বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

২০৩০ সালের মধ্যে কমবে ক্যান্সারে মৃত্যু

২০৩০ সালের মধ্যে কমবে ক্যান্সারে মৃত্যু

২০৩০ সালের মধ্যে নাটকীয়ভাবে হ্রাস পাবে ক্যান্সারজনিত মৃত্যুর হার। আগামী দু’দশকের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর হার কমার পেছনে কারণ হিসেবে ধূমপায়ীর সংখ্যা হ্রাস এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতিকে চিহ্নিত করেছেন ক্যান্সার রিসার্চ ইউকের গবেষকরা। খবর বিবিসির।

গবেষকরা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে কমে আসবে ফুসফুস, বাওয়েল, ব্রেস্ট এবং প্রোস্টেট ক্যান্সারে মৃত্যুর হার। গবেষকদের মতে, সবচেয়ে বেশি বা প্রায় ৪৩ শতাংশ কমবে ওভারিয়ান ক্যান্সারে মৃত্যুর হার।

এ ব্যাপারে ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রফেসর পিটার সাসিয়েনি বলেন, ‘আমাদের হিসেব অনুযায়ী, আগামী কয়েক দশকে নাটকীয়ভাবে কমে আসবে ক্যান্সারজনিত মৃত্যুর হার।’

তবে এই সময়ের মধ্যে পাকস্থলী এবং মুখের ক্যান্সারের কারণে মৃত্যুর হার আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

ইন্টারনেট এক্সপ্লোরার আপডেট আনলো মাইক্রোসফট

ইন্টারনেট এক্সপ্লোরার আপডেট আনলো মাইক্রোসফট

ওয়েবব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ব্যবস্থার খুঁত সাময়িকভাবে ঠিক করতে সফটওয়ার আপডেট ইস্যু করেছে মাইক্রোসফট। ব্যবহারকারী পিসিতে ‘পয়জন আইভি’ ট্রোজান ভাইরাস ইনস্টল করতে ইন্টারনেট এক্সপ্লোরারের বাগটি ব্যবহার করছিলো সাইবার ক্রিমিনালরা। খবর বিবিসির।

পয়জন আইভি দিয়ে চাইলেই ব্যবহারকারীর পিসির গোপন সব তথ্য চুরি করতে এবং পুরো পিসির নিয়ন্ত্রণ দখল করে নিতে পারবে একজন হ্যাকার।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেটটি নিয়ে জানায়, ‘এটা খুবই সহজ, ওয়ান ক্লিক সলিউশন। তবে কম্পিউটারের সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাকে এটি দিয়ে প্রতিস্থাপন করা যাবে না।’

ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া ওয়েব ব্রাউজারটির সবগুলো ভার্সনের নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ‘জিরো-ডে’ সমস্যা। ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা ব্যবস্থায় খুঁতটি আবিষ্কার করেন লুক্সেবার্গ ভিত্তিক সিকিউরিটি এক্সপার্ট এরিক রোমাং।

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

৪ বছরেই গলবে আর্কটিক বরফ!

৪ বছরেই গলবে আর্কটিক বরফ!

২০১৬ সালের মধ্যে গলে যাবে আর্কটিক বরফ, এমন আশঙ্কার কথা জানিয়েছেন আর্কটিক কেমব্রিজ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ প্রফেসর পিটার ওয়াডহাম। এই বিজ্ঞানীর আশঙ্কা সত্যি হলে, পৃথিবীর বুকে নেমে আসতে পারে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। খবর গার্ডিয়ান-এর।

দীর্ঘদিন যাবত মেরুঅঞ্চলের বরফের ওপর বৈশ্বিক উষ্ণতা নিয়ে গবেষণা করছেন প্রফেসর ওয়াডহাম। বিশ্বের শীর্ষস্থানীয় আর্কটিক বিশেষজ্ঞদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। ২০০৭ সালে গ্রীষ্মকালে সামুদ্রিক বরফে ভাঙ্গনের ভবিষ্যদ্বাণীও করেছিলেন তিনি।

বৈশ্বিক উষ্ণতার ফলে প্রতিবছর কমতে থাকা মেরুর বরফ গলা ঠেকাতে যতো দ্রুত সম্ভব, নতুন পদক্ষেপ নেবার আবেদন জানিয়েছেন প্রফেসর ওয়াডহাম। গার্ডিয়ানকে পাঠানো এক ইমেইলে প্রফেসর ওয়াডহাম বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন এখন এমন এক বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে যে, এর বিরুপ প্রভাব ঠেকাতে কয়েক দশক ধরে ধীরে ধীরে কাজ করার মতো সুযোগ আর নেই। এখন শুধু কার্বন ডাই-অক্সাইডের নির্গমনের হার নিয়ন্ত্রণ করলেই হবে না, বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে আমরা যে জিওইঞ্জিনিয়ারিং আইডিয়াগুলো দিয়েছি, সেগুলোও কাজে লাগাতে হবে।’

প্রফেসর ওয়াডহামের প্রস্তাবিত আইডিয়াগুলোর মধ্যে আছে সূর্যের আলো মহাকাশে প্রতিফলিত করা, মেঘ আরো সাদা করা এবং কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়, এমন মিনারেল সমুদ্রে ছড়িয়ে দেয়া।

২০১২ সালের আগ পর্যন্ত মেরুঅঞ্চলে গ্রীষ্মকালে রেকর্ড করা সবচেয়ে কম সামুদ্রিক বরফের পরিমান ছিলো ৪১ দশমিক ৭ লাখ বর্গকিলোমিটার। কিন্তু এ বছর আর্কটিক বরফের আকার কমে ৩৫ লাখ বর্গকিলোমিটারে নেমে এসছে। প্রফেসর ওয়াডহাম আশঙ্কা করছেন, ২০১৫-১৬ সালের মধ্যে আর্কটিক অঞ্চলের সামুদ্রিক বরফ সম্পূর্ণ গলে যাবে। এমনটা হলে পৃথিবীর বুকে নেমে আসবে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

আরো বিপজ্জনক ব্যাপার হচ্ছে, আর্কটিক সাগরের নিচে সমুদ্রের তলদেশে আটকা পড়ে আছে বরফ যুগের মিথেন গ্যাস। আর্কটিক সাগরের সব বরফ গলে গেলে ওই গ্যাস বেরিয়ে আসবে, যা বৈশ্বিক উষ্ণতা আরো বাড়িয়ে দেবে।

সাইবেরিয়ায় মাটির নিচে কোয়াড্রিলিয়ন ডলারের হীরা

সাইবেরিয়ায় মাটির নিচে কোয়াড্রিলিয়ন ডলারের হীরা

বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ প্রাকৃতিক হীরার ভাণ্ডারটির মালিক রাশিয়া। সাইবেরিয়ার পপিগাই অ্যাস্ট্রোব্লেমে ৬২ মাইল ব্যাসের উল্কাপিন্ডের গর্তে রয়েছে ১ কোয়াড্রিলিয়ন (অর্থাৎ ১ এর পরে ২৪টি শূন্য) ডলারের হীরার ভাণ্ডার। সম্প্রতি সোভিয়েত ইউনিয়ন আমলের কিছু গোপন তথ্য প্রকাশ করে এই চমকপ্রদ খবর জানিয়েছে রাশিয়া। খবর ইয়াহু নিউজ-এর।

পপিগাই অ্যাস্ট্রোব্লেমের হীরাগুলোকে বলা হয় ‘ইমপ্যাক্ট ডায়মন্ড’। মহাকাশ থেকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসা উল্কাপিণ্ড পৃথিবীর বুকে কোনো গ্রাফাইট ভাণ্ডারের ওপর আছড়ে পড়লে সৃষ্টি হয় ‘ইমপ্যাক্ট ডায়মন্ড’।

ইমপ্যাক্ট ডায়মন্ড সাধারণ হীরা থেকে অনেক শক্ত। শিল্পকারখানা এবং বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয় এমন হীরা।

সাড়ে তিন কোটি বছর আগে মহাকাশের একটি উল্কাপিণ্ড বর্তমান সাইবেরিয়ার খাতাঙ্গা আউটপোস্ট থেকে কয়েকশত কিলোমিটার দূরে আছড়ে পড়ায় সৃষ্টি হয় পপিগাই অ্যাস্ট্রোব্লেম।

উল্কাপিণ্ডের পতনের ফলে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই হীরা খনিটিতে রয়েছে কয়েক লাখ কোটি ক্যারটের হীরা, যার মূল্য কমপক্ষে ১ কোয়াড্রিলিয়ন ডলার।

মুছে ফেলা যাবে ভয়ের স্মৃতি

মুছে ফেলা যাবে ভয়ের স্মৃতি

মস্তিষ্ক থেকে মুছে দেয়া যাবে ছোটবেলার ভয়ের স্মৃতি। যুক্তি না মানা মনের অজানা ভয়ের স্মৃতিগুলোকে মুছে ফেলার এক অভিনব উপায় খুঁজে বের করেছেন সুইজারল্যান্ডের উপসালা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। খবর ইয়াহু নিউজ-এর।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় আবিষ্কার করেন, ভয়ের স্মৃতিগুলো মস্তিষ্কের প্রোটিনে চিরস্থায়ী ছাপ ফেলার আগেই তা ঠেকানো সম্ভব। শুধু তাই নয়, পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব ভয়ের স্মৃতিগুলো।

গবেষণায় অংশ নেয়া ব্যক্তিদের প্রথমে ভীতিকর একটি ছবি বারবার দেখান বিজ্ঞানীরা। একই সময় দেয়া হয় খুব অল্প পরিমাণে ইলেকট্রিক শক। এরপর গবেষণায় অংশ নেয়া অর্ধেক ব্যক্তিকে তারা আবার ওই ভীতিকর ছবিটি দেখান; তবে এবার ইলেকট্রিক শক ছাড়াই। বিজ্ঞানীরা আবিষ্কার করেন, ছবিটি দেখে আর ভয় পাচ্ছেন না তারা।

সুইডিশ বিজ্ঞানীদের এই নতুন প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি নয় ব্যাপক ব্যবহারের জন্য। তবে বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতে যুদ্ধকালীন অভিজ্ঞতার মতো ভয়াবহ স্মৃতি ভুলতে সাহায্য করবে তাদের নতুন প্রযুক্তি।