সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

নাসার মেগা রকেটের ইঞ্জিন পরীক্ষা বাতিল

নাসার মেগা রকেটের ইঞ্জিন পরীক্ষা বাতিল

নাসার মেগা রকেটের ইঞ্জিন পরীক্ষা বাতিল
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন মেগা রকেটের (স্পেস লঞ্চ সিস্টেম) ইঞ্জিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চারটি ইঞ্জিনে একসঙ্গে আগুন ধরে যাওয়ায় পরীক্ষা বাতিল করে দেওয়া হয়।

স্পেস লঞ্চ সিস্টেম চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছিল মিসিসিপির বে সেন্ট লুইসের কাছে স্টেনিস স্পেস সেন্টারে। 

স্টেনিস স্পেস সেন্টার অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে।   

নতুন দুইটি ফিচার নিয়ে এসেছে লুডু কিং গেম

নতুন দুইটি ফিচার নিয়ে এসেছে লুডু কিং গেম


নতুন দুইটি ফিচার নিয়ে এসেছে লুডু কিং গেম
কুইক লুডু ও সিক্স প্লেয়ার মোড নামে দুইটি ফিচার যোগ হয়েছে লুডু কিং গেমে। এর ফলে চারজনের জায়গায় ছয়জন মিলে একসঙ্গে খেলতে পারবেন। পাশাপাশি পাওয়া যাবে ভয়েস চ্যাটের সুবিধাও। একই সঙ্গে মাত্র পাঁচ মিনিটেই এক রাউন্ড লুডু খেলা হয়ে যাবে।

ক্লাসিক লুডু গেম বা সাধারণ লুডু গেম খেলতে প্রায় ১৫ থেকে ৪০ মিনিট পর্যন্ত সময় লাগে। কিন্তু কুইক লুডু মোডের সাহায্যে মাত্র পাঁচ মিনিটেই এক রাউন্ড লুডু খেলা হয়ে যাবে।

এবার আসা যাক ফাইভ টু সিক্স প্লেয়ার মোড ফিচারে। নামেই বোঝা যাচ্ছে এই ফিচারের কাজ। এক্ষেত্রে একসঙ্গে ছয়জন প্লেয়ার একে অন্যের সঙ্গে লুডু খেলতে পারবেন। এতদিন পর্যন্ত অফলাইনে কার্যকর ছিল এই সিক্স প্লেয়ার মোড।

এবার থেকে চার জনের জায়গায় অনলাইনে একসঙ্গে ছয়জন মিলে খেলতে পারবেন। অনলাইনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন ছয়জন খেলোয়াড়। আর এই মোডেই ভয়েস চ্যাটের সুবিধা পাওয়া যাবে। ভয়েস চ্যাট অপশনের মাধ্যমে খেলা চলাকালীন একে অন্যের সঙ্গে কথা বলার পাশাপাশি ঠাট্টা-তামাশা করতেন পারবেন তারা। 

উল্লেখ্য, বর্তমানে প্রায় ৩০টি দেশে ও ১৪টি ভাষায় কার্যকর রয়েছে এই লুডু কিং গেম। এক্ষেত্রে গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর ও উইন্ডোস ভার্সনে রয়েছে এই গেম।

হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে তুরস্কের ‘বিআইপি’তে যোগদানের হিড়িক

হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে তুরস্কের ‘বিআইপি’তে যোগদানের হিড়িক

বিশ্বব্যাপী তুরস্কের অ্যাপ বিআইপিতে যোগদানের হিড়িক চলছে। আমেরিকান প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের এই অ্যাপে প্রতিদিন প্রায় ২০ লাখ করে ব্যবহারকারী বাড়ছে। 

জানা গেছে, নিরাপদভাবে বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেল’। ২০১৩ সালে চালু হওয়া বিআইপি গত কয়েক বছরের ব্যবধানে ১৯২টি দেশে বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করে।

তুর্কসেলের মহাব্যবস্থাপক জানান, গত শুক্রবার থেকে ৬৪ লাখ ব্যবহারকারী হোয়াটঅ্যাপস ছেড়ে বিআইপিতে যোগদান করেছেন। বর্তমান পরিবেশে বিআইপি নিরাপদ স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা টেলিগ্রামের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছি।

উল্লেখ্য, অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের মেসেঞ্জারে চ্যাটসহ ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায় বিআইপিতে। বর্তমানে এই অ্যাপে পাঁচ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে বিশ্বব্যাপী।

প্রযুক্তি বর্জ্য কমাতে ফোনের সাথে চার্জার ও হেডফোন দেবে না স্যামসাং

প্রযুক্তি বর্জ্য কমাতে ফোনের সাথে চার্জার ও হেডফোন দেবে না স্যামসাং

প্রযুক্তি বর্জ্য কমাতে ফোনের সাথে চার্জার ও হেডফোন দেবে না স্যামসাং
প্রযুক্তিখাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং হাটতে চলেছে অ্যাপল ও শাওমির পথে। পরিবেশবান্ধব প্রযুক্তি সবার হাতে তুলে দিতে চায় প্রতিষ্ঠান। ই-ওয়াস্ট বা প্রযুক্তি বর্জ্য কমাতে এখন থেকে ফোনের সঙ্গে হেডফোন দেবে না। এর আগে অ্যাপলের আইফোনে চার্জার ও হেডফোন বাদ দেয়া হয়। এরপর শাওমিও একই পথে হাটে। এবার সেই পথের পথিক হলো স্যামসাংও।

স্যামসাং তাদের গ্যালাক্সি এস২১ সিরিজের ফোনগুলোর সঙ্গে চার্জার ও হেডফোন দেবে না।

সম্প্রতি উইন ফিউচার দুটি ছবি শেয়ার করেছে। আর সেই দুটি ছবিতে দেখা গেছে গ্যালাক্সি এস২১ প্লাস ও গ্যালাক্সি এস২১ আল্ট্রার বক্স। ছবির টাইটেলে লেখা হয়েছে, ‘হোয়াটস ইন দ্যা বক্স’। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া সেই ছবি থেকেই পরিষ্কার যে, বক্সের ভিতর কুইক স্টার্ট গাইড, ইউএসবি টাইপ সি পোর্ট, ডেটা কেবল এবং ইজেকশন পিন দেওয়া হবে। চার্জার এবং ইয়ারফোন না দেওয়ার ফলে আকার-আয়তনের দিক থেকে গ্যালাক্সি এস২১ সিরিজের বক্স বেশ ছোট হতে চলেছে।

উইন ফিউচার রিপোর্ট থেকে জানা গিয়েছে, সব জায়গায় এমনতর কাণ্ড ঘটাবে না স্যামাসাং। নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্যই গ্যালাক্সি এস২১ সিরিজের বাক্সে চার্জার এবং ইয়ারফোন না দেওয়ার পথেই হাঁটছে স্যামসাং। আর তার কারণ হিসেবে অ্যাপল, শাওমির মতোই পরিবেশবান্ধব মোবাইল বক্সের তত্ত্ব খাড়া করেছে সাউথ কোরিয়ান এই স্মার্টফোন-মেকার। কিছু দিন ধরেই স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১ সিরিজে চার্জার এবং ইয়ারফোন না দেওয়ার গুজব সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতে থাকে।

এলন মাস্কের 'Use Signal' টুইটে লাভবান দুই কোম্পানি

এলন মাস্কের 'Use Signal' টুইটে লাভবান দুই কোম্পানি

এলন মাস্কের 'Use Signal' টুইটে লাভবান দুই কোম্পানি

Use Signal- টুইটারে মাত্র এই দুইটি শব্দ লিখে একটি টুইট করেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ও প্রকৌশলী এলন মাস্ক। সে টুইটটি রিটুইট করেছিলেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি।

মূলত হোয়াটসঅ্যাপের পরিবর্তে সিগনাল নামের একটি অ্যাপ ব্যবহার করতে গত ৭ জানুয়ারি টুইটারে তার অনুসারীদের আহবান করে টুইটটি করেন তিনি। কিন্তু দিনশেষে এতে কপাল খুলে যায় সিগনাল অ্যাডভান্স ইন-কর্পোরেট নামে একটি বায়োটেকনোলজি কোম্পানির।
তিন দিনের মধ্যে শেয়ার বেড়ে যায় কোম্পানিটির। যার পরের দিনই বিভ্রান্তি ধরা পড়লেও তাতে কমেনি এর শেয়ার। বরং সোমবার পর্যন্ত কোম্পানিটির শেয়ার আরও বেড়ে যায়।

বায়োটেকনোলজি কোম্পানি সিগনাল অ্যাডভান্স ইন-কর্পোরেট শুধু নয়, ব্যবহারকারী বেড়েছে মেসেজিং অ্যাপ সিগনাল (Signal) এরও। বহু মানুষ এ অ্যাপে একসঙ্গে  নিবন্ধন করার চেষ্টা করায় বিপাকে পড়ে কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, সম্প্রতি হোয়াটসঅ্যাপের নিরাপত্তাজনিত নীতি পরিবর্তনের কারণে নিরাপত্তা নিয়ে সচেতন অনেকেই এর বিকল্প মাধ্যম খুঁজছেন। আর এলন মাস্ক টুইটারে সিগনাল অ্যাপ ব্যবহারের আহবান জানিয়েছিলেন।