বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

কিন্ডল ফোন আনতে পারে অ্যামাজন

কিন্ডল ফোন আনতে পারে অ্যামাজন

গুগলের অ্যান্ড্রয়েডচালিত কিন্ডল ফায়ার নামের ৭ ইঞ্চি ট্যাবলেটের পর অ্যামাজন এবার একটি স্মার্টফোন আনছে বলেও খবর রটেছে।

অ্যামাজন কর্তৃপক্ষ অবশ্য তাদের পরিকল্পনায় স্মার্টফোন রাখেনি বা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কিন্তু স্মার্টফোন বাজারে আনার গুজব একেবারে তারা উড়িয়েও দেয়নি। ১০ ইঞ্চি মাপের একটি অ্যামাজন ট্যাবলেটের নতুন গুজবের পাশাপাশি ৭ ইঞ্চি মাপের স্মার্টফোনেরও গুজব রটেছে।

স্মার্টফোনটি ২০১২ সাল নাগাদ তৈরি করতে পারে অ্যামাজন।


নকিয়া আনছে উইন্ডোজচালিত সাবরি

নকিয়া আনছে উইন্ডোজচালিত সাবরি

ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া উইন্ডোজচালিত নতুন মডেলের একটি হ্যান্ডসেট বাজারে আনছে বলেই তথ্য ফাঁস হয়েছে। নকিয়া ৮০০ মডেলের এ হ্যান্ডসেটটির কোডনেম হবে ‘সাবরি’। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

সাবরি বা নকিয়া ৮০০ মডেলের এ হ্যান্ডসেটটির বিজ্ঞাপনও প্রচার করছে নকিয়া। তবে, এর আগেই গুজব রটেছিলো নকিয়া উইন্ডোজ ৭.৫ বা ম্যাংগো অপারেটিং সিস্টেমচালিত তিনটি ফোন বাজারে আনতে পারে। এ ফোন তিনটির মধ্যে সাবরি’ও ছিলো।

খবর রটেছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নকিয়া ওয়ার্ল্ড কনফারেন্সে সাবরি’ ফোনটির ঘোষণা দিতে পারে নকিয়া কর্তৃপক্ষ।

নকিয়া কর্তৃপক্ষ এখনো এ হ্যান্ডসেটটির বিষয়ে মুখ না খুললেও গুজবে প্রকাশ পেয়েছে এ হ্যান্ডসেটটিতে ১.৪ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩.৫ ইঞ্চি মাপের ডাব্লিউ ভিজিএ টাচস্ক্রিন সুবিধা থাকছে।

এ হ্যান্ডসেটটির দাম হতে পারে ৪১০ থেকে ৪৮০ ডলার।

এদিকে, নকিয়া ‘সি রে’ নামের আরো একটি উইন্ডোজ চালিত হ্যান্ডসেটের তথ্য ফাঁস করেছে ওয়ালস্ট্রিট জার্নাল।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর

এসারও কামড় বসালো 'ম্যাঙ্গো'তে

এসারও কামড় বসালো 'ম্যাঙ্গো'তে

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭.৫ বা ম্যাংগোনির্ভর স্মার্টফোন প্ল্যাটফর্মে যোগ দিলো এসার। প্রথমবারের ম্যাংগো নির্ভর স্মার্টফোন আনলো প্রতিষ্ঠানটি। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া ম্যাংগোনির্ভর ‘লুমিয়া ৭১০’ মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। নকিয়ার পর এসারও এবারে একই প্ল্যাটফর্মে গেলো। এসার কর্তৃপক্ষের আশা তাদের স্মার্টফোনগুলো নকিয়ার সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে সক্ষম হবে।

এ স্মার্টফোনের নাম এখনও প্রকাশ করেনি এসার কর্তৃপক্ষ।

ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের ১ গিগাহার্টজ প্রসেসর, ৩.৬ ইঞ্চি ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশ। ১২৬ গ্রাম ওজনের ডিভাইসটিতে আরো থাকছে ‘ফার্স্ট চার্জ’ বা দ্রুত হার্জ হবার প্রযুক্তিও।

সাদা এবং কালো রঙের দুটি মডেলে চলতি মাসের শুরুতেই ফ্রান্সের বাজারে এ ডিভাইসটি পাওয়া যাবে। এর দাম হতে পারে ৩০০ ইউরো। এশিয়ার বাজার বা অন্যান্য দেশে কবে নাগাদ এটি পাওয়া যাবে সে বিষয়ে এখনও এসার কর্তৃপক্ষ জানায়নি।

আসছে ফেসবুক ফোন 'বাফি'

আসছে ফেসবুক ফোন 'বাফি'

সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ‘ফেসবুক’ নিজস্ব মোবাইল ফোন তৈরি করছে বলে আগেই গুজব রটেছিলো। কিন্তু ফেসবুক সে গুজব পাত্তা না দিলেও তার গোপনে মোবাইল ফোন তৈরির তথ্য ফাঁস করেছে অল থিংস ডিজিটাল সাইটে। ফাঁস হওয়া তথ্য ঘেঁটে দেখা গেছে, ফেসবুক কর্তৃপক্ষ ‘বাফি’ কোড নাম ব্যবহার করে মোবাইল ফোন তৈরি করছে। খবর অল থিংস ডিজিটাল-এর।

ফেসবুক কর্তৃপক্ষ তাদের হ্যান্ডসেট তৈরি করতে তাইওয়ানের বিখ্যাত মোবাইল যন্ত্রাংশ নির্মাতা এইচটিসি’র সঙ্গে কাজ করছে। জানা গেছে, ফেসবুকের চিফ টেকনিক্যাল অফিসার ব্রেট টেলর এ ফোন তৈরির দায়িত্বে আছেন।

‘বাফি’ স্মার্টফোনটিতে গুগল অ্যান্ড্রয়েডের সাম্প্রতিক সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহার করা হতে পারে। এইচটিএমএল৫ অ্যাপ্লিকেশন আকারে ফেসবুক এ মোবাইলে যুক্ত করা হতে পারে। এ ছাড়াও এতে ফেসবুক-এর জন্য আলাদা বাটনও থাকবে।

উল্লেখ্য, এর আগে ‘চাচা’ এবং ‘সালসা’ নামে ফেসবুকের বিশেষ বাটনযুক্ত দুটি স্মার্টফোন তৈরি করেছিলো এইচটিসি।

আগামী বছরই ‘বাফি’ বাজারে আনতে পারে ফেসবুক।

এর আগে মোবাইল তৈরির গুজব উড়িয়ে দিলেও এখনো ফাঁস হওয়া তথ্য বিষয়ে মুখ খোলেনি ফেসবুক কর্তৃপক্ষ। এদিকে, প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ফেসবুক মোবাইল বাজারে এলে অ্যাপল, গুগল, নকিয়াসহ বিভিন্ন স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দিতা করে তবেই টিকে থাকতে হবে।


বিশ্বের সবচেয়ে পাতলা মোবাইল ফুজিৎসু'র 'অ্যারোজ'

বিশ্বের সবচেয়ে পাতলা মোবাইল ফুজিৎসু'র 'অ্যারোজ'

বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে স্থান করে নিয়েছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা ফুজিৎসু’র তৈরি ‘অ্যারোজ এফ-০৭ডি’ ফোন। মটোরোলা’র তৈরি মটো রেজর মোবাইলটির চেয়েও এটি পাতলা। খবর এমএসএন-এর।

অ্যাপল এবং স্যামসাং কর্তৃপক্ষ তাদের তৈরি মোবাইল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে দাবী করলেও যুক্তরাজ্যের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি (এএসএ) অ্যাপলের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু মটোরোলার তৈরি ৭.১ মিলিমিটার পুরুত্বের মটো রেজর আইফোনের চেয়েও পাতলা ফোন হিসেবে স্থান করে নেয়।

সম্প্রতি ফুজিৎসু অ্যরোজ ব্র্যান্ডের ‘এফ-০৭ডি’ মডেলের স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। বাজারে আসার পর ৬.৬ মিলিমিটার পুরুত্বের এ মোবাইলটিই সম্ভবত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন।

এ ফোনটি ২০১২ সাল নাগাদ বাজারে আসবে। এর ফিচার হবে অনেকটা স্যামসাং-এর তৈরি গ্যালাক্সি এস টু-এর মতো। ১.৪ গিগাহার্টজের প্রসেসর এবং ৫১২ গিগাবাইট র‌্যাম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে ৪ ইঞ্চির স্ক্রিন। গরিলা গ্লাসে তৈরি ডিসপ্লে ছাড়াও ৫ মেগাপিক্সেল ক্যামেরার এ ফোনটি চলবে অ্যান্ড্রয়েডে।