এসারের ছোট ট্যাবলেটে উইন্ডোজ ৮
এসারের কর্মকর্তা এম্মানুয়েল ফ্রমোন্ট সিনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এ যন্ত্রগুলো ১০ ইঞ্চির চেয়ে ছোট পর্দাবিশিষ্ট এবং ফিচারসমৃদ্ধ হবে।”
প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তারা জানান, ৪০০ ডলারের কম হবে এসারের এ ট্যাবলেটের দাম। তবে পণ্যটিতে কেমন ফিচার থাকবে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা মনে করছেন, কমদামের প্রযুক্তিপণ্য তৈরির মাধ্যমে ও নতুন ঘোষিত উইন্ডোজ ৮ ট্যাবলেট বাজারে আনার মাধ্যমে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিক নাগাদ পিসির চাহিদা বাড়বে, এমনটাই আশা করছে এসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন