রবিবার, ৫ জুন, ২০২২

কোন ছোট জিনিসগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ?

উম্মম্মম্মম্মম্মম্মম্মমাহ!!!

  1. স্ত্রীর সংজ্ঞে দৈহিক মিলন এর পর একটি চুম্বন ভালবাসার সাথে৷ (কপালে ভাল হয় সবচেয়ে বেশী)
  2. মায়ের গালে ঠোকর দাওয়া তার জন্মদিনে।
  3. মা কে নিয়ে মন্দির বা হজ্ব এ নিয়ে যাওয়া।
  4. পতি/পত্নি কে আপনার ব্যাস্ততম দিনে ফোন দেওয়া।
  5. পোয়াতী স্ত্রী এর দেখভাল করা।
  6. বৃদ্ধ মানুষ কে যথাযথ মর্যাদা দাওয়া।
  7. সারপ্রাইজ উপহার দাওয়া বাবা মায়ের এনিভার্সেরি তে।
  8. প্রতিবেশীর বাচ্চাদের ছোট খাটো একটা উপহার দেওয়া।
  9. স্ত্রীর হিপ্স এ ছোট চিমটি কাটা৷
  10. ম্যাগি খাওয়া ।
  11. স্ত্রীর সৌন্দর্য উপভোগ করা যখন সে ঘুমায়।
  12. স্ত্রীর পিরিয়ড কালীন সময় তার কথা শুনা৷
  13. শান্তিপূর্ণ কোন রাতে স্ত্রী কে জড়িয়ে ধরা ।
  14. স্ত্রীর নোখে নেইল পলিশ দিয়ে দাওয়া৷
  15. রান্নাঘরে জড়িয়ে ধরা।
  16. স্ত্রী/স্বামীর পা মেসেজ করে দেওয়া যখন সে সারাদিন কাজ করে বাসায় আসে৷
  17. স্ত্রী কে শাড়ি পরায় সাহায্য করা৷
  18. তার ঘাড়ে চুম্বন দেওয়া।
  19. তাদের মিডল ফিংগার দেখানো যারা বডি শেম দেখায় অথবা অন্যের মনে কষ্ট দেয়।

ভাল লাগলে আপভোট ❤

বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফল কোনটি?

আমার ভোট পাবে আমলকি ।

১) ছোট থেকে বড় অনেকেই ঠাণ্ডায় কাবু। সর্দিতে প্রায় নাজেহাল অবস্থা। শীতের সময় প্রতিদিন এক চামচ আমলকির রসে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে অনেক উপকার হয়।

২) এই আমলকি হৃদপিন্ডের কর্মক্ষমতা বাড়ায়, হৃদপেশি মজবুত করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

৩) আমলকির রস হজম ক্ষমতা বাড়ায়। আমলকির মধ্যে থাকা এনজাইম গ্যাস-অম্বল কমায় এবং এতে খাবার সহজে হজম হয়। তাই অনেকেই খাবার পর কয়েক টুকরো আমলকি খেয়ে থাকেন।

৪) আমলকির রসে ত্বক-চুল-এ বাড়তি উজ্জল্য এনে দেয়। চোখের দৃষ্টিশক্তিও নাকি ভালো থাকে। তাই অনেকের কাছেই এর গুরুত্ব অপরিসীম।

৫) এতে থাকে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস যা ত্বক-চুলে পুষ্টি জোগায়। ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং আয়রন রক্তাল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়ায়।

৬)পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারার চেয়ে ১০ গুণ ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। এছাড়া আমলকিতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। একজন বয়স্ক লোকের প্রতিদিন ৩০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ দরকার। এই পরিমাণ ভিটামিন ‘সি’ দিনে দুটো আমলকি খেলেই এসে যায়।

৭) আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

৮ )এটি চুলের খুসকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে।

৯) আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এ ছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে।

১০) এক গ্লাস দুধের বা জলের সঙ্গে আমলকি গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারলে অ্যাসিডিটির সমস্যা কমবে।

১১) আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস জলে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে।

১২) প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

১৩ ) আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়।

১৪) আমলকি চোখ ভাল রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।

১৫) এ ছাড়াও প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে।

১৬) আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুঁড়ার সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন।

১৭) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।

মঙ্গলবার, ৩১ মে, ২০২২

ঘুমানোর সময় ব্রা পরার ক্ষতিকর দিকগুলো

রক্ত চলাচলে ব্যাঘাত: রাতে ঘুমানোর সময়ে ব্রা পড়ার অভ্যাস থাকলে ঘুমের মধ্যে আপনার রক্তচলাচলে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক থাকলে স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়।

ত্বকে দাগ বসে যায়: ঘুমানোর সময়ে নিয়মিত ব্রা পড়ার অভ্যাস থাকলে আপনার ত্বকে ধীরে ধীরে ব্রায়ের ইলাস্টিকের দাগ বসে যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক হলে দাগ পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রাতে ঘুমানোর সময়ে ব্রা না পরাই ভালো।

ঘুমে ব্যাঘাত ঘটে: অতিরিক্ত টাইট ব্রা পরে ঘুমাতে গেলে ঘুমে ব্যাঘাত ঘটে। কারণ অতিরিক্ত টাইট ব্রা পরে আপনি অস্বস্তিবোধ করবেন এবং রাতে আপনার গভীর ঘুম হবে না। ফলে সারাদিন ক্লান্তি অনুভূত হবে আপনার।

ত্বক চুলকাতে পারে: টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে রাতে ত্বকে চুলকানি অনুভূত হতে পারে। বিশেষ করে সুতি কাপরের ব্রা না হলে এই সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা বেশি। যারা রাতে একেবারেই ব্রা ছাড়া ঘুমাতে পারেন না তাদেরকে ডাক্তাররা স্পোর্টস ব্রা পরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। স্পোর্টস ব্রা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।

ক্যান্সার: ব্রা পরে ঘুমালে ক্যান্সার হয় নাকি হয় না এটা নিয়ে অনেকদিন ধরেই তর্ক-বিতর্ক চলছে। কেউ বলছেন নিয়মিত ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সার হতে পারে আবার কেউ বলছেন হয়না। তবে বেশ কিছু গবেষণায় জানানো হয়েছে যে নিয়মিত টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

নন ক্যান্সারাস লাম্প: সিস্ট এবং লাম্প হলো নন ক্যান্সারাস টিস্যু। অতিরিক্ত টাইট ফিটিং এর ব্রা পরে নিয়মিত রাতে ঘুমানোর অভ্যাস থাকলে ব্রেস্টে সিস্ট এবং নন ক্যান্সারাস লাম্প এর সৃষ্টি হতে পারে যা পরবর্তিতে নানান রকম সমস্যা করে।

তাই যথাসম্ভব রাতে ব্রা বর্জন করুন।

সোমবার, ৩০ মে, ২০২২

ছেলেদের দেখলে মেয়েরা বার বার ওড়না ঠিক করে কেন?

হুম এটা সত্য। মেয়েরা ছেলেদের দেখলে বার বার ওড়না ঠিক করে। এর তিনটা কারণ হতে পারে।

  • আপনি যা ভাবছেন তাই। হয়তো ছেলেদের মনযোগ আকর্ষনের চেস্টা। কিন্ত এটা খুব রেয়ার কেইস। মেয়েরা যারা ওড়না পড়ে তারা থ্রি পিচ ও পড়ে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় থ্রি পিচ পড়া মেয়েরা মধ্যবিত্ত ঘরের হয়। আর মধ্যবিত্ত ঘরের মেয়েরা প্রায় সবাই ধর্মীয় জ্ঞানে বিশ্বাসী, ধর্মকর্ম পালন করে সেই সাথে মার্জিত শিক্ষা সম্পন্ন। মধ্যবিত্ত দের পেটের চেয়ে সম্মান বেশি দামি এজন্য এরা মার্জিত শিক্ষা পেয়ে থাকে। আর এমন ঘরের মেয়েরা কোন ছেলের আকর্ষনের জন্য বার বার ওড়না ঠিক করবে এটা খুব কমই হওয়ার চান্স আছে।
  • হতে পারে মেয়েটার ওড়না বেকায়দায় ছিলো।এজন্য ঠিক করে নিলো। আপনার দেখার সাথে সম্পূর্ণ কাকতালীয়। তবে এটা হওয়ার চান্স আছে।
  • আর তিন নাম্বার কারণ হলো বখাটে ছেলেরা। রাস্তার পাশে দল নিয়ে দাঁড়িয়ে থাকে। কোন মেয়ে হেটে গেলে পারেনা চোখ দিয়ে গিলে খায়। এমন ভাবে তাকিয়ে থাকে যেন জীবনে প্রথম মেয়ে দেখেছে। আর এসব ছেলেদের চোখ কোথায় থাকে কারো অজানা নয়। এজন্য মেয়েরা চেক করে নেয় ওড়না ঠিক আছে কিনা। কিংবা ওভার শিওর হওয়ার জন্য আবার ঠিক করে নেয়। যাতে মানুষরুপী পশুদের চোখ থেকে নিজেকে রক্ষা করতে পারে।ধন্যবাদ।

ছেলেদের মতে, মেয়েদের আসল সৌন্দর্য কী বা কীসে?

ঠোট

হাঁসি

শান্ত স্বভাব

ভালো স্বাস্থ্য

নিরহংকার মন

ধার্মিক আচরণ

আকর্ষণীয় বক্ষ

আরো কিছু গোপন জিনিস