|
IT IS HOT NEWS. Some information and news unknown to everyone. Which is only possible in F S S T S T L. SO keeps watching and keeps telling others.
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২
Facebook reaches one billion users
১০০ কোটি ছাড়ালো ফেইসবুক
১০০ কোটি ছাড়ালো ফেইসবুক
এখন প্রতিমাসে ১০০ কোটির বেশি মানুষ ফেইসবুক ব্যবহার করেন বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ।জুকারবার্গ বলেন, ওই ব্যবহারকারীরা ফেসবুকে ১ দশমিক ১৩ ট্রিলিয়ন ‘লাইক’ দিয়েছেন এবং ২১৯ বিলিয়ন ছবি পোস্ট করেছেন।
২০০৪ সালে যাত্রা শুরু করা ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা ক্রমে বেড়ে চলেছে।
জুকারবার্গ তার একটি স্ট্যাটাসে রিখেছেন, ‘আপনি যদি এই লেখাটি পড়েন: আমাকে ও আমার ছোট দলটিকে আপনাকে সেবা করার সম্মান দেয়ার জন্য ধন্যবাদ।’
এ ছাড়া ৬০ কোটি ব্যবহারকারী তাদের মোবাইল ফোনের মাধ্যমে ফেইসবুক ব্যবহার করেন বলে সমসাময়িক এক পরিসংখ্যানে বলা হয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হওয়ার পর থেকে ফেসবুকে ১৪০ দশমিক ৩ বিলিয়নবার বন্ধু যোগ করার ঘটনা ঘটেছে।
FSS TSTL
কম দামের স্মার্টফোন আনছে নকিয়া
কম দামের স্মার্টফোন আনছে নকিয়া
নকিয়া ২০১৩ সালের শুরুতে লুমিয়া সিরিজের ৫১০ মডেলের ডিভাইস বাজারে আনছে। এন্ট্রি লেভেলের স্মার্টফোনের বাজার ধরতে এবং নতুন ক্রেতাদের আকর্ষণ করতে কমদামে সেটটি বাজারে আনছে বলে জানিয়েছে নোকিয়া। খবর জিএসএমএরিনার।সূত্র জানিয়েছে, লুমিয়া ৫১০ ডিভাইসটির ডিসপ্লে হবে ৪ ইঞ্চি। ২৫৬ মেগাবাইট র্যামের সেটটিতে ৪ গিগা বাইট ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে।
এন্ট্রি লেভেলের স্মার্টফোনের বাজার টার্গেট করে ডিভাইসটির দাম ধরা হয়েছে ১৫০ মার্কিন ডলার।
২০১০ সালের পর চীনে স্মার্টফোনের বাজার তিনগুণ বেড়েছে। বিষয়টি বিবেচনা করে চীনের আগামী ছুটির সময় ফোনটি বাজারজাত শুরু হবে। ২০১৩ সালের শুরুর দিকে পর্যায়ক্রমে তা বিভিন্ন দেশে সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২
চিনির কার্বন দিয়ে তৈরি হবে ব্যাটারি
চিনির কার্বন দিয়ে তৈরি হবে ব্যাটারি
খাবার চিনি থেকেই তৈরি হবে ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি। ক্যাথোড হিসেবে সোডিয়াম আয়ন আর অ্যানোড হিসেবে চিনি থেকে পাওয়া কার্বন ব্যবহার করে ওই ব্যাটারি বানিয়েছেন জাপানি বিজ্ঞানীরা। খবর আইটেকপ্রেস-এর।সাধারণ খাবার চিনি থেকে নেয়া কার্বন ব্যবহার করে ব্যটারিটি বানিয়েছেন টোকিওর ইউনিভার্সিটি অফ সায়েন্সের বিজ্ঞানীরা। কার্বন সংগ্রহের জন্য সাধারণ খাবার চিনিকে ১,৮০০ থেকে ২,৭০০ ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেনশূন্য অবস্থায় পোড়ান বিজ্ঞানীরা। এ প্রক্রিয়ায় বেরিয়ে আসে উচ্চমানের কার্বন পাউডার।
বিজ্ঞানীরা আবিষ্কার করেন, চিনি থেকে পাওয়া কার্বন ব্যবহার করে তৈরি সোডিয়াম-কার্বন ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় শতকরা ২০ ভাগ বেশি বিদ্যুৎ ধরে রাখতে পারছে।
এখনকার বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইস চলে লিথিয়াম আয়ন ব্যাটারিতে। কিন্তু পৃথিবীর বুকে লিথিয়ামের পরিমাণ সীমিত। এ কারণে সাধারণ একটা ল্যাপটপের ব্যাটারির দামও অনেক বেশি। অন্যদিকে প্রকৃতিতে সোডিয়ামের পরিমাণ বলা চলে অফুরন্ত।
সোডিয়াম-কার্বন ব্যাটারিগুলো বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হতে এখনও কয়েক বছর সময় লাগবে। জাপানি বিজ্ঞানীদের দলনেতা শিনিচি কোমাবা জানিয়েছেন, আরো বছর পাঁচেক সময় লাগবে সোডিয়াম কার্বনের ব্যাটারিগুলো বাজারে আসতে।
সোডিয়াম-কার্বন ব্যাটারিগুলো বাজারে সফল হলে কমে আসবে ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারির দাম। লিথিয়াম আহরণের ওপর চাপও কমে আসবে। তবে সমস্যা হচ্ছে, সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির মতো অনেকগুলো চার্জ সাইকেলে টিকে না চিনির কার্বন দিয়ে তৈরি ব্যাটারি। তাই বানিজ্যিকভাবে সাফল্য পেতে হলে চিনির কার্বন দিয়ে তৈরি ব্যাটারিগুলোর এ সমস্যা কাটিয়ে উঠতে হবে বিজ্ঞানীদের।
'ম্যাপিং' ব্যর্থতায় ক্ষমা চাইলো অ্যাপল
'ম্যাপিং' ব্যর্থতায় ক্ষমা চাইলো অ্যাপল
আইফোন ফাইভ-এর ম্যাপিং অ্যাপ্লিকেশনের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত ক্ষমা চাইলো নির্মাতা অ্যাপল। অ্যাপলের পক্ষে ক্ষমা চেয়েছেন চিফ এক্সিকিউটিভ টিম কুক। বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ম্যাপিং অ্যাপ্লিকেশন ব্যবহারের কথাও বলেছেন তিনি। খবর বিবিসির।আইফোন ফাইভ নিয়ে বিশ্বব্যাপী ক্রেতারা অপেক্ষায় থাকলেও ম্যাপিং অ্যাপ্লিকেশনটির ব্যর্থতার কারণে কড়া সমালোচনার মুখে পড়েছে অ্যাপল। আইওএস সিক্স অপারেটিং সিস্টেমটির ম্যাপিং অ্যাপ্লিকেশনের ভুল নাম, গুরুত্বপূর্ণ সব জায়গার অনুপস্থিতি এবং সমুদ্রের মাঝখানে রেল স্টেশনের মতো উদ্ভট ভুলের কারণে অ্যাপলের ওপর ক্ষেপেছেন অনেক ক্রেতাই।
কুক তার লিখিত বক্তব্যে জানান, ‘অ্যাপলের প্রতিটি পণ্যের মাধ্যমে ক্রেতাকে সেরা অভিজ্ঞতাটি দেবার কথা বলি আমরা। ম্যাপিং অ্যাপ্লিকেশনটিতে সেই প্রতিজ্ঞা রাখতে পারিনি আমরা। ক্রেতাদের ভোগান্তির জন্য আমার সত্যিই দুঃখিত। ম্যাপিং অ্যাপ্লিকেশনটিকে ঠিক করতে আমরা পুরোদমে কাজ করছি।’
একই সঙ্গে আইওএস সিক্সের ম্যাপ অ্যাপ্লিকেশনের বিকল্প হিসেবে গুগল এবং নোকিয়ার মতো প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানগুলো ম্যাপিং অ্যাপ্লিকেশন ব্যবহার করার কথাও বলেছেন কুক।
এদিকে আইফোন ফাইভের ম্যাপিং অ্যাপ্লিকেশন নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ থাকলেও থেমে নেই স্মার্টফোনটির বিক্রি। বাজারে আসার মাত্র তিন দিনের মধ্যেই আইফোনের নতুন মডেলটির বিক্রি ছাড়িয়ে গেছে ৫০ লাখ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)