শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

নিরাপদ রাখতে নগ্ন সেলফি তুলতে বাধা দেবে ফোন

নিরাপদ রাখতে নগ্ন সেলফি তুলতে বাধা দেবে ফোন


নিরাপদ রাখতে নগ্ন সেলফি তুলতে বাধা দেবে ফোন

নগ্ন সেলফি বা অশ্লীল ছবি তুলতে ও সংরক্ষণে বাধা দেবে স্মার্টফোন। ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এই পদ্ধতি চালু করেছে জাপানের টোন মোবাইল কোম্পানি। ছবি তোলার সময় কেউ নগ্ন হলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে স্মার্টফোনটির ক্যামেরা।
শুধু তা-ই নয়, অভিভাবকরাও দূর থেকে স্মার্টফোনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। এ জন্য স্মার্টফোনটিতে নতুন করে কোনো অ্যাপ বা এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন হবে না। শিশু-কিশোরদের জন্য ‘টোন ই২০’ মডেলের স্মার্টফোনটি তৈরি করেছে জাপানের এই মোবাইল কোম্পানি।
টোনের তৈরি ‘ই২০’ স্মার্টফোনটি মূলত ‘বাজেট ফোন’ বা সাশ্রয়ী দামের। ৬.২৬ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে রয়েছে ‘ট্রিপল ক্যামেরা সেটআপ’ এবং ‘স্মার্টফোন সুরক্ষা’ ফিচার। 
জাপানের তরুণ সমাজের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে স্মার্টফোনটিকে। চাইলে ই২০ ফোনটিকে সংযুক্ত করে নেওয়া যাবে অন্য ফোনের সঙ্গেও। এতে করে এ ধরনের কোনো ছবি তোলার চেষ্টা করা হলে সহজেই অভিভাবক বা মা-বাবাকে সতর্ক করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই: