শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

নমনীয় স্ক্রিনযুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং

নমনীয় স্ক্রিনযুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং

আয়ের দিক দিয়ে পৃথিবীর প্রধান টেকনোলজি কোম্পানি স্যামসাং, তাদের নতুন গ্যালাক্সি স্মার্টফোনের উৎপাদন প্রক্রিয়া দ্রুত এগিয়ে আনছে। নতুন গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনে নমনীয় অভঙ্গুর স্ক্রিন যুক্ত করার জন্য জন্য স্যামসাং পুরোদমে কাজ করছে। খবর রয়টার্স-এর।

টেকনোলজি ব্লগ ও বিশ্লেষক সূত্রে জানা গেছে ‘প্রজেক্ট জে’ কোড নামের নতুন গ্যালাক্সি স্মার্টফোনের জন্য জেকে শিন-এর নেতৃত্বে কাজ চলছে। আগামী এপ্রিলেই বাজারে আনার জন্য পুরোদমে কাজ চলছে গ্যালাক্সি এস ফোর-এর।

অভঙ্গুর স্ক্রিন ছাড়াও নতুন স্মার্টফোনটিতে থাকছে বড় ও উন্নতমানের ডিসপ্লে, শক্তিশালী কোয়াড কোর প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে প্রতি ইঞ্চিতে ৪৪১ পিক্সেল থাকবে। গ্যালাক্সি এস থ্রি-র ৩০৬ পিক্সেল ও আইফোন ফাইভ-এর ৩২৬ পিক্সেলের তুলনায় এটি ভোক্তাদের নজর কাড়বে বলে বিশ্লেষকদের ধারণা।

স্মার্টফোনের জন্য অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লেযুক্ত নমনীয় ও অভঙ্গুর স্ক্রিন উন্নয়নে বহুদিন ধরেই সহায়তা করছে স্যামসাং। এতে মোবাইলের স্ক্রিনগুলো গ্লাসের বদলে প্লাস্টিকে তৈরি হবে, যা স্মার্টফোনের ২০ হাজার কোটি ডলারের বাজার দখলে স্যামসাংকে সাহায্য করবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এইচবি

শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে জোটবদ্ধ ৪৮ দেশ

শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে জোটবদ্ধ ৪৮ দেশ

শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালানোর জন্য ‘গ্লোবাল অ্যালায়েন্স’ ব্যানারে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে জোটবদ্ধ হবার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-সহ ৪৮টি দেশ। খবর বিবিসির।

ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র ছাড়াও ওই জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক ও ইউক্রেইন।

এ বিষয়ে ইউরোপিয়ান কমিশনের তথ্য থেকে জানা যায়, কমপক্ষে ১০ লাখ শিশু পর্নোগ্রাফির ছবি ইন্টারনেটে আছে এবং এর সঙ্গে ৫০ হাজার প্রতি বছর যোগ হচ্ছে।

শিশু পর্নোগ্রাফি প্রতিরোধে বিচ্ছিন্নভাবে বিভিন্ন দেশ অভিযান চালিয়ে ডজনখানেক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এখনো এ বিষয়ে অনেক কিছু করতে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ নেটওয়ার্কের কাজের মধ্যে রয়েছে শিশু পর্নোগ্রাফির শিকারদের নির্ধারণ ও রক্ষা করা, এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনী পদক্ষেপের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা, শিশুদের অনলাইনের বিপদ সম্পর্কে জানানো ও শিশু পর্নোগ্রাফি অনলাইন থেকে কমানো।

আগামী বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের রাজধানী দি হেগ-এ কার্যক্রম শুরু করছে ‘দি ইউরোপিয়ান সাইবার ক্রাইম সেন্টার’। সেখান থেকেও শুরু হবে শিশু পর্নোগ্রাফিবিরোধী অভিযান।

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

প্রথম ছবি তোলা হলো ডিএনএর

প্রথম ছবি তোলা হলো ডিএনএর

জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ৫৯ বছর আগে ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ) বিষয়ে ধারণা দেয়ার পর একজন ইটালিয়ান বিজ্ঞানী প্রথমবারের মতো ছবি তুলতে সমর্থ হলেন ডিএনএর। খবর লাইভসায়েন্স-এর।

ইটালির ম্যাগনা গ্রাইসিয়া ইউনিভার্সিটি ইন ক্যাটানজারো ইউনিভার্সিটির ফিজিক্স প্রফেসর এনজো ডি ফ্যাব্রিজিও সম্প্রতি ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে ডিএনএর ছবি তুললেন। এর আগ পর্যন্ত বিজ্ঞানীরা ডিএনএ স্ট্রাকচারের ধারণা পেলেও ছবি তোলা সম্ভব হয়নি। এর আগে ডাবল-কর্কস্ক্রু আকৃতির ডিএনএর ধারণা পাওয়া যায় এক্স-রে ক্রিস্টালোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে।

ডি ফ্যাব্রিজিও ও তার সহকর্মীরা সম্পূর্ণ পানিরোধী সিলিকন পিলারের তৈরি ন্যানোস্কোপিক ল্যান্ডস্কেপ তৈরি করেন। তারা সেখানে ডিএনএযুক্ত সলিউশন যোগ করলে পানি দ্রুত বাষ্প হয়ে যায় এবং সেখানে দড়ির মতো আকৃতির ডিএনএ পাওয়া যায়।

আরো সূক্ষ্মযন্ত্রপাতি ও কম এনার্জিযুক্ত ইলেক্ট্রন ব্যবহার করে স্বাধীন ডাবল হেলিক্স-এর ছবি তোলাও সম্ভব হবে বলে আশা করছেন ফ্যাব্রিজিও।

ডিএনএর ভেতরে প্রাণীদেহের বৃদ্ধি ও কার্যকলাপের যাবতীয় বংশগত বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে।

সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা অ্যানোনিমাসের

সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা অ্যানোনিমাসের

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশটির নাগরিকদের ইন্টারনেট সার্ভিস ব্যবহার বন্ধ করার একদিন পর সিরিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করলো অ্যানোনিমাস। খবর ইয়াহু নিউজ-এর।

নেটওয়ার্ক ওয়ার্ল্ড জানিয়েছে, অ্যানোনিমাস সিরিয়ার বাইরে রাখা আসাদ সরকারের সব ওয়েব সম্পদের ওপর আক্রমণ চালানোর প্রতিজ্ঞা করেছে। সিরিয়ার সাধারণ নাগরিকদের ডিজিটাল যোগাযোগের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদেই এ পদক্ষেপ নিয়েছে ইন্টারনেট হ্যাকার গ্রুপটি।

অ্যানোনিমাস জানিয়েছে, সিরিয়ার সরকার যে কার্যক্রম গ্রহণ করছেন তা দায়িত্বজ্ঞানহীন। কারণ দেশটিতে আসা ফাইবার অপটিক সংযোগ নষ্ট হয়নি। এটি দ্রুত চালু করা সম্ভব ছিলো।

হ্যাকারদের প্রথম টার্গেট হচ্ছে চীনের সিরিয়ার অ্যাম্বাসির ওয়েবাসইট নিয়ন্ত্রণে আনা।