মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দৌরাত্ম্য বাড়ছে হ্যাকারদের


রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দৌরাত্ম্য বাড়ছে হ্যাকারদের

বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র এবং প্রতিষ্ঠানের উপর বাড়ছে সাইবার আক্রমণ। আর ওইসব সাইবার আক্রমণের পেছনে মূল হোতাদের সমর্থন দিচ্ছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। মার্কিন ব্রডব্যান্ড এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজনের বার্ষিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

ভেরাইজনের প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে বিভিন্ন শিল্পক্ষেত্রে সাইবার আক্রমণের ঘটনা যথেষ্ট বেড়েছে। বর্তমানে সবচেয়ে বড় সাইবার হুমকিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে শিল্পক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার গুপ্তচরবৃত্তি।

লন্ডনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন ‘ইনফোসেক’-এ প্রতিবেদনটি প্রকাশ করে ভেরাইজন। ওই প্রতিবেদন অনুযায়ী, শিল্পপ্রতিষ্ঠানগুলোর উপর সাইবার আক্রমণ করে অর্থ চুরির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে হ্যাকারদের চুরি করা গোপন তথ্য চিহ্নিত করতেও প্রতিষ্ঠানগুলোর অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাগছে।

ভেরাইজনের ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ৭৫ শতাংশ ক্ষেত্রেই হ্যাকারদের মূল উদ্দেশ্য ছিল অর্থ চুরি। কিন্তু ২০ শতাংশ ক্ষেত্রে গোপন এবং স্পর্শকাতর তথ্য চুরি করাই ছিল সাইবার অপরাধীদের মূল লক্ষ্য।

এ ব্যাপারে ভেরাইজনের প্রতিবেদনটির মূল লেখক ওয়েড বেকার বলেন, “সাইবার আক্রমণের পরিসংখ্যানে সবচেয়ে বড় পরিবর্তনটি হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার আক্রমণের ঘটনার নাটকীয় বৃদ্ধি।”

২০১২ সালে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে হ্যাকিংয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলেও যোগ করেন বেকার।

২০১২ সালে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের ঘটনার উপর ভিত্তি করে পরিসংখ্যান প্রতিবেদনটি তৈরি করেছে ভেরাইজন। 

২০১৩ সালের সাইবার আক্রমণের ঘটনাগুলোও যোগ করা হয়েছে প্রতিবেদনটিতে। ভ্যারাইজনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালেই রাষ্ট্রীয় সাইবার গুপ্তচরবৃত্তির সংখ্যা ৬২১টি।

এবার ইশারায় কাজ করবে গুগল আর্থ


এবার ইশারায় কাজ করবে গুগল আর্থ

পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা হিউলেট প্যাকার্ডের (এইচপি) পর এবার গুগল আর্থের সঙ্গে জুটি বাঁধল লিপ মোশন। এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এখন থেকে গুগল আর্থেও ব্যবহার করা যাবে লিপ মোশনের তৈরি ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করার প্রযুক্তি।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেশ্চার কন্ট্রোলের জন্য বানানো ডিভাইসটি ৮০ ডলারে বিক্রি করছে লিপ মোশন। ডিভাইসটি চালানোর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বানাতে ইতিমধ্যেই ১০ হাজার ডিভাইস অ্যাপ পৌঁছে গেছে অ্যাপ ডেভেলপারদের কাছে।

লিপ মোশনের সঙ্গে গুগল আর্থের নতুন চুক্তির কারণে এখন জেশ্চার কন্ট্রোল ডিভাইস দিয়েই কম্পিউটারে পৃথিবীর মানচিত্রের উপর প্যান আর জুম করার মতো সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও স্ক্রিনের সামনে হাত নাড়িয়েই ঘুরিয়ে দেখা যাবে পুরো পৃথিবীর মানচিত্র। গুগল আর্থের ব্যবহার আরও সহজ ও মজার করবে জেশ্চার কন্ট্রোল ডিভাইস, এমনটাই মন্তব্য করেছে ওয়াশিংটন পোস্ট।

গুগল আর্থের সঙ্গে নতুন চুক্তি ছাড়াও মে মাসে ‘এয়ারস্পেস’ নামে নিজস্ব অ্যাপ স্টোর চালু করার ঘোষণা দিয়েছে লিপ মোশন। জেশ্চার কন্ট্রোল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যাবে অ্যাপ স্টোরটিতে।


বিডনিউজটোয়েন্টিফোরডটকম

আরও দুটি যমজ গ্রহ আবিষ্কৃত


আরও দুটি যমজ গ্রহ আবিষ্কৃত

মহাকাশে পৃথিবীর মতো বসবাসযোগ্য গ্রহ অনুসন্ধানে গবেষকরা আবিষ্কার করেছেন আরও দুটি গ্রহ। বিজ্ঞানীরা জানান, আমাদের পৃথিবীর সঙ্গে এ ‘যমজ’ গ্রহ দুটির আকৃতি ও নক্ষত্রের সঙ্গে দূরত্বের মিল রয়েছে। কেপলার টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কৃত এ গ্রহ দুটির তথ্য সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি নিউজে প্রকাশিত হয়।

বর্তমান টেলিস্কোপ প্রযুক্তিতে ১ হাজার ২০০ আলোকবর্ষ দূরের গ্রহ দুটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব নয় বলে জানান গবেষকরা। কিন্তু তারপরও এ আবিষ্কারটিকে নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন তারা। বিজ্ঞানীরা গ্রহ দুটির নাম দিয়েছেন ‘কেপলার-৬২ই’ এবং ‘কেপলার-৬২এফ’।

আবিষ্কৃত যমজ গ্রহ দুটি আরও পাঁচটি গ্রহসহ আমাদের সূর্যের চেয়ে আকৃতিতে ছোট একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীরা নক্ষত্রটির নাম দিয়েছেন কেপলার-৬২। নক্ষত্রটি মহাকাশের ‘কনস্টেলাশন লিরা’ অংশে রয়েছে বলে জানিয়েছেন তারা।

জার্মানির হেইডেলবার্গে ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রনমির একজন গবেষক জানান, কেপলার-৬২ নক্ষত্রটির কাছেই অবস্থান করছে ‘কেপলার৬২-ই’ গ্রহটি। তাদের ধারণা, গ্রহটি মেঘাচ্ছন্ন হবার সম্ভাবনা রয়েছে। এ কারণেই এর পৃষ্ঠে পানির অস্তিত্ব থাকবে বলে আশা করছেন তারা।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

উইন্ডোজ ৮.১-এ ফিরছে 'স্টার্ট' বাটন


উইন্ডোজ ৮.১-এ ফিরছে 'স্টার্ট' বাটন

উইন্ডোজ ৮.১-এ ‘স্টার্ট’ বাটন ফিরিয়ে আনছে মার্কিন সফট জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ‘দি ভার্জ’ জানিয়েছে, উইন্ডোজ ক্রেতাদের সুবিধার জন্য উইন্ডোজ ৮-এর নতুন আপডেট উইন্ডোজ ৮.১-এ ‘স্টার্ট’ বাটনটি ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি।

২০১২ সালের শেষের দিকে বাজারে এসেছিল বহুল ব্যবহৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ৮।  উইন্ডোজ ৮-এ স্টার্ট বাটনের অনুপস্থিতি এবং মেট্রো স্টার্ট স্ক্রিন বিভ্রান্তির কারণ হচ্ছিল ব্যবহারকারীর। এ কারণেই উইন্ডোজ ৮.১-এ ফিরছে স্টার্ট বাটনটি।

তবে উইন্ডোজ ৮.১-এর স্টার্ট বাটন থেকে কেবল স্টার্ট স্ক্রিনেই ঢোকা যাবে, স্টার্ট মেন্যুতে নয়। আর লগইনের সময় মেট্রো স্টার্ট স্ক্রিন এড়াতে চাইলে আছে পুরনো ডেস্কটপে বুট করার অপশন।

এককভাবে স্টার্ট বাটনটি খুব একটা গুরুত্বপূর্ণ মনে না হলেও ডেস্কটপে বুট করার অপশন অনেক ব্যবহারকারীর জন্যই সহজ হবে। ব্যবহারকারীদের অপরিচিত উইন্ডোজ ৮-এ পুরনো অপারেটিং সিস্টেমের অনুভূতি পেতে সাহায্য করবে এই অপশনটি, বলেছেন ভার্জ।

কম্পিউটার নিরাপদ রাখার আট উপায়


কম্পিউটার নিরাপদ রাখার আট উপায়

সাইবার অপরাধ, হ্যাকার, ভাইরাস এসবের কারণে প্রায়ই ঝামেলা পোহাতে হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীদের। বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীদের একটি বড় অংশ এখন সমস্যাগুলো নিয়ে বিরক্ত। অনেক ব্যবহারকারীরই অজানা, ঠিক কীভাবে নিরাপদে রাখা যাবে কম্পিউটারটি। নিরাপদে কম্পিউটার ব্যবহারের জন্য রয়েছে বেশ কিছু উপায়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজ ডেইলি এক প্রতিবেদনে নিরাপদে কম্পিউটার ব্যবহারের বিশেষ কিছু উপায় জানিয়েছে।

ব্যবহার করুন অ্যান্টিভাইরাস
কম্পিউটার নিরাপত্তার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ব্যবহার। যদি আপনার কম্পিউটারে সফটওয়্যারটি কার্যকর থাকে, তাহলে বলা যায় কম্পিউটারের নিরাপত্তা প্রশ্নে এক ধাপ এগিয়ে আছেন আপনি। তবে অবশ্যই উচিত হবে উন্নতমানের অ্যান্টিভাইরাস ব্যবহার করা। কারণ প্রতিদিনই তৈরি হচ্ছে নিত্যনতুন ভাইরাস। উন্নতমানের অ্যান্টিভাইরাস সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে নিজস্ব ডেটাবেস থেকে নতুন ভাইরাসের খোঁজ নেওয়া এবং সেগুলো থেকে আপনার কম্পিউটারকে রক্ষা করা। আর তাই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপডেট চাইলে অবশ্যই ‘ইয়েস’ চেকবক্সে টিক দিতে ভুলবেন না।

ভিন্ন সাইটে ব্যবহার করুন আলাদা পাসওয়ার্ড
বিশেষজ্ঞদের মতে, পাসওয়ার্ডের আকৃতি নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহারেই বাড়ে নিরাপত্তা ঝুঁকি। এ জন্য তারা পরামর্শ দেন, প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা পাসওয়ার্ড ব্যবহারের। একই পাসওয়ার্ড একাধিক স্থানে ব্যবহার করলে হ্যাকার সহজেই হ্যাক করতে পারে। যদি আপনিও সব ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে এখনই তা কম্পিউটারের নিরাপত্তার জন্য বদলে ফেলুন।

অদৃশ্য রাখুন ব্যক্তিগত ওয়াই-ফাই নেটওয়ার্ক
স্ক্যানার কিংবা ল্যাপটপের সাহায্যে সহজেই খুঁজে পাওয়া যায় আপনার বাসার ওয়াই-ফাই নেটওয়ার্ক। অনেকেই পাসওয়ার্ড ব্যবহার করে তাতে অনাকাক্সিক্ষত অনুপ্রবেশ বন্ধ করে। তবে এর মাধ্যমে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয় না নেটওয়ার্কের। এ জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ব্যক্তিগত ওয়াই-ফাই নেটওয়ার্ক অদৃশ্য করে রাখার। ফলে নিশ্চিত হবে ওয়াই-ফাই নেটওয়ার্কটির পূর্ণ নিরাপত্তা।

নিরাপদ চিহ্নের ওয়েবসাইটে প্রবেশ করুন
ইন্টারনেটের এ যুগে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অসংখ্য ওয়েবসাইট। সব সাইট নিরাপদ নাও হতে পারে। সাইটগুলোতে প্রবেশের সঙ্গে সঙ্গেই হ্যাক করা হতে পারে আপনার মূল্যবান আইডি ও পাসওয়ার্ড। বিশেষজ্ঞরা জানান, বেশকিছু চিহ্ন রয়েছে নিরাপদ সাইট চেনার। নিরাপত্তা অবলম্বন করতে ব্যবহারকারীর উচিত এ চিহ্নগুলো জেনে রাখা। এ রকম একটি চিহ্ন হচ্ছে ‘এইচটিটিপিএস’, যা সাইটটি নিরাপদ বলে নিশ্চয়তা দেয়। ব্যবহারকারীরা এ রকম সাইটে প্রবেশ করলে নিরাপদে থাকবে তার কম্পিউটার।

আপডেট রাখুন জাভা
বেশ কিছুদিন আগেই জাভা সফটওয়্যারটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জাভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে কম্পিউটারের। আর তাই আপডেটেড জাভা ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা। তাদের মতে, আপডেটেড ভার্সন ব্যবহার করতে না পারলে জাভার ব্যবহার বন্ধ করাই শ্রেয়।

চালু রাখুন অটোমেটিক উইন্ডোজ আপডেট
মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো সবসময়ই গ্রাহকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চায়। কিন্তু ব্যবহারকারী যদি অটোমেটিক আপডেট বন্ধ রাখেন, তাহলে মাইক্রোসফটের নিরাপত্তা ব্যবস্থা কাজ করতে পারে না। এ জন্য অটোমেটিক উইন্ডোজ ইনস্টল আপডেট কম্পিউটারের নিরাপত্তার জন্য চালু রাখা খুবই জরুরি। ব্যবহারকারীরা ‘কন্ট্রোল প্যানেল’ থেকে ‘উইন্ডোজ আপডেট’-এ গিয়ে চালু করতে পারবেন এ নিরাপত্তা ব্যবস্থা।

ইনস্টল করুন ফায়ারওয়াল
অধিকাংশ অপারেটিং সিস্টেমের সঙ্গেই দেওয়া থাকে ফায়ারওয়াল। ফায়ারওয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, কোনো কম্পিউটারের অনুপ্রবেশকারী সম্পর্কে এটি জানিয়ে দেয়। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে ফায়ারওয়ালের অবস্থান। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমটিতে ফায়ারওয়াল পাওয়া যাবে কন্ট্রোল প্যানেলে। ফায়ারওয়াল চালু করে সহজেই কম্পিউটার নিরাপদে রাখতে পারবেন ব্যবহারকারী।

দূরে থাকুন পপ-আপ বিজ্ঞাপন ও অনাকাক্সিক্ষত মেইল অ্যাটাচমেন্ট থেকে
ইন্টারনেট ব্রাউজের সময় আসা পপ-আপ বিজ্ঞাপন কিংবা ইমেইলে আসা অনাকাক্সিক্ষত অ্যাটাচমেন্টে থাকতে পারে বিভিন্ন ক্ষতিকর ম্যালওয়্যার। এসব ম্যালওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে ক্ষতি করতে পারে।