মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

RADIO 24 MUSIC

Radio 24 Music
It's time to Music It Is A New Hot Online Media. Our Online Radio You Are Listening Hot Song And Hot News. Listen My Radio Any Time.
বাংলাদেশে এই প্রথম Mobile online Radio @@#Radio 24 Music#@@
It's time to Music


http://radio24music.Caster.fm/

Visit my Radio Website



[url=http://radio24music.Caster.fm] Visit my Radio Website [/url]





Free Shoutcast HostingRadio Stream Hosting









Plz vot Radio 24 Music.
plz plz plz vot

শুক্রবার, ১৭ মে, ২০১৩

আসছে অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিস


আসছে অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিস

মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য টেক জায়ান্ট গুগলের ‘অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিস’ চালু করার গুজব রটেছিল অনেকদিন ধরেই। প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআরের প্রতিবেদন অনুযায়ী, সত্যি হচ্ছে এই গুজব। ১৫ মে গুগলের বার্ষিক ডেভেলপার্স কনফারেন্স ‘গুগল আই/ও’-তে আনুষ্ঠানিক ঘোষণা আসবে গুগলের গেইমিং সার্ভিস নিয়ে।

অ্যান্ড্রয়েড ওএসের জন্য তৈরি নতুন গেইমিং সার্ভিস নিয়ে গুগল আই/ও-তে ঘোষণা আসবে বলে প্রথম জানায় অ্যান্ড্রয়েড পুলিশ নামের ডিসকাশন সাইট। বিজিআর জানিয়েছে. গেইমিং সার্ভিসটিতে মাল্টিপ্লেয়ার, ক্লাউড সিংকিং, ম্যাচমেকিং, গেইম ইনভাইট, অ্যাচিভমেন্ট, লিডারবোর্ড এবং ই-গেইম চ্যাটিংয়ের মতো আকর্ষণীয় নানা ফিচার থাকবে।

গেইমিং সার্ভিসটি থেকে সামাজিক যোগাযোগের কাজটি সারতে হবে গুগলের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসের মাধ্যমে। এর ফলে গুগল প্লাসের বন্ধুদের সঙ্গে গেইম অ্যাচিভমেন্ট শেয়ার করার সুযোগও থাকবে। অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিসটি নিয়ে আরও বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে গুগলের ডেভেলপার্স কনফারেন্স পর্যন্ত। ১৫ মে স্যান ফ্রান্সিকোতে অনুষ্ঠিত হবে গুগল আই/ও।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম