রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে দুঃখজনক বিষয় কোনটি?

ঢাকা থেকে পরিদর্শক এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে, অষ্টম শ্রেণীর কক্ষ ঢুকলেন।

এক ছাত্রকে প্রশ্ন করলেনঃ-

পরিদর্শকঃ- আমাদের দেশের রাষ্ট্রপতি কে?

ছাত্রঃ- শেখ হাসিনা।

পরিদর্শকঃ- আমি তোমাকে জিজ্ঞাসা করেছি

প্রেসিডেন্ট কে?

ছাত্রঃ- প্রেসিডেন্ট!! খালেদা জিয়া।

পরিদর্শকঃ- তুমি ক্লাস এইটে উঠছো কিভাবে ?

আমি তোমার নাম কেটে দেবো।

ছাত্রঃ- আমারতো স্কুলের খাতায় নামই নেই।

আপনি কাটবেন কেমনে?

পরিদর্শকঃ- নাম নেই মানে...??

ছাত্রঃ- আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম,

স্যারে কইলো তোরে দশ টাকা দিমুনে তুই ক্লাসে আইস্যা বইস্যা থাক।

পরিদর্শকঃ- ছিঃ মাষ্টার সাহেব,

আপনাদের লজ্জা করে

না, শিক্ষা নিয়া ব্যবসা করেন...??

আমি আপনাকে চাকরি

থেকে বরখাস্ত করবো।

ক্লাসশিক্ষকঃ- আরে আপনি আমাকে বরখাস্ত করতে পারবেন না।

আমি মাষ্টার না সামনে যে মুদি

দোকানটা দেখছেন ঐটা আমার।

মাষ্টার সাবে আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো আমি হাটে গেলাম তুই একটু ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি।

পরিদর্শক :- (রেগে হেড স্যারের রুমে গিয়ে)

আপনি হেড স্যার....??

হেডস্যারঃ- জ্বী, কোনো সমস্যা...??

পরিদর্শকঃ- কি করছেন আপনারা এসব, নকল ছাত্র-

শিক্ষক দিয়ে স্কুল চালান...??

হেড স্যারঃ- আমি না!!

আমার মামা এই স্কুলের হেড

স্যার। উনি জমি কেনা-বেচার দালালী করেন।

কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন।

আমারে কইলো পরিদর্শক আইলে এক হাজার টাকার এই

বান্ডেলটা দিয়া দিস।

পরিদর্শকঃ- এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন,

আসলে আমিও ইন্সপেক্টর না, আমার দাদা ইন্সপেক্টর।

উনি ঠিকাদারীর কাজও করেন,

টেন্ডার জমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন।

আমাকে বললেন তুই আমার হয়ে পরিদর্শন করে আয়।

এই হলো আমাদের সোনার বাংলাদেশের অবস্থা।

সংগৃহীত

কোন মন্তব্য নেই: