গুগল ম্যাপে লাইভ লোকেশন যেভাবে শেয়ার করবেন

গুগল ম্যাপস থেকে কীভাবে রিয়েল টাইম লোকেশন শেয়ার করবেন? দেখে নিন।
১। গুগল ম্যাপস ওপেন করে সাইন ইন করুন।২। ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ফটোর ওপরে ট্যাপ করুন।
৩। এখানে লোকেশন শেয়ারিং অপশন সিলেক্ট করুন।
৪। এবার যার সঙ্গে লোকেশন শেয়ার করতে চান সেই ব্যক্তিকে সিলেক্ট করুন।
৫। এছাড়াও চাইলে আপনি ক্লিপ-বোর্ডে লাইভ লোকেশন শেয়ার করার লিংক কপি করতে পারবেন।
৬। যে কোনো মেসেজিং অ্যাপ অথবা ইমেলের মাধ্যমে এই লিংক শেয়ার করুন।
৭। কতক্ষণ লাইভ লোকেশন শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।
৮। এবার শেয়ার অপশন সিলেক্ট করলেই আপনার পছন্দের মানুষের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার শুরু হয়ে যাবে।