IT IS HOT NEWS. Some information and news unknown to everyone. Which is only possible in F S S T S T L. SO keeps watching and keeps telling others.
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
দেখুন কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে
আবার অনেক সময় জানতে ইচ্ছে করে “ ফেসবুকের কোন বন্ধুটা চুপটি করে এসে কে আমার এফবি প্রফাইল সবচেয়ে বেশি উলটে পালটে ঘুরে ঘুরে দেখেছে ?”
দেখুন কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে…
সামান্য কিছু পদ্ধতিতে দেখুন কিভাবে মেটাবেন আপনার কৌতুহল।
১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন।
২)তারপর আপনার প্রফাইল পেজে প্রবেশ করুন।
৩)এখন কিবোর্ড থেকে Ctrl U প্রেস করুন একসাথে, আপনি আপনার প্রফাইল পেজের সোর্স কোড দেখতে পাবেন।
৪) এখন কিবোর্ড থেকে CTRL F প্রেস করুন। যে বক্স আসবে অর্থাৎ একটা সার্চ বক্স আসবে সেখানে এই লিখাটা দিন তারপর সার্চ করুন{“list”:
৫) {“list”: এখানে অনেকগুলি আইডি নাম্বার থাকবে কমা দিয়ে। প্রথমে যেই আইডিটা থাকবে সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার প্রফাইল ভিজিট করেছে তার আইডি।
৬) এখন চিন্তা করছেন নাম না দেখা গেলে আইডি নাম্বার দিয়ে কি করবেন ? তো যেকোন একটা আইদি নাম্বার কপি করেন তারপর নতুন একটা টেব খুলে এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা প্রফাইল চলে আসতেছে।
http://www.facebook.com/Facebook_Profile_Idএখানে Facebook Profile Id এর জায়গায় আপনার কাক্ষিত আইডি টি দিবেন।
উদাহরণঃ http://www.facebook.com/123456789012 বিঃদ্রঃ যদি {“list”: দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা লিস্ট শো করে তাহলে উপরে View থেকে wrap Long Lines এ টিক দিলেই সবগুলি নিচের ছবির মত দেখা যাবে।
নাসার নভোচারী হতে আবেদন ১৮,৩০০
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মনে হয় বিপাকেই পড়ে গেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কারণ ৮-১৪টি নভোচারী পদের জন্য আবেদন করে বসেছে প্রায় ২০,০০০ মানুষ। আরও সঠিকভাবে বলতে গেলে, ওই পদগুলোর জন্য আবেদন করেছেন মোট ১৮,৩০০ জন।
মাত্র ৮-১৪টি পদের জন্য এত মানুষ আবেদন করে সংস্থাটির জন্যও নতুন রেকর্ড সৃষ্টি
করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। এর আগে ১৯৭৮ সালেও একই ধরনের পদে নিয়োগের
জন্য ৮,০০০ মানুষ আবেদন করেছিলেন, এতদিন সেটিই ছিল নাসার কাছে আসা সর্বোচ্চ আবেদন।
এত আবেদনের পেছনে সামাজিক মাধ্যমও বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। নভোচারীর ওই ৮-১৪টি পদ পাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই নাসা যা চেয়েছে সে যোগ্যতা থাকতে হবে। নাসার শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে এবং প্রকৌশলবিদ্যা, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের যেকোনো একটিতে ন্যূনতম স্নাতকধারী হতে হবে।
১৮,৩০০ জন থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে মাত্র কয়েকশ জনকে। যারা টিকে যাবেন, নাসা তাদেরকে ক্যাপসুলে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। আবার তাদের নাসার ওরিয়ন মহাকাশযানেও পাঠানো হতে পারে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম স্কাইনিউজ।
অবশ্য এত মানুষের আবেদনেও বিন্দুমাত্র অবাক হননি নাসা পরিচালক চার্লস বোল্ডেন। এ প্রসঙ্গে বোল্ডেন বলেছেন, “ব্যক্তিগতভাবে বিভিন্ন পেশার মার্কিন নাগরিক যে আমাদের মঙ্গল অভিযানের অংশ হতে চাচ্ছেন, সে বিষয়টি আমার কাছে বিন্দুমাত্র আশ্চর্যজনক মনে হয়নি।” মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটির ২০৩০ সাল নাগাদ মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এত আবেদনের পেছনে সামাজিক মাধ্যমও বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। নভোচারীর ওই ৮-১৪টি পদ পাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই নাসা যা চেয়েছে সে যোগ্যতা থাকতে হবে। নাসার শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে এবং প্রকৌশলবিদ্যা, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের যেকোনো একটিতে ন্যূনতম স্নাতকধারী হতে হবে।
১৮,৩০০ জন থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে মাত্র কয়েকশ জনকে। যারা টিকে যাবেন, নাসা তাদেরকে ক্যাপসুলে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। আবার তাদের নাসার ওরিয়ন মহাকাশযানেও পাঠানো হতে পারে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম স্কাইনিউজ।
অবশ্য এত মানুষের আবেদনেও বিন্দুমাত্র অবাক হননি নাসা পরিচালক চার্লস বোল্ডেন। এ প্রসঙ্গে বোল্ডেন বলেছেন, “ব্যক্তিগতভাবে বিভিন্ন পেশার মার্কিন নাগরিক যে আমাদের মঙ্গল অভিযানের অংশ হতে চাচ্ছেন, সে বিষয়টি আমার কাছে বিন্দুমাত্র আশ্চর্যজনক মনে হয়নি।” মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটির ২০৩০ সাল নাগাদ মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
অনলাইনে ছবি তুলে আয়
কিভাবে অনলাইনে ছবি তুলে আয় করবেন হ্যা আপনার
তোলা ছবির মাধ্যমে আপনি বেশ কিছু পরিমান অর্থ উপার্জন করতে পারেন । আপনি যদি একজন
ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক হয়ে থাকেন তবে আপনার তোলা আকর্ষনীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারেন বা
কোথাও আপ্লোড করে আয় করতে পারেন এমন
কি আপনার সাইটে পাব্লিস করেও গুগল এডসেন্স-এর সাহায্যে আয় করতে পারেন। তাহলে চলুন
দেখা যাক কিভাবে ছবি তুলে আয় করা যায়ঃ ফটোগ্রাফি থেকে ইন্টারনেটে আয় ছবি তুলে আয় করার উপায় আপনার ফটোগ্রাফির শখ ব্যবহার করে
ইন্টারনেট থেকে আয় করা খুব কঠিন নয়। এমনকি একে পেশার বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। অনেকেই সেটা
করেন। অনলাইনের অনেক
ডিজাইনার্রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন বা বিভিন্ন ধরনের ডিজাইন থেকে শুরু
করে শিল্প মুল্যের কারনেও মানুষ ছবি কেনেন। আপনি তাদের নিকট আপনার ছবিগুলো বিক্রি
