মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

Drilling to lakes under Antarctic may give clues to sea rise

OSLO, Sept 10 (bdnews24.com/Reuters) - A British plan to drill into a sunless lake deep under Antarctica's ice in December could show the risks of quicker sea level rise caused by climate change, scientists said on Friday.

Sediments on the bed of Lake Ellsworth, which is several hundred meters (yards) below sea level and buried under 3 km (1.6 miles) of ice, may include bits of ancient seashells that could be dated to reveal when the ice sheet last broke up.

Experts say the West Antarctic ice sheet over the lake contains enough ice to raise world sea levels by 3-5 meters if it ever broke up - a threat to low-lying areas from Bangladesh to Florida, from Buenos Aires to Shanghai.

"Society needs to know the risk of a collapse," of the ice sheet, said Martin Siegert, of the University of Bristol and principal investigator for the mission that will also look for unknown life forms in a rivalry with Russian and US scientists.

There are 360 known sub-glacial lakes in Antarctica - formed by heat from the Earth melting the bottom of the ice.

"One way to find out (the risks of collapse) is to know when it last happened," he said of the mission that has been in the planning stages for 16 years. "We are finally ready to hit the 'go' button," he said.

"We set foot on the ice again in October and hope to bring samples to the surface in December 2012," Chris Hill, program manager at the British Antarctic Survey, said in a statement.

Siegert said no one knew the age of the West Antarctic ice. It might have broken up in naturally warmer periods about 125,000 years ago, 440,000 years ago or a million years ago - all times when sea levels were higher than today.

HIPPOPOTAMUS

Most worrying would be if the ice collapsed in the Eemian period 125,000 years ago when temperatures were slightly higher than now, hippopotamuses bathed in the Rhine and world sea levels were 4 to 6 meters higher than today.

That could be a sign that the ice sheet was very vulnerable to a collapse caused by man-made emissions of greenhouse gases.

Most scientists reckon that Greenland, with enough ice to raise world sea levels by 7 meters if it thawed over hundreds of years, is more vulnerable than West Antarctica.

The far bigger East Antarctic ice sheet, with enough ice to raise sea levels by more than 50 meters, is coldest and most stable. Sea levels rose by 17 cm (7 inches) last century but many scientists say the rate might pick up to a meter this century.

Siegert said the plan to drill into the lake sediments had received little attention compared to the goal of seeing if microbial life had evolved in the darkness under the ice.

That might increase the chances of finding life elsewhere in the solar system, such as on Jupiter's ice-swathed moon Europa. The scientists aim to use a hot water drill and take samples in a sterilized titanium container.

Russia drilled through to the Vostok Lake in East Antarctica early this year and its scientists plan to return in 2013 to get samples.

US scientists plan to sample the Whillans sub-glacial lake "around mid-January" 2013, said John Priscu of Montana State University.

He said that the mission would send down a robot vehicle to sample the lake, keeping the borehole open for about two weeks unlike the British plan for faster sampling over a few days.

"The Russians have no clean samples from Vostok this time," he told Reuters. "The only samples they have that I am aware of is water, mixed with kerosene drilling fluid."

Siegert played down the three-nation competition. "We don't really regard it as a race. But all of science is driven by people who want to be first," he said.

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

ইসরায়েলে মিললো ৯৫০০ বছরের পুরনো মূর্তি

ইসরায়েলে মিললো ৯৫০০ বছরের পুরনো মূর্তি

প্রায় সাড়ে নয় হাজার বছরের পুরনো পাথরের মূর্তির খোঁজ মিললো ইসরায়েলের জেরুজালেমে। জেরুজালেমে ‘তেল মোজা’ নামের প্রত্নতাত্ত্বিক সাইটে প্রায় ১০ হাজার বছরের পুরনো চুনাপাথরের তৈরি প্রস্তরমূর্তি দু’টি আবিষ্কার করেন ইসরায়েলি অ্যান্টিকুইটস সোসাইটি (আইএএ)। খবর লাইভসায়েন্স-এর।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইএএ-র খননকারীরা বলেন, ‘প্রস্তরমূর্তি দু’টি আসলেই বিষ্ময়কর। ভেড়ার আদলে তৈরি প্রস্তরমূর্তি দু’টি এতোটাই নিখুঁত যে, রক্তমাংসের প্রাণীটির সঙ্গে অনেক মিল রয়েছে মূর্তি দু’টির।’ আইএএ-র দেয়া তথ্য অনুযায়ী দু’টি মূর্তিই লম্বায় প্রায় ৬ ইঞ্চি।

৯৫০০ বছর আগে ওই এলাকার মানুষদের পূজা-অর্চনা অথবা ধর্মীয় কাজে মূর্তি দু’টি ব্যবহার হতো বলেই মন্তব্য করেছেন প্রত্নতাত্ত্বিকরা। তাদের মতে, ৯৫০০ বছর আগে শিকারি জীবন ছেড়ে কৃষিকাজের দিকে ঝুঁকছিলেন সে সময়ের মানুষরা। এমন সময়ের নিদর্শন আবিষ্কার করতে পেরে উচ্ছাস প্রকাশ করেছেন প্রত্নতাত্ত্বিকরা।

এ ব্যাপারে আইএএর হামোওদি খলিলি বলেন, ‘আমরা জানি, সে সময়ের মানুষরা জীবনধারণের জন্য শিকারের ওপর নির্ভরশীল ছিলো। আমরা ধারণা করছি, শিকারিরা অভিযানে যাবার আগে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হতো এবং ওই অনুষ্ঠানে শিকারিদের জন্য সৌভাগ্য বয়ে আনার লক্ষ্যে প্রস্তরমূর্তি দু’টি ব্যবহার করা হতো।’

শারীরীক লক্ষণ মনিটর করবে ইলেকট্রনিক স্কিন

শারীরীক লক্ষণ মনিটর করবে ইলেকট্রনিক স্কিন

রোগীর হৃদস্পন্দন এবং জীবনের চিহ্নগুলো মনিটর করার জন্য নমনীয় ইলেকট্রনিক স্কিন বানাচ্ছেন এমসি১০ নামে একটি প্রতিষ্ঠান এবং কেমব্রিজের বিজ্ঞানীরা। খবর টেক কার।

বলা হচ্ছে, পলিমার সাবস্ট্র্যাক্ট, মাইক্রোচিপ, এলইডি এবং ওয়্যারলেস প্রযুক্তির বদৌলতে মেডিক্যাল ডায়াগোনস্টিক ফিল্ড পুরোপুরি পাল্টে দিতে পারে এই নতুন ইলেকট্রনিক স্কিন।

এমসি১০-এর তৈরি ইলেকট্রনিক স্কিনটি এতোই নমনীয় যে, এটি বাঁকানো যায় এবং টেনে লম্বাও করা যায়। এর আগে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য যে ইলেকট্রনিক স্কিনগুলো তৈরি হয়েছিলো, সেগুলো বাঁকানো গেলেও টেনে লম্বা করা যেতো না।

স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিবকের সঙ্গে জুটি বেঁধে ইলেকট্রনিক স্কিন বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে এমসি১০-এর। জানা গেছে, ইলেকট্রনিক স্কিনটি ওয়্যারলেস পদ্ধতিতে রোগীর সার্বিক অবস্থা সম্পর্কিত তথ্য পাঠিয়ে দেবে স্মার্টফোনে।

এমসি১০-এর বিজ্ঞানীরা একটি নমনীয় বেলুন ক্যাথেটার তৈরির চেষ্টাও করছেন, যা ব্যবহার করে হাই রেজুলিউশন ম্যাপিংয়ের মাধ্যমে হৃদপিণ্ডের ক্ষতিগ্রস্ত টিস্যু চিহ্নিত করা সম্ভব হবে।

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২

আসছে রেসিডেন্ট ইভিল ৬

আসছে রেসিডেন্ট ইভিল ৬

জোম্বি সিরিজের জনপ্রিয় গেইম ‘রেসিডেন্ট ইভিল ৬’ চলতি বছরেই বাজারে আসছে। গেইম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকম এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। খবর বিবিসি অনলাইন-এর।

১৯ জানুয়ারি বৃহস্পতিবার ‘রেসিডেন্ট ইভিল ৬’ গেইমটির ট্রেইলার ছেড়েছে ক্যাপকম। কনসোল এবং কম্পিউটার সংস্করণের জন্য তৈরি গেইমটি ২০ নভেম্বর বাজারে আসবে।

চীনভিত্তিক কিছু অংশ থাকছে গেইমটিতে। গেইমটির আগের সংস্করণগুলোর জনপ্রিয় চরিত্র ক্রিস রেডফিল্ড এবং লিওন কেনেডি ছাড়াও নতুন বেশ কয়েকটি চরিত্র যোগ হচ্ছে ষষ্ঠ সংস্করণটিতে।

গেইমটির প্লট বিষয়ে ক্যাপকম জানিয়েছে, ১০ বছর আগের রেকুন সিটিতে একটা ঘটনা ঘটে গেছে। ঠিক কি ঘটেছিলো সে সত্যটি জানানোর সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের পক্ষে এবং রেকুন সিটির ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি লিওন এস. কেনেডি। লিওন কেনেডিকে লড়তে হয় জোম্বি আক্রমণের বিরুদ্ধে। অ্যাকশনধর্মী গেইমটির ষষ্ঠ সংস্করণে গেমারকে ভয়ংকর যুদ্ধে নামতে হ

এলজির নতুন স্মার্টফোন 'কোয়াড-কোর অপটিমাস জি

এলজির নতুন স্মার্টফোন 'কোয়াড-কোর অপটিমাস জি'

নতুন কোয়াড-কোর স্মার্টফোন ‘অপটিমাস জি’ নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ান টেকনোলজি প্রতিষ্ঠান এলজি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্মার্টফোন বাজারে এতোদিন এলজি তেমন কোনো প্রভাব বিস্তার করতে না পারলেও, বলা হচ্ছে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রির সঙ্গে প্রতিদ্ব›দ্বীতায় নামতে পারে অপটিমাস জি। খবর ইয়াহু নিউজ-এর।

অপটিমাস জিতে রয়েছে ১.৫ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪.৭ ইঞ্চি ট্রু এইচডি ১২৮০ বাই ৭৬৮ পিক্সেলের আইপিএস ডিসপ্লে। আরো আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র‌্যাম এবং ২,১০০ মিলি অ্যাম্প ব্যাটারি। আর এ সবকিছুই থাকছে কেবল ৮ মিলিমিটার পুরু কেসিংয়ের মধ্যে।

এলজির নতুন অপটিমাস জি চলবে গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমে। সেপ্টেম্বর মাসে প্রথমে কোরিয়া এবং জাপানের বাজারে আসবে অপটিমাস জি।

স্মার্টফোন বাজারের একছত্র অধিকারী অ্যাপলের রাজত্বে এলজির নতুন অপটিমাস জি কোনো প্রভাব ফেলতে পারবে কি না সেটিই এখন বড় প্রশ্ন।