শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

১১ মাস মহাকাশে কাটিয়ে রেকর্ড নারী মহাকাশচারী'র

১১ মাস মহাকাশে কাটিয়ে রেকর্ড নারী মহাকাশচারী'র 


১১ মাস মহাকাশে কাটিয়ে রেকর্ড নারী মহাকাশচারী'র (ভিডিও)
ক্রিশ্চিয়ানা কোচ

প্রায় ১১ মাস মহাকাশে থেকে পৃথিবীর মাটি ছুঁলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ক্রিশ্চিয়ানা কোচ। প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে এতদিন মহাকাশে কাটালেন তিনি। গত বৃহস্পতিবার পৃথিবীতে নিরাপদে ফিরে আসেন তিনি।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩২৮ দিন ছিলেন ক্রিশ্চিয়ানা। তার সঙ্গেই পৃথিবীতে ফেরেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্দার সোভোস্তভ। কাজাখিস্তানের ল্য়ান্ডিং সাইটে স্পেস শাটলের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা যায় ক্রিশ্চিয়ানাকে। গত বছর ১৪ মার্চ পৃথিবী ছেড়েছিলেন তিনি।
ট্যুইট করে ক্রিশ্চিয়ানাকে অভিন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জন্য গোটা যুক্তরাষ্ট্র গর্বিত বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে নারী হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। সেই রেকর্ড ভাঙলেন ৪১ বছরের ক্রিশ্চিয়ানা।


বিয়ের আগেই অন্তঃসত্ত্বা যেসব অভিনেত্রী

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা যেসব অভিনেত্রী


বিয়ের আগেই অন্তঃসত্ত্বা যেসব অভিনেত্রী
(বাঁ থেকে) মাহি গিল, এমি জ্যাকসন ও নেহা ধুপিয়া।

তারকাদের প্রেম, বিয়ে, সন্তানসহ ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিভিন্ন কাজে ভক্তদের কাছ থেকে প্রশংসা ও নিন্দা উভয়ই পেয়ে থাকেন তাঁরা। তবে নিন্দার ভয়ে কি আর কারো ব্যক্তিগত জীবন থেমে থাকে?
সমাজের গৎবাঁধা ধারণা ভেঙে ফেলতে তারকাদের অন্যতম ভূমিকা পালন করতে দেখা যায়। মানুষের বদ্ধমূল চিন্তাধারাকে আমূল বদলে দেওয়ার মতো অনেক কিছুই ব্যক্তিগত জীবনে করে থাকেন তাঁরা। চলুন, দেখে নেওয়া যাক, কোন তারকারা বিয়ের আগেই মা হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন।
মাহি গিল
কয়েক মাস আগেই অভিনেত্রী মাহি গিল তাঁর তিন বছর বয়সী কন্যাসহ প্রেমিকের সঙ্গে লিভ টুগেদার প্রসঙ্গে আলোচনায় আসেন।
সম্প্রতি বয়ফ্রেন্ড থাকার কথা স্বীকার করেন এই অভিনেত্রী। তবে তার নাম প্রকাশ্যে আনতে নারাজ মাহি জানান, আলোচনার বাইরে থাকতেই পছন্দ করেন তার প্রেমিক।
এমি জ্যাকসন
এ বছরের শুরুতেই ভক্তদের দারুণভাবে চমকে দেন বলিউড অভিনেত্রী এমি জ্যাকসন। সবাইকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। 
সম্প্রতি এমি তার সন্তানের জন্ম দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ছবিতে বয়ফ্রেন্ড জর্জকে তার কপালে চুমু দিতে দেখা যায়। আর ছবিতে এমিকে সন্তান স্তন্যপান করানো অবস্থায় দেখা যায়।
কালকি কোয়েচলিন
এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার বয়ফ্রেন্ডের নাম গাই হার্শবার্গ। এই ব্যাপারে কালকি সংবাদমাধ্যমকে জানান, তিনি এরই মধ্যে তাঁর ভেতরে আসা পরিবর্তনগুলো অনুভব করছেন। এটি তাঁকে আরো শান্ত ও ধীর করে তুলেছে।
গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেস
বলিউড অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেস এ বছরের জুলাইয়ে একটি ছেলেশিশুর জন্ম দিয়েছেন। সন্তান জন্মের কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেনি এই জুটি।
নেহা ধুপিয়া
এই তারকা অভিনেত্রীর বিয়ের আগে তাঁর অন্তঃসত্ত্বা হয়ে পড়া নিয়ে ব্যাপক আলোচনা হয়। সব গুঞ্জনকে সত্যি করে দিয়ে বিয়ের অল্প কয়েক মাসের মধ্যেই নেহা সন্তান জন্ম দেন। এর পরেই বিয়ের পূর্বে অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটি স্বীকার করে নেন এই অভিনেত্রী। মূলত তাঁর কাজ যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্যই অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি চেপে যান তিনি।

দেশে ৩ কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের প্রক্রিয়া শুরু

দেশে ৩ কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের প্রক্রিয়া শুরু


দেশে ৩ কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের প্রক্রিয়া শুরু
প্রতীকী ছবি

দেশে প্রায় তিন কোটি অবৈধ স্মার্টফোন বন্ধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে এতো দিন নানা আলোচনা হলেও এবার সত্যি সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 
অবৈধ মুঠোফোন বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিটিআরসি এ বিষয়ে দরপত্র আহ্বান করেছে। আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এনইআইআর চালুর জন্য এ দরপত্র আহ্বান করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিটিআরসির সংশ্লিষ্টরা।
এনইআইআর পদ্ধতি চালু হলে অবৈধভাবে দেশে আনা মুঠোফোন মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে চালু করা যাবে না। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান গণমাধ্যমকে বলেন, মুঠোফোনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এর মধ্যে আমরা অবৈধ মুঠোফোন ঠেকানোর ব্যবস্থাপনাকে একপর্যায়ে নিতে পারব আশা করি।
নতুন ব্যবস্থা চালু হলে বিদেশ থেকে আসার সময় কিনে আনা, প্রবাসী স্বজনদের পাঠানো সেট ইত্যাদি ক্ষেত্রে কী হবে, জানতে চাইল জাকির হোসেন বলেন, ‘এসব ক্ষেত্রে ব্যবস্থা থাকবে।’

কোন দেশে কত রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে

কোন দেশে কত রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে

কোন দেশে কত রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে?

রোবট এখন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। বিভিন্ন দেশেই রোবটের ব্যবহার রয়েছে। আসুন জেনে নিই কোন দেশে কত রোবট কাজ করে?
১. জাপান
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ২৯৫ টি রোবট কাজ করে।
২. সিঙ্গাপুর
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৯ টি রোবট কাজ করে।
৩. দক্ষিণ কোরিয়া
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৪ টি রোবট কাজ করে।
৪. জার্মানি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১৬৩ টি রোবট।
৫. সুইডেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১২৬ টি রোবট কাজ করে।
৬. ইতালি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১২৪ টি রোবট।
৭. ফিনল্যান্ড
এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৯৮ টি রোবট কাজ করে।
৮. বেলজিয়াম
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ৮৯ টি রোবট।
৯. যুক্তরাষ্ট্র
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৬ টি রোবট কাজ করে।
১০. স্পেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৪ টি রোবট কর্মচারী রয়েছে।

মহাকাশ থেকে কেমন দেখতে রাতের পৃথিবী

মহাকাশ থেকে কেমন দেখতে রাতের পৃথিবী 

মহাকাশ থেকে কেমন দেখতে রাতের পৃথিবী (ভিডিও)

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বাল্ব আবিষ্কারের পর থেকে মানুষ কীভাবে রাতের পৃথিবীকে সাজিয়ে তুলেছে তা ক্যামেরা বন্দী করেছে। পরে ই-বই আকারে প্রকাশ করেছে মার্কিন এই সংস্থাটি।
রাতের বেলায় যখন বিভিন্ন প্রান্তে রং-বেরং এর আলো জ্বলে তখন মহাকাশ থেকে অবাক লাগে এই পৃথিবীকে।১৫০টিরও বেশি দুর্লভ ছবি সম্বলিত ২০০ পাতার ‘আর্থ অ্যাট নাইট’ (ই-বুক) নামে একটি বই প্রকাশ করে নাসা। 
নাসার তথ্য অনুসারে ২০০ পাতার এই বইতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। ২৫ বছর ধরে ছবিগুলো তোলা হয়। প্রতিটি ছবির সঙ্গে রয়েছে ব্যাখ্যাও।