দেশে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার পরিমাণ আরও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে সম্প্রতি মোবাইল ল্যাবরেটরি বা ‘এম-ল্যাব’ চালু করেছে মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড (এমসিসি)। এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ আবির বলছিলেন, ‘আমরা চাই দেশে আরও বেশি মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইলভিত্তিক স্টার্টআপ তৈরি হোক। আর যারা দেশে অ্যাপ তৈরি করছে, তাদের সহযোগিতা করতে চাই। এ উদ্দেশ্য থেকে এই প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হয়েছে।’
মোবাইলভিত্তিক উদ্যোগের জন্য পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে ‘এম-ল্যাব’। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও আইওএস—তিন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের জন্য উদ্যোক্তারা যাতে নিজেদের পণ্য তৈরি করতে পারেন, সে ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে। শুধু প্রশিক্ষণ নয়, প্রতিষ্ঠানটির ইনকিউবেটর, টেস্টিং সেন্টার ব্যবহারের সুযোগ পাবেন নতুন উদ্যোক্তারা। রয়েছে মোবাইল অ্যাপ টেস্টের জন্য বিভিন্ন যন্ত্র ও ক্লাউড সেবা ব্যবহারের সুবিধা। এই ল্যাবে প্রশিক্ষণ নিলে বৃত্তি পাওয়ার সুযোগ আছে। নলেজ পার্টনার হিসেবে তাদের সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ইনফোডেভ।
আশরাফ আবির জানান, এম-ল্যাব চেষ্টা করছে দেশীয় মোবাইল অ্যাপের নির্মাতাদের বৈশ্বিকভাবে স্থান করে দেওয়ারও। এ জন্য দেশেও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে এবং সুযোগ করে দিচ্ছে বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের পণ্যকে তুলে ধরার। এম-ল্যাব: www.mlab.mcc.com.bd।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন