Translate

রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

কৃষ্ণগহ্বরে মিটবে বিদ্যুৎ চাহিদা: হকিং


ছোট একটি কৃষ্ণ গহ্বরের বিশাল ক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বের বিদ্যুত সরবরাহে জ্বালানী হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমনটাই মত দিয়েছেন অধ্যাপক স্টিফেন হকিং।

ব্রিটিশ এই পদার্থবিদ জানিয়েছেন, পর্বতাকৃতির একটি কৃষ্ণ গহ্বর থেকে যে পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া সম্ভব, তা পুরো মানবজাতির জন্য প্রয়োজনীয় ক্ষমতা উৎপাদনে পর্যাপ্ত।

ভালো কিছু করতে গেলে থাকে কিছু হারানোর আশঙ্কাও, হকিং-ও এ ধারণার বাইরে নন। বিশাল ক্ষমতার সঙ্গে বিশাল ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন তিনি। যদি আমরা কৃষ্ণ গহ্বরের 'ভয়ঙ্কর' ক্ষমতা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, তাহলে এটি পৃথিবীর মাঝে ডুবে যেতে পারে। এর ফলশ্রুতিতে এটি মানবজাতি, আমাদের এই গ্রহ আর ধীরে ধীরে পুরো সৌরজগতকেই নিঃশেষ করা শুরু করবে —বলেছেন ৭৪ বছর বয়ষ্ক এই তারকা পদার্থবিদ।

কৃষ্ণ গহ্ববর থেকে 'হকিং রেডিয়েশন' নিঃসরণ হয় বলে ধারণা করা হয়। স্টিফেন হকিং প্রথম এই নিঃসরণ মতবাদ ব্যক্ত করেন।

বড় কৃষ্ণ গহ্ববগুলোর চেয়ে ছোটগুলো থেকে বেশি তেজস্ক্রিয়তা নিঃসরণ হয়, যার মানে হচ্ছে তারা এগুলোর নষ্ট হওয়ার প্রক্রিয়া আসলে শেষ আর এগুলো বড়গুলো থেকে অনেক দ্রুত হারে নিঃসরণ ঘটায়।

সব মিলিয়ে শেষ পর্যন্ত কৃষ্ণ গহ্বরের উপকারিতা নিয়ে 'ভবিষ্যৎদ্রষ্টা' হিসেবে খ্যাত এই অধ্যাপক ভালোই আশাবাদী বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। সম্প্রতি বিজ্ঞান আর প্রযুক্তির অগ্রগতির কারণে সামনের ১শ' বছরের মধ্যে মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যেতে পারে বলে মত দেন তিনি।

তিনি বলেন, “নির্দিষ্ট করে হয়ত বলা সম্ভব নয় ঠিক কোন বছরে পৃথিবীতে এমন দুর্যোগ আসবে। তবে এই আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। কাছাকাছি নিশ্চিতভাবে বলতে গেলে হাজার বা দশ হাজার বছরের মধ্যে এটা হতে পারে। এই সময়ের মধ্যে আমাদের মহাশূন্যে আর অন্যান্য গ্রহে ছড়িয়ে পড়তে হবে, যাতে পৃথিবী দুর্যোগ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানব সভ্যতা শেষ না হয়ে যায়। যাই হোক, অন্তত সামনের শত বছরের মধ্যে আমরা মহাশূন্যে স্বনির্ভর বসতি স্থাপন করতে পারব না, তাই এই সময়টা আমাদের সতর্ক থাকতে হবে।”

চলে গেলেন চাঁদে অবতরণকারী ৬ষ্ঠ মানব



অ্যাপোলো ১৪ মিশনের তিনসদস্য। এডগার মিচেল (বায়ে), অ্যালান শেপার্ড (মাঝে) স্টুয়ার্ট রোসা এবং । ছবি: নাসা

অ্যাপোলো ১৪ মিশনের তিনসদস্য। এডগার মিচেল (বায়ে), অ্যালান শেপার্ড (মাঝে) স্টুয়ার্ট রোসা এবং । ছবি: নাসা


চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবারের সদস্যদের বরাতে বিবিসি বলছে, তিনি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের হাসপাতালে মারা গেছেন।

১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের সদস্য হিসেবে চাঁদে যান মিচেল। চাঁদের পৃষ্ঠে তিনি নয়ঘণ্টা সময় কাটান।

চাঁদে এডগার মিচেল। ৫ ফেব্রুয়ারি ১৯৭১। ছবি: রয়টার্স

চাঁদে এডগার মিচেল। ৫ ফেব্রুয়ারি ১৯৭১। ছবি: রয়টার্স
এই নভোচারী পরবর্তী সময়ে মন এবং মনের অজ্ঞাত বিষয়াদি সম্পর্কে পড়াশোনায় নিয়োজিত হন। তিনি বলতেন, তার বিশ্বাস ভিনগ্রহবাসীরা পৃথিবী এসেছিল।

১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের স্পেস মহাকাশ সংস্থা নাসা ত্যাগ করেন মিচেল।

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

মহাকাশে পানি দিয়ে পিং পং খেলা!

টবেলায় পিং পং বল দিয়ে খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কিন্তু কেউ যদি পানির বল দিয়ে এই পিং পং খেলার কথা বলে? না মোটেই রসিকতা নয়, সত্যিই এ কাজ করা হয়েছে। আর অনেকের কাছে 'অসাধ্য' মনে হওয়া এই কাজটি করেছেন নভোচারী স্কট কেলি।
https://youtu.be/TLbhrMCM4_0

মহাকাশে নিজের ৩০০তম দিন উদযাপনে এ কাজ করেন তিনি। প্রচলিত রাবারযুক্ত কাঠের ব্যাটের জায়গায় এক্ষেত্রে ‘সুপার-হাইড্রোফোবিক পলিকার্বনেট পিং পং প্যাডল’ ব্যবহার করেন তিনি।

অনলাইনে এ খেলার একটি ৪কে ভিডিও পোস্ট করেন কেলি। তিনি বলেন, “আমি এই প্যাডলগুলো দিয়ে ছোট একটি প্রদর্শনী করতে চেয়েছি, এগুলোকে হাইড্রোফোবিক প্যাডেল বলা হয় আর এগুলো রেইন কোটের মতো পানিকে প্রতিরোধ করে। আর স্পেস স্টেশনে এগুলোর সাহায্যে আপনি একটি পানির বল নিয়ে পিং পং খেলতে পারবেন। এটা ভালোই চমৎকার।”

নিজের ৩০০তম দিনে কয়েকটি বিজ্ঞানবিষয়ক পরীক্ষা চালান কেলি। সেদিন তিনি মহাকশের লেটুস খান বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যারড।

এই প্যাডলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে নাসা জানায়, পানির ফোঁটা যত ছোট হবে তা তত শক্তভাবে প্যাডেলে আঘাত করতে পারবে। কিন্তু পানির ফোঁটা যত বড় হবে তা ততই কম বল প্রয়োগ করবে, আর এট ভাঙবে না। নাসার পক্ষ থেকে বলা হয়, “প্যাডলগুলোতে শক্ত পৃষ্ঠ আর আর অসিক্ত থাকার ক্ষমতার সমন্বয়ে একটি হাইড্রোফোবিক পৃষ্ঠ উৎপন্ন হয় যা শক্তিশালী প্রক্রিয়ায় পানি লেগে থাকা প্রতিরোধ করে।”

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

Thi is a Boy Friend and Girl friend (what is Love..?}

MY POST

অ্যাপল টিভির অজানা ৭

সম্প্রতি স্যান ফ্র্যানসিসকোতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য ডিভাইসের পাশাপাশি অ্যাপল টিভি বাজারজাতের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ‘টিভিওস’ অপারেটিং সিস্টেমচালিত শক্তিশালী এই ডিভাইসটির বেশ কিছু দিক নিয়ে কোনরকম আলোচনাই করেনি অ্যাপল- এমনটাই বিষয়গুলো নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।


0



0


0



৪কে ভিডিও চলবে না অ্যাপল টিভিতে

৯ সেপ্টেম্বর উন্মোচিত ডিভাইসগুলোর মধ্যে আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসে ৪কে ভিডিও ধারণ করা যায়। এছাড়া আইপ্যাড প্রো-তে একসঙ্গে ৪কে ভিডিওর তিনটি স্ট্রিম এডিট করা যায়। কিন্তু অ্যাপল টিভিতে ৪কে ভিডিও ধারণ করা সম্ভব নয়।

অ্যাপল টিভিতে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেম হারে শুধু ১০৮০পিক্সেল রেজুলিউশনের ভিডিও ধারণ করা সম্ভব।

৪কে ভিডিও চালাতে অ্যাপল টিভির অক্ষমতা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে সাইটটি।

শুধু ছোট সাইজের গেইম খেলা যাবে

অ্যাপল টিভিতে সর্বোচ্চ ২০০ এমবি সাইজের গেইম খেলা যাবে। কিন্তু উঁচুমানের গেইমগুলোর সাইজ সাধারণত এক গিগাবাইট বা তার বেশি হয়। তাই আপাতত  অ্যাপল টিভিতে সাধারণ মানের গেইমই খেলা যাবে। ইতোমধ্যে এতে ক্রস রোড এবং বিট স্পোর্টস গেইমের টিভি সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

টিভির নিরাপত্তা নিশ্চিত নয়

গেইম খেলার সময় রিমোট কন্ট্রোলার হাত ফসকে টিভিতে গিয়ে আঘাত হানার মতো ঘটনা কম নয়। এ সমস্যা সমাধানে পরে নিনটেন্ডোর পক্ষ থেকে গ্রাহকদের ফ্রি সিলিকন জ্যাকেট দেওয়া হয়।

অ্যাপল টিভির ক্ষেত্রেও গেইমিংয়ের সময় রিমোট হাত ফসকে টিভিতে আঘাত হানার আশঙ্কা আছে বলে জানিয়েছে ম্যাশএবল।

স্টোরেজ বাড়ছে না

অ্যাপল টিভির দুটি মডেলে ৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ থাকছে। প্রথমবার এই স্টোরেজ যথেষ্ট মনে হলেও গ্রাহক বেশি করে অ্যাপস, গান বা মুভি ডাউনলোড করতে চাইলে এই মেমোরি দ্রুত শেষ হয়ে যাবে। এছাড়াও টিভি বক্সে ইউএসবি পোর্ট থাকলেও তার সঙ্গে হার্ড ড্রাইভ সংযোগ দেওয়া যাবে না। ইউএসবি পোর্টটি সার্ভিসিং সংক্রান্ত কাজের জন্য রাখা হয়েছে।

রিমোট রিচার্জ করতে হবে

পুরানো অ্যাপল টিভি রিমোটে কয়েন ব্যাটারি ব্যবহার করা হত যা পরিবর্তন করা যেত। কিন্তু অ্যাপল টিভির নতুন ‘সিরি রিমোট’-এর ব্যাটারি রিচার্জ করে নিতে হবে। চার্জ দেওয়ার জন্য সিরি রিমোটে অ্যাপলের ‘লাইটনিং ইউএসবি কেবল’ রয়েছে।

আরও বেশি সারাউন্ড সাউন্ড

কোনো ডিভাইসে একাধিক স্পিকার ব্যবহার করে অনেকটা বাস্তব পরিবেশে শব্দ শোনার ব্যবস্থা ‘সারাউন্ড সাউন্ড’ সিস্টেম নামে পরিচিত। নতুন অ্যাপল টিভিতে ৭.১ সারাউন্ড সাউন্ড সাপোর্ট থাকছে। এর ফলে শব্দের তীব্রতা এতটাই বেশি হবে যে ৭.১ সেট আপে সংযুক্ত দুটি অতিরিক্ত স্পিকারের থেকে উৎপন্ন শব্দ শোনা নাও যেতে পারে।

এইচডিএমআই কেবল আলাদাভাবে বিক্রি

এই সেট টপ বক্স টিভির সঙ্গে সংযোগের জন্য এইচডিএমআই কেবল প্রয়োজন। কিন্তু বক্সটিতে এই কেবল অন্তর্ভূক্ত করা হয়নি। আলাদাভাবে এই কেবল কিনতে হলে ৫ ডলার খরচ করতে হবে।

বুধবার, ১৩ মে, ২০১৫

Diploma result 2015

https://drive.google.com/folderview?id=0BxfnEp47bOfQfnBSWEpJam1HTEx5R2Y3LXdYT3JEcy1oUEI5TWljU201WFAzYU1jTzREX2s&usp=sharing#grid

DIPLOMA RESULT 2015 BY 8 SEM

It is to be notified all concerned that roll numbers who have passed in all subjects in the 8th Semester Irr (2005 Regulation) Examination of DIPLOMA IN ENGINEERING, 2014 held in
December 2014 - February 2015 are listed below in accordance with the notification no BTEB (EX-2)/667(Part-6)/2131 dated 12-05-2015 in regulation of the board.
It is to be notified all concerned that roll numbers who have failed in one or more subjects in the 8th Semester Irr (2005 Regulation) Examination of DIPLOMA IN ENGINEERING,
2014 held in December 2014 - February 2015 are listed below in accordance with the notification no BTEB (EX-2)/667(Part-6)/2131 dated 12-05-2015 in regulation of the board. The
roll numbers are listed under the respective subject in which the corresponding student has failed. These examinees are permitted to appear in the next Semester board final
examination with the specified subjects of this Semester.
314420 (3.17) 314428 (2.93) 314456 (2.97) 332887 (3.27)
332895 (3.17) 344225 (3.09) 344230 (3.34) 344239 (3.28)
344243 (3.31) 344246 (3.19) 344248 (3.26) 344251 (3.27)
344256 (3.13) 396461 (3.09) 396487 (3.06) 396506 (3.27)
742414 (2.66) 742427 (2.77) 812640 (3.21) 831519 (2.53)
842530 (2.83) 842561 (2.86) 842563 (2.78) 842567 (2.94)
842571 (3.01) 896655 (2.89) 913930 (2.66) 996550 (2.88)
314409 { 2672 (T), 2691 (T), 4586 (T)
}
314410 { 1422 (T), 2642 (T), 2673 (T),
2675 (T) }
314418 { 2725 (T) } 314430 { 2672 (T), 2725 (T) }
314431 { 1422 (T), 1582 (T), 2642 (T),
2672 (T), 2673 (T), 2811 (T), 4586 (T)
}
314434 { 1421 (T), 1422 (T), 2725 (T)
}
314442 { 1422 (T), 2642 (T), 2672 (T)
}
314449 { 2642 (T), 4586 (T) }
314450 { 2642 (T), 2647 (T), 2672 (T),
2673 (T), 2675 (T), 2691 (T), 2692 (T),
2693 (T), 2725 (T), 4586 (T) }
314463 { 1421 (T), 1422 (T), 2622 (T),
2642 (T), 2672 (T), 2673 (T), 2674 (T),
2694 (T), 2744 (T) }
314470 { 1421 (T) } 314482 { 1421 (T), 1422 (T), 1561 (T),
2622 (T), 2642 (T), 2672 (T), 2673 (T),
2674 (T), 2675 (T), 2691 (T), 2693 (T),
2744 (T), 2811 (T), 2845 (T) }
314495 { 1421 (T), 1422 (T), 2647 (T),
2672 (T), 2675 (T), 2725 (T), 2744 (T)
}
332891 { 2880 (T), 2887 (T) } 332894 { 1441 (T) } 332907 { 2726 (T), 2864 (T), 2865 (T),
2880 (T), 2887 (T) }
332909 { 1442 (T), 2861 (T) } 332915 { 2745 (T), 2822 (T), 2865 (T),
2887 (T) }
332927 { 1441 (T) } 344212 { 2622 (T) }
344217 { 2622 (T), 2762 (T), 2784 (T),
2885 (T) }
344220 { 1421 (T), 2447 (T), 2622 (T),
2762 (T), 2784 (T), 2868 (T) }
344222 { 1421 (T), 1422 (T), 2762 (T),
2765 (T), 2781 (T), 2783 (T), 2784 (T),
2868 (T), 2885 (T), 2886 (T), 3146 (T)
}
344226 { 2622 (T) }
344227 { 1421 (T), 1422 (T), 1441 (T),
1581 (T), 2447 (T), 2622 (T), 2762 (T),
2763 (T), 2764 (T), 2784 (T), 2868 (T),
2885 (T), 2886 (T), 3033 (T) }
344228 { 2781 (T) } 344229 { 2622 (T), 2762 (T), 2765 (T),
2868 (T) }
344233 { 1441 (T), 2765 (T), 2781 (T),
2885 (T), 3146 (T) }
344235 { 1421 (T), 1422 (T), 2622 (T),
2741 (T), 2747 (T), 2762 (T), 2764 (T),
2765 (T), 2781 (T), 2783 (T), 2784 (T),
2847 (T), 2868 (T), 2885 (T), 3146 (T)
}
344236 { 1421 (T), 1422 (T), 2622 (T),
2762 (T), 2781 (T), 2783 (T), 2784 (T),
2868 (T), 3146 (T) }
344240 { 1421 (T), 2762 (T) } 344241 { 1422 (T), 2741 (T), 2781 (T)
}
344249 { 1421 (T), 1422 (T), 1441 (T),
1561 (T), 1581 (T), 2447 (T), 2622 (T),
2723 (T), 2741 (T), 2747 (T), 2762 (T),
2763 (T), 2764 (T), 2765 (T), 2767 (T),
2781 (T), 2784 (T), 2847 (T), 2868 (T),
2885 (T), 2886 (T), 3033 (T), 3146 (T)
}
344257 { 2781 (T) } 396470 { 1422 (T) } 396480 { 1421 (T), 5485 (T) }396493 { 1422 (T) } 731798 { 2862 (T) } 742409 { 2868 (T) } 796475 { 2745 (T), 5485 (T) }
796490 { 1422 (T), 2837 (T), 5485 (T)
}
796501 { 2745 (T) } 812627 { 1422 (T), 1441 (T), 2672 (T),
2674 (T), 2694 (T), 2744 (T) }
842534 { 2622 (T) }
842535 { 1421 (T), 1441 (T), 2783 (T),
2868 (T), 3033 (T) }
842559 { 2781 (T) } 842565 { 2762 (T), 2781 (T), 2847 (T),
3146 (T) }
896635 { 1441 (T), 2745 (T), 5481 (T),
5482 (T), 5483 (T) }
896667 { 1422 (T), 1441 (T), 5485 (T)
}
896672 { 2726 (T), 2745 (T), 5462 (T),
5481 (T), 5485 (T) }
896678 { 1422 (T), 2726 (T), 2745 (T),
5464 (T), 5481 (T), 5485 (T) }
896679 { 2745 (T) }
913862 { 1422 (T), 2672 (T), 2691 (T),
2692 (T), 2694 (T), 2725 (T), 2744 (T)
}
913874 { 1421 (T), 1422 (T), 1441 (T),
2644 (T), 2672 (T), 2691 (T), 2692 (T),
2725 (T), 4586 (T) }
913897 { 1421 (T), 1441 (T), 2642 (T),
2672 (T), 2674 (T), 2691 (T), 2692 (T),
2725 (T), 2744 (T) }
913899 { 1422 (T), 2675 (T), 2691 (T),
2692 (T), 2693 (T), 2694 (T), 2725 (T)
}
913908 { 1421 (T), 1441 (T) } 913914 { 2642 (T), 2693 (T) } 913940 { 1421 (T), 1422 (T), 1441 (T),
2642 (T), 2644 (T), 2647 (T), 2672 (T),
2692 (T), 2725 (T), 2744 (T), 2811 (T)
}
913950 { 1422 (T), 1441 (T), 2647 (T),
2725 (T), 2845 (T) }
932473 { 1442 (T) } 932479 { 1442 (T) } 932480 { 1412 (T), 1441 (T), 1442 (T),
2622 (T), 2726 (T), 2849 (T), 2861 (T),
2862 (T), 2865 (T), 2866 (T), 2880 (T),
2888 (T), 4586 (T) }
932487 { 2865 (T) }
932494 { 1412 (T), 2843 (T) } 943418 { 1422 (T), 2765 (T) } 943421 { 1441 (T), 2447 (T), 2722 (T),
2763 (T), 2764 (T), 2765 (T), 2767 (T),
2781 (T), 2784 (T), 2868 (T), 2886 (T),
3033 (T), 3146 (T) }
943426 { 2622 (T), 2762 (T), 2764 (T),
2781 (T) }
943434 { 2781 (T) } 943441 { 1422 (T), 1441 (T), 2762 (T),
2781 (T), 2784 (T) }
996519 { 1422 (T) } 996521 { 1421 (T), 1422 (T), 2745 (T)
}
996534 { 1422 (T) } 996536 { 1421 (T), 1422 (T) } 996538 { 1421 (T), 2622 (T), 2745 (T),
2837 (T), 5485 (T) }
996546 { 1421 (T), 1422 (T) }
996553 { 1422 (T), 2745 (T), 5485 (T)
}
314457 { withheld_sub- 2677(PF);
reffered_sub- 1421 (T), 1422 (T), 2642
(T), 2672 (T), 2674 (T), 2675 (T), 2744
(T), 2811 (T), 2846 (T) }
314474 { withheld_sub- 2677(PF);
reffered_sub- 1422 (T), 2642 (T), 2647
(T), 2674 (T), 2675 (T), 2694 (T), 2725

FSS blog

FSS TSTL Photo Gallery

FSS TSTL Photo Gallery
Pictures

I like it

  • Bangla Song
  • Love
  • Move

what is love?

এই ব্লগটি সন্ধান করুন

লেবেল

লেবেল

ভূমি (1) sex (6)

Wikipedia

সার্চ ফলাফল