রবিবার, ১ জুলাই, ২০১২

নতুন ফিচার বিড়ম্বনায় ফেইসবুক ব্যবহারকারী

নতুন ফিচার বিড়ম্বনায় ফেইসবুক ব্যবহারকারী

সোসাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার চালু করেছে যা সম্পর্কে অধিকাংশ সময়েই ব্যবহারকারীদের জানানো হচ্ছে না। এর মধ্যে রয়েছে, প্রোফাইল মালিককে না জানিয়েই তার ইমেইল আইডি পাল্টে দেয়ার মতো ঘটনাও। খবর এবিসি নিউজের।

ফেইসবুকের নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে ফ্রেন্ডসেক বা ফাইন্ড ফ্রেন্ডস। তবে ফেইসবুকের ইমেইল আইডি পরিবর্তনটি এর ব্যবহারকারীদের জন্য বিড়ম্বনা সৃষ্টি করছে। ফেইসবুক তার ব্যবহারকারীর আসল ইমেইল আইডি সরিয়ে সেখানে [নাম]@ফেইসবুক.কম -এধরনের একটি আইডি সেট করে দিচ্ছে। ব্যবহারকারীকে এ সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না। এতে প্রোফাইলের সব মেসেজ চলে যাচ্ছে ওই আইডিতে।

এ নতুন পদ্ধতিটি অনেক ব্যবহারকারীর কাছেই বিরক্তিকর মনে হচ্ছে। কিভাবে ফেইসবুকের আইডি পরিবর্তন করে আসল আইডি ব্যবহার করা যায়, তা নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন ব্যবহারকারীরা।

ফেইসবুকের এ নতুন ফিচার সম্পর্কে এক স্টেটমেন্টে বলা হয়, ‘আমরা ব্যবহারকারীদের নিজস্ব ফেইসবুক ইমেইল আইডি দিচ্ছি, যেন আরও সহজে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। তবে তারা এ আইডি ব্যবহার করবে কিনা, তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার।’

ফেইসবুকের নতুন আইডি বদলে পুরনো আইডি রাখতে হলে প্রোফাইলের আপডেট ইনফো অপশনে ক্লিক করতে হবে। ইনফো পেইজে কন্টাক্ট ইনফো বক্সের এডিট বাটনে ক্লিক করে সেখানে নতুন ফেইসবুক আইডির পাশাপাশি পুরনো আইডিও দেখা যাবে। নতুন আইডির পাশের ড্রপ ডাউন থেকে হিডেন ফ্রম টাইমলাইন অপশন সিলেক্ট করতে হবে এবং পুরনো আইডির পাশের ড্রপ ডাউন থেকে শো ইন টাইমলাইন অপশন সিলেক্ট করে সেভ ক্লিক করতে হবে।

পাশাপাশি আরেকটি পরিবর্তন করা হয়েছে ফেইসবুক ইউআরএল অ্যাড্রেসে। এখন অ্যাড্রেসের শেষে নিজের নাম এবং যদি একই নামের একাধিক ব্যবহারকারী থাকেন তবে নামের পর একটি নম্বরও থাকবে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি

সোশাল নেটওয়ার্কিংয়ে বেশি আকৃষ্ট মেয়েরাই

সোশাল নেটওয়ার্কিংয়ে বেশি আকৃষ্ট মেয়েরাই

দিনদিন সোশাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়লেও বিজ্ঞানীরা বলছেন, ছেলেদের চেয়ে মেয়েরাই সোশাল নেটওয়ার্কিং সাইটে বেশি আকৃষ্ট হচ্ছে। খবর টেলিগ্রাফ–এর।

ইউনিভার্সিটি অফ বাথ-এর মনোবিজ্ঞানীদের একটি গবেষণায় জানা গেছে, ছেলেদের ইন্টারনেট ব্যবহারের মাত্রা বিভিন্ন বিনোদন, গান, গ্যাম্বলিং এবং গেইমিং সাইটে বেশি থাকলেও মেয়েদের ইন্টারনেট ব্যবহার বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার, ফেইসবুক ও বিভিন্ন ট্রাভেল রিজারভেশন সাইটেই বেশি। অনুসন্ধানে দেখা গেছে, গড়ে ১১ বছরের শিক্ষার্থীরা দৈনিক প্রায় ৩ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করে।

একটি অনুশীলনের মাধ্যমে ছয়টি আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীর ইন্টারনেট ব্যবহারের তালিকা তৈরি করা হলে প্রাপ্ত  ফলাফল ১০ বছর আগের ফলাফলের মতোই পাওয়া গেছে।

ইউনিভার্সিটি অফ বাথ-এর মনোবিজ্ঞানের প্রভাষক ড. রিচার্ড জয়নারের মতে, ‘আমাদের আগের গবেষণায় সোশাল নেটওয়ার্ক ব্যবহারে ছেলে-মেয়ের এই ভেদাভেদটি পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক গবেষণার ফলাফল প্রকাশ করছে যে, মেয়েরাই বেশি সোশাল সাইটগুলো ব্যবহার করে।’

ড. জয়নারের মতে, এ বিষয়গুলো নিয়ে আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে। কারণ ইন্টারনেট ব্যবহার আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সৌরভ/ওএস/এইচবি

মোবাইল পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে শিশুরা

মোবাইল পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে শিশুরা

মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফি ব্যবহারে শিশুদের আচরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বৃটিশ ডেপুটি চিল্ড্রেন্স কমিশনার। খবর গার্ডিয়ান-এর।

বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিকে ডেপুটি চিলড্রেন কমিশনার সুই বেরেলোইটজ বলেছেন, ‘সোশাল নেটওয়ার্কিং সাইটের পাশাপাশি অশ্লীল বিভিন্ন ক্ষেত্রে শিশুদের আগ্রহ বাড়ছে। এটি শিশুদের নৈরাজ্য বা নৈতিকতার অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে।’

‘অনেক বাবা মা মনে করেন, তার ছেলে-মেয়ে কিভাবে সময় কাটায় তা তারা জানেন। যদিও মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে অনেক বাবা-মা কোন খবরই রাখেন না’, জানান বেরেলোইটজ।

বেরেলোইটজ বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক শিশু, তরুণ ও টিনএজরা সোশাল নেটওয়ার্কিং, বিবিএম মেসেঞ্জিং এবং পর্নোগ্রাফিতে যে হারে আসক্ত হচ্ছে তা খুবই উদ্বেগের বিষয়।’

এতে বলা হয়, মোবাইল ফোনেই আছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। আর তাই শিশুরাও জড়িয়ে পড়ছে সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। দেখা গেছে, বেশ কতোগুলো সাইটের মাধ্যমে শিশুরা মোবাইল পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজিম/ওএস/এইচবি

১৬ হাজার প্রসেসর দিয়ে কৃত্রিম মস্তিস্ক বানালো গুগল

১৬ হাজার প্রসেসর দিয়ে কৃত্রিম মস্তিস্ক বানালো গুগল

১৬ হাজার প্রসেসর ব্যবহার করে গুগল এক্স এর ‘ব্লু স্কাই মিডিয়া’ ল্যাবে আর্টিফিশিয়াল ব্রেইন তৈরি করলেন জেফ ডিন-এর নেতৃত্বে একদল বিজ্ঞানী। ইউটিউবের ১ কোটি ভিডিও থেকে এলোমেলোভাবে সংগ্রহ বিভিন্ন ফটো আর্টিফিশিয়াল ব্রেইনটিতে লোড করেন সেটাকে নিজে নিজেই শিখতে শুরু করার জন্য। খবর টেকট্রির।

মজার ব্যপার হচ্ছে বিজ্ঞানীদের তৈরি মেশিনটির বেশি মনযোগ বিড়ালের প্রতি। এ ব্যাপারে ডিন বলেন, ‘আমরা মেশিনটির প্রশিক্ষণের সময় কখনোই বিড়াল চিনিয়ে দেইনি। মেশিনটি নিজেই বিড়ালকে চিনে নিয়েছে।

বিজ্ঞানীদের দলটি তাদের রিপোর্টে বলেন, ‘আমাদের এই পরীক্ষামূলক প্রজেক্টের ফলাফলে আমরা ধারণা করছি, মেশিনটির ডেটাবেজের ছবিগুলোতে কোনোকিছুকে চিহ্নিত করে দেয়া না থাকলেও এটি নিজে থেকে তা চিহ্নিত করতে পারবে। নেটওয়ার্কটিকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে যে, এটি প্রায় শতকরা প্রায় ১৫ দশমিক ৮ ভাগ নির্ভূলভাবে ২০ হাজার বস্তু আলাদাভাবে চিনতে পারে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রঙের মতো স্প্রে করা যাবে ব্যাটারিবিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি/জুন ৩০/১২

রঙের মতো স্প্রে করা যাবে ব্যাটারি

নতুন এক স্প্রে-অন পেইন্ট বানালেন বিজ্ঞানীরা, যা অন্যান্য রিচার্জেবল ব্যাটারির মতোই ইলেকট্রিসিটি স্টোর করতে ও প্রয়োজনমতো সরবরাহও করতে পারবে। এই স্প্রে-অন ব্যাটারিটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। খবর রয়টার্সের।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় এমন একটি অভিনব পন্থা আবিষ্কার করেছেন, যার মাধ্যমে সাধারণ ব্যাটারির উপাদানগুলোকে ভেঙ্গে তরলে রূপান্তর করা যায় এবং স্প্রে-অন পেইন্ট-এর মতোই ব্যবহার করে রং করা যায়। মজার ব্যাপার হচ্ছে, ব্যাটারির উপাদানগুলোকে ভেঙ্গে তরলে রূপান্তর করলেও কার্যক্ষমতা হারায় না এই স্প্রে-অন ব্যাটারিটি। রিচার্জেবল ব্যাটারির মতোই চার্জ করা এবং প্রয়োজনমতো ব্যবহার করা যায় এটি।

রিচার্জেবল এই ব্যাটারিটি তৈরি হয় স্প্রে-পেইন্ট করা লেয়ার থেকে এবং এর প্রতিটি লেয়ার একটি সাধারণ ব্যাটারির কারেন্ট কালেক্টর, ক্যাথড, অ্যানোড এবং মাঝের পলিমার সেপারেটর হিসেবে কাজ করে। এই স্প্রে-অন পেইন্ট প্লাস ব্যাটারিটি সিরামিক, গ্লাস এবং স্টেইনলেস স্টিলের ওপর সফলভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।