রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

রিবুট হলো প্রাচীনতম ডিজিটাল কম্পিউটার

বিশ্বের সবচেয়ে পুরনো ডিজিটাল সুপারকম্পিউটার ‘হারওয়েল ডিকাটরন’ সংস্কারের পর সাংবাদিকদের সামনে রিবুট করলো ইংল্যান্ডের মিউজিয়াম অফ কম্পিউটিং কর্তৃপক্ষ। খবর ইয়াহু নিউজ-এর।

১৯৫১ সালে ব্রিটিশদের তৈরি সুপারকম্পিউটারটি গত তিন বছর ধরে সংস্কার করলো ইংল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিং। সম্প্রতি কর্তৃপক্ষ সুপার কম্পিউটারটি সাংবাদিকদের সামনে রিবুট করেন।

অনেকটা গ্যারেজের দরজার মতো আকারের কম্পিউটারটির ওজন আড়াই টন। দেখতে অনেকটা সায়েন্স ফিকশনের কম্পিউটারের মতো। সাইজটাও বিশাল। গাণিতিক কাজের জন্যে কম্পিউটারটি তৈরি করা হয়েছিলো। ১০ সেকেন্ডেরও কম সময়ে এটি দু’টি সংখ্যা গুণ করতে পারে।

কম্পিউটারটির রিস্টোরেশন এক্সপার্ট কেভিন মোরিল জানান, এটি যুক্তরাজ্যের পারমাণবিক গবেষণার জন্য নির্মাণ করা হয়েছিলো। কম্পিউটারটির গতি কম হলেও এটি হিসাব-নিকাশে নির্ভুল বলে জানিয়েছেন মোরিল।

কোন মন্তব্য নেই: