১১ মাস মহাকাশে কাটিয়ে রেকর্ড নারী মহাকাশচারী'র
ক্রিশ্চিয়ানা কোচ
প্রায় ১১ মাস মহাকাশে থেকে পৃথিবীর মাটি ছুঁলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ক্রিশ্চিয়ানা কোচ। প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে এতদিন মহাকাশে কাটালেন তিনি। গত বৃহস্পতিবার পৃথিবীতে নিরাপদে ফিরে আসেন তিনি।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩২৮ দিন ছিলেন ক্রিশ্চিয়ানা। তার সঙ্গেই পৃথিবীতে ফেরেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্দার সোভোস্তভ। কাজাখিস্তানের ল্য়ান্ডিং সাইটে স্পেস শাটলের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা যায় ক্রিশ্চিয়ানাকে। গত বছর ১৪ মার্চ পৃথিবী ছেড়েছিলেন তিনি।
ট্যুইট করে ক্রিশ্চিয়ানাকে অভিন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জন্য গোটা যুক্তরাষ্ট্র গর্বিত বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে নারী হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। সেই রেকর্ড ভাঙলেন ৪১ বছরের ক্রিশ্চিয়ানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন