সোমবার, ১৬ আগস্ট, ২০২১

Blackberries increase immunity

Blackberries increase immunity

Blackberries increase immunity

People have been taking 'Kalojira' with food for more than two thousand years. Black cumin oil is also beneficial for our bodies in many ways. It contains about 21 percent meat, 36 percent sugar, and 35 percent herbal oil and fat.

1. The benefits of black cumin oil are increases the body's resistance to disease.

2. The antimicrobial agents in black cumin destroy germs in the body. This ingredient prevents the body from getting wounds, boils, infectious diseases easily.

3. It contains ingredients to increase appetite. Increases appetite by eliminating all stomach diseases, germs, and gas. For those who want to be fat, blackberries are a beneficial diet.

4. Black cumin oil is unmatched in reducing hair loss and maintaining healthy skin.

5. If you have a toothache, you can reduce it by rubbing it with lukewarm water. Germs die on the tongue, palate, gums.


Feel free to leave the responsibility of hair on fenugreek

Feel free to leave the responsibility of hair on fenugreek

Feel free to leave the responsibility of hair on fenugreek

Fenugreek naturally conditions the hair and acts as a moisturizer in the hair. It also helps to make the hair silky and shiny by making it soft and manageable. In this way, fenugreek has been playing a spontaneous role for ages to keep hair free from problems. Fenugreek is equally effective in making hair beautiful, smooth, and supple. 

When using a mask made of fenugreek on hair, lecithin is made which helps to make the hair strong and thick. Make a paste by mixing 1 tablespoon fenugreek powder in water. Apply the paste from the roots to the ends of the hair and leave it for 20 minutes and then wash it off. If you use it at least once a week, your hair will become thick and shiny.

Also, for those who suffer from dandruff all year round, grind fenugreek

Eat Amalaki, not Viagra to increase the desire

Eat Amalaki, not Viagra to increase the desire


Eat Amalki, not Viagra to increase desire

Amalaki has many qualities. Experimental medicines made from its leaves and bark have been found to cure some diseases. Amalaki improves physical well-being, enhances the beauty of hair and keeps the skin well as well as improves reproductive health or fertility. As well as increases desire. As a result, sex life improves. Vitamin C in Amalaki increases sperm count in men.

Interest in Viagra can be noticed among those who want to increase their sexual ability. But nutritionists say, eat regular maki, not Viagra. In a few days, your libido will increase a lot. Scientists have also explained how Amalaki helps to make sex warm and colorful. 

- Amalaki contains iron and zinc. As a result, playing this fruit also improves sexual vigor and virility.

- Among women who suffer from white discharge, they regularly dry Amalaki and eat it with powdered honey. Will benefit.

- Men can eat Amalaki juice on an empty stomach in the morning or in the evening.

- You can mix Amalaki powder in milk to make your sex life warm and colorful.

রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ব্ল্যাক হোলের চারপাশে দৈত্যাকার 'আংটি', ধরা পড়ল নাসার টেলিস্কোপে

ব্ল্যাক হোলের চারপাশে দৈত্যাকার 'আংটি', ধরা পড়ল নাসার টেলিস্কোপে


ব্ল্যাক হোলের চারপাশে দৈত্যাকার 'আংটি', ধরা পড়ল নাসার টেলিস্কোপে
৭৮০০ আলোকবর্ষ দূরে থাকা এক ব্ল্যাক হোলের সামনে রয়েছে আংটির আকারের উজ্জ্বল সজ্জা। আর তা ধরা পড়ল নাসার চন্দ্র এক্স-রে টেলিস্কোপে। 

মনে করা হচ্ছে, আমাদের ছায়াপথে অবস্থিত ধূলিকণা নিয়ে নতুন তথ্য দেবে ওই বিশালাকার আংটিগুলো। এক্ষেত্রে ব্যবহৃত হবে সাধারণ এক্স-রে পদ্ধতি যা চিকিৎসা ক্ষেত্রে কিংবা নিরাপত্তা রক্ষায় মালপত্র স্ক্যান করতে ব্যবহৃত হয়। 

এই ব্ল্যাক হোলটি ভি-৪০৪ সিগনি নামক বাইনারি সিস্টেমের অন্তর্গত। তার সহযোগী তারা, যার ভর সূর্যের প্রায় অর্ধেকে, সেটা থেকে নানা পদার্থ কাছে টানছে ব্ল্যাক হোলটি। সেগুলোই জড়ো হয়ে বড় বড় আংটির আকার নিচ্ছে। এমনিতে অদৃশ্য কিন্তু এক্স-রে পড়লেই তা জ্বলজ্বল করে উঠছে। 

চন্দ্র এক্স-রে টেলিস্কোপে পাওয়া বাইনারি ছবির সঙ্গে মেলানো হয়েছে হাওয়াই দ্বীপে অবস্থিত প্যান-স্টার টেলিস্কোপের অপটিক্যাল ডেটা। ছবিতে দেখানো হয়েছে আটটি আলাদা ঘনীভূত আংটি। সবক'টিই সৃষ্টি হয়েছে ভি৪০৪-এর এক্স-রে দিয়ে। 

তবে শিল্পীর ভাবনায়, আটটি নয়, দেখানো হয়েছে চারটে রিং। এই রিংগুলো শুধুমাত্র ব্ল্যাক হোলের স্বভাবচরিত্র বলবে না, ভি৪০৪ সিগনি এবং পৃথিবীর ভূমিরূপের পার্থক্যও জানাব। মহাশূন্যে ধূলিকণার মেঘ কী পদার্থ দিয়ে তৈরি তা নিয়েও তথ্য দেবে এই রিংগুলো

বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের ৩০ বছর

বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের ৩০ বছর


বিশ্বকে পাল্টে দেয়া ওয়েবের ৩০ বছর
১৯৯০ এর দশকে সার্নের গবেষণাগারে টিমোথি বার্নার্স-লি

সাধারণত যে কোনো তথ্য জানার প্রয়োজন পড়লেই ইন্টারনেটে ঢু মারি আমরা। প্রথমে গুগলে সার্চ করি, ইউটিউবে ভিডিও দেখি- এর বাইরে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমও। তবে এই সবকিছুর পেছনে একটা ইতিহাস আছে। যার উৎপত্তি হয়েছিল আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১৯৯১ সালে। 

ব্রিটিশ গবেষক টিমোথি বার্নার্স-লি তখন সুইজারল্যান্ডে গবেষণারত ছিলেন। সর্বপ্রথম তার হাত ধরেই চালু হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিউডব্লিউডব্লিউ। যেকোনো ওয়েবসাইটের ঠিকানা লেখার আগে শুরুতেই লিখতে হয় ডব্লিউডব্লিউডব্লিউ ডটকম। ৩০ বছর আগে টিমোথির এই আবিষ্কার বদলে দিয়েছে আজকের পৃথিবী।

১৯৯৩ সালে ডব্লিউডব্লিউডব্লিউ সফটওয়্যারকে পাবলিক ডোমেইনে ছেড়ে দেয় সার্ন। উন্মুক্ত লাইসেন্সের মাধ্যমে সবার জন্য এটা সহজলভ্য করা হয়। তার এক বছর বাদে প্রথম ব্লগ চালু হয়। জাস্টিন হল নামে এক ছাত্র তার লেখালেখি প্রকাশের প্লাটফর্ম হিসেবে ওয়েবসাইট ব্যবহার করেন।

পরে ১৯৯৫ সালে জেফ বেজোস নামে ওয়াল স্ট্রিট-ফেরত ব্যাংকার প্রতিষ্ঠা করেন অ্যামাজন। শুরুতে বইয়ের ই-কমার্স প্লাটফর্ম হিসেবে যাত্রা করলেও বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট। ২০০১ সালে যাত্রা করে উইকিপিডিয়া। এ ডিজিটাল এনসাইক্লোপিডিয়ার ডোমেইনের রেজিস্ট্রেশন হয়েছিল জিমি ওয়ালেস ও ল্যারি স্যাঙ্গারের নামে।

২০২১ সালের ১৮ জুন নাগাদ বিশ্বে অনলাইন ওয়েবসাইটের সংখ্যা ১৮৬ কোটি। সাইটফি বলছে, বিশ্বজুড়ে গড়ে ৫ লাখ ৪৭ হাজার ২০০টি নতুন ওয়েবসাইট চালু হচ্ছে।

ওয়েবসাইটের ৩০ বছরের পরিক্রমা নিয়ে ডব্লিউপি ইঞ্জিনের শীর্ষ কর্মকর্তা ফেবিও তোরলিনি বলেন, তিন দশক আগে যাত্রার পর এখন সব ব্যবসার কেন্দ্রে রয়েছে ওয়েবসাইট। এখন সব জীবিকার নিত্যসঙ্গী ডব্লিউডব্লিউডব্লিউ।

তিনি আরো বলেন, ওপেন সোর্স প্লাটফর্ম ওয়ার্ডপ্রেসের যে ইকোসিস্টেমে বিশ্বের অর্ধেকেরও বেশি ওয়েবসাইট রয়েছে, তার বাজারমূল্য ৫৯ হাজার ৬৭০ কোটি ডলার। যদি ওয়ার্ডপ্রেস কোনো দেশ হতো, তাহলে বিশ্বের ৩৯তম বৃহৎ অর্থনীতি সুইডেনের সমান হতো তার আকার।

উল্লেখ্য, ১৯৯১ সালের ৬ আগস্ট প্রথম ওয়েবসাইটের যাত্রা হয়। গত সপ্তাহে ৩০ বছরে পা দিল ওয়েবসাইট সেবা। এ তিন দশকে চেহারা, কার্যপরিধি ও নকশার জায়গা থেকে ওয়েবসাইটে অনেক বড় পরিবর্তন এসেছে। ওয়েবসাইটের যাত্রার ৩০ বছরের পরিক্রমা আধুনিক বিশ্বের চিত্তাকর্ষক ঘটনাই বটে।