রবিবার, ৫ মে, ২০১৩

সাত ইঞ্চি গ্যালাক্সি ট্যাব থ্রি আনছে স্যামসাং


সাত ইঞ্চি গ্যালাক্সি ট্যাব থ্রি আনছে স্যামসাং

ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং সাত ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি ট্যাব থ্রি বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে বিষয়টি জানায়, দক্ষিণ কোরিয়ান নির্মাতার তৈরি ওই ট্যাবলেটটি আকারে আরও পাতলা ও ছোট হবে।

নতুন এ ট্যাবলেটটিতে থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল স্ক্রিন এবং যন্ত্রটি ১০৮০পি ক্ষমতার এইচডি প্লেব্যাক ভিডিও সাপোর্ট করবে। গ্যালাক্সি ট্যাব থ্রিতে থাকবে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং এতে থাকবে ৮ বা ১৬ জিবি তথ্য সংরক্ষণের জায়গা। এছাড়াও থাকবে ৬৪ জিবি পর্যন্ত সংযোজনযোগ্য মাইক্রোএসডি স্লট।

গ্যালাক্সি ট্যাব থ্রিতে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেম। ১১১.১ বাই ১৮৮ বাই ৯.৯ মিলিমিটার আকৃতির ট্যাবলেটটির পেছনে থাকছে তিন মেগাপিক্সেল ও সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়াই-ফাই এবং থ্রিজি দু’টি ভার্সনেই বের হবে গ্যালাক্সি ট্যাব থ্রি। তবে পণ্যটির দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং।

'বোকাফোন' টপকে শীর্ষে স্মার্ট


'বোকাফোন' টপকে শীর্ষে স্মার্ট

‘বোকাফোন’ শব্দটা শুনে অবাক হওয়ার কিছু নেই। প্রযুক্তির অগ্রগতির এই যুগে স্মার্টফোন ছাড়া বাকি সব মোবাইল ফোনকেই এক কাতারে ফেলে এবিসি নিউজ নাম দিয়েছে ‘ডাম্বফোন’, সরাসরি বাংলা করলে যা দাঁড়ায় ‘বোকাফোন’। আর এই বোকাফোনকে টপকে বিশ্বব্যাপী বিক্রির দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন।

এবিসি নিউজ জানিয়েছে, ২০১৩ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন নির্মাতারা বিশ্বব্যাপী ২১ কোটি ৬২ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে। ২০১২ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ কোটি ১৭ লাখ। পরিসংখ্যানের হিসেবে, ২০১২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ২০১৩ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৪১.৬ শতাংশ।

স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার এই ব্যাপারটির ব্যাখ্যা দিয়ে আইডিসির বিশ্লেষক বলেন, “মোবাইল ফোন দিয়ে শুধু কল করা আর এসএমএস পাঠানোর দিন শেষ। ক্রেতারা এখন পকেটে একটা কম্পিউটার রাখতে চান।”

গুগলের 'এক্স ফোন'


গুগলের 'এক্স ফোন'

মটোরোলা মোবিলিটির ব্যানারে এবার নিজস্ব ডিজাইনে স্মার্টফোন বানাচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআর ডটকমের প্রতিবেদন অনুযায়ী গুগলের বানানো স্মার্টফোনটি প্রাথমিক অবস্থায় চিহ্নিত করা হচ্ছে ‘এক্স ফোন’ নামে। বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়ে গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এ মাসের শেষের দিকেই গুগল স্মার্টফোনটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও জানিয়েছে বিজিআর।

১২৪০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি কিনে নেবার পরও মোবাইল ফোন বাজারে ওএস ছাড়া গুগলের বড় কোন সাফল্য নেই বললেই চলে। তাই গুগল সরাসরি নিজস্ব ডিজাইনে মোবাইল ফোন বানাচ্ছে, এমন গুজব শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। 

বৃহস্পতিবার অনলাইসে ফাঁস হয়ে যায় গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এদিকে স্মার্টফোনটির মূল ফিচারগুলো আবিষ্কারের দাবি করেছে নাইনটুফাইভগুগল। সাইটটির দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে। 

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং ২ জিবি র‌্যাম। একসঙ্গে ২৫টি রংয়ের কেসিংয়ে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি, এমনটাও দাবি করেছে নাইনটুফাইভগুগল।

গ্রাফিক্স চিপ 'আইরিশ' আনছে ইনটেল


গ্রাফিক্স চিপ 'আইরিশ' আনছে ইনটেল

বাজারে আসন্ন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মতো পণ্যে ‘আইরিশ’ নামে গ্রাফিক্স চিপ যুক্ত করার ঘোষণা দিয়েছে চিপ জায়ান্ট ইনটেল। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এই চিপ থাকার ফলে ব্যবহারকারীদের আর আলাদা গ্রাফিক্স কার্ড ব্যবহারের প্রয়োজন হবে না।

‘আইরিশ’ চিপ চতুর্থ প্রজন্মের ইনটেল কোর ‘হ্যাশওয়েল’ প্রসেসরে সংযোজিত হবে। এছাড়া ইউ এবং মোবাইল এইচ সিরিজের আলট্রাবুক এবং হাই-পারফরমেন্স ল্যাপটপগুলোর জন্য তৈরি তৃতীয় প্রজন্মের ইনটেল কোর ‘আইভি ব্রিজ’-এ আইরিশ চিপ ব্যবহারে থ্রিডি গ্রাফিক্সের পারফরমেন্স দ্বিগুণ হবে।

মোবাইল এইচ এবং আর-সিরিজের আইরিশ গ্রাফিক্সে দ্রুতগতির ই ডিআরএএম মেমোরি থাকবে। ছবি এবং ভিডিও দ্রুত এডিট করার জন্য থাকবে কুইক সিংক ভিডিও টেকনোলজি এবং এমজেপিইজি এক্সেলারেশন। এছাড়া, ওপেনসিএল এবং ডিরেক্টএক্স ১১.১ ডিসপ্লে ছাড়াও আলট্রা এইচডি ডিসপ্লের রেজুলিউশনও সাপোর্ট করবে আইরিশ।