করতে পারেন । ইন্টারনেটে ছবি বিক্রির সেবা দেয়ার জন্য রয়েছে বেশ কিছু ওয়েব সাইট । তাদের
গ্যালারীতে আপনার ছবি জমা
দিতে পারেন। বিক্রি হলে আপনি টাকা পাবেন। আপনি নিজেই নিজের ওয়েবসাইট থেকে ছবি
বিক্রি করতে পারেন। ছবি বিক্রি করার নিয়ম হচ্ছে যত ভাল ছবি তত বেশি টাকা। কিংবা
বিপরীতভাবে, আপনার ছবির মান এমন হতে হবে যা মানুষ টাকা দিয়ে
কিনতে আগ্রহি হবেন। তবে এজন্য প্রয়োজন উচুমানের ক্যামেরা, ফটোগ্রাফি বিষয়ে জ্ঞান এবং ছবি উঠানোর আগ্রহ। ছবি তুলে আয় করতে সাহায্য করে এমন
কিছু সাইটের মাঝে উল্লেখযোগ্য হলঃ http://www.istockphoto.com/
ব্লগ থেকে আয় আপনি ছবি উঠাতে
ভালবাসেন কিন্তু ততটা দক্ষ নন তাই হয়ত ভাবছেন যে ছবি তুলে আয় আপনার পক্ষে সম্ভব না ।”না” চাইলে আপনিও ছবি তুলে আয় করতে পারবেন । এক্ষেত্রে আপনার জন্য আগের পদ্ধতি
কার্যকর নয়।আপনাকে ছবি তুলে আয় করার জন্য ছবি বিক্রি করা প্রয়োজন নেই, বিনামুল্যের ব্লগ তৈরী করে সেখানে
ছবিগুলি রাখুন। ছবির পরিমান যত
বেশি ভিজিটর তত বেশি পাওয়ার সম্ভাবনা। আপনার আয় সরাসরি ছবি থেকে আসবে না, আসবে ভিজিটর থেকে। ব্লগে গুগলের
এডসেন্স, ফাষ্ট ২ আর্ন কিংবা এধরনের বিজ্ঞাপন
নেটওয়ার্কের বিজ্ঞাপন রাখুন। ভিজিটর যত বাড়বে আয় তত বাড়বে। ফ্রিল্যান্স ফটোগ্রাফার ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে
ফ্রিল্যান্সিং সাইটগুলিতে আপনার জন্য বিশেষ আয় অপেক্ষা করছে, ছবি তুলে আয় করার অন্যতম একটা উপায় হচ্ছে ফ্রিল্যান্স ফটোগ্রাফার । যদি লক্ষ্য করে
দেখে থাকেন তাহলে হয়ত চোখে পড়েছে সেখানে ছবি ওঠানোর কাজ রয়েছে। কারো বিশেষ
বিষয়ে ছবি উঠানো প্রয়োজন, আপনি ফ্রিল্যান্সা ফটোগ্রাফার হিসেবে সেই
ছবি উঠিয়ে দিতে পারেন। ছবি হোস্টিং সাথে টাকা আয় করুন । আপনার তোলা ছবি বিভিন্ন ওয়েবসাইটে হোস্টিং করে (আপ্লোড
করে ) বেশ টাকা আয় করতে পারেন । http://www.imageporter.com/
এমন বেশ কিছু সাইট আছে যার মাঝে সাটার স্টোক বেশ ভাল ও পরীক্ষিত । এছাড়া ছবি তুলে আয় করার আরো একটা সাইট হল
ইমেজ পর্টার । আপনার একটি ছবির প্রতি ১০০০ ভিসিটের জন্যে ২.৬০ ডলার পর্যন্ত পে করে থাকে। আবার আপনি
কাউকে রেফার করলে তার আয়ের
১০% আপনার একাউন্টে জমা হবে। তবে এই সাইটে মাঝে মাঝে এডান্ট এড থাকে। প্রতিযোগিতা জিতে আয় ফটোবাকেট হল এমন একটা সাইট যেখানে
বিনামুল্যে ছবি এবং ভিডিও রাখা যায় অন্যদের সাথে শেয়ার করার জন্য। সবসময়ই
ফটোগ্রাফি প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে যেখানে অংশ নিয়ে পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। তাই ছবি তুলে
আয় করাটা বেশ মজারই বটে। এখানে উল্লেখ করা হয়েছে ইন্টারনেট
ব্যবহার করে ফটোগ্রাফি বা ছবি তুলে আয় এর কথা। এর বাইরে স্থানিয়ভাবেও ছবি তুলে আয়
করার সুযোগ তো রয়েছেই। কারো প্রয়োজনে ছবি উঠানো থেকে শুরু করে ফটোগ্রাফিক ষ্টুডিও, সব ধরনের আয়ের জন্যই ফটোগ্রাফি আপনার একটি বিষয় হতে
পারে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)