সোমবার, ২৭ জুন, ২০২২

২০৩০ সালের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ পেশা কোনগুলো হবে?

আগামি দশ বছর অর্থাৎ ২০৩০ সালের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ পেশা সম্পর্কে উল্লেখ করতে হলে এই তিনটি সেক্টর বিশেষ ভাবে উল্লেখ করতে হবে।

  • স্বাস্থ্য
  • তথ্য-প্রযুক্তি
  • শিক্ষা

এই সেক্টর গুলোর সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে বেশি চাহিদা থাকবে এমন আরো কিছু পেশাসম্পর্কে উল্লেখ করা হলো

  1. প্রকৌশল-স্থাপনা।
  2. ওয়েব ডেবলপার।
  3. চিকিৎসা এবং নার্সিং।
  4. সেলস ও মার্কেটিং।
  5. সাইবার সিকিউরিটি নিনজা।
  6. মেডিক্যাল টেকনোলজিস্ট।
  7. অনলাইন টিউটর।
  8. ব্যংকিং এন্ড ফিন্যান্স।
  9. ডিজিটাল মার্কেটিং।
  10. রেজিস্ট্রার নার্সিং।
  11. সফটওয়্যার ডেবলফার।
  12. ট্রেইনার এবং শিক্ষকতা।
  13. উদ্ভাবন ও ডিজাইনিং।
  14. কনষ্ট্রাকশন শ্রমিক।
  15. টেলিকম।
  16. ডাটা ডিটেকটিভ

17. কম্পিউটার সম্পৃক্ত সকল পেশা সমুহ।

কোন মন্তব্য নেই: