বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

জিংগার নতুন গেম মাফিয়া ওয়ার্স ২

জিংগার নতুন গেম মাফিয়া ওয়ার্স ২

গেম নির্মাতা প্রতিষ্ঠান জিংগা তাদের মাফিয়া ওয়ার্স ফ্রাঞ্চাইজে নতুন একটি সংস্করণ যোগ করছে। এখানে গেমারকে এমন একজনের ভূমিকায় খেলতে হবে যে সবে জেল থেকে ছাড়া পেয়েছে এবং অপরাধজগতের গডফাদার যাকে সাদরে বরণ করে নিয়েছে। ‘মাফিয়া ওয়ার্স ২’ নামের গেমটি ১৬ টি ভাষায় ১১ অক্টোবর ফেসবুকে চালু হচ্ছে। খবর সিনেট-এর।

ফেসবুকে গেমটি খেলার জন্য সাইন আপ করলেই গেমটি খেলা যাবে।

জিংগা কর্তৃপক্ষ জানিয়েছে, গেমারকে এমন একজনের ভূমিকায় খেলতে হবে যে সবে জেল থেকে ছাড়া পেয়েছে এবং অপরাধজগতের গডফাদার যাকে সাদরে বরণ করে নিয়েছে। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতেই খেলতে হবে মাফিয়া ওয়ার্স ২ গেমটি।

মাফিয়া ওয়ার্স গেমটির প্রথম সংস্করণের মতোই এ সংস্করণে গেমারকে সঙ্গী তৈরি করে নিতে হবে এবং শত্রুর সঙ্গে লড়ে মিশন শেষ করতে হবে। গেমটিতে ৩শ’ ধরনের অস্ত্র, গাড়ি এবং বর্ম রয়েছে। অ্যাভাটারের জন্য রয়েছে ৬০০ টি পোশাক।

মাফিয়া ওয়ার্স গেমটি প্রতি মাসে ৪০ লাখ গেমার খেলে থাকেন।

পিএস ৪ গেম তৈরি করছে সনি

পিএস ৪ গেম তৈরি করছে সনি

ইলেকট্রনিক জায়ান্ট সনি তাদের প্লেস্টেশন ৪ এর জন্য নতুন গেম তৈরি করছে বলেই খবর চাউর হয়েছে। সনি’র  তৈরি এ গেম তৈরির কাজ এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। খবর সিনেট-এর।

সনি এখনও ‘প্লেস্টেশন ৪’ নামের গেমিং ডিভাইসটিরই ঘোষণা দেয়নি। তবে, সনির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এর- উদ্ধৃতি দিয়ে এ ডিভাইসটি বাজারে আসছে বলে আগেই খবর রটেছিলো। এবার এ ডিভাইসটির জন্য গেম তৈরির খবরও জানা গেলো।

বর্তমানে প্লেস্টেশন এর তৃতীয় সংস্করণটি বাজারে রয়েছে। ২০১৩ সাল নাগাদ এটির চতুর্থ সংস্করণ বাজারে আনতে পারে সনি।



আসছে গ্র্যান্ড থেফট অটো ভি-এর ৫ম সংস্করণ

আসছে গ্র্যান্ড থেফট অটো ভি-এর ৫ম সংস্করণ

গেম নির্মাতা রকস্টার তাদের জনপ্রিয় গেম গ্রান্ড থেফট অটো ভি-এর পঞ্চম সংস্করণের ট্রেলার উন্মুক্ত করেছে। নতুন গেমটিতে শহর হিসেবে ব্যবহার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসকে। খবর বিবিসি অনলাইন-এর।

গেমটির নতুন ট্রেলার মাত্রই ১ মিনিটের। তাতেই মুখোশধারী গানমেন, কার চেজ, গাড়িতে বিস্ফোরণ ঘটানো এবং নারীসঙ্গীর বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে।

গ্রান্ড থেফট অটো ভি-এর চতুর্থ সংস্করণটি কেবল যুক্তরাজ্যেই ৯ লাখ ২৬ হাজার কপি বিক্রি হয়েছিলো। গেমটিতে অতিরিক্ত সংঘর্ষ দৃশ্য থাকায় সমালোচনাও কুড়িয়েছে গেম বোদ্ধাদের।

শক্তিশালী ক্রিমিনাল আর স্নায়ুক্ষয়ী সংঘর্ষে গেম হিসেবে গ্রান্ড থেফট অটো ভি এবারও জনপ্রিয়তা পাবে বলেই গেমবোদ্ধারা মন্তব্য করেছেন । এখন কেবল ট্রেলার ছাড়লেও নতুন সংস্করণটি কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়ে মুখ খোলেনি রকস্টার কর্তৃপক্ষ।

নতুন গেম বাজারে আসছে এমন গুজব আগেই ছড়িয়েছিলো। নতুন গেম উপলক্ষে গেমিং হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে সনি এবং মাইক্রোসফটের নতুন ডিভাইসেরও গুজব ছড়িয়েছিলো। কিন্তু গেমিং ডিভাইসের কোনো তথ্য না প্রকাশ পেলেও নতুন ট্রেলার উন্মুক্ত করে রকস্টার কর্তৃপক্ষ গ্র্যান্ড থেফট অটো ভি-এর পঞ্চম সংস্করণের তথ্য জানিয়েছে।

পুরোনো গেমিং ডিভাইস ব্যবহার করেও গেমটি খেলা যাবে বলে গেম নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।

ব্যাটলফিল্ড ৩ গেমে নতুন প্যাচ

ব্যাটলফিল্ড ৩ গেমে নতুন প্যাচ

২৫ নভেম্বর বাজারে আসা ব্যাটলফিল্ড ৩ গেমটির জন্য নতুন প্যাচ এনেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্ট (ইএ)। কম্পিউটারে গেমটি খেলার জন্য প্রায় আধা গিগাবাইট আপডেটই সরিয়ে ফেলা হয়েছে। ফলে এখন কম ক্ষমতার গ্রাফিক্স সেটআপেও গেমটি খেলা যাবে।

ব্যাটলফিল্ড ৩ গেমটি খেলতে সিস্টেম রিকোয়ারমেন্ট অনেক বেশি লাগে বলে গেমাররা অভিযোগ করছিলেন। গেম নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আপডেটে অনেক সমস্যার সমাধান করা হয়েছে এবং বিশেষ ‘ব্ল্যাক স্ক্রিন এরর’ ঠিক করা হয়েছে। এখন গেমটি লোড হতে কম সময় লাগবে এবং পারফর্মমেন্স দুর্দান্ত হবে। এ ছাড়াও গেমটি খেলার সময় ক্রাশ হবে কম।

এর আগে গেমটি খেলতে এনভিডিয়ার তৈরি যে ক্ষমতার গ্রাফিক্স কার্ড লাগতো এখন তার চেয়ে কম গ্রাফিক্স কার্ড হলেও গেমটি খেলা যাবে বলেই জানা গেছে।

ইএ কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৩৩টি সমস্যার সমাধান করা হয়েছে নতুন প্যাচে।

থার্ড পার্সন শুটার গেম ব্যাটলফিল্ড ৩ এর প্যাচ বিষয়ক বিস্তারিত তথ্য ব্যাটলফিল্ড ব্লগে দেয়া হয়েছে। যারা গেমটি খেলতে সমস্যায় পড়েন তাদের ব্যাটলফিল্ড ব্লগে প্যাচ নোটটি পড়ে দেখার পরামর্শ দিয়েছে গেম নির্মাতা প্রতিষ্ঠান।

আসছে রেসিডেন্ট ইভিল ৬

আসছে রেসিডেন্ট ইভিল ৬

জোম্বি সিরিজের জনপ্রিয় গেইম ‘রেসিডেন্ট ইভিল ৬’ চলতি বছরেই বাজারে আসছে। গেইম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকম এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। খবর বিবিসি অনলাইন-এর।

১৯ জানুয়ারি বৃহস্পতিবার ‘রেসিডেন্ট ইভিল ৬’ গেইমটির ট্রেইলার ছেড়েছে ক্যাপকম। কনসোল এবং কম্পিউটার সংস্করণের জন্য তৈরি গেইমটি ২০ নভেম্বর বাজারে আসবে।

চীনভিত্তিক কিছু অংশ থাকছে গেইমটিতে। গেইমটির আগের সংস্করণগুলোর জনপ্রিয় চরিত্র ক্রিস রেডফিল্ড এবং লিওন কেনেডি ছাড়াও নতুন বেশ কয়েকটি চরিত্র যোগ হচ্ছে ষষ্ঠ সংস্করণটিতে।

গেইমটির প্লট বিষয়ে ক্যাপকম জানিয়েছে, ১০ বছর আগের রেকুন সিটিতে একটা ঘটনা ঘটে গেছে। ঠিক কি ঘটেছিলো সে সত্যটি জানানোর সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের পক্ষে এবং রেকুন সিটির ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি লিওন এস. কেনেডি। লিওন কেনেডিকে লড়তে হয় জোম্বি আক্রমণের বিরুদ্ধে। অ্যাকশনধর্মী গেইমটির ষষ্ঠ সংস্করণে গেমারকে ভয়ংকর যুদ্ধে নামতে হবে।