FSS TSTL
হারিয়ে গেল মঙ্গলযান!
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা—নাসা তাদের নভোযান ‘মার্স ক্লাইমেট অর্বিটার’ নামের নভোযানের সাফল্য নিয়ে কতই না জল্পনা-কল্পনা করেছিল। সাড়ে ১২ কোটি ডলার মূল্যের সে নভোযান নাসার বিজ্ঞানীদের মঙ্গলগ্রহ নিয়ে সুখবর না দিলেও দিয়েছে ছোট ‘শিক্ষা’!
সামান্য ভুলেই যে কত ভয়ানক ঘটনা ঘটতে পারে, নাসা তখন টের পেয়েছিল। ঘটনাটি ১৯৯৯ সালের। ‘মার্স ক্লাইমেট অর্বিটার’ হারিয়ে যায়, যার পেছনে ছিল একটিমাত্র মানবিক ভুল। নভোযানটি উৎক্ষেপণের ২৮৬ দিন পরে এই ভুল ধরতে পারেন বিজ্ঞানীরা। ভুলটির কথা শুনে আপনার টনক নড়ে যেতে পারে।
নভোযানটি তৈরি করেছিলেন লকহিড মার্টিন নামের প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। তাঁরা এটা তৈরি করেছিলেন ব্রিটিশ পরিমাপ একক অনুসরণ করে। ১৮ ইঞ্চিতে ১ কিউবিট, ৩ মাইলকে ১ লিগ হিসেবে নানান অঙ্ক কষতেন তাঁরা। উল্টোদিকে নাসার প্রকৌশলীরা হিসাব করতেন মেট্রিক পদ্ধতিতে। দুই দলের হিসাবের গন্ডগোলে মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশের কয়েক ঘণ্টা আগেই হারিয়ে যায় অর্বিটার। ‘মানুষ মাত্রই ভুল করে’, এমন একটি প্রেসনোট দিয়ে সেবার নাসার অধিকর্তারা ক্ষমা পেয়েছিলেন।
সামান্য ভুলেই যে কত ভয়ানক ঘটনা ঘটতে পারে, নাসা তখন টের পেয়েছিল। ঘটনাটি ১৯৯৯ সালের। ‘মার্স ক্লাইমেট অর্বিটার’ হারিয়ে যায়, যার পেছনে ছিল একটিমাত্র মানবিক ভুল। নভোযানটি উৎক্ষেপণের ২৮৬ দিন পরে এই ভুল ধরতে পারেন বিজ্ঞানীরা। ভুলটির কথা শুনে আপনার টনক নড়ে যেতে পারে।
নভোযানটি তৈরি করেছিলেন লকহিড মার্টিন নামের প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। তাঁরা এটা তৈরি করেছিলেন ব্রিটিশ পরিমাপ একক অনুসরণ করে। ১৮ ইঞ্চিতে ১ কিউবিট, ৩ মাইলকে ১ লিগ হিসেবে নানান অঙ্ক কষতেন তাঁরা। উল্টোদিকে নাসার প্রকৌশলীরা হিসাব করতেন মেট্রিক পদ্ধতিতে। দুই দলের হিসাবের গন্ডগোলে মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশের কয়েক ঘণ্টা আগেই হারিয়ে যায় অর্বিটার। ‘মানুষ মাত্রই ভুল করে’, এমন একটি প্রেসনোট দিয়ে সেবার নাসার অধিকর্তারা ক্ষমা পেয়েছিলেন।