মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

কিছুই ভালো লাগে না। কী করা যায়

মনটা যদি ভালে নাও হয় তবে একটি শিক্ষা পেতে পারেন

এক বোতল পানির মূল্য সাধারণ দোকানে ১৫ টাকা।

ফাইভ ষ্টার হোটেলে ২০০ টাকা এবং এয়ারপোর্টের ভিতরে ৩০০ টাকা

একই বোতল এবং একই ব্রান্ড। পরিবর্তন শুধু স্থানের। ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম পরিবর্তন করে দিয়েছে।

নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয় তবে একই স্থানে না থেকে জায়গা পরিবর্তন করে দেখুন।

সাহস যোগাড় করে নিজের গন্ডি পরিবর্তন করে এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে গুরুত্ব প্রদান করে।

নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান যারা আপনার মুল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে।

যে/যারা আপনাকে মূল্য দেয়না তাদেরকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন।


কোন মন্তব্য নেই: