শুক্রবার, ১৭ মে, ২০১৩

আসছে অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিস


আসছে অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিস

মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য টেক জায়ান্ট গুগলের ‘অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিস’ চালু করার গুজব রটেছিল অনেকদিন ধরেই। প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআরের প্রতিবেদন অনুযায়ী, সত্যি হচ্ছে এই গুজব। ১৫ মে গুগলের বার্ষিক ডেভেলপার্স কনফারেন্স ‘গুগল আই/ও’-তে আনুষ্ঠানিক ঘোষণা আসবে গুগলের গেইমিং সার্ভিস নিয়ে।

অ্যান্ড্রয়েড ওএসের জন্য তৈরি নতুন গেইমিং সার্ভিস নিয়ে গুগল আই/ও-তে ঘোষণা আসবে বলে প্রথম জানায় অ্যান্ড্রয়েড পুলিশ নামের ডিসকাশন সাইট। বিজিআর জানিয়েছে. গেইমিং সার্ভিসটিতে মাল্টিপ্লেয়ার, ক্লাউড সিংকিং, ম্যাচমেকিং, গেইম ইনভাইট, অ্যাচিভমেন্ট, লিডারবোর্ড এবং ই-গেইম চ্যাটিংয়ের মতো আকর্ষণীয় নানা ফিচার থাকবে।

গেইমিং সার্ভিসটি থেকে সামাজিক যোগাযোগের কাজটি সারতে হবে গুগলের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসের মাধ্যমে। এর ফলে গুগল প্লাসের বন্ধুদের সঙ্গে গেইম অ্যাচিভমেন্ট শেয়ার করার সুযোগও থাকবে। অ্যান্ড্রয়েড গেইমিং সার্ভিসটি নিয়ে আরও বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে গুগলের ডেভেলপার্স কনফারেন্স পর্যন্ত। ১৫ মে স্যান ফ্রান্সিকোতে অনুষ্ঠিত হবে গুগল আই/ও।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

এল জীবনরক্ষক ট্যাবলেট 'আর্ল'


এল জীবনরক্ষক ট্যাবলেট 'আর্ল'

তৈরি হয়েছে বিশ্বের প্রথম সৌরচালিত ট্যাবলেট কম্পিউটার ‘আর্ল’। ট্যাবলেটটি বানিয়েছেন রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী জন পেরি, এবিসি নিউজের প্রতিবেদনে যাকে আখ্যা দেওয়া হয়েছে, ‘আউটডোর স্পেশালিস্ট’ নামে। ট্যাবলেটটির বৈশিষ্ট্যের কারণেই একে বলা হচ্ছে ‘সারভাইভাল ট্যাবলেট’।

ছয় ইঞ্চি মাপের পর্দার আর্ল দেখতে অনেকটাই অ্যামাজনের কিন্ডল ট্যাবলেটের মতো। ডিভাইসটি জল, কাদা, ধুলো থেকে নিজেকে রক্ষা তো করবেই, এমনকি আকস্মিক আঘাতেও এর কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে এবিসি নিউজ।

সৌরচালিত ট্যাবলেটটি পুরো চার্জ হতে সময় নেবে পাঁচ ঘণ্টা। আর একবারের চার্জে টানা ২০ ঘণ্টা চলবে আর্ল। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে ট্যাবলেটটি। জিপিএস, এফআরএস এবং জিএমআরএস সুবিধা রয়েছে ট্যাবলেটটিতে। এছাড়াও ২০ মাইল এলাকার মধ্যে রেডিও সংযোগ সুবিধাও আছে ডিভাইসটিতে।

বাজারের অন্যান্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য তৈরি বেশিরভাগ অ্যাপই চলবে আর্লে। জাইরোস্কোপ মোশন কন্ট্রোল, তাপমাত্রা, জলীয়বাষ্প এবং বায়ুচাপ মাপার প্রযুক্তিও রয়েছে ট্যাবলেটটিতে। ই-পাব, মোবি এবং পিডিএফ ফরম্যাটের ফাইলও চলবে এতে। এবিসি নিউজের তথ্য অনুযায়ী, জুন মাস থেকে শুরু হবে আর্লের বাণিজ্যিক নির্মাণ।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

২০১৩ সালের সেরা ৫০ ওয়েবসাইট


২০১৩ সালের সেরা ৫০ ওয়েবসাইট

প্রতিবছর মার্কিন প্রকাশনা টাইম ম্যাগাজিন বিভিন্ন ক্ষেত্রে সেরাদের তালিকা প্রকাশ করে। সম্প্রতি টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৩ সালের সেরা ৫০টি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করেছে। এতে ১০টি ক্যাটেগরিতে ৫০টি ওয়েবসাইট শীর্ষ তালিকায় এসেছে। সেসব ওয়েবসাইট নিয়েই এবারের মেইনবোর্ড। আজ এর প্রথম পর্বে থাকছে সংবাদ ও অডিও-ভিডিও বিষয়ে উল্লেখযোগ সাইটগুলোর পরিচিতি।

সংবাদ ও তথ্যনির্ভর সাইট

আপওর্দি 
Upworthy.com


এটি এমন একটি সাইট যেখানে সাধারণত অনুপ্রেরণামূলক অথবা অর্থপূর্ণ বিষয়ের খবর থাকে। তবে সাইটটিতে উত্তেজনাপূর্ণ, বিনোদনমূলক, বেদনাদায়ক এবং উল্লেখযোগ্য ঘটনার সামান্যই তথ্য পাওয়া যাবে। মূলত এতে রাজনৈতিক বিষয়কে এড়িয়ে সামাজিক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কোয়ার্টজ
Quartz.com

এটি একটি বিশ্বব্যাপী সংবাদ সাইট, যার লক্ষ্য ও উদ্দেশ্যে হচ্ছে সর্বত্র খবর ছড়িয়ে দেওয়া। এটি মোবাইল এবং ট্যাবলেট পিসির মাধ্যমেও সহজে ভিজিট করা যায়। সাইটটির বিশেষত্ব হচ্ছে, এখানে নিউজরুম সবসময় খোলা থাকে এবং সংবাদকর্মীরা অনলাইনে যে কোনো সময় তথ্য পেতে ও পাঠাতে পারেন।

ওয়েদার ডটগভ
Weather.gov

এটি যুক্তরাষ্ট্রের একটি আবহাওয়াভিত্তিক সাইট হলেও এতে প্রাকৃতিক দুর্যোগ অবস্থায় খবরের পাশাপাশি কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেসব তথ্যও তুলে ধরা হয়।

চার্টগার্ল
ChartGirl.com

চার্টগার্ল অনুসরণ না করলে প্রচুর গ্রাফিকস থেকে বঞ্চিত হবেন। এতে জটিল বিষয়কে সহজ চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। সেইসঙ্গে এগুলোর প্রিন্ট ভার্সন হিসেবে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন অনায়াসে।

ন্যারেটিভ.লি
Narrative.ly

পত্রিকাগুলো সাধারণত দুই হাজার শব্দের নিবন্ধ ছাপে না। কিন্তু এ ওয়েবসাইটটিতে সে রীতি থেকে বের হয়ে বিভিন্ন ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়। সাইটটির বিশেষত্ব হচ্ছে ‘স্লো ডাউন দি নিউজ সাইকল’ বা গতানুগতিক সংবাদ উপস্থাপনের বাইরে আরও সময় নিয়ে সংবাদ উপস্থাপন করা।

ডিজিটাল পাবলিক লাইব্রেরি
dp.la

ডিজিটাল পাবলিক লাইব্রেরির ওয়েবসাইটে প্রধানত আমেরিকার দুর্লভ ফটো, ডকুমেন্ট, মিউজিয়াম, আর্কাইভসহ নানা বিষয় আনা হয়েছে। এক কথায় আমেরিকাকে ভার্চুয়ালি উপস্থাপন করা হয়েছে এখানে। এই পোর্টাল থেকে শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাই প্রয়োজনীয় বহু তথ্য পাবেন।

অডিও এবং ভিডিওনির্ভর সাইট

সাউন্ডক্লাউড
SoundCloud.com

শিল্পী, ব্যান্ডদল, পডকাস্টার এবং মিউজিক ও অডিও নির্মাতাদের জন্য সাউন্ডক্লাউড একটি ব্যতিক্রমী সাইট, যেখানে মিউজিক ফাইল শেয়ার বা বিনিময় করা যায়। সাইটটি মিউজিক অথবা অডিওর প্রতি আগ্রহ জন্মাতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

টুইট.টিভি
TWiT.tv

প্রযুক্তিনির্ভর টিভি চ্যানেল হিসেবে ব্যবহার করার কারণে একে বলা হয় টেক টিভি। এখন এটি সম্পূর্ণভাবে অনলাইননির্ভর। এতে প্রযুক্তিবিশ্বের অনেক খবর চলে আসছে। এতে অন্যান্য প্রোগ্রাম ছাড়াও লাইভ প্রোগ্রাম দেখা যায়।

৫ সেকেন্ড ফিল্মস
5secondfilms.com


আপনি কি পাঁচ সেকেন্ডের কোনো ফিল্ম দেখতে চান? তাহলে দেরি না করে এখনি ভিজিট করুন এ সাইটটিতে। ক্ষুদ্র এই ফিল্মগুলো কমিকনির্ভর, যা যথেষ্ট চিন্তার খোরাক এনে দেয়।

দিস ইস মাই জ্যাম
thisismyjam.com

আপনার বন্ধুরা যদি সাইটটি ব্যবহার করেন, তাহলে ফেইসবুকের নিউজ ফিডে না গিয়েও বন্ধুরা কী গান শুনছে, তা উপভোগ করতে পারবেন। বর্তমান যে গানগুলো জনপ্রিয়, সেগুলোও শোনা যাবে এই সাইটের মাধ্যমে।

এনপিআর
npr.org

এই সাইটে পৃথিবীর সেরা সংগীত শোনা যাবে। এতে নতুন সিনেমা থেকে আপনার প্রিয় সংগীত উপভোগ করতে পারবেন। যে শিল্পীর গান আগে শোনেননি সেগুলোও পাবেন। এই সাইটে নিউজলেটার, পডকাস্ট, মোবাইল, আরএসএস ফিড, উইজেড, এপিআই, রেডিও অপশন আছে।

নাও দিস নিউজ
nowthisnews.com

এই সাইটটিকে বলা হয় ‘মোবাইল এবং সোশ্যাল প্রজন্মের জন্য প্রথম ভিডিও নিউজ নেটওয়ার্ক’। কম্পিউটারে ব্রাউজার ছাড়াও যে কোনো স্মার্টফোন এবং ট্যাবলেট অ্যাপ্লিকেশনের মাধ্যমেও সাইটটি ব্রাউজ করা যায়। এতে সংবাদের চেয়ে বিনোদনমূলক উপাদান বেশি।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

Ministry of Education Intermediate and Secondary Education Boards Bangladesh SSC RESULT 2013

http://www.educationboardresults.gov.bd/lite/

Ministry of Education

Intermediate and Secondary Education Boards Bangladesh

 
Archive
 
     
 Examination: 
 Year: 
 Board: 
 Roll: 
     
     
 
 
 
   
 SSC/Equivalent result 2013 will be published at 2.00 PM on 09 May 2013 
   
 
 
Teletalk Bangladesh Ltd.
 

রবিবার, ৫ মে, ২০১৩

সাত ইঞ্চি গ্যালাক্সি ট্যাব থ্রি আনছে স্যামসাং


সাত ইঞ্চি গ্যালাক্সি ট্যাব থ্রি আনছে স্যামসাং

ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং সাত ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি ট্যাব থ্রি বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে বিষয়টি জানায়, দক্ষিণ কোরিয়ান নির্মাতার তৈরি ওই ট্যাবলেটটি আকারে আরও পাতলা ও ছোট হবে।

নতুন এ ট্যাবলেটটিতে থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল স্ক্রিন এবং যন্ত্রটি ১০৮০পি ক্ষমতার এইচডি প্লেব্যাক ভিডিও সাপোর্ট করবে। গ্যালাক্সি ট্যাব থ্রিতে থাকবে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং এতে থাকবে ৮ বা ১৬ জিবি তথ্য সংরক্ষণের জায়গা। এছাড়াও থাকবে ৬৪ জিবি পর্যন্ত সংযোজনযোগ্য মাইক্রোএসডি স্লট।

গ্যালাক্সি ট্যাব থ্রিতে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেম। ১১১.১ বাই ১৮৮ বাই ৯.৯ মিলিমিটার আকৃতির ট্যাবলেটটির পেছনে থাকছে তিন মেগাপিক্সেল ও সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়াই-ফাই এবং থ্রিজি দু’টি ভার্সনেই বের হবে গ্যালাক্সি ট্যাব থ্রি। তবে পণ্যটির দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং।

'বোকাফোন' টপকে শীর্ষে স্মার্ট


'বোকাফোন' টপকে শীর্ষে স্মার্ট

‘বোকাফোন’ শব্দটা শুনে অবাক হওয়ার কিছু নেই। প্রযুক্তির অগ্রগতির এই যুগে স্মার্টফোন ছাড়া বাকি সব মোবাইল ফোনকেই এক কাতারে ফেলে এবিসি নিউজ নাম দিয়েছে ‘ডাম্বফোন’, সরাসরি বাংলা করলে যা দাঁড়ায় ‘বোকাফোন’। আর এই বোকাফোনকে টপকে বিশ্বব্যাপী বিক্রির দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন।

এবিসি নিউজ জানিয়েছে, ২০১৩ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন নির্মাতারা বিশ্বব্যাপী ২১ কোটি ৬২ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে। ২০১২ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ কোটি ১৭ লাখ। পরিসংখ্যানের হিসেবে, ২০১২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ২০১৩ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৪১.৬ শতাংশ।

স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার এই ব্যাপারটির ব্যাখ্যা দিয়ে আইডিসির বিশ্লেষক বলেন, “মোবাইল ফোন দিয়ে শুধু কল করা আর এসএমএস পাঠানোর দিন শেষ। ক্রেতারা এখন পকেটে একটা কম্পিউটার রাখতে চান।”

গুগলের 'এক্স ফোন'


গুগলের 'এক্স ফোন'

মটোরোলা মোবিলিটির ব্যানারে এবার নিজস্ব ডিজাইনে স্মার্টফোন বানাচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআর ডটকমের প্রতিবেদন অনুযায়ী গুগলের বানানো স্মার্টফোনটি প্রাথমিক অবস্থায় চিহ্নিত করা হচ্ছে ‘এক্স ফোন’ নামে। বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়ে গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এ মাসের শেষের দিকেই গুগল স্মার্টফোনটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও জানিয়েছে বিজিআর।

১২৪০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি কিনে নেবার পরও মোবাইল ফোন বাজারে ওএস ছাড়া গুগলের বড় কোন সাফল্য নেই বললেই চলে। তাই গুগল সরাসরি নিজস্ব ডিজাইনে মোবাইল ফোন বানাচ্ছে, এমন গুজব শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। 

বৃহস্পতিবার অনলাইসে ফাঁস হয়ে যায় গুগলের ‘এক্স ফোন’-এর ছবি। এদিকে স্মার্টফোনটির মূল ফিচারগুলো আবিষ্কারের দাবি করেছে নাইনটুফাইভগুগল। সাইটটির দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে। 

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং ২ জিবি র‌্যাম। একসঙ্গে ২৫টি রংয়ের কেসিংয়ে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি, এমনটাও দাবি করেছে নাইনটুফাইভগুগল।

গ্রাফিক্স চিপ 'আইরিশ' আনছে ইনটেল


গ্রাফিক্স চিপ 'আইরিশ' আনছে ইনটেল

বাজারে আসন্ন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মতো পণ্যে ‘আইরিশ’ নামে গ্রাফিক্স চিপ যুক্ত করার ঘোষণা দিয়েছে চিপ জায়ান্ট ইনটেল। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এই চিপ থাকার ফলে ব্যবহারকারীদের আর আলাদা গ্রাফিক্স কার্ড ব্যবহারের প্রয়োজন হবে না।

‘আইরিশ’ চিপ চতুর্থ প্রজন্মের ইনটেল কোর ‘হ্যাশওয়েল’ প্রসেসরে সংযোজিত হবে। এছাড়া ইউ এবং মোবাইল এইচ সিরিজের আলট্রাবুক এবং হাই-পারফরমেন্স ল্যাপটপগুলোর জন্য তৈরি তৃতীয় প্রজন্মের ইনটেল কোর ‘আইভি ব্রিজ’-এ আইরিশ চিপ ব্যবহারে থ্রিডি গ্রাফিক্সের পারফরমেন্স দ্বিগুণ হবে।

মোবাইল এইচ এবং আর-সিরিজের আইরিশ গ্রাফিক্সে দ্রুতগতির ই ডিআরএএম মেমোরি থাকবে। ছবি এবং ভিডিও দ্রুত এডিট করার জন্য থাকবে কুইক সিংক ভিডিও টেকনোলজি এবং এমজেপিইজি এক্সেলারেশন। এছাড়া, ওপেনসিএল এবং ডিরেক্টএক্স ১১.১ ডিসপ্লে ছাড়াও আলট্রা এইচডি ডিসপ্লের রেজুলিউশনও সাপোর্ট করবে আইরিশ।

এবার কাগজেই রেডিও ফ্রিকোয়েন্সি চিপ


এবার কাগজেই রেডিও ফ্রিকোয়েন্সি চিপ

উন্নত প্রযুক্তির একধরনের কাগজ তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা, যাকে মেশিনের সাহায্যে শনাক্ত করা যাবে। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এই কাগজগুলোতে স্থাপন করা হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ।

ব্যাংকনোট, আইনি দলিল বা প্রতিষ্ঠানের লেবেলসহ নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন কাজে এই কাগজ ব্যবহার করা যাবে। এ কাগজে তৈরি ব্যাংকনোট বা দলিলটি আসল না নকল, তা মেশিনের মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে।

আরএফআইডি মেশিনে মূল কাগজ শনাক্ত করতে লেজার ব্যবহার করা হয়, যা কাগজের ইলেকট্রনিক চিপগুলোকে শনাক্ত করে। বাজারে বর্তমানে এ ধরনের কাগজ থাকলেও, তা অনেক পুরু। ফলে তা সাধারণ প্রিন্টারে প্রিন্ট করার উপযোগী নয়। নতুন প্রযুক্তিতে প্লাজমা ইচার ব্যবহার করে চিপগুলোকে আরও পাতলা করা হয়েছে।

অন্যান্য পদ্ধতির চেয়ে এই প্রযুক্তি সাশ্রয়ী বলে জানান প্রকল্পটির প্রধান অধ্যাপক ‌ভ্যাল মারিনোভ।

সংঘর্ষ হতে পারে মহাকাশেও!


সংঘর্ষ হতে পারে মহাকাশেও!

পৃথিবীর কাছের মহাকাশে বিভিন্ন সময়ে পাঠানো ভাসমান ধ্বংসাবশেষ ও জঞ্জালগুলোর সঙ্গে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের সংঘর্ষ হতে পারে যে কোনো সময়। সম্প্রতি ষষ্ঠ ইউরোপিয়ান ডেব্রিস সম্মেলনে মহাকাশবিজ্ঞানীরা বিষয়টি জানান। এক প্রতিবেদনে সম্মেলনটির  বিভিন্ন তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

মহাকাশ গবেষকরা জানিয়েছেন, ১০ সেন্টিমিটার আকৃতির প্রায় ৩০ হাজার ধ্বংসাবশেষ প্রতিনিয়ত পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এসবের বেশিরভাগই হল পুরনো কৃত্রিম উপগ্রহ এবং রকেটের বিচ্ছিন্ন অংশবিশেষ। তবে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আগে পাঠানো বিভিন্ন মহাকাশযানের অংশবিশেষ।

উদ্বেগের বিষয় হচ্ছে, এসব মহাকাশ আবর্জনার অনেকগুলোর মধ্যে এখনও রয়েছে তেজস্ক্রিয় পদার্থ ও জ্বালানি। ফলে এদের সংঘর্ষের ফলাফল হবে খুবই বিপজ্জনক। আর তাই এসব মহাকাশের বর্জ্য সরাতে গবেষকরা একমত হয়েছেন। দ্রুত পদক্ষেপ না নিলে, পৃথিবীর কাছাকাছি মহাকাশে পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে বলে জানিয়েছেন তারা।

তবে এগুলো সরানোর ক্ষেত্রেও রয়েছে জটিলতা। অধিকাংশ ধ্বংসাবশেষই হল ছোট আকারের, যা রেডারে ধরা পড়ে না। এছাড়াও কক্ষপথে বিভিন্ন সক্রিয় কৃত্রিম উপগ্রহ রয়েছে। অনাকাক্সিক্ষত সংঘর্ষের ফলে যে দুর্ঘটনা ঘটতে পারে তার প্রভাব পড়বে সমগ্র বিশ্বে।

পারমাণবিক সিনেমা!


পারমাণবিক সিনেমা!

বিশ্বের ক্ষুদ্রতম সিনেমা নির্মাণের দাবিদার এখন সুপারকম্পিউটার নির্মাতা আইবিএম! আইবিএমের তৈরি ‘এ বয় অ্যান্ড হিজ অ্যাটম’ সিনেমার নামটি যেমন, ঠিক তেমনি এর গল্প গড়ে উঠেছে অ্যাটমদের নিয়ে। পরমাণুদের দিয়েই অভিনয়ের কাজটাও ঠিকই করিয়ে নিয়েছেন আইবিএম বিজ্ঞানীরা। আর বড়পর্দায় এই সিনেমা দেখার কোনো সুযোগ কিন্তু নেই; সিনেমাটি দেখতে হবে মাইক্রোস্কোপ দিয়েই। আইবিএম বিজ্ঞানীদের এই অভিনব কাজের খবর জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল।

দীর্ঘদিন ধরে অ্যাটমিক ডেটা স্টোরেজ নিয়ে গবেষণা থেকে পাওয়া বিদ্যা কাজে লাগিয়ে সিনেমাটি বানিয়েছেন আইবিএমের বিজ্ঞানীরা। এক পরমাণু বন্ধুর পেছনে ছুটতে ছুটতে, নেচে বেড়িয়ে অ্যাটমিক ডেটা স্টোরেজের বৈজ্ঞানিক ব্যাখ্যা শিখে নেয় সিনেমার মূল চরিত্রটি। সিনেমার মূল চরিত্রের কাঠামোটিও বানানো হয়েছে পরমাণু সাজিয়েই।

১ ন্যানোমিটারের সমতল কপারের উপর অতি সূক্ষ এক সুঁই দিয়ে পরমাণুগুলোকে নিয়ন্ত্রণ করে বিজ্ঞানীরা বানিয়েছেন ২৫০টি ফ্রেম। মজার ব্যাপার হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম সিনেমাটি বানাতে বিজ্ঞানীরা যে মাইক্রোস্কোপটি ব্যবহার করেছেন তার ওজন দুইটন।

যে কোনোকিছুকে ১০ কোটি গুণ বড় করে দেখায় ওই দুই টনি ‘স্ক্যানিং-টানেলিং মাইক্রোস্কোপটি। আর মাইক্রোস্কোপটি চালাতে হয় মাইনাস ৪৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়।

অ্যাটমিক ডেটা স্টোরেজ নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছেন আইবিএম বিজ্ঞানীরা। ছোট্ট একটি পরমাণুতে ডেটা সংরক্ষণের পদ্ধতিটাই তারা ব্যাখ্যা করেছেন ‘এ বয় অ্যান্ড হিজ অ্যাটম’ সিনেমাটিতে। বিশ্বের ক্ষুদ্রতম এই সিনেমা দেখার সুযোগ হয়তো হবে না সাধারণ দর্শকের, তবে এতে আক্ষেপ নেই আইবিএমের বিজ্ঞানীদের। এর মধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কাছ থেকে ‘বিশ্বের ক্ষুদ্রতম স্টপ মোশন ফিল্মের স্বীকৃতিটাও পেয়ে গেছে ‘এ বয় অ্যান্ড হিজ অ্যাটম’।

এসারের ছোট ট্যাবলেটে উইন্ডোজ ৮


এসারের ছোট ট্যাবলেটে উইন্ডোজ ৮

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘এসার’ এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ছোট স্ক্রিনের উইন্ডোজ ৮ ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজডেইলি।

এসারের কর্মকর্তা এম্মানুয়েল ফ্রমোন্ট সিনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এ যন্ত্রগুলো ১০ ইঞ্চির চেয়ে ছোট পর্দাবিশিষ্ট এবং ফিচারসমৃদ্ধ হবে।” 

প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তারা জানান, ৪০০ ডলারের কম হবে এসারের এ ট্যাবলেটের দাম। তবে পণ্যটিতে কেমন ফিচার থাকবে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, কমদামের প্রযুক্তিপণ্য তৈরির মাধ্যমে ও নতুন ঘোষিত উইন্ডোজ ৮ ট্যাবলেট বাজারে আনার মাধ্যমে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিক নাগাদ পিসির চাহিদা বাড়বে, এমনটাই আশা করছে এসার।

অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষার ১০ উপায়


অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষার ১০ উপায়

স্মার্টফোন ব্যবহারকারীদের বেশকিছু নতুন সুবিধা এনেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তবে এর বেশকিছু নিরাপত্তা সমস্যার কথাও বলা হয়ে থাকে। আর স্মার্টফোনের নিরাপত্তাবিষয়ক আলোচনায় সবসময়ই বলা হয়, ব্যবহারকারী চাইলেই সুরক্ষিত রাখতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন সুরক্ষিত রাখার দশ উপায় নিয়েই এবারের মেইনবোর্ড।

মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) বেশকিছু নতুন সুবিধা এনেছে। কিন্তু এই অপারেটিং সিস্টেমটির নিরাপত্তা সমস্যাও কম নয়। প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারী চাইলেই সুরক্ষিত রাখতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি সুরক্ষিত রাখার দশ উপায় নিয়েই এবারের মেইনবোর্ড।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ক্ষমতা প্রায় একটি কম্পিউটারের সমান। কিন্তু এতেও রয়েছে বিভিন্ন দুর্বলতা। কম্পিউটারের মতো সহজেই স্মার্টফোনটি ভাইরাসের শিকার হতে পারে। এ জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা প্রয়োজন। ফলে অধিকাংশ ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে স্মার্টফোনটি।

ডাউনলোড করুন নিরাপদ অ্যাপ্লিকেশন 
অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে অসংখ্য সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন। ব্যবহারকারী নিজের অজান্তেই অনেক ক্ষেত্রে ক্ষতিকর অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন। এ কারণে বিভিন্ন স্মার্টফোন নিরাপত্তা সংস্থা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে এর নির্মাতা ও প্রদানকারী সাইট সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন স্মার্টফোন ব্যবহারকারীদের।

মুছে ফেলুন অপরিচিত এসএমএস
অনেক স্মার্টফোন টেক্সট মেসেজ বা এসএমএস-এর মাধ্যমে ভাইরাস আক্রান্ত হয়। এমনও হতে পারে, আপনার স্মার্টফোনটিতে অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে যে, আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত। এ রকম মেসেজ খুললেই ভাইরাসে আক্রান্ত হতে পারে আপনার স্মার্টফোনটি। তাই সচেতন স্মার্টফোন ব্যবহারকারীর উচিত সন্দেহজনক টেক্সট মেসেজ এলেই তা মুছে ফেলা।

সাবধান থাকুন 
অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় নিশ্চিত হয়ে নিন অ্যাপ্লিকেশনটির নির্মাতা সম্পর্কে। আপনার অ্যাপ্লিকেশনটি ‘পাইরেটেড’ কপি কি না তাও জেনে নিন। কারণ, এ রকম অ্যাপে থাকে স্মার্টফোনের জন্য ক্ষতিকর ম্যালওয়্যার। আর তাই সবসময় ব্যবহার করুন নিরাপদ অ্যাপ্লিকেশন।

আপডেটেড রাখুন ওএস
কিছুদিন পরপরই বের হচ্ছে আপডেটেড ওএস, যার মাধ্যমেও নিশ্চিত করতে পারেন আপনার স্মার্টফোনটির নিরাপত্তা। আপডেটেড ওএস সবসময় চেষ্টা করে স্মার্টফোনটিকে আরও সুরক্ষিত রাখার ও বিভিন্ন নতুন সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। সুতরাং ব্যবহারকারীদের উচিত অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন বের হলেই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করে নেওয়া।

সাবধানে ব্যবহার করুন ‘ক্লাউড স্টোরেজ’
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্লাউড স্টোরেজ সুবিধাটি ব্যবহার করে সহজেই সংরক্ষণ করা যায় প্রয়োজনীয় তথ্য। তবে সেবাটি আরও সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ক্লাউড স্টোরেজ সেবাটির সঙ্গে একাধিক ফিচার ব্যবহার না করে পর্যাপ্ত ফাইল শেয়ার করার পরামর্শ দেন তারা।

ডেটা ব্যাকআপ রাখুন 
যে কোনো সময় নষ্ট, চুরি অথবা হারিয়ে যেতে পারে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি। সে ক্ষেত্রে আশঙ্কা রয়েছে আপনার মূল্যবান ও ব্যক্তিগত তথ্য হারিয়ে যাবার এবং অন্য কারও হাতে চলে যাওয়ার। এ ঝামেলা থেকে বাঁচার জন্য ব্যবহার করুন ব্যাকআপ। ফলে ফিরে পাবেন আপনার দরকারি তথ্যগুলো। আর যদি আপনার ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়, তাহলে ‘রিমোট-ওয়াইপ ফিচার’ ব্যবহার করে মুছে ফেলা যাবে ব্যক্তিগত তথ্য। এতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। সুতরাং ব্যবহার করুন ফিচারটি এবং নিরাপদ রাখুন আপনার ফোন।

আর্থিক লেনদেনে সাবধান
স্মার্টফোন নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে লেনদেন না করার পরামর্শই দিয়েছেন। এতে করে ক্রেডিট কার্ডভিত্তিক ডেটা বেহাত হওয়ার আশঙ্কা থাকে। তারা জানিয়েছেন, ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন সহজ হলেও বেশ ঝুঁকিপূর্ণ।

এনক্রিপ্ট করুন ডেটা
এনক্রিপশন বলতে বুঝায় ডেটাকে গোপন কোডে পরিণত করা। এনক্রিপশন ব্যবহার করে মেশিন চালানো খুবই গুরুত্বপূর্ণ। এনক্রিপশন ব্যবহার করে ডেটার নিরাপত্তা বাড়ানো সম্ভব হয়। এনক্রিপটেড ডেটাতে প্রবেশ করতে পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে। অ্যান্ড্রয়েড ফোনে সুবিধাটির জন্য সেটিংস থেকে সিকিউরিটি অপশন সিলেক্ট করে এনক্রিপ্ট চালু করতে পারবেন ব্যবহারকারী।

চালু করুন পাসকোড 
অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন পাসকোড অথবা প্যাটার্ন লক। আপনার পাসকোড যদি সংখ্যামূলক হয়, তবে কোডটিকে চার ডিজিটের বেশি রাখুন। আকারে বড় এবং জটিল পাসকোড ব্যবহার করা বেশি নিরাপদ। পাসকোড বা প্যাটার্ন লকের মাধ্যমে নিরাপদ রাখুন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি।