বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

সিইএস মেলায় দানবীয় স্মার্টফোন, ট্যাবলেট ও টিভির রাজত্ব


ইএস মেলায় দানবীয় স্মার্টফোন, ট্যাবলেট ও টিভির রাজত্ব

1 / 1

 2
 0
 0      Print Friendly and PDF
ক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে চলছে কনজিউমার ইলেকট্রনিক্স শো ‘সিইএস ২০১৩’। সিইএসের প্রথম দিনের থিম ছিলো ‘বিগার, ফাস্টার, স্ট্রংগার’। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মেলায় টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে যেন চলছে আকারে বড় আর দ্রুতগতির স্মার্টফোন, ট্যাবলেট আর টেলিভিশন দেখানোর প্রতিযোগিতা।

বিশ্বব্যাপী বিদ্যমান স্মার্টফোন লড়াইয়ে নতুন প্রতিযোগী হিসেবে যোগ হয়েছে চীনের হুয়াউইয়ের তৈরি ৬.১ ইঞ্চির স্মার্টফোন অ্যাসেন্ড মেট। এর স্ক্রিনটিই শুধু বড় নয়, অ্যাসেন্ড মেটের স্মার্টফোনটিতে রয়েছে ৪০৪০ মিলি অ্যাম্পের ব্যাটারি। হুয়াউইয়ের দেয়া তথ্য অনুযায়ী, টানা ৬দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে অ্যাসেন্ড মেট। তবে কাজের সময় মোবাইলটির ব্যাটারি কতোক্ষণ টিকে থাকবে, তা নিশ্চিত করে না বললেও ব্যাটারিটির আগের মডেলগুলোর তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি সময় টিকবে বলে দাবি করেছে হুয়াউই।

৬.১ ইঞ্চি স্ক্রিন আর ৪০৪০ মিলিঅ্যাম্পের ব্যাটারি ছাড়াও অ্যাসেন্ড ম্যাটেতে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, বিল্ট ইন ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেম। আর পুরো স্মার্টফোনটিই পানি নিরোধক।

অন্যদিকে ট্যাবলেট আর টিভি নির্মাতারাও পিছিয়ে নেই। প্যানাসনিক দেখিয়েছে ২০ ইঞ্চির এক দানোবিও ট্যাবলেট। ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় শক্তিশালী আর বহনযোগ্য হলেও ঘরের টিভি স্ক্রিনটির থেকে খুব একটা ছোট নয়।

অন্যদিকে পিছিয়ে নেই টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও। সিইএসের প্রথম দিনেই স্যামসাং দেখিয়েছে ৮১ ইঞ্চির ফোরকে আল্ট্রা এইচডি এলসিডি টিভি।

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

এবার মাইক্রোসফটের সোশ্যাল নেটওয়ার্ক

এবার মাইক্রোসফটের সোশ্যাল নেটওয়ার্ক

দীর্ঘদিন পরীক্ষামূলক ব্যবহার শেষে মাইক্রোসফট এসও.সিএল নামের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি মঙ্গলবার সবার জন্য উন্মুক্ত করলো। এতে যে কেউ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতো ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় লিংক শেয়ার করতে পারবে। খবর সিএনএন-এর।

মে মাসে মাইক্রোসফট জনপ্রিয় সাইট ফেইসবুকের মতো নিজস্ব ওয়েবসাইট বানানোর কথা মিডিয়ায় প্রকাশ করে। মঙ্গলবার মাইক্রোসফট সাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আপাতত মাইক্রোসফটের কর্মী ও শিক্ষার্থীদের সাইটটিতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়। সাইটটি এখন সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বা ফেইসবুকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা সরাসরি সাইটটিতে প্রবেশ করতে পারবেন। ব্যবহারকারী সাইন আপ করেই ফেইসবুকের মতো ছবি, ভিডিও এবং লিংক শেয়ার করতে পারবেন। মন্তব্য করা যাবে অন্যান্য পোস্টের ওপরও।

সাইটটিতে ঢুকলেই প্রথম পাতায় সাম্প্রতিক সব পোস্ট দেখা যাবে। তবে ব্যবহারকারী বাড়ার আগ পর্যন্ত সাইটটিকে এখনো ‘সময় নষ্টকারী’ সাইট বলে মন্তব্য করেছে সিএনএন।

মেসেজ পাঠানো যাবে ৯১১ নাম্বারে

মেসেজ পাঠানো যাবে ৯১১ নাম্বারে

যুক্তরাষ্ট্রের জরুরি ফোন নাম্বার ৯১১ সিস্টেমে এসএমএস বা টেক্সট মেসেজিং চালু হচ্ছে। মোবাইলে টেক্সট মেসেজিংয়ের ২০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) এ সিদ্ধান্ত নিয়েছে। খবর সিএনএন-এর।

২০১৪ সালের মে মাসে সার্ভিসটি চালু করা হবে বলে জানিয়েছে এফসিসি। জুনের ৩০ তারিখ থেকে মেসেজে অটো রিপ্লাই সিস্টেম চালু করবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ চারটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এ সেবা চালু করতে চুক্তিবদ্ধ হয়েছে।

এফসিসি আশা করছে, এ সেবার আওতায় ৯০ ভাগ জনগোষ্ঠী এসএমএসের মাধ্যমে জরুরি যোগাযোগ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ৯১১-এ করা ২৪ কোটি ফোনের এক তৃতীয়াংশই আসে তারহীন লাইন থেকে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম