Translate

সোমবার, ৬ আগস্ট, ২০১২

ফেইসবুকে যতো বানোয়াট পোস্ট- তিন

ফেইসবুকে যতো বানোয়াট পোস্ট- তিন

হালের সবচেয়ে জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুকে ব্যবহারকারীরা অনেকটা সময় কাটান পছন্দের ছবি, প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ পোস্ট শেয়ার আর লাইক দিয়ে। কিন্তু তাদের অনেকেই হয়তো জানেন না, মানবতার স্বার্থে বা কৌতুহল জাগানো যে ছবি এবং পোস্টগুলো তারা শেয়ার করছেন, তার অধিকাংশই গুজব এবং ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ওই পোস্টগুলোর অনেকগুলোতেই ব্যবহার করা হয়েছে অসত্য, অর্ধসত্য এবং অতিরঞ্জিত তথ্য। ফেইসবুকের ওই সব বানোয়াট পোস্ট নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন। আজ থাকছে তৃতীয় পর্ব।

পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ ফেইসবুকে?
সম্প্রতি ফেইসবুকে পশুপ্রেমীদের মধ্যে একটি পোস্ট শেয়ারের ধুম পড়ে গেছে। পোস্টটির ছবিতে রয়েছে ট্রাকের পেছনে বেঁধে রাখা বৃহদাকৃতির এক কচ্ছপের ছবি। আর পোস্টের ক্যাপশনে বলা হয়েছে ওই কচ্ছপটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ। পোস্টটিতে আরো বলা হয়েছে, কচ্ছপটির বয়স ৫২৯ বছর এবং ওজন ৮০০ পাউন্ড। পশুপ্রেমিদের জন্য দুঃসংবাদই বটে, পোস্টটি একেবারেই বানোয়াট!


ধোঁকার বাকী আছে আরো! পোস্টটিতে যে কচ্ছপের ছবি ব্যবহার করা হয়েছে আদতে সেটি রক্ত মাংসের কোনো প্রাণীই নয়, বরং মানুষের হাতে তৈরি কস্টিউম মাত্র। ওই ছবিটি নেয়া হয়েছে ২০০৬ সালের জাপানি সাই-ফাই মনস্টার মুভি ‘গামেরা দি ব্রেভ’-থেকে।

সিনেমার পটভ‚মিতে গড়ে উঠেছে কাল্পনিক দানবীয় কচ্ছপ ‘গামেরা’-কে কেন্দ্র করে। সিনেমার শেষ দৃশ্যে এক মিলিটারি ইউনিট আহত গামেরাকে ট্রাকের পেছনে বেঁধে নিয়ে যায়।


সিনেমার ওই শেষ দৃশ্যের একটি স্ন্যাপশট ব্যবহার করা হয়ে হয়েছে ফেইসবুক পোস্টটিতে। সত্য তথ্য হলো ওই পোস্টের পুরো তথ্যই ডাহা মিথ্যা। ছবির ‘গামেরা’র বাস্তব কোনো অস্তিত্ব নেই।

পৃথিবীর সবচেয়ে বড় জাতের কচ্ছপ হচ্ছে গ্যালাপাগোস কচ্ছপ। এটি লম্বায় সাড়ে ৫ ফিট পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ ওজন ৫৫০ পাউন্ড আর দেড়শ’ বছরের বেশি সময় বাঁচার রেকর্ড রয়েছে এ জাতের কচ্ছপের।

গ্যালাপাগোস টরটয়েসের তুলনায় ফেইসবুক পোস্টের গামেরা আকারে অনেক বড়। সেক্ষেত্রে ওই কচ্ছপটির ওজন আরো বেশি হবার কথা।


টাইমলাইন সরাতে ক্রোম এক্সটেনশন!
বর্তমানে ফেইসবুক টাইমলাইন প্রোফাইলের জন্য বিরক্ত অনেক ব্যবহারকারীই। ফেইসবুক ব্যবহারকারীদের এই দুর্বলতার সুযোগ নিয়েই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে টাইমলাইন থেকে রক্ষা পাওয়ার উপায় সমৃদ্ধ একটি পোস্ট বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ব্যবহারকারীদের ওয়ালে। কিন্তু সত্য ঘটনা হচ্ছে, টাইমলাইন প্রোফাইল লেআউট থেকে বাঁচার কোনো উপায় নেই অন্তত ওই লিংকে নেই।

ফেইসবুকের ওই পোস্টটিতে বলা হয়েছে, কেবল গুগল ক্রোম ব্যবহারকারীরাই এক্সটেনশনের মাধ্যমে এড়াতে পারবেন টাইমলাইন বিড়ম্বনা। গুগল ক্রোমের একটি এক্সটেনশন ফাইল ইনস্টল করলেই আবার আগের প্রোফাইলে ফিরে যেতে পারবেন ব্যবহারকারী।

বাস্তবে ‘টাইমলাইন রিমুভার’ এক্সটেনশন ফাইল কোনোভাবেই টাইমলাইন ডিসঅ্যাবল করবে না। এটি কেবল আপনার ব্রাউজারে কিছু পরিবর্তন আনবে, যার ফলে আগের প্রেফাইল লেআউটের মতো করে দেখা যাবে প্রোফাইলটি। কেউ যদি ভিন্ন একটি কম্পিউটার থেকে প্রোফাইলটি দেখেন, তবে টাইমলাইনই দেখতে পাবেন তিনি। এমনকি নিজের কম্পিউটারে টাইমলাইন রিমুভার ইনস্টল করেছেন এমন কেউ যদি টাইমলাইন রিমুভার নেই এমন কোনো কম্পিউটার থেকে নিজের প্রোফাইলে লগইন করেন, তবে নিজের প্রোফাইলটি টাইমলাইন লেআউটেই দেখতে পাবেন তিনি।

পোস্টটিতে আরো দাবি করা হয়েছে, যাদের পিসিতে গুগল ক্রোম রয়েছে কেবল তারাই ব্যবহার করতে পারবেন ওই এক্সটেনশন ফাইলটি। কিন্তু এই দাবিও মিথ্যা। জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলোর প্রায় সবগুলোর জন্যই রয়েছে এমন এক্সটেনশন ফাইল।

সোজা কথায় বলতে গেলে, এক্সটেনশন ফাইল ব্যবহার করে কেবল নিজের পিসিতেই টাইমলাইন লেআউটের জায়গায় পুরনো লেআউট দেখা সম্ভব হলেও ফেইসবুকের পুরনো প্রেফাইল লেআউট পুরোপুরি ফিরে পাওয়া সম্ভব নয়।

ফেইসবুকে যতো বানোয়াট পোস্ট- দুই

প্রাচীন অলিম্পিয়ানদের মধ্যেও ছিলো স্টেরয়েড আসক্তি!

প্রাচীন অলিম্পিয়ানদের মধ্যেও ছিলো স্টেরয়েড আসক্তি!

জয়ের নেশায় উন্মত্ত হয়ে অ্যাথলেটদের ড্রাগ নেয়া নতুন কিছু নয়। ড্রাগ নিয়ে ডোপ টেস্টে ধরা পড়ে অলিম্পিক পদক হারিয়েছেন অনেক অ্যাথলেটই। কিন্তু জয়ের জন্য অ্যাথলেটদের স্টেরয়েড নেয়া একবিংশ শতাব্দীর কোনো ঘটনা নয়। প্রাচীনকাল থেকেই স্টেরয়েড নিচ্ছেন অলিম্পিয়ানরা। খবর রয়টার্সের।

স্টেরয়েডের ক্ষেত্রে বর্তমান আর প্রাচীন সময়ের পার্থক্য হচ্ছে, বর্তমান সময়ের স্টেরয়েডের তালিকায় রয়েছে শক্তিবর্ধক ট্যাবলেট আর হরমোন ইনজেকশন, অন্যদিকে প্রাচীন স্টেরয়েডের তালিকায় রয়েছে কাঁচা ডিম, অ্যালকোহল, প্রাণীর কাঁচা অণ্ডকোষসহ নানা ওষুধ।

অলিম্পিয়ানদের স্টেরয়েড আসক্তি নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন ইউনিভার্সিটির অলিম্পিক হিস্টোরিয়ান মার্টিন পলি বলেন, ‘সবসময়ই অলিম্পিকের অংশ ছিলো ডোপিং। কিন্তু বর্তমান সময়ের মতো জটিলতার সৃষ্টি করতো না প্রাচীনকালের স্টেরয়েডগুলো।

১৯ শতকের শুরুর দিকেই নিজের পারফরমেন্স আরও ভালো করতে অ্যাথলেটদের কোকো পাতা, কোকেইন আর অ্যালকোহল নেয়া ছিলো খুবই সাধারণ বিষয়। ১৯০৪ সালে অলিম্পিক ম্যারাথন জিতেছিলেন টমাস হিকস। আর কোচের পরামর্শ অনুযায়ী নিজের পারফরমেন্স ভালো করতে নিয়মিত কাঁচা ডিম, স্ট্রাইকনাইন আর ব্র্যান্ডি খেতেন হিকস।

১৮৯৬ সালে শুরু হয় আধুনিক অলিম্পিক। কেমব্রিজ ইউনিভার্সিটির স্পোর্টস মেডিসিন হিস্টোরিয়ান ভেনেসা হেগি আধুনিক অলিম্পিকে স্টেরয়েডের ব্যবহার নিয়ে বলেন, ‘সেই সময়ে পারফরমেন্স ভালো করতে ওষুধ, টনিক আর স্টিমুল্যান্টের ব্যবহার ছিলো খুবই সাধারণ একটি ব্যাপার।’

হ্যাক হয়েছে রয়টার্সের ব্লগ!

হ্যাক হয়েছে রয়টার্সের ব্লগ!

শুক্রবার হ্যাক হয়েছিলো বার্তা সংস্থা রয়টার্সের ব্লগিং প্ল্যাটফর্ম। রয়টার্সের ব্লগিং প্ল্যাটফর্মটি হ্যাক করার পর সেখানে সিরিয়ার বিদ্রোহী নেতা রিয়াদ আল-আসাদের একটি তথাকথিত সাক্ষাৎকারের সারমর্ম পোস্ট করে দেয় সাইটটির হ্যাকার। খবর রয়টার্স-এর।

রয়টার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘শুক্রবার হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছিলো ব্লগিং প্ল্যাটফর্ম। হ্যাকাররা রয়টার্সের ব্লগিং প্ল্যাটফর্মটি দখল করে নেয় এবং রয়টার্সের সাংবাদিকদের নাম ব্যবহার করে বানোয়াট কিছু তথ্য ব্লগে পোস্ট করে দেয়।’

হ্যাকারদের বানোয়াট পোস্টগুলোর একটি হচ্ছে সিরিয়ান সেনাবাহিনীর বিদ্রোহী নেতা আসাদের একটি তথাকথিত সাক্ষাৎকারের সারমর্ম। সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের পর বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পো থেকে পিছু হটছে বলে আসাদের দাবি প্রকাশ করা হয়েছে ওই পোস্টে।

রয়টার্স আসাদের এমন কোনো সাক্ষাৎকার নেয়নি বলেই জানিয়েছে তাদের বিবৃতিতে। অন্যদিকে ফ্রি সিরিয়ান আর্মিও নিজেদের এক বিবৃতিতে এমন কোনো সাক্ষাৎকারের কথা নাকচ করে দিয়েছে।

শুক্রবার হ্যাক হবার পরই ব্লগিং সাইটটি বন্ধ করে দেয় রয়টার্স। সাইটটির নিরাপত্তা নিশ্চিত করে নতুন করে চালু করার চেষ্টা করা হচ্ছে বলেই জানিয়েছে সংবাদ সংস্থাটি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি

নতুন প্লেবুক আনছে রিম

নতুন প্লেবুক আনছে রিম

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে নতুন প্লেবুক ট্যাবলেট ডিভাইস বাজারে আনছে ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)। নতুন প্লেবুক ট্যাবলেটে থাকছে বিল্টইন সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট। আর প্লেবুকের নতুন মডেলটি প্রথম বাজারে ছাড়ার জন্য কানাডাকেই বেছে নিয়েছে রিম। খবর রয়টার্স-এর।

