Translate

বুধবার, ১২ মে, ২০২১

করোনাযুদ্ধে ভারতকে ১৫ মিলিয়ন ডলার সাহায্য করল টুইটার

করোনাযুদ্ধে ভারতকে ১৫ মিলিয়ন ডলার সাহায্য করল টুইটার


করোনাযুদ্ধে ভারতকে ১৫ মিলিয়ন ডলার সাহায্য করল টুইটার
জ্যাক প্যাট্রিক ডোরসি।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে টুইটার। মারণরোগ ঠেকাতে ভারতকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করল জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট।

সংস্থার সিইও জ্যাক প্যাট্রিক ডোরসি সোমবার টুইট করে জানান, আর্থিক সাহায্যের পুরোটাই তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হয়েছে। এক সংস্থাকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার ও বাকি দুই সংস্থার এক একটিকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার।

সংস্থাগুলোর পক্ষ থেকে এই সুসংবাদ পেয়ে জানানো হয়েছে, ‘টুইটারের এই অনুদান জীবনদায়ী সরঞ্জাম কেনার জন্য ব্যবহৃত হবে। ওই টাকা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর, বাই PAP, CPAP মেশিন কিনে তা সরকারি হাসপাতাল ও কোভিড-১৯ কেয়ার সেন্টার ও হাসপাতালগুলোতে বিতরণ করা হবে।’

অনুদান পেয়ে আরেক সংস্থা জানায়, তারা প্রথম সারির যোদ্ধাদের জন্য পিপিই কিট, মাস্কসহ অক্সিজেন জোগানের ব্যবস্থা করবে। একইসাথে জনসাধারণের টিকাকরণের জন্যও কাজ করবে। অনুদান পেয়ে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম কিনে তা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে এগিয়ে এসেছে তৃতীয় সংস্থাটি।

কোন মন্তব্য নেই:

FSS blog

FSS TSTL Photo Gallery

FSS TSTL Photo Gallery
Pictures

I like it

  • Bangla Song
  • Love
  • Move

what is love?

এই ব্লগটি সন্ধান করুন

লেবেল

লেবেল

ভূমি (1) sex (6)

Wikipedia

সার্চ ফলাফল