মঙ্গলবার, ২৪ মে, ২০২২

১৭০ বছর পর দার্জিলিংয়ে দেখা মিলল সেই বিরল পাখির

সংগৃহীত ছবএক বা দুই বছর কিংবা কয়েক দশক নয়। ১৭০ বছর পর ভারতের দার্জিলিং জেলার সিঞ্চল অভয়ারণ্যে দেখা মিলল বিরল প্রজাতির পাখি স্যাটায়র ট্র্যাগোপানের। জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা এই বিলুপ্ত প্রজাতির পাখির খোঁজ পেয়েছেন। 

১৭০ বছর পর দার্জিলিংয়ে দেখা মিলল সেই বিরল পাখির

১৭০ বছর পর দার্জিলিংয়ে দেখা মিলল সেই বিরল পাখির

এক বা দুই বছর কিংবা কয়েক দশক নয়। ১৭০ বছর পর ভারতের দার্জিলিং জেলার সিঞ্চল অভয়ারণ্যে দেখা মিলল বিরল প্রজাতির পাখি স্যাটায়র ট্র্যাগোপানের। জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা এই বিলুপ্ত প্রজাতির পাখির খোঁজ পেয়েছেন।

এ ব্যাপারে জেডএসআইয়ের কর্মকর্তা ধৃতি ব্যানার্জি বলেন, ১৭০ বছর পর স্যাটায়র ট্র্যাগোপানের খোঁজ পাওয়া সত্যিই উৎসাহজনক। এতে বোঝা যায় বন্যপ্রাণীদের সংরক্ষণের কাজ এই এলাকায় ভালো হচ্ছে। 

জেডএসআই কর্তৃপক্ষ জানিয়েছে, পুরুষ স্যাটায়র ট্র্যাগোপান ভারতের সুন্দর পাখিদের মধ্যে অন্যতম। দার্জিলিং জেলার নেওড়া ভ্যালিতে এদের দেখা যায়। সেই সঙ্গে সিঙ্গালিলা জাতীয় উদ্যানেও কিছু পাখি আছে। তবে সিঞ্চালে গত ১৭০ বছরে এদের দেখা মেলেনি। এই পুরুষ পাখি লম্বায় ৬৮ সেন্টি মিটার হয়। গায়ের রং হয় লাল। তার মধ্যে সুন্দর সাদা সাদা ছাপ থাকে। স্ত্রী পাখিরা লম্বায় ছোটো। তত উজ্জ্বলও নয়। স্ত্রী পাখিদের রং হয় খয়েরি। 

এই স্যাটায়র ট্র্যাগোপান ক্রিমসন হর্নড ফেজান্টের অন্তর্গত। এই পাখিদের শিকারের ভয় রয়েছে। বাসস্থানেরও সমস্যা রয়েছে। এই পাখিরা আর্দ্র ওক এবং রডোডেনড্রনের জঙ্গলে থাকে। যার নীচে ঘন আগাছা ও বাঁশবন থাকে। গ্রীষ্মকালে ২৪০০-৪২০০ মিটার এবং শীতকালে ১৮০০ মিটার উচ্চতায় বসবাস করে। স্থানীয়রা এই পাখিকে ‘মুনার’ বলেন। ১৮৪২ সালে দার্জিলিং জেলার কার্শিয়াং ও সোনাদা অঞ্চলেএই পাখিকে প্রথমবার দেখা গিয়েছিল।

Real-life 'mermaid' Naomi Trott!

Pictures collected from Mirror Onliho has not heard of the mermaid since childhood? How many stories, how many fairy tales about the mermaid. What a colorful wave of dreams in the minds of children that this mermaid. But, although these are just stories, this time the real-life mermaid was found in Britain.

Real-life 'mermaid' Naomi Trott!

Real-life 'mermaid' Naomi Trott!

Her name is Naomi Trott. This woman can stay under water for up to 4 minutes. However, it did not happen in one day. He has been able to do this after a long training. Naomi lives in Bristol, India. The 34-year-old is an archaeologist by profession.

If you are an archaeologist by profession, Naomi is a mermaid. She performs as a mermaid from Friday to Sunday of the week. Work the rest of the day. But Naomi made the children happy by being a mermaid for three days. She swims in the water like a mermaid with other aquatic animals.

Naomi has been performing as a mermaid since 2019. He usually has to perform 20 minutes in each shift

The ticket went viral, the forest fire, the storm of condemnation with the young woman

Collected pictures

The ticket went viral, the forest fire, the storm of condemnation with the young woman

The ticket went viral, the forest fire, the storm of condemnation with the young woman

Collected pictures

A video of Pakistani ticker Humaira Asghar has sparked controversy. He was recently seen in a viral video, standing in front of a forest fire . The video, which was made as a part of the movie using various effects, has been uploaded on various social media. However, netizens are good at destroying forests with fire in order to become viral.

Humaira Asghar is being criticized on social media in Pakistan. This was reported by Al-Arabiya and DawnAccording to the news, Humaira has one crore 10 lakh followers. However, these followers are now condemning him. Some are demanding his arrest. 

Note that the world is in a very bad situation due to climate change. The situation in Pakistan is also deplorable, with temperatures in some parts of the country exceeding 51 degrees Celsius. Heatstroke has started in more than one place. Poor people in Pakistan are fighting hard to survive. Where glaciers have melted due to climate change. Somewhere again the fire has been created. For these reasons, people have started reacting to such videos.

However, Humayun said in a statement that he did not set the fire himself and that no one was harmed in making the video. That footage has been deleted from TickTock. Rina Saeed Khan Satti, chairperson of the Islamabad Wildlife Management Board and an environmental activist, said such videos were sending a very bad message to the people. Not trying to explain how important the environment is.

Referring to the provision of life imprisonment for forest fires in Australia, he demanded that a similar law be enacted in Pakistan. According to Rina, these mentally ill young people should be sent to jail immediately. For this reason, he requested to immediately inform the Pakistan Wildlife Board if there is any information about such incidents.

Monkey escaped by stealing evidence of murder case!

File picture

Monkey escaped by stealing evidence of murder case!

There is nothing new to say about the monkey. From the jungle to the courtyard, their monkeys are the same size everywhere. However, the monkey infestation in Jaipur, Rajasthan, India is a little higher than all other places. Evidence of a recent murder case has been leaked by a naughty monkey. The investigating officers of the case are in danger.


Monkey escaped by stealing evidence of murder case!

According to police sources, a person died at a health center in the Chandwaji police station area in 2016. The family members brought the charge of murder in the incident. Then Jaipur police called to investigate the incident. Within five days, police arrested two residents of Chandwaji, Rahul Kandera and Mohanlal Kandera. The monkey caused such an incident just before the hearing of that case.

Police said all the information was brought with evidence to present the culprits in court. The bag in which everything was kept for a while under a tree in the courtyard. And that is what caused the disaster. Suddenly a monkey ran away with the bag. Even the knife that the criminals used to kill was in the bag. The bag could not be rescued even after chasing the monkey.

মাটির ৬৩০ ফুট নিচে বনাঞ্চলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মাটির ৬৩০ ফুট নিচে বনাঞ্চলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মাটির ৬৩০ ফুট নিচে বনাঞ্চলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

সংগৃহীত ছবি

মাটির ৬৩০ ফুট গভীরে সিঙ্কহোলের খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এ সিঙ্কহোলের ভেতর বিশাল এক প্রাচীন বনাঞ্চল খুঁজে পেয়েছেন তারা। ইতোমধ্যে এ সিঙ্কহোলে থাকা বনাঞ্চলের ছবি ভাইরাল হয়েছে। তবে এবারই কিন্তু প্রথম নয়, এর আগে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে এমন সিঙ্কহোলের সন্ধান পাওয়া গেছে।

চীনা বিজ্ঞানীদের দ্বারা সম্প্রতি আবিষ্কৃত সিঙ্কহোলটির গভীরতা ৬৩০ ফুট, দৈর্ঘ্য ১০০০ ফুট ফুট ও প্রস্থ ৪৯০ ফুট। আবিষ্কার হওয়া বিশাল সিঙ্কহোলের ভেতর যে বনাঞ্চল পাওয়া গেছে সেখানে বিশাল উচ্চতার গাছও রয়েছে। সেখানে ১৩১ ফুট বা ১৩ তলা ভবনের সমান গাছের অস্তিত্ব মিলেছে বলেই জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, সিঙ্কহোলটির ভেতরের প্রবেশের তিনটি পথেরও সন্ধান পেয়েছেন তারা। ভেতরে গাছগুলো সূর্যের দিকে মুখ করে বেড়ে উঠেছে।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়, প্রকৃতিতে হঠাৎ সৃষ্টি হওয়া বিশালাকার গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াঞ্জি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে ৬৩০ ফুট গভীর এক সিঙ্কহোল খুঁজে পেয়েছেন। আর এর ভেতরে লুকিয়ে রয়েছে বিশাল এক প্রাচীন বনাঞ্চল। এই বনাঞ্চলে এর আগে কখনো মানুষ প্রবেশ করেনি বলেই দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা। গবেষক দলের প্রধান চেন লিক্সিন বলেন, সিঙ্কহোলের ভেতর যেমন ছোট গাছ রয়েছে তেমনই রয়েছে ১৩১ ফুটের বিশালাকার গাছও। এখানে এমন কিছু আবিষ্কারের সম্ভাবনা রয়েছে যা আগে কখনোই দেখা যায়নি।