রিম জানিয়েছে, নতুন ট্যাবলেট পিসিটি কানাডার বাজারে আসবে বৃহস্পতিবার। এরপর পর্যায়ক্রমে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ, সাউথ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাজারেও পাওয়া যাবে।

প্রথম থেকেই প্লেবুকের ইমেইলসহ আরো বেশ কিছু ফিচারে ছিলো নানা সমস্যা। এ ছাড়া সফটওয়্যার আপগ্রেডের সময় ব্যবহারকারীদের খরচটাও হতো অনেক বেশি।

ফোর-জি সুবিধাসহ অ্যাপলের আইপ্যাড, আইফোন এবং গুগলের অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিযোগিতায় এই প্লেবুক কতোটা সফল হবে তা বলা সত্যিই কঠিন। গত বছরই রিমের পণ্যে বিশাল ডিসকাউন্ট দিতে বাধ্য হয়েছিলো বাজারে টিকে থাকার জন্য।

এদিকে স্টক মার্কেটেও কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার রিম-এর শেয়ারের দাম শতকরা ২ ভাগ নিচে নেমে ৬ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলে অবতরণ করছে 'কিউরিওসিটি'

মঙ্গলে অবতরণ করছে 'কিউরিওসিটি'

মহাকাশযাত্রার ইতিহাসের সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটতে পারে রেববার। ওইদিন মঙ্গলে অবতরণের কথা রয়েছে নাসার পারমানবিক শক্তিচালিত মার্স রোভার ‘কিউরিওসিটি’র। কিউরিওসিটি মঙ্গলে সফলভাবে অবতরণ করলে তা হবে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে জটিল আর দুঃসাহসিক ঘটনাগুলোর একটি। খবর গিজম্যাগ-এর।

মঙ্গল গ্রহকে বলা হয় আমাদের সোলার সিস্টেমের ‘বারমুডা ট্রায়াঙ্গল’। মঙ্গলে গবেষণার কাজে যে নভোযানগুলো পাঠানো হয় তার অর্ধেকেরও বেশি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেই ধ্বংস হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে, মঙ্গলের বায়ুমণ্ডল। পৃথিবী বা চাঁদের তুলনায় অনেক বিপজ্জনক মঙ্গলের বায়ুমণ্ডল।

পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি হওয়ায় তা অনেকাংশে কমিয়ে দেয় নভোযানটির গতি। কিন্তু মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় এতোই পাতলা যে, মহাকাশযানের গতি কমাতে পারে না। মার্স রোভার মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করবে প্রতি ঘণ্টায় ১৩ হাজার ২০০ মাইল গতিতে।

মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণসৃষ্ট তাপ থেকে রক্ষা পেতে কিউরিওসিটির রয়েছে ১৪.৮ ফিল্ড ডায়ামিটারের একটি হিট শিল্ড। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করার পর কিউরিওসিটি মুখোমুখি হবে ৩,৮০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার। ওই ভয়াবহ তাপ থেকে নভোযানটি রক্ষা করতে নাসার বিজ্ঞানীরা হিট শিল্ডটি তৈরি করেছেন ফেলোনিক ইমপ্রেগনেটেড কার্বন অ্যাবলাটর দিয়ে।

নাসার তৈরি অন্য মার্স রোভারগুলোর তুলনায় কিউরিওসিটি অনেকখানি ভিন্ন। কিউরিওসিটির মাধ্যমে অনেক পুরনো অর্জনকে টপকে গেছেন নাসার বিজ্ঞানীরা। ৮৯৯ কেজি ওজনের কিউরিওসিটি আসলে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভির আদলে তৈরি একটি রোবট। আর দানবীয় ওই রোবটি চলবে পারমাণবিক শক্তিতে।

মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশের পর কিউরিওসিটি ল্যাণ্ড করবে প্যারাসুটের সাহায্যে। প্যারাসুট খোলার ২৪ সেকেন্ড পর নভোযানটি থেকে খুলে আলাদা হবে হিট শিল্ডটি। এরপর রকেট পাওয়ার্ড স্কাই ক্রেনের সাহায্য নিয়ে মঙ্গলের বুকে অবতরণ করবে কিউরিওসিটি।


বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

আইগিলস কেসিং আইফোন কে বানাবে আন্ডারওয়াটার ক্যামেরা

আইগিলস কেসিং আইফোন কে বানাবে আন্ডারওয়াটার ক্যামেরা

গভীর পানিতে আইফোনের নিরাপত্তা নিশ্চিত করবে আইগিলস এই-৩৫ কেসিং। পানির ১৩০ ফিট গভীর পর্যন্ত পুরোপুরি পানি নিরোধক থাকবে এই স্মার্টফোন কেসিংটি। শুধু তাই নয় ওয়াটারপ্রুফ কেসিংটির বদৌলতে পুরোদস্তুর ডাইভিং কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে আইফোন। খবর গিজম্যাগের।

আইগিলস এসই-৩৫ তৈরি করা হয়েছে পলিকার্বোনেট দিয়ে, যা বুলেটপ্রুফ কাঁচ তৈরিতে ব্যবহার করা হয়। কেসিংটির সঙ্গেই থাকবে নতুন একটি অ্যাপ্লিকেশন, যা পানির গভীরে নেভিগেশন টুল এবং ডাইভ লগের কাজ করবে। আরো আছে পানির গভীরতা এবং তাপমাত্রা মাপার জন্য বিশেষ সেন্সর এবং ৬টি বিশেষ বাটন, যা দিয়ে আইফোনের প্রায় সব কাজই করা যাবে পানির নিচে।

আইফোন থ্রিজিএস, ফোর এবং ফোরএস-এই তিনটি মডেলে ব্যবহার করা যাবে আইগিলস এসই-৩৫। কেসিংটির বদৌলতে গভীর পানিতেও আইফোনের সফটওয়্যারগুলো ব্যবহার করা যাবে। এছাড়াও এটি ব্যবহার করে ছবি ও ভিডিও করা যাবে।

তবে, পানির নিচে থাকা অবস্থায় মোবাইল ফোনে কথা বলা বা মেসেজিংয়ের সুবিধাগুলো পাবেননা ব্যবহারকারীরা।



এডিডাস বানালো স্মার্ট প্লেয়ার ট্র্যাকিং সিস্টেমএডিডাস বানালো স্মার্ট প্লেয়ার ট্র্যাকিং সিস্টেম

এডিডাস বানালো স্মার্ট প্লেয়ার ট্র্যাকিং সিস্টেম

২৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় শুরু হচ্ছে ‘মেজর লিগ সকার অল-স্টার গেইম ২০১২’। এ গেইম দিয়েই ফুটবল মাঠে অভিষেক হবে অ্যাডিডাসের নতুন প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তির। খবর আইটেকপ্রেস-এর।

এডিডাস তাদের নতুন এই প্লেয়ার ট্র্যাকিং সিস্টেমের নাম দিয়েছে ‘মাইকোচ এলিট সিস্টেম’। ডিভাইসটি ব্যবহার করে মাঠে খেলোয়াড়দের পারফরমেন্স, ফিটনেস এবং খেলার পর তাদের শারীরিক অবস্থার বিস্তারিত বিশ্লেষণ করার সুযোগ পাবেন কোচ এবং ফিজিওথেরাপিস্টরা।

ডিভাইসটিতে রয়েছে একটি প্লেয়ার সেল, যা খেলোয়াড়দের ইউনিফর্মের কাঁধের একটি পকেটে থাকবে। এত আরো রয়েছে আরএফ রেডিও, থ্রিডি এক্সিলেরোমিটার, জিপিএস ইউনিট, জাইরোস্কোপ এবং একটি ম্যাগনেটোমিটার। মাঠে খেলোয়াড়দের হার্ট রেট, গতি, শক্তি, এ সবই মনিটর করবে মাইকোচ এলিট সিস্টেম। সব ডেটা পঠানো হবে মাঠের সাইডলাইনে থাকা একটি কম্পিউটারে। সেখান থেকে ডেটাগুলো চলে যাবে কোচের আইফোনে।

এ ব্যাপারে অ্যাডিডাসের সিইও হারবার্ট হাইনার বলেন, ‘মেজর লিগ সকার অল-স্টার গেইমের মাধ্যমে খেলার মাঠে আমাদের নতুন প্রযুক্তির অভিষেক ঘটাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সবসময়ই খেলাধুলার জগতে এরকম নতুন প্রযুক্তি পৌঁছে দিতে চাই।’

আইবিএম অফিসে আইফোনের সিরি নিষিদ্ধ

আইবিএম অফিসে আইফোনের সিরি নিষিদ্ধ

গোপন তথ্য ফাঁস হয়ে যাবার ভয়ে প্রযুক্তিপণ্য নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম-এর অফিসে আইফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। আইবিএম-এর অফিসে আইফোন নিয়ে ঢুকা গেলেও অফিসের মধ্যে এর ‘সিরি’ ফিচারটি ব্যবহার করা যাবে না। খবর সিএনএন-এর।

আইফেনের ফিচার ‘সিরি’র ওপর এ নিষেধাজ্ঞার কারণ হলো, আইফোনের ভয়েজ অ্যাকটিভেটেড ডিজিটাল ফিচার সিরি, শব্দ থেকে তথ্যে রূপান্তর করে উত্তর ক্যারোলিনার মেইডেনে অ্যাপলের মূল তথ্যকেন্দ্রে পাচার করে দিতে পারে। অর্থাৎ সিরি ব্যবহারকারীর সব মেইল এবং সব সার্চের তথ্য সম্ভবত জমা হয় অ্যাপলের তথ্যকেন্দ্রে-এমনটাই আশঙ্কা আইবিএম-এর। আর তাই তাদের অফিসে সিরি ব্যবহৃত হলে এর ভেতরের তথ্যও অ্যাপলের তথ্যকেন্দ্রে চলে যাবার ভয় থাকে।

আইবিএম-এর প্রধান তথ্য কর্মকর্তা জেনেট হোরান বলেছেন, ‘আমাদের কোম্পানির সন্দেহ হলো, সিরিতে যেসব তথ্য অনুসন্ধান করা হয়, তা অবশ্যই কোথাও না কোথাও সংরক্ষণ করা হয়।’

সিরির ডেভেলপারদের মতে সিরি তৈরির ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা রক্ষা ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রধান ডেভেলপার এডওয়ার্ড ওয়ার্নবেক বলেন, ‘শুধু আপনি কোথায় আছেন, বা আপনার অবস্থান সম্পর্কে তথ্য সংরক্ষণ কখনোই গোপনীয়তা ফাঁস করতে পারে না।’

তবে কয়েকমাস আগেই তথ্য ফাঁস হবার ভয়েই আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নও সিরি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

ফেইসবুকে খোঁজ মিললো হারানো সন্তানের!

ফেইসবুকে খোঁজ মিললো হারানো সন্তানের!

অনেকটা সিনেমার গল্পের মতো শোনালেও, সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের মাধ্যমে ২১ বছর পর নিজের সন্তানকে খুঁজে পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডন গিবসন। খবর ইয়াহু নিউজ-এর।

৮০-র দশকে বৃটেনে ক্রিসির সঙ্গে পরিচয় হয়েছিলো মার্কিন এয়ারম্যান ডন গিবসনের। ১৯৮৯ সালে বিয়ে করেন এই প্রেমিক জুটি; আর বছর খানেক পরেই জন্ম হয় তাদের একমাত্র সন্তান ক্রেইগের। এর কিছুদিনের মধ্যেই মার্কিন বিমান বাহিনীতে কাজের খাতিরে নিজের দেশে ফিরতে হয় গিবসনকে। কিন্তু আগের দুই সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের ছেড়ে যুক্তরাজ্যেই থেকে যান ক্রিসি। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গিবসন-ক্রিসি জুটির।

কিন্তু নিজের সন্তানকে কখনোই ভুলতে পারেনি গিবসন। স্কটল্যান্ড ইয়ার্ডের সাহায্য, প্রাইভেট ডিটেক্টিভ থেকে শুরু করে অনলাইন ট্র্যাকিং কোম্পানি- সবধরনের উপায়েই ক্রেইগের খোঁজ করেছেন গিবসন। কিন্তু খোঁজ পাননি তার সন্তানের। অন্যদিকে ১২ বছর বয়স থেকে বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে ক্রেইগও খুঁজছিলো বাবাকে।

শেষ পর্যন্ত মাসখানেক আগে ফেইসবুকেই ক্রেইগের সন্ধান পান ডন গিবসন। ফেইসবুকে গিবসন প্রথমে খুঁজে পান ক্রেইগের সৎ ভাইকে এবং তার মাধ্যমেই খুঁজে পান ক্রেইগকে। ১৬ জুন বাবা দিবসের আগেরদিন স্কাইপ ব্যবহার করে প্রথমবারের মতো কথা বলেন গিবসন এবং ক্রেইগ। আর এ বছরের অক্টোবর মাসেই বৃটেনে ফিরবেন গিবসন। ২০ বছর পর প্রথমবারের মতো সামনাসামনি দেখার সুযোগ পাবেন নিজের সন্তানকে।

ডন গিবসন এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বলেন, ‘আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ। নাহলে আমি কখনোই আমার সন্তানকে খুঁজে পেতাম না।’

আয়ন কলাইডারে তৈরি হচ্ছে বিগ ব্যাংয়ের মৌল 'সুপ'

আয়ন কলাইডারে তৈরি হচ্ছে বিগ ব্যাংয়ের মৌল 'সুপ'

বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর সেকেন্ডের ভগ্নাংশ সময়ের জন্য মহাবিশ্ব এতোটাই উত্তপ্ত হয়ে পড়েছিলো যে, বস্তুসমূহ কোয়ার্ক বা ক্ষুদ্রতম মৌল তরলে পরিণত হয়েছিলো। বিজ্ঞানীরা একে বলেন মৌল পদার্থের আদিম ‘সুপ’। সেই মৌল সুপটিই আবার তৈরি করার চেষ্ট চলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আয়ন কোলাইডারে। খবর ফক্স নিউজ-এর।

মৌল পদার্থের সেই আদিম সুপের রহস্য সমাধানের চেষ্টা চলছে নিউ ইয়র্কের ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরির ‘রিয়ালিস্টিক হেভি আয়ন কলাইডার (আরএইচআইসি)-এ।’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পার্টিকল কোলাইডার এটি। বস্তুর কণাগুলোকে ৩ লাখ ৬০ হাজার কোটি ফারেনহাইটে উত্তপ্ত করে, মৌলকণাগুলোতে একরকম তরল প্লাজমাতে পরিণত করছে আরএইচআইসি।

বস্তুর ক্ষুদ্রতম মৌল কণাগুলো তৈরি হয় কোয়ার্ক দিয়ে। যা অনেকটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। আর এই বিল্ডিং ব্লকগুলোকে একসঙ্গে ধরে রাখতে আঠার মতো কাজ করে গ্লুওন। মহাবিস্ফোরণের পর মহাবিশ্ব সেকেন্ডের ভগ্নাংশ সময়ের জন্য এতোটাই উত্তপ্ত হয়েছিলো যে, সৃষ্টি হয়েছিলো কোয়ার্ক এবং গ্লুওনের এক তরল মিশ্রন যা কোয়ার্ক-গ্লুওন প্লাজমা নামে পরিচিত।

আরএইচআইসিতে ওই কোয়ার্ক-গ্লুওন প্লাজমাই তৈরি করছেন বিজ্ঞানীরা। কোয়ার্ক-গ্লুওন প্লাজমার গঠন নিয়ে গবেষণার মাধ্যমে পুরো মহাবিশ্বের গঠন বিষয়ে বিভিন্ন অজানা তথ্য খুঁজে পাওয়া যাবে, এমনটাই আশা তাদের। শুধু তাই নয়, পদার্থ বিজ্ঞানের থিওরি অফ এভরিথিং মতবাদ অনুযায়ী আমাদের জগতের পাশাপাশি আরো কোনো ত্রিমাত্রিক জগৎ আছে কিনা তাও নিশ্চিত করা যাবে।

লবণে ক্যান্সার ঝুঁকি বাড়ে

লবণে ক্যান্সার ঝুঁকি বাড়ে

প্রতিদিনের খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিলে পাকস্থলিতে ক্যান্সার হবার ঝুঁকি অনেকটাই কমে যায়। এ তথ্য জানিয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড (ডব্লিউসিআরএফ)’। খবর বিবিসির।

সম্প্রতি প্রকাশিত ডব্লিউসিআরএফের এক প্রতিবেদনে জানা গেছে, বৃটেনে প্রতি বছর প্রায় ৬ হাজার মানুষের পাকস্থলি ক্যান্সার হয়। এর মধ্যে শতকরা ১৪ ভাগ বা ৭শ’ পাকস্থলি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এই রোগটির হাত থেকে বাঁচতে পারতেন, যদি তারা খাবারের সঙ্গে ৬ গ্রাম পরিমাণ লবণ খেতেন।

অতিরিক্ত মাত্রায় লবণ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে একাধিক। অতিরিক্ত লবণ বাড়িয়ে দেয় রক্তচাপ। স্ট্রোক এবং হৃৎপিন্ডের বিভিন্ন রোগের একটি অন্যতম কারণও খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়া।

ডব্লিউসিআরএফ জানিয়েছে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন খাবারের সঙ্গে ৬ গ্রাম লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ। কিন্তু বেশিরভাগ মানুষই এই পরিমাণ মেনে লবণ খাননা। আর এই বেশি মাত্রায় লবণ খাওয়া বাড়িয়ে দেয় পাকস্থলির ক্যান্সারের ঝুঁকি। খাবারে লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।



সাঁতার কাটছে কৃত্রিমভাবে তৈরি 'জেলিফিস

সাঁতার কাটছে কৃত্রিমভাবে তৈরি 'জেলিফিস'

সম্প্রতি হাভার্ড ইউনিভার্সিটির বায়োইঞ্জিনিয়ার কেভেন কিট পার্কার ইঁদুরের হৃৎপিণ্ডের কোষ এবং সিলিকন পলিমারের সমন্বয়ে একটি জেলিফিস বানিয়েছেন, যা বাস্তবিক জেলিফিসের মতোই সাঁতার কাটতে পারে। খবর ইয়াহু নিউজ-এর।

কৃত্রিম এ জেলিফিসটির নামকরণ করা হয়েছে ‘মেডুসয়িড’। গবেষক পার্কার জানান, মানুষের হৃৎপিণ্ডের মতো এটিও একটি প্রাকৃতিক বায়োলজিকাল পাম্প। তার মতে, কার্ডিয়াক ফিজিওলজি নিয়ে পড়াশুনার ক্ষেত্রে এটি মডেল হিসাবে বেশ ভালোভাবেই কাজ করবে।

পার্কার জানান, যে কোনো অ্যাকুয়িরিয়ামে বা অন্য কোথাও জেলিফিস ভালোভাবে লক্ষ্য করলে যে কেউ বুঝতে পারবে, পাম্প করার মাধ্যমেই এরা সাঁতার কাটে। ২০০৭ সালে এক প্রদর্শনীতে জেলিফিস দেখে তার মাথায় কৃত্রিমভাবে এটি বানানোর চিন্তা আসে। এরপর ইঁদুরের হৃদযন্ত্রের কোষ এবং পাতলা সিলিকন ফিল্ম দিয়ে তিনি এ কৃত্রিম জেলিফিসটি তৈরি করেন।

পর্কারের মতে, এ কৃত্রিম জেলিফিসটি ভিন্ন ভিন্ন বিজ্ঞানীর ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। উদাহরণস্বরূপ তিনি বলেন, একজন সামুদ্রিক জীববিজ্ঞানী এর দ্বারা জেলিফিসের দেহ গঠন এবং এর সাঁতার কাটা সম্পর্কে আরও সূত্র ধারণা পেতে পারবে। অন্যদিকে মেডুসয়িডের হার্ট পর্যবেক্ষণের মাধ্যমে হৃদযন্ত্র নিয়েও গবেষণা সম্ভব।

কার্ডিওভাস্কুলারের ওষুধ নিয়ে গবেষণা এবং এর উন্নয়নে মেডুসয়িড ব্যবহারের পরিকল্পনা করছেন পার্কার। তাছাড়াও তিনি দাবি করছেন এ প্রক্রিয়ায় কৃত্রিম হৃদযন্ত্রও তৈরি করা সম্ভব।

গুগলের ১৬ জিবি নেক্সাস ৭-এর স্টক শেষ

গুগলের ১৬ জিবি নেক্সাস ৭-এর স্টক শেষ

গুগলের ১৬ জিবি ট্যাবলেট কম্পিউটার নেক্সাস ৭-এর সব ইউনিট বিক্রি হলো গুগল প্লে স্টোর থেকে। খবর ইয়াহু নিউজ-এর।

ইতোমধ্যেই বাজারে পরিচিত গুগলের অ্যাড্রয়েড অপারেটিং সিস্টেম। নেক্সাস ৭-এ ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন। এ ট্যাবলেটের ফিচারে রয়েছে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন, শক্তিশালী কোয়াড-কোর প্রসেসর, ক্যামেরা এবং নেয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি।

নেক্সাস ৭ জনপ্রিয়তা পাবে বলে আগেই ধারণা করা হয়েছিলো। এর সবচেয়ে বড় কারণ ছিলো, এটি বাজারে ছাড়া হয়েছিলো আইপ্যাডের অর্ধেক দামে। ৮ জিবি নেক্সাস ৭-এর দাম নির্ধারণ করা হয় ১৯৯ ডলার এবং ১৬ জিবি ২৪৯ ডলার। বাজারে আসার সঙ্গে সঙ্গেই ১৬ জিবি নেক্সাস তুমুল সাড়া ফেলে। তাই এখন গুগল স্টোরে ৮ জিবি নেক্সাস ৭ পাওয়া গেলেও ১৬ জিবির জন্য অপেক্ষা করতে হচ্ছে আগ্রহীদের।


সোশাল নেটওয়ার্কেই চিহ্নিত হবে সাইকোপ্যাথ

সোশাল নেটওয়ার্কেই চিহ্নিত হবে সাইকোপ্যাথ

টুইটারের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবহার করে সাইকোপ্যাথ বা মানসিক ব্যাধিগ্রস্থ ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব, জানালেন মার্কিন বিজ্ঞানীরা। সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইট টুইটার ব্যবহারকারীদের স্পিচ প্যাটার্ন বিশ্লেষণ করে সম্ভাব্য সাইকোপ্যাথদের চিহ্নিত করতে সফল হন ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির ওই বিজ্ঞানীদল। খবর ফক্স নিউজ-এর।

২০১০ সালে কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সাইকোপ্যাথদের আচরণ এবং স্পিচ প্যাটার্নের ওপর গবেষণা চালিয়েছিলেন। গবেষণায় প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ৮০টি দেশের ২,৯২৭ জন টুইটার ব্যবহারকারীর ওপর সমীক্ষা চালান ফ্লোরিডা আটলান্টিকের বিজ্ঞানীরা। তাদের মধ্যে ৪১ জনকে বিজ্ঞানীরা চিহ্নিত করেন সম্ভাব্য সাইকোপ্যাথ হিসেবে। কর্র্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সাইকোপ্যাথদের চরিত্রের যে দিকগুলো চিহ্নিত করেছিলেন, তার সঙ্গে মিল পাওয়া যায় ওই ৪১ ব্যক্তির।

এ বিষয়ে শীঘ্রই অনলাইন প্রাইভেসি ফাউন্ডেশন ‘কেগল’-এর সঙ্গে ডেফকন কনভেনশনে নিজের গবেষণাপত্র প্রকাশ করবেন ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার কনভেনশনগুলোর একটি হচ্ছে ডেফকন

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

এ বছরের দ্বিতীয় বার্ষিক গুগল সায়েন্স ফেয়ারের গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে ১৭ বছর বয়সি তরুণী ব্রিটনি ওয়েঙ্গার। খবর সিএনএন-এর।

স্কুলে ৭ম গ্রেডে পড়ার সময় থেকেই ব্রিটনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশুনা করছিলেন। তার বানানো কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে স্তন ক্যন্সার নির্ণয়ের প্রজেক্ট জিতে নেয় মেলায় সবচেয়ে বড় পুরস্কারটি।

প্রতি বছরই এ সায়েন্স ফেয়ারের আয়োজন করে গুগল। ভারত, ইউক্রেন, মাল্টা, সুইজারল্যান্ডসহ প্রায় ১০০টি দেশের হাজারো আগ্রহী এ ফেয়ারে নাম লেখায়। সেখান থেকে চূড়ান্তভাবে ১৫ জনকে নির্বাচন করা হয়। এরপর তিনটি বয়সের ভিত্তিতে নির্বাচন করা হয় বিজয়ী যাদের সঙ্গে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী।

ছোটদের গ্রুপ থেকে প্রথম পুরস্কার পায় ১৪ বছর বয়সি জোনা কন। কম্পনের সাহায্যে মিউজিক শোনার উপায় আবিষ্কার করে সে। এরপর ১৫ এবং ১৬ বছর বয়সি গ্রুপে স্পেনের কিশোর-কিশোরীদের একটি দলও পুরস্কার জিতে নেয়। তাদের প্রজেক্ট ছিলো পরিষ্কার পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণীদের নিয়ে।

এ প্রতিযোগিতাটি ১৩ থেকে ১৮ বছর বয়সি সবার জন্য উন্মুক্ত থাকে। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নাম নিবন্ধন করতে হয়। এরপর মে মাসে ফাইনালিস্টদের নাম প্রকাশ করা হয়। এ প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ীকে দেয়া হয় ৫০ হাজার ডলারের স্কলারশিপ এবং গ্যালাপাগোস আইল্যান্ড ভ্রমণের সুযোগ।

আসছে ম্যাকের নতুন ওএস 'মাউনটেইন লায়ন'

আসছে ম্যাকের নতুন ওএস 'মাউনটেইন লায়ন'

ম্যাক অপারেশন সিস্টেমের সর্বশেষ সংস্করণ ২৫ জুলাই বাজারে ছাড়বে অ্যাপল। ওএস এক্স মাউনটেইন লায়ন নামের এই সংস্করণটিতে সোসাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে যে কোনো কিছু শেয়ারের জন্য অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও এতে থাকবে স্মার্টফোনের আদলে তৈরি নোটিফিকেশন প্যানেল। খবর বিবিসির।

এর আগে, আইপ্যাড এবং আইফোনে ব্যবহৃত বিভিন্ন ফিচারের সমন্বয়ে অপারেটিং সিস্টেমটির আপডেটেড ভার্সন এ বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে ছাড়ে অ্যাপল। এবারের এ সংস্করণে আইক্লাউড ইন্টারনেট স্টোরেজ সার্ভিসের সাহায্যে যেকোনো কিছু আপলোড এবং সিনক্রোনাইজ করা যাবে। এ ছাড়াও এতে থাকছে আই মেসেজ সার্ভিস। এ সার্ভিসের সাহায্যে একটি ফার্মের সব কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে তথ্য আদান প্রদান করা যাবে এবং টুইটারে শেয়ার করা যাবে। এছাড়াও একটি অ্যাপ্লিকেশন থাকছে যার সাহায্যে বন্ধুদের মধ্যে ভিডিও গেইমের স্কোরের তুলনা করা যাবে।

ম্যাকের এ নতুন সংস্করণকে বাজারে টিকতে হলে পাল্লা দিতে হবে অক্টোবর মাসে বাজারজাতের প্রতীক্ষায় থাকা উইন্ডোজ ৮-এর সঙ্গে। মাইক্রোসফট এবার ব্যবহারকারীদের কম্পিউটার এবং ট্যাবলেট দু’টিতেই একই অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা দিচ্ছে। এতে কাজ করা আরও সুবিধাজনক হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি

বিষন্নতা বাড়ায় রাতের আলো

বিষন্নতা বাড়ায় রাতের আলো

সম্প্রতি এক গবেষণায় প্রাণী গবেষকরা বিষন্নতা বাড়ার জন্য রাতের অন্ধকারে টিভি বা কস্পিউটারের মনিটরের আলো বা ডিম লাইটের আলোকে দায়ী করেছেন। খবর টাইম অনলাইন-এর।

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে গবেষকরা কিছু সংখ্যক ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে দেখেন, যেসব ইঁদুরকে রাতে অস্পষ্ট আলোর মধ্যে রাখা হয়েছিলো কিছুদিনের মধ্যেই সেগুলোর মধ্যে বিষন্নতা দেখা দিয়েছে এবং সাধারণ আলোতে থাকা ইঁদুরের চেয়ে সেগুলোর কার্যক্ষমতাও কমে গেছে। পরীক্ষার পর গবেষকরা জানান, এ হেমস্টারদের মস্তিষ্কে যে ধরনের লক্ষণ দেখা গেছে, তার সঙ্গে মানুষের মস্তিষ্কের বিষন্নতার অনেকখানি মিল রয়েছে।

গবেষক ট্রেসি বেড্রোসিয়ান জানান, ‘যে সব ফল আমরা পেয়েছি, আমাদের জানা মতে, তার সঙ্গে মানুষের হতাশার অনেক মিল রয়েছে।’

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েসন কিছুদিন আগে জানায়, রাতের অন্ধকারে কৃত্রিম আলোকসজ্জা বা কম্পিউটার বা টিভি স্ক্রিনের আলো মানুষের মানসিক অবস্থায় পরিবর্তন আনতে পারে। রাতে ক্ষণস্থায়ী তীব্র আলো এ ধরনের বিষন্নতার সৃষ্টি করে। রাতে টিভি বা কম্পিউটার স্ক্রিনের আলো বা অন্যান্য ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে নির্গত আলো, গাড়ির হেডলাইটের আলো, কৃত্রিম আলোকসজ্জা, পাশের বাসার লাইটের আলো এমনকি রাতে ব্যবহৃত ডিম লাইটের আলোও বিষন্নতা বাড়ানোর কারণ।

৬০০০ কিলোমিটার যাত্রার শেষ পর্যায়ে সোলার প্লেন

৬০০০ কিলোমিটার যাত্রার শেষ পর্যায়ে সোলার প্লেন

জুন মাসে স্পেনের মাদ্রিদ থেকে আফ্রিকার মরক্কোয় উড়ে গিয়ে পৃথিবীর ইতিহাসে আন্তমহাদেশীয় ফ্লাইট সম্পন্ন করা প্রথম সোলার প্লেন হিসেবে নাম লিখিয়ে নিয়েছিলো সোলার ইমপালস। তবে আদতে তা ছিলো ৬ হাজার কিলোমিটারের যাত্রার অংশ মাত্র। মঙ্গলবার সুইজারল্যান্ডের পেয়ার্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার ইমপালস। সেখানে পৌঁছালেই শেষ হবে প্লেনটির দীর্ঘ যাত্রা। খবর গিজম্যাগ-এর।

ফ্রান্সের টুলুস ফ্র্যাঙ্কাজাল এয়ারপোর্ট থেকে ভোর ৫টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার প্লেনটি। টপকে যাবে আল্পস পর্বতমালা। মাটি থেকে প্রায় ১২০০০ ফিট উপর দিয়ে উড়ে যাবে প্লেনটি। আর সবকিছু পরিকল্পনা মেতাবেক হলে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ডে অবতরণ করবে সন্ধা ৬টার পর।

২৪ মে তারিখে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ড থেকেই আন্তমহাদেশীয় যাত্রা শুরু করেছিলো সোলার ইমপালস। পুরো ৬ হাজার কিলোমিটারের যাত্রাপথকে ভাগ করা হয়েছিলো কম-বেশি ৮শ’ কিলোমিটারের ৮টি ভাগে। যাত্রাপথে ৪টি দেশে অবতরণ করেছিল সোলার ইমপালস।

শনিবার, ২১ জুলাই, ২০১২

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

৫ জুলাই সেকেন্ডের ভগ্নাংশের জন্য চালু হয়েছিলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার সিস্টেম। আর অল্প সময়েই ১.৮৫ মেগাজুল শক্তির ব্লাস্ট ছুঁড়ে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটি (এনআইএফ)-এর লেজার সিস্টেমটি। খবর ফক্স নিউজের।

ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত এনআইএফ লেজার সিস্টেমটিতে একসঙ্গে ১৯২টি লেজার বিম চালু করা হয়েছিলো, যা ১.৮৫ মেগাজুল শক্তির লেজার ব্লাস্ট ছুঁড়ে দেয় একটি নির্দিষ্ট লক্ষ্যে।

সবমিলিয়ে ৫ কোটি ওয়াটের বেশি শক্তি ছুঁড়ে দেয় লেজার ব্লাস্টটি, যা যে কোনো সময়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শক্তির তুলনায় ১০০০ গুণ বেশি।

এর আগে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ডটিও ছিলো এনআইএফ-এর দখলে। এ বছরের ১৫ তারিখে ১.৮ মেগাজুল শক্তির একটি লেজার ব্লাস্ট তৈরি করা হয়েছিলো।

লেজার ব্লাস্টটির জন্য ল্যাবরেটরিতে মারাত্মক বৈরি পরিবেশ তৈরি করেছিলেন বিজ্ঞানীরা, যা কেবল মহাকাশে দূর দূরান্তের নক্ষত্রে তৈরি হয়।

নিজেদের এই ঐতিহাসিক সাফল্যে যারপারনাই খুশি এনআইএফ বিজ্ঞানীরা। ‘পরিবশে বান্ধব ফিউশন শক্তি তৈরির লক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন এনআইএফ পরিচালক এডওয়ার্ড মোজেস।

১৯ লাখ বছরের পুরনো 'মানব' ফসিল আবিষ্কার

১৯ লাখ বছরের পুরনো 'মানব' ফসিল আবিষ্কার

১৯ লাখ বছরের পুরনো ফসিল আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। প্রত্নতত্ত্ববিদরা বলছেন মানবজাতির পূর্বসূরী অস্ট্রালোপিথিয়াস সেডিবা প্রজাতির ফসিল এটি। খবর ফক্স নিউজ-এর।

তিন বছর আগে একটি প্রত্নতাত্তিক সাইটে খনন করতে গিয়ে ৩.৩ ফিট ব্যাসের একটি পাথর আবিষ্কার করেছিলেন প্রত্নতত্ত্ববিদরা। কিন্তু পাথরটির ভেতরে যে সম্পূর্ণ একটি ফসিল রয়েছে, তা এতোদিন বিজ্ঞানীদের অজানাই ছিলো।

সম্প্রতি পাথরটির সিটি স্ক্যান করে ফসিলে রূপান্তরিত হওয়া একটি আংশিক কঙ্কাল আবিষ্কার করেন বিজ্ঞানীরা।

জোহানেসবার্গের ইউনিভার্সিটি অফ উইটওয়াটার্সর‌্যান্ডের পেলিওঅ্যানথ্রোপলজিস্ট লি বার্জার এ আবিষ্কার নিশ্চিত করে বলেন, ‘আমরা চোয়ালের হাড়, মেরুদণ্ড এবং পাঁজরের হাড়সহ একটি আংশিক কঙ্কালের ফসিল পেয়েছি।’


FSS blog

FSS TSTL Photo Gallery

FSS TSTL Photo Gallery
Pictures

I like it

  • Bangla Song
  • Love
  • Move

what is love?

এই ব্লগটি সন্ধান করুন

লেবেল

লেবেল

ভূমি (1) sex (6)

Wikipedia

সার্চ ফলাফল