বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

Smart Electrical Engineering




http://app.appsgeyser.com/Smart%20Electrical%20Engineering_4206222                 
http://www.appsgeyser.com/4206222

>

                   

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

এক্সপি ও ভিস্তাকে বিদায় জানাচ্ছে ফায়ারফক্স

এক্সপি ও ভিস্তাকে বিদায় জানাচ্ছে ফায়ারফক্স

            
উইন্ডোজ এক্সপিইতিমধ্যে অনেক ওয়েব ব্রাউজার মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি ও ভিস্তা অপারেটিং সিস্টেমকে সমর্থন দেওয়া বন্ধ করেছে। এখনো অবশ্য এই পুরোনো সিস্টেমে ফায়ারফক্স ব্রাউজার চলছে। এক্সপি প্রায় এক দশকেরও বেশি আগের উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
আগামী বছর এক্সপি ও ভিস্তা থেকে সমর্থন তুলে নিতে যাচ্ছে মজিলা কর্তৃপক্ষ। আগামী মার্চে এক্সপি ও ভিস্তার জন্য সর্বশেষ ফিচার হালনাগাদ করবে মজিলা। এরপর আগামী সেপ্টেম্বর থেকে পুরোপুরি এক্সপি ও ভিস্তার জন্য সমর্থন বন্ধ করবে প্রতিষ্ঠানটি।
সমর্থন তুলে নেওয়া মানে এক্সপিতে ফায়ারফক্স চালানো যাবে না, বিষয়টি তা নয়। সমর্থন তুলে নেওয়া অর্থ হচ্ছে, ফায়ারফক্সের জন্য আর কোনো নিরাপত্তা প্যাঁচ বা হালনাগাদ ফিচার আনবে না মজিলা। ফলে ওই ব্রাউজার নিরাপত্তা ঝুঁকিতে থেকে যাবে। তাই আধুনিক যুগের ইন্টারনেট সেবার অভিজ্ঞতা নিতে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তথ্যসূত্র: এনডিটিভি।

ব্ল্যাকবেরির ফোন তৈরি করবে টিসিএল

FSS TSTL

ব্ল্যাকবেরির ফোন তৈরি করবে টিসিএল

ব্ল্যাকবেরি ফোনব্ল্যাকবেরি ফোনচীনের প্রযুক্তিপণ্য নির্মাতা টিসিএলের নামটি বেশ পরিচিত। কানাডার স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরির ফোন তৈরি করতে যাচ্ছে চীনের এই প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরি সম্প্রতি স্মার্টফোনের হার্ডওয়্যার তৈরি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। শুধু সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্ল্যাকবেরি ব্র্যান্ড লাইসেন্সের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানকে স্মার্টফোন তৈরির কাজ দিচ্ছে। সম্প্রতি ব্ল্যাকবেরি নতুন স্মার্টফোন তৈরিতে টিসিএলের সঙ্গে চুক্তি করেছে।
এই চুক্তির ফলে, এখন থেকে ব্ল্যাকবেরি ফোনের নকশা, উৎপাদন ও বিক্রি করবে টিসিএল। গ্রাহক সেবার দায়িত্বও থাকবে টিসিএলের। ব্ল্যাকবেরি দেবে সফটওয়্যার সেবা।
টিসিএলের প্রধান নির্বাহী নিকোলাস জিবেল বলেন, ‘ব্ল্যাকবেরি সফটওয়্যার প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের মোবাইল বাজারে অবস্থান শক্তিশালী করতে পারবে টিসিএল।
টিসিএল ও ব্ল্যাকবেরির এই চুক্তিতে বাংলাদেশের বাজারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বৈশ্বিক পর্যায়ে ব্ল্যাকবেরি ফোনের উৎপাদন ও সরবরাহের বিষয়টি টিসিএল নিয়ন্ত্রণ করলেও ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের বাজার তারা দেখবে না। অর্থাৎ, এই পাঁচটি বাজার ব্ল্যাকবেরির হাতে থাকবে। তথ্যসূত্র: টেক টাইমস।