহাকাশ যান জুনো। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

সাধারণত রেডিও তরঙ্গ বা এফএম সিগন্যাল কোনো জীব থাকার ইঙ্গিত বা যোগাযোগের বিষয়টিকে তুলে ধরে বলেই গ্যানিমেডে প্রাণের অস্তিত্বের বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে মহাকাশবিজ্ঞানীরা বলছেন, তারা এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। বৃহস্পতির কোনো প্রাকৃতিক প্রক্রিয়ার জেরেই এই রেডিও তরঙ্গের উৎপত্তি।

এ ব্যাপারে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, জুনো বৃহস্পতির কক্ষপথ ধরেই প্রদক্ষিণকালে সম্প্রতি গ্যানিমেড থেকে এই সংকেত পেয়েছে। বৃহস্পতির ৭৯টি উপগ্রহের মধ্যে অন্যতম হলো গ্যানিমেড। এর আগে কখনও এই উপগ্রহ থেকে কোনোরকম তরঙ্গ বা এফএম সিগন্যাল ধরা পড়েনি।

মহাকাশবিজ্ঞানীদের কথায়, মূলত ইলেকট্রন থেকে এ ধরনের তরঙ্গ বা সিগন্যাল সৃষ্টি হয়। এই গ্রহে হয়তো কোনো প্রাকৃতিক পরিবর্তন ঘটছে। তা থেকেই এমন তরঙ্গের সৃষ্টি হয়েছে।

নাসার গবেষক প্যাট্রিক ইউইংস বলেন, সাইক্লোট্রন ম্যাসার ইনস্ট্যাবিলিটি নামে এক ধরনের প্রক্রিয়ার ফলে এমন হতে পারে। সাধারণত কোনো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে এ ধরনের প্রক্রিয়া ঘটে থাকে। এতে ইলেকট্রনের উপস্থিতিও লক্ষ করা যায়। আর আশপাশের এলাকায় একটি ফ্রিকোয়েন্সি অনুভূত হয়। জুনো সেই ফ্রিকোয়েন্সি ধরতে সক্ষম হয়েছে।

নাসার মেগা রকেটের ইঞ্জিন পরীক্ষা বাতিল

নাসার মেগা রকেটের ইঞ্জিন পরীক্ষা বাতিল

নাসার মেগা রকেটের ইঞ্জিন পরীক্ষা বাতিল
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন মেগা রকেটের (স্পেস লঞ্চ সিস্টেম) ইঞ্জিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চারটি ইঞ্জিনে একসঙ্গে আগুন ধরে যাওয়ায় পরীক্ষা বাতিল করে দেওয়া হয়।

স্পেস লঞ্চ সিস্টেম চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছিল মিসিসিপির বে সেন্ট লুইসের কাছে স্টেনিস স্পেস সেন্টারে। 

স্টেনিস স্পেস সেন্টার অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে।   

নতুন দুইটি ফিচার নিয়ে এসেছে লুডু কিং গেম

নতুন দুইটি ফিচার নিয়ে এসেছে লুডু কিং গেম


নতুন দুইটি ফিচার নিয়ে এসেছে লুডু কিং গেম
কুইক লুডু ও সিক্স প্লেয়ার মোড নামে দুইটি ফিচার যোগ হয়েছে লুডু কিং গেমে। এর ফলে চারজনের জায়গায় ছয়জন মিলে একসঙ্গে খেলতে পারবেন। পাশাপাশি পাওয়া যাবে ভয়েস চ্যাটের সুবিধাও। একই সঙ্গে মাত্র পাঁচ মিনিটেই এক রাউন্ড লুডু খেলা হয়ে যাবে।

ক্লাসিক লুডু গেম বা সাধারণ লুডু গেম খেলতে প্রায় ১৫ থেকে ৪০ মিনিট পর্যন্ত সময় লাগে। কিন্তু কুইক লুডু মোডের সাহায্যে মাত্র পাঁচ মিনিটেই এক রাউন্ড লুডু খেলা হয়ে যাবে।

এবার আসা যাক ফাইভ টু সিক্স প্লেয়ার মোড ফিচারে। নামেই বোঝা যাচ্ছে এই ফিচারের কাজ। এক্ষেত্রে একসঙ্গে ছয়জন প্লেয়ার একে অন্যের সঙ্গে লুডু খেলতে পারবেন। এতদিন পর্যন্ত অফলাইনে কার্যকর ছিল এই সিক্স প্লেয়ার মোড।

এবার থেকে চার জনের জায়গায় অনলাইনে একসঙ্গে ছয়জন মিলে খেলতে পারবেন। অনলাইনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন ছয়জন খেলোয়াড়। আর এই মোডেই ভয়েস চ্যাটের সুবিধা পাওয়া যাবে। ভয়েস চ্যাট অপশনের মাধ্যমে খেলা চলাকালীন একে অন্যের সঙ্গে কথা বলার পাশাপাশি ঠাট্টা-তামাশা করতেন পারবেন তারা। 

উল্লেখ্য, বর্তমানে প্রায় ৩০টি দেশে ও ১৪টি ভাষায় কার্যকর রয়েছে এই লুডু কিং গেম। এক্ষেত্রে গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর ও উইন্ডোস ভার্সনে রয়েছে এই গেম।

হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে তুরস্কের ‘বিআইপি’তে যোগদানের হিড়িক

হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে তুরস্কের ‘বিআইপি’তে যোগদানের হিড়িক

বিশ্বব্যাপী তুরস্কের অ্যাপ বিআইপিতে যোগদানের হিড়িক চলছে। আমেরিকান প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের এই অ্যাপে প্রতিদিন প্রায় ২০ লাখ করে ব্যবহারকারী বাড়ছে। 

জানা গেছে, নিরাপদভাবে বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেল’। ২০১৩ সালে চালু হওয়া বিআইপি গত কয়েক বছরের ব্যবধানে ১৯২টি দেশে বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করে।

তুর্কসেলের মহাব্যবস্থাপক জানান, গত শুক্রবার থেকে ৬৪ লাখ ব্যবহারকারী হোয়াটঅ্যাপস ছেড়ে বিআইপিতে যোগদান করেছেন। বর্তমান পরিবেশে বিআইপি নিরাপদ স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা টেলিগ্রামের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছি।

উল্লেখ্য, অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের মেসেঞ্জারে চ্যাটসহ ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায় বিআইপিতে। বর্তমানে এই অ্যাপে পাঁচ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে বিশ্বব্যাপী।

প্রযুক্তি বর্জ্য কমাতে ফোনের সাথে চার্জার ও হেডফোন দেবে না স্যামসাং

প্রযুক্তি বর্জ্য কমাতে ফোনের সাথে চার্জার ও হেডফোন দেবে না স্যামসাং

প্রযুক্তি বর্জ্য কমাতে ফোনের সাথে চার্জার ও হেডফোন দেবে না স্যামসাং
প্রযুক্তিখাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং হাটতে চলেছে অ্যাপল ও শাওমির পথে। পরিবেশবান্ধব প্রযুক্তি সবার হাতে তুলে দিতে চায় প্রতিষ্ঠান। ই-ওয়াস্ট বা প্রযুক্তি বর্জ্য কমাতে এখন থেকে ফোনের সঙ্গে হেডফোন দেবে না। এর আগে অ্যাপলের আইফোনে চার্জার ও হেডফোন বাদ দেয়া হয়। এরপর শাওমিও একই পথে হাটে। এবার সেই পথের পথিক হলো স্যামসাংও।

স্যামসাং তাদের গ্যালাক্সি এস২১ সিরিজের ফোনগুলোর সঙ্গে চার্জার ও হেডফোন দেবে না।

সম্প্রতি উইন ফিউচার দুটি ছবি শেয়ার করেছে। আর সেই দুটি ছবিতে দেখা গেছে গ্যালাক্সি এস২১ প্লাস ও গ্যালাক্সি এস২১ আল্ট্রার বক্স। ছবির টাইটেলে লেখা হয়েছে, ‘হোয়াটস ইন দ্যা বক্স’। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া সেই ছবি থেকেই পরিষ্কার যে, বক্সের ভিতর কুইক স্টার্ট গাইড, ইউএসবি টাইপ সি পোর্ট, ডেটা কেবল এবং ইজেকশন পিন দেওয়া হবে। চার্জার এবং ইয়ারফোন না দেওয়ার ফলে আকার-আয়তনের দিক থেকে গ্যালাক্সি এস২১ সিরিজের বক্স বেশ ছোট হতে চলেছে।

উইন ফিউচার রিপোর্ট থেকে জানা গিয়েছে, সব জায়গায় এমনতর কাণ্ড ঘটাবে না স্যামাসাং। নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্যই গ্যালাক্সি এস২১ সিরিজের বাক্সে চার্জার এবং ইয়ারফোন না দেওয়ার পথেই হাঁটছে স্যামসাং। আর তার কারণ হিসেবে অ্যাপল, শাওমির মতোই পরিবেশবান্ধব মোবাইল বক্সের তত্ত্ব খাড়া করেছে সাউথ কোরিয়ান এই স্মার্টফোন-মেকার। কিছু দিন ধরেই স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১ সিরিজে চার্জার এবং ইয়ারফোন না দেওয়ার গুজব সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতে থাকে।

এলন মাস্কের 'Use Signal' টুইটে লাভবান দুই কোম্পানি

এলন মাস্কের 'Use Signal' টুইটে লাভবান দুই কোম্পানি

এলন মাস্কের 'Use Signal' টুইটে লাভবান দুই কোম্পানি

Use Signal- টুইটারে মাত্র এই দুইটি শব্দ লিখে একটি টুইট করেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ও প্রকৌশলী এলন মাস্ক। সে টুইটটি রিটুইট করেছিলেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি।

মূলত হোয়াটসঅ্যাপের পরিবর্তে সিগনাল নামের একটি অ্যাপ ব্যবহার করতে গত ৭ জানুয়ারি টুইটারে তার অনুসারীদের আহবান করে টুইটটি করেন তিনি। কিন্তু দিনশেষে এতে কপাল খুলে যায় সিগনাল অ্যাডভান্স ইন-কর্পোরেট নামে একটি বায়োটেকনোলজি কোম্পানির।
তিন দিনের মধ্যে শেয়ার বেড়ে যায় কোম্পানিটির। যার পরের দিনই বিভ্রান্তি ধরা পড়লেও তাতে কমেনি এর শেয়ার। বরং সোমবার পর্যন্ত কোম্পানিটির শেয়ার আরও বেড়ে যায়।

বায়োটেকনোলজি কোম্পানি সিগনাল অ্যাডভান্স ইন-কর্পোরেট শুধু নয়, ব্যবহারকারী বেড়েছে মেসেজিং অ্যাপ সিগনাল (Signal) এরও। বহু মানুষ এ অ্যাপে একসঙ্গে  নিবন্ধন করার চেষ্টা করায় বিপাকে পড়ে কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপের নিরাপত্তাজনিত নীতি পরিবর্তনের কারণে নিরাপত্তা নিয়ে সচেতন অনেকেই এর বিকল্প মাধ্যম খুঁজছেন। আর এলন মাস্ক টুইটারে সিগনাল অ্যাপ ব্যবহারের আহবান জানিয়েছিলেন।