সাত ইঞ্চি গ্যালাক্সি ট্যাব থ্রি আনছে স্যামসাং
ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং সাত ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি ট্যাব থ্রি বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে বিষয়টি জানায়, দক্ষিণ কোরিয়ান নির্মাতার তৈরি ওই ট্যাবলেটটি আকারে আরও পাতলা ও ছোট হবে।
নতুন এ ট্যাবলেটটিতে থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল স্ক্রিন এবং যন্ত্রটি ১০৮০পি ক্ষমতার এইচডি প্লেব্যাক ভিডিও সাপোর্ট করবে। গ্যালাক্সি ট্যাব থ্রিতে থাকবে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং এতে থাকবে ৮ বা ১৬ জিবি তথ্য সংরক্ষণের জায়গা। এছাড়াও থাকবে ৬৪ জিবি পর্যন্ত সংযোজনযোগ্য মাইক্রোএসডি স্লট।
গ্যালাক্সি ট্যাব থ্রিতে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেম। ১১১.১ বাই ১৮৮ বাই ৯.৯ মিলিমিটার আকৃতির ট্যাবলেটটির পেছনে থাকছে তিন মেগাপিক্সেল ও সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়াই-ফাই এবং থ্রিজি দু’টি ভার্সনেই বের হবে গ্যালাক্সি ট্যাব থ্রি। তবে পণ্যটির দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং।
নতুন এ ট্যাবলেটটিতে থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল স্ক্রিন এবং যন্ত্রটি ১০৮০পি ক্ষমতার এইচডি প্লেব্যাক ভিডিও সাপোর্ট করবে। গ্যালাক্সি ট্যাব থ্রিতে থাকবে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং এতে থাকবে ৮ বা ১৬ জিবি তথ্য সংরক্ষণের জায়গা। এছাড়াও থাকবে ৬৪ জিবি পর্যন্ত সংযোজনযোগ্য মাইক্রোএসডি স্লট।
গ্যালাক্সি ট্যাব থ্রিতে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেম। ১১১.১ বাই ১৮৮ বাই ৯.৯ মিলিমিটার আকৃতির ট্যাবলেটটির পেছনে থাকছে তিন মেগাপিক্সেল ও সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়াই-ফাই এবং থ্রিজি দু’টি ভার্সনেই বের হবে গ্যালাক্সি ট্যাব থ্রি। তবে পণ্যটির দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং।