মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজগুলো অবশ্যই করবেন

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজগুলো অবশ্যই করবেন

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজগুলো অবশ্যই করবেন

আপনার ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে পড়তে পারেন মহাবিপদে। তাই পুরোনো ফোন বিক্রি বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন। পুরোনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলো অবশ্যই করে রাখুন।

ব্যাংকিং এবং ইউপিআই তথ্য মুছে ফেলুন। স্মার্ট ফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাংকের লেনদেনের তথ্য জমা থাকে। তাই ফোন কাউকে দেওয়ার আগে সেই সব তথ্য মুছে ফেলা প্রয়োজন। ফোন বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সব ডেটা মুছে ফেলতে হবে। 

ফোন থেকে ই-ব্যাংকিং করে থাকলে সমস্ত ‘হিস্ট্রি’ মুছে দিন। এসব তথ্য অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড বা ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

সব ধরনের অ্যাপলিকেশন থেকে সব অ্যাকাউন্ট ডিলিট করে দিন। আর ডিলিট করার আগে অবশ্যই সব অ্যাকাউন্ট লগ আউট করে দিন। সেটি সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুগল অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলবেন না।

ফোন বিক্রির আগে মনে করে সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডটিও বার করে নেবেন। সেটি থেকে গেলে মেমরিতে যা যা আছে তা অন্যের হাতে চলে যাবে। ফোনে যদি অডিও, ভিডিও, ছবির ব্যাকআপ থাকে, সেগুলোও মুছে দিতে হবে।

এখনকার বেশিরভাগ স্মার্ট ফোনে কল লিস্ট, মেসেজের ব্যাক আপ থাকে। কোনো কোনো ফোনে আবার কল রেকর্ডিংয়ের ব্যাকআপ থাকে। তাই মনে করে সেসব মুছে দিন। যদি প্রয়োজন হয় তাহলে সেসব রেকর্ড, কল বা মেসেজের ব্যাকআপ আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। এতে পরের বার নতুন মোবাইলে আবার সেই গুগল অ্যাকাউন্ট লগ ইন করলেই সব তথ্য আপনি পেয়ে যাবেন।

সবচেয়ে ভালো হয় ফোনটি বদলাতে দেওয়ার আগে একবার ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন। ফ্যাক্টরি রিসেট করার সময় ব্যাকআপ অপশনটি ডিজেবল করে দেবেন।

কোন মন্তব্য নেই: