রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বিজ্ঞানীরা কেন সেলিব্রিটিদের মতো জনপ্রিয় হতে পারেন না?

আপনি চারপাশে দুর্নীতি দেখতে পেলেন৷ আপনি ধর্ষণের খবর দেখলেন৷ আপনি সন্ত্রাসের খবর শুনলেন৷ আপনি পরিবেশ দুষণ নিয়ে চিন্তা করছেন৷ আপনি চাকরি হারানোর ভয় করছেন৷ আপনি সারাদিন পরিশ্রম করেছেন। এখন আপনি ক্লান্ত।

সারা পৃথিবীটা আপনার কাছে নরকের মতো মনে হচ্ছে। এখন আপনার খুবই খারাপ লাগছে। আপনি এখান থেকে সুন্দর একটি জায়গায় যেতে চান৷ মন ভাল করতে চান৷

টিভিতে তার উপস্থিতি আপনার মন ভালো করে দেবে।

টিভিতে তার উপস্থিতি আপনার মন ভালো করে দেবে।

সে যদি একটা গোল দেয় তাহলে আপনি অনেক আনন্দ পাবেন।

তার ব্যাটের একটি ছক্কায় আপনার মন ভালো হয়ে যাবে৷

একটি সিনেমা আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে ফলে আপনার ভালো লাগবে।

একজন খেলোয়াড় তার দক্ষতা দেখিয়ে আপনাকে আনন্দ দেবে।

আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে দেখবেন আর ধনী হওয়ার স্বপ্ন দেখবেন৷

কিন্তু এইরকম একটা সমীকরণ কি আপনার মন ভালো করবে?

বিজ্ঞানীদেরকে কেন সেলিব্রিটি হিসেবে ধরা হয়না?

কারণ তারা একজন মানুষকে আনন্দ দেয় না৷

কারণ তারা একজন হতাশ মানুষকে কল্পনার জগতে নিয়ে যেতে পারে না৷

প্রত্যেকেই বাস্তবতাকে এড়িয়ে যেতে চায়৷

বিজ্ঞানীরা কাউকে বাস্তব থেকে কল্পনার জগতে নিয়ে যায়না। তাই তাদেরকে সেলিব্রিটি হিসেবে ধরা হয় না।

কোন মন্তব্য নেই: