শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

মস্তিষ্কের বেশিরভাগ জিন একইভাবে সাজানো

মস্তিষ্কের বেশিরভাগ জিন একইভাবে সাজানো

ব্যক্তিত্বে পার্থক্য থাকলেও, মিল রয়েছে সব মানুষের মূল মলিকিউলার প্যাটার্নের। মানব মস্তিষ্কের গঠনের এই মিল বেরিয়ে এসেছে থ্রিডি জিন ম্যাপে। খবর বিবিসির।

মানব মস্তিষ্কের থ্রিডি জিন ম্যাপটি বিজ্ঞানীরা তৈরি করেছেন তিনটি মানব মস্তিষ্ক ব্যবহার করে। মস্তিষ্কগুলো প্রথমে কেটে ৯০০টি ছোট ভাগে ভাগ করা হয়। এরপর ওই ছোট অংশগুলো থেকে তোলা মস্তিষ্কের জিন গঠনের ১০ কোটি থ্রিডি ছবি দিয়ে তৈরি হয় মস্তিষ্কের জিন ম্যাপ।

মস্তিষ্কের জিন ম্যাপ নিয়ে গবেষণাটি করছেন সিয়াটলের অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেইন সায়েন্স এবং এডিনবরা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তারা বলছেন, জেনেটিক ডিসঅর্ডার কিভাবে মস্তিষ্কে রোগ সৃষ্টি করে, তা বুঝতে সাহায্য করবে তাদের গবেষণা।

গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, মানব মস্তিষ্কে বেশিরভাগ জিন একইভাবে সাজানো। ব্যক্তিত্বের পার্থক্য থাকলেও সব মানুষের মস্তিষ্কের গঠনে রয়েছে ব্যাপক মিল।

অ্যালেন ইনস্টিটিউট অফ ব্রেইন সায়েন্সের প্রফেসর এড লিয়েন এ ব্যাপারে বলেন, ‘মানব মস্তিষ্কের জিন ম্যাপ থেকে পাওয়া তথ্য মস্তিষ্কের গঠন, উন্নতি, বিবর্তন এবং মস্তিষ্কের রোগের কারণ নিয়ে গবেষণায় সাহায্য করবে।’

ইরানি হ্যাকারদের আক্রমণে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান

ইরানি হ্যাকারদের আক্রমণে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান

ইরানি হ্যাকারদের আক্রমণের শিকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যাংক- ব্যাংক অফ আমেরিকা, সিটিগ্রুপ ইনকর্পোরেটেড এবং অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান জেপি মর্গান চেস অ্যান্ড কো। বলা হচ্ছে, ইরানবিরোধী অর্থনৈতিক অনুমোদন দেয়ার কারণেই হ্যাকারদের রোষে পড়েছে প্রতিষ্ঠানগুলো। খবর রয়টার্স-এর।

২০১১ সালের শেষভাগ থেকে মার্কিন ব্যাংকগুলোর ওপর ইরানি হ্যাকারদের এই আক্রমণ শুরু হয়েছে বলে গোপন সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। সূত্র জানিয়েছে, ২০১২ সালে ব্যাংকগুলোর ওপর হ্যাকারদের আক্রমণ আগের বছরের তুলনায় বেড়েছে। সূত্র আরো জানিয়েছে, হ্যাকারদের ডিনায়াল অফ সার্ভিস আক্রমণে ইনকামিং ওয়েবট্রাফিকের কারণে স্থবির হয়ে পড়েছিলো প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট এবং কর্পোরেট নেটওয়ার্ক।

২০১০ সালে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে কম্পিউটার ভাইরাস স্টাক্সনেট আক্রমণের পর সাইবার আর্মি গড়ে তোলার ঘোষণা দিয়েছিলো দেশটি। স্টাক্সনেট ভাইরাসটির উৎপত্তিস্থল হিসেবে সন্দেহের তালিকায় প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র আরো জানিয়েছে, মার্কিন ব্যাংকগুলোর ওপর ইরানি হ্যাকারদের এই আক্রমণের পেছনে ইরান সরকারের অনুমোদন রয়েছে নাকি ‘দেশপ্রেমে উজ্জীবিত হয়ে’ ইরানি হ্যাকাররা স্বেচ্ছায় এই আক্রমণ করছে তা পরিষ্কার নয়।

হ্যাকারদের আক্রমণ নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিরবতা পালন করছে মার্কিন ব্যাংকগুলো। এমনকি এ বিষয়ে মন্তব্য করেনি পেন্টাগন, এফবিআই, এনএসআই এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মতো কোনো মার্কিন গোয়েন্দাসংস্থাই।

মঙ্গলের বুকে সূর্যগ্রহণ দেখলো কিওরিওসিটি

মঙ্গলের বুকে সূর্যগ্রহণ দেখলো কিওরিওসিটি

মঙ্গলের বুকে সূর্যগ্রহণ দেখলো নাসার মার্স রোভার কিওরিওসিটি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মঙ্গলের দু’টি উপগ্রহের একটি ‘ফোবোস’ সৃষ্ট আংশিক সূর্যগ্রহণের ছবি তুলে পাঠিয়েছে কিওরিওসিটি। খবর রয়টার্স-এর।

মঙ্গলের রয়েছে ছোট ছোট দু’টি উপগ্রহ, ফোবোস এবং ডিমোস। মঙ্গলকে ঘিরে ঘুরতে ঘুরতে ফোবোস মঙ্গল এবং সূর্যের মাঝখানে চলে আসায় সূর্যকে আংশিকভাবে আড়াল করে। ফলে মঙ্গল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। কিওরিওসিটি ওই আংশিক গ্রহণের ছবি তুলেছে হাই রেজুলিউশন ক্যামেরা দিয়ে।

এ পর্যন্ত দু’টি ক্যামেরা ব্যবহার করে ছয়শ’রও বেশি ছবি তুলেছে কিওরিওসিটি। এর মধ্যে প্রায় একশ’টি সূর্যগ্রহণের ছবি। তবে তার মধ্যে হাতে গোনা কয়েকটি ছবিই পৃথিবীতে পাঠিয়েছে কিওরিওসিটি।

মঙ্গলে আবার সূর্যগ্রহণ হবে ১১ মাস পরে। নাসা জানিয়েছে, এবার সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত না থাকলেও, পরেরবার তৈরি থাকবে কিওরিওসিটি।

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

চলে গেলেন প্রথম ল্যাপটপ নির্মাতা বিল মগরিজ

চলে গেলেন প্রথম ল্যাপটপ নির্মাতা বিল মগরিজ


মারা গেলেন বিশ্বে ল্যাপটপ কম্পিউটারের প্রথম নির্মাতা হিসেবে পরিচিত ইন্ড্রাস্ট্রিয়াল ডিজাইনার বিল মগরিজ। ৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ৬৯ বছর বয়সে মারা যান ক্যান্সারে আক্রান্ত মগরিজ। খবর সিনেট-এর।

১৯৭৯ সালে মগরিজ ডিজাইন করেছিলেন ‘গ্রিড কম্পাস’। মগরিজের তৈরি গ্রিড কম্পাসকে বলা হয় টেকনোলজি ইতিহাসের প্রথম ল্যাপটপ কম্পিউটার। এখন পর্যন্ত টেকনোলজি কোম্পানিগুলো যতো ল্যাপটপ কম্পিউটার বানিয়েছে, গ্রিড কম্পাসের সঙ্গে মিল রয়েছে তার সবগুলোরই।


২০০৯ সালে ন্যাশনাল ডিজাইন অ্যাওয়ার্ড থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন মগরিজ। ২০১০ সালে প্রিন্স ফিলিপ ডিজাইনার্স অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন বৃটিশ বংশোদ্ভ‚ত এই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার। ২০১০ সাল পর্যন্ত কপার-হিউইট, ন্যাশনাল ডিজাইন মিউজিয়ামে পরিচালকের দায়িত্বও পালন করেছিলেন এই টেক গুরু।

বর্ষীয়ান এই টেক গুরুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ন্যাশনাল ডিজাইন মিউজিয়াম। এক বিবৃতিতে মিউজিয়ামের অ্যাসোসিয়েট ডিরেক্টর ক্যারোলিন বোমেন বলেছেন, ‘মিউজিয়াম স্টাফ এবং ডিজাইন দুনিয়ার সবারই প্রিয় মানুষ ছিলেন মগরিজ। সবার প্রাণ ছুঁয়ে দিতেন এই মানুষটি।’

Apple targets more Samsung products in suit

Seeking to capitalise on a major legal victory over its rival Samsung Electronics Ltd, Apple Inc has asked a federal court in a separate case to find that four additional Samsung products, including the Galaxy S III, infringe Apple's patents.

In February, Apple alleged that at least 17 Samsung products infringe its patents. In a court filing made in San Jose federal court on Friday, Apple added four more products to the list of allegedly infringing products that have been released beginning in August 2011 and continuing through this month.

Apple won a major victory over Samsung last Friday in a separate case when a jury found that the South Korean company had copied critical features of the hugely popular iPhone and iPad and awarded the U.S. company $1.05 billion in damages.

Samsung representatives did not immediately respond to requests for comment.

The case is U.S. District Court, Northern District of California, Apple Inc v. Samsung Electronics Ltd, et al 12-00630.