রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

প্রথম ছবি তোলা হলো ডিএনএর

প্রথম ছবি তোলা হলো ডিএনএর

জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ৫৯ বছর আগে ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) বিষয়ে ধারণা দেয়ার পর একজন ইটালিয়ান বিজ্ঞানী প্রথমবারের মতো ছবি তুলতে সমর্থ হলেন ডিএনএর। খবর লাইভসায়েন্স-এর।

ইটালির ম্যাগনা গ্রাইসিয়া ইউনিভার্সিটি ইন ক্যাটানজারো ইউনিভার্সিটির ফিজিক্স প্রফেসর এনজো ডি ফ্যাব্রিজিও সম্প্রতি ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে ডিএনএর ছবি তুললেন। এর আগ পর্যন্ত বিজ্ঞানীরা ডিএনএ স্ট্রাকচারের ধারণা পেলেও ছবি তোলা সম্ভব হয়নি। এর আগে ডাবল-কর্কস্ক্রু আকৃতির ডিএনএর ধারণা পাওয়া যায় এক্স-রে ক্রিস্টালোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে।

ডি ফ্যাব্রিজিও ও তার সহকর্মীরা সম্পূর্ণ পানিরোধী সিলিকন পিলারের তৈরি ন্যানোস্কোপিক ল্যান্ডস্কেপ তৈরি করেন। তারা সেখানে ডিএনএযুক্ত সলিউশন যোগ করলে পানি দ্রুত বাষ্প হয়ে যায় এবং সেখানে দড়ির মতো আকৃতির ডিএনএ পাওয়া যায়।

আরো সূক্ষ্মযন্ত্রপাতি ও কম এনার্জিযুক্ত ইলেক্ট্রন ব্যবহার করে স্বাধীন ডাবল হেলিক্স-এর ছবি তোলাও সম্ভব হবে বলে আশা করছেন ফ্যাব্রিজিও।

ডিএনএর ভেতরে প্রাণীদেহের বৃদ্ধি ও কার্যকলাপের যাবতীয় বংশগত বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে।

সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা অ্যানোনিমাসের

সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা অ্যানোনিমাসের

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশটির নাগরিকদের ইন্টারনেট সার্ভিস ব্যবহার বন্ধ করার একদিন পর সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করলো অ্যানোনিমাস। খবর ইয়াহু নিউজ-এর।

নেটওয়ার্ক ওয়ার্ল্ড জানিয়েছে, অ্যানোনিমাস সিরিয়ার বাইরে রাখা আসাদ সরকারের সব ওয়েব সম্পদের ওপর আক্রমণ চালানোর প্রতিজ্ঞা করেছে। সিরিয়ার সাধারণ নাগরিকদের ডিজিটাল যোগাযোগের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদেই এ পদক্ষেপ নিয়েছে ইন্টারনেট হ্যাকার গ্রুপটি।

অ্যানোনিমাস জানিয়েছে, সিরিয়ার সরকার যে কার্যক্রম গ্রহণ করছেন তা দায়িত্বজ্ঞানহীন। কারণ দেশটিতে আসা ফাইবার অপটিক সংযোগ নষ্ট হয়নি। এটি দ্রুত চালু করা সম্ভব ছিলো।

হ্যাকারদের প্রথম টার্গেট হচ্ছে চীনের সিরিয়ার অ্যাম্বাসির ওয়েবাসইট নিয়ন্ত্রণে আনা।

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

বিশ্বের সবচেয়ে পুরনো ডিজিটাল সুপারকম্পিউটার ‘হারওয়েল ডিকাটরন’ সংস্কারের পর সাংবাদিকদের সামনে রিবুট করলো ইংল্যান্ডের মিউজিয়াম অফ কম্পিউটিং কর্তৃপক্ষ। খবর ইয়াহু নিউজ-এর।

১৯৫১ সালে ব্রিটিশদের তৈরি সুপারকম্পিউটারটি গত তিন বছর ধরে সংস্কার করলো ইংল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিং। সম্প্রতি কর্তৃপক্ষ সুপার কম্পিউটারটি সাংবাদিকদের সামনে রিবুট করেন।

অনেকটা গ্যারেজের দরজার মতো আকারের কম্পিউটারটির ওজন আড়াই টন। দেখতে অনেকটা সায়েন্স ফিকশনের কম্পিউটারের মতো। সাইজটাও বিশাল। গাণিতিক কাজের জন্যে কম্পিউটারটি তৈরি করা হয়েছিলো। ১০ সেকেন্ডেরও কম সময়ে এটি দু’টি সংখ্যা গুণ করতে পারে।

কম্পিউটারটির রিস্টোরেশন এক্সপার্ট কেভিন মোরিল জানান, এটি যুক্তরাজ্যের পারমাণবিক গবেষণার জন্য নির্মাণ করা হয়েছিলো। কম্পিউটারটির গতি কম হলেও এটি হিসাব-নিকাশে নির্ভুল বলে জানিয়েছেন মোরিল।

যদি রোবট দখল করে নেয় পৃথিবী!

যদি রোবট দখল করে নেয় পৃথিবী!

বুদ্ধিমান যন্ত্র কি কখনো টার্মিনেটর মুভির মতো দখল করে নিতে পারে পৃথিবী, নাকি শুধু সায়েন্স ফিকশনেই এটি সম্ভব? বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কেমব্রিজ ইউনিভার্সিটি এ বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর ইয়াহু নিউজ-এর।

ব্রিটেনের কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো অত্যন্ত বুদ্ধিমান প্রযুক্তি থেকে মানুষের ওপর আসা সম্ভাব্য হুমকি নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আগামী বছর থেকে ইউনিভার্সিটির প্রস্তাবিত সেন্টার ফর দি এক্সিসটেনসিয়াল রিস্ক এধরনের যন্ত্রসৃষ্ট সম্ভাব্য বিপদ নিয়ে গবেষণা করবে।

কেমব্রিজের দর্শন বিষয়ের অধ্যাপক হুউ প্রাইস জানান, ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একথা নিশ্চিত করেই বলা যায় যে, এই শতাব্দী বা আগামী শতাব্দীতে বুদ্ধিমত্তা বায়োলজির সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে। তারপর আমরা আর সবচেয়ে বুদ্ধিমান থাকবো না।’

মানুষের সৃষ্ট মেশিন তাদের নির্ধারিত সীমা লক্সঘন করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বা মানুষের ক্ষতি করছে, বিষয়টি বহুদিন ধরেই সায়েন্স ফিকশনের অন্যতম একটি বিষয়। ‘২০০১: এ স্পেস ওডিসি’ এ ধরনের একটি উল্লেখযোগ্য মুভি।

প্রাইস আরো জানান, ‘বিষয়টিকে অত্যন্ত হালকা মনে হলেও আমাদের সঠিকভাবে জানা নেই বিষয়টি ঠিক কতোটা বিপজ্জনক।’

পকেট সাইজ ভার্চুয়াল কি-বোর্ড আসছে ডিসেম্বরে

পকেট সাইজ ভার্চুয়াল কি-বোর্ড আসছে ডিসেম্বরে

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাজারে আসছে ব্লুটুথ সংযুক্ত ভার্চুয়াল কিবোর্ড। ল্যাপটপ ও স্মার্টফোনে ব্যবহার উপযোগী এ কি-বোর্ডে লেজার রশ্মি ব্যবহার করা হয়েছে। খবর ম্যাশএবল-এর।

মোবাইল ফোনের কি-বোর্ডের মতো ছোট কি-বোর্ডে টাইপিং জটিলতা দূর করতে পকেট সাইজ লেজার কি-বোর্ড আনছে নির্মাতা ব্রুকস্টোন। ৯৯ ডলারে এ কি-বোর্ড যে কোনো সমতল জায়গায় ব্যবহার করা যাবে। ব্লুটুথ বা ইউএসবির মাধ্যমে ল্যাপটপ বা স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে। এতে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিলে এর মাধ্যমে ২ ঘণ্টা টাইপ করা যাবে।