বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

এবার মাইক্রোসফটের সোশ্যাল নেটওয়ার্ক

এবার মাইক্রোসফটের সোশ্যাল নেটওয়ার্ক

দীর্ঘদিন পরীক্ষামূলক ব্যবহার শেষে মাইক্রোসফট এসও.সিএল নামের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি মঙ্গলবার সবার জন্য উন্মুক্ত করলো। এতে যে কেউ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতো ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় লিংক শেয়ার করতে পারবে। খবর সিএনএন-এর।

মে মাসে মাইক্রোসফট জনপ্রিয় সাইট ফেইসবুকের মতো নিজস্ব ওয়েবসাইট বানানোর কথা মিডিয়ায় প্রকাশ করে। মঙ্গলবার মাইক্রোসফট সাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আপাতত মাইক্রোসফটের কর্মী ও শিক্ষার্থীদের সাইটটিতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়। সাইটটি এখন সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বা ফেইসবুকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা সরাসরি সাইটটিতে প্রবেশ করতে পারবেন। ব্যবহারকারী সাইন আপ করেই ফেইসবুকের মতো ছবি, ভিডিও এবং লিংক শেয়ার করতে পারবেন। মন্তব্য করা যাবে অন্যান্য পোস্টের ওপরও।

সাইটটিতে ঢুকলেই প্রথম পাতায় সাম্প্রতিক সব পোস্ট দেখা যাবে। তবে ব্যবহারকারী বাড়ার আগ পর্যন্ত সাইটটিকে এখনো ‘সময় নষ্টকারী’ সাইট বলে মন্তব্য করেছে সিএনএন।

মেসেজ পাঠানো যাবে ৯১১ নাম্বারে

মেসেজ পাঠানো যাবে ৯১১ নাম্বারে

যুক্তরাষ্ট্রের জরুরি ফোন নাম্বার ৯১১ সিস্টেমে এসএমএস বা টেক্সট মেসেজিং চালু হচ্ছে। মোবাইলে টেক্সট মেসেজিংয়ের ২০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) এ সিদ্ধান্ত নিয়েছে। খবর সিএনএন-এর।

২০১৪ সালের মে মাসে সার্ভিসটি চালু করা হবে বলে জানিয়েছে এফসিসি। জুনের ৩০ তারিখ থেকে মেসেজে অটো রিপ্লাই সিস্টেম চালু করবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ চারটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এ সেবা চালু করতে চুক্তিবদ্ধ হয়েছে।

এফসিসি আশা করছে, এ সেবার আওতায় ৯০ ভাগ জনগোষ্ঠী এসএমএসের মাধ্যমে জরুরি যোগাযোগ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ৯১১-এ করা ২৪ কোটি ফোনের এক তৃতীয়াংশই আসে তারহীন লাইন থেকে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

নেটওয়ার্ক ভাগাভাগি করবে রবি ও সামিট

নেটওয়ার্ক ভাগাভাগি করবে রবি ও সামিট

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও এনটিটিএন অপারেটর সামিট কমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্ক ভাগাভাগিতে একমত হয়েছে। সম্প্রতি রবির গুলশানের প্রধান কার্যালয়ের এ বিষয়ে দ্বিপক্ষীয়  চুক্তিতে স্বাক্ষর করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার এবং সামিট কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম।

রবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগির মাধ্যমে রবি ও সামিট পরষ্পরের সহযোগী হিসেবে কাজ করবে। দু’পক্ষই নিজেদের ট্রান্সমিশন নেটওয়ার্কের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় কমাবে। এত করে গ্রাহক পর্যায়ে কম খরচে উন্নতর সেবা দেয়া সম্ভব হবে।

সাশ্রয়ী মূল্যে সেবা দেয়ার ক্ষেত্রে এ চুক্তি বিশেষভাবে কার্যকর হবে। এতে করে অল্প খরচে গ্রাহকদের দোরগোড়ায় টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে। গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে বলে দাবী করা হয়েছে বিজ্ঞপ্তিতে ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  ছিলেন রবির  চিফ ফিনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও কর্পোরেট স্ট্র্যাটিজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিক। সামিট কমিউনিকিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক ফাদিয়া খান।