শনিবার, ২১ জুলাই, ২০১২

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

রেকর্ড গড়লো সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্ট

৫ জুলাই সেকেন্ডের ভগ্নাংশের জন্য চালু হয়েছিলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার সিস্টেম। আর অল্প সময়েই ১.৮৫ মেগাজুল শক্তির ব্লাস্ট ছুঁড়ে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটি (এনআইএফ)-এর লেজার সিস্টেমটি। খবর ফক্স নিউজের।

ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত এনআইএফ লেজার সিস্টেমটিতে একসঙ্গে ১৯২টি লেজার বিম চালু করা হয়েছিলো, যা ১.৮৫ মেগাজুল শক্তির লেজার ব্লাস্ট ছুঁড়ে দেয় একটি নির্দিষ্ট লক্ষ্যে।

সবমিলিয়ে ৫ কোটি ওয়াটের বেশি শক্তি ছুঁড়ে দেয় লেজার ব্লাস্টটি, যা যে কোনো সময়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শক্তির তুলনায় ১০০০ গুণ বেশি।

এর আগে সবচেয়ে শক্তিশালী লেজার ব্লাস্টের রেকর্ডটিও ছিলো এনআইএফ-এর দখলে। এ বছরের ১৫ তারিখে ১.৮ মেগাজুল শক্তির একটি লেজার ব্লাস্ট তৈরি করা হয়েছিলো।

লেজার ব্লাস্টটির জন্য ল্যাবরেটরিতে মারাত্মক বৈরি পরিবেশ তৈরি করেছিলেন বিজ্ঞানীরা, যা কেবল মহাকাশে দূর দূরান্তের নক্ষত্রে তৈরি হয়।

নিজেদের এই ঐতিহাসিক সাফল্যে যারপারনাই খুশি এনআইএফ বিজ্ঞানীরা। ‘পরিবশে বান্ধব ফিউশন শক্তি তৈরির লক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন এনআইএফ পরিচালক এডওয়ার্ড মোজেস।

১৯ লাখ বছরের পুরনো 'মানব' ফসিল আবিষ্কার

১৯ লাখ বছরের পুরনো 'মানব' ফসিল আবিষ্কার

১৯ লাখ বছরের পুরনো ফসিল আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। প্রত্নতত্ত্ববিদরা বলছেন মানবজাতির পূর্বসূরী অস্ট্রালোপিথিয়াস সেডিবা প্রজাতির ফসিল এটি। খবর ফক্স নিউজ-এর।

তিন বছর আগে একটি প্রত্নতাত্তিক সাইটে খনন করতে গিয়ে ৩.৩ ফিট ব্যাসের একটি পাথর আবিষ্কার করেছিলেন প্রত্নতত্ত্ববিদরা। কিন্তু পাথরটির ভেতরে যে সম্পূর্ণ একটি ফসিল রয়েছে, তা এতোদিন বিজ্ঞানীদের অজানাই ছিলো।

সম্প্রতি পাথরটির সিটি স্ক্যান করে ফসিলে রূপান্তরিত হওয়া একটি আংশিক কঙ্কাল আবিষ্কার করেন বিজ্ঞানীরা।

জোহানেসবার্গের ইউনিভার্সিটি অফ উইটওয়াটার্সর‌্যান্ডের পেলিওঅ্যানথ্রোপলজিস্ট লি বার্জার এ আবিষ্কার নিশ্চিত করে বলেন, ‘আমরা চোয়ালের হাড়, মেরুদণ্ড এবং পাঁজরের হাড়সহ একটি আংশিক কঙ্কালের ফসিল পেয়েছি।’


ধেয়ে আসছে সৌরঝড়

ধেয়ে আসছে সৌরঝড়

পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরেকটি সৌরঝড়। ১২ জুলাই সূর্যের বুকে সৃষ্ট সৌরঝড়টির প্রভাব রবিবার পৃথিবীতে পৌঁছানোর কথা রয়েছে। তবে এক্স ১.৪ মাত্রার ঝড়টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার ক্ষতি করার মতো শক্তিশালী নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর এবিসি নিউজ-এর।

পৃথিবীর দিকে ধেয়ে আসা সর্বশেষ এ সৌরঝড়টির তুলনায় আরো ২০ গুণ শক্তিশালী সৌরঝড় পৃথিবীর উপর দিয়ে বয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। সৌরঝড় খুব শক্তিশালী হলে তা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি করতে পারে। সৌরঝড় প্রথম বিজ্ঞানীদের নজরে আসে ১৮ শতকে। সে সময় একটি শক্তিশালী সৌরঝড় চলাকালে টেলিগ্রাফ অপারেটররা আবিষ্কার করেন, ব্যাটারি ছাড়াই টেলিগ্রাফ পাঠাতে পারছেন তারা। তবে এখনকার ঝড় ততোটা বিপজ্জনক নয় বলেই নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর ৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশের বাসিন্দারা সৌরঝড়টির কারণে রাতের আকাশে অরোরা বা মেরুপ্রভা দেখতে পারেন বলে জানিয়েছে নাসা।

অন্যদিকে সৌরঝড়টির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরঝড়টি নিয়ে বেশ কিছু চোখ ধাঁধাঁনো ছবি এবং ভিডিও ধারণ করেছেন নাসার বিজ্ঞানীরা।


স্যামসাং ডিসপ্লে প্রযুক্তি চুরিতে অভিযুক্ত এলজি

স্যামসাং ডিসপ্লে প্রযুক্তি চুরিতে অভিযুক্ত এলজি

প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের অ্যাডভান্সড টিভি ডিসপ্লে প্রযুক্তি চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন এলজি ও স্যামসাংয়ের কর্মীসহ ১১ ব্যক্তি। দক্ষিণ কোরিয়ার আদালতে স্যামসাংয়ের ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি চুরির দায়ে দোষী সাব্যস্ত হলেও এ ঘটনায় নিজেদের কর্মী জড়িত থাকার কথা অস্বীকার করেছে এলজি। খবর ইয়াহু নিউজ-এর।

২০১০ সাল থেকে ২০১১ সালের মধ্যে স্যামসাংয়ের তৈরি ওএলইডি ডিসপ্লে প্রযুক্তি চুরির দায়ে এলজি ডিসপ্লে কোম্পানির ৬ কর্মীসহ ১১ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ওই ১১ জনের মধ্যে ৬ জন এলজির কর্মী আর ৩ জন স্যামসাংