গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে রক্ষার পরীক্ষামূলক মিশন শুরু
পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু ধ্বংস করার একটি পরীক্ষা চালাতে যাচ্ছে নাসা। পরীক্ষাটা চালানো হবে ডিমারফোস নামে একটি গ্রহাণুর ওপর।
বুধবার (২৪ নভেম্বর) ভোরে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হবে এটি। যানটিকে মহাকাশে নিয়ে যাবে ফ্যালকন-নাইন নামের একটি রকেট।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মহাকাশযানটি গ্রহাণুর ওপর আঘাত হানবে। এরপর এর কক্ষপথ এবং গতিবেগে কোনো পরিবর্তন হলো কি না, তা পরীক্ষা করে দেখা হবে। অবশ্য যে গ্রহাণুটির ওপর এই পরীক্ষা চালানো হবে তা পৃথিবীর প্রতি কোনো হুমকি নয়। এই মিশনে ব্যয় হচ্ছে ৩২ কোটি ৫০ লক্ষ ডলার।বলা হচ্ছে, ১৬০ মিটার চওড়া কোনো গ্রহাণু যদি পৃথিবীতে বিস্ফোরিত হয় সেটা হবে একটি পারমাণবিক বোমার চাইতেও বহুগুণ বেশি প্রচণ্ড। এতে জনবসতি আছে এমন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে। আর ৩০০ মিটার বা তার চেয়ে বেশি বড় কোন গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে ধ্বংসযজ্ঞ ঘটবে পুরো মহাদেশের মত বড় এলাকা জুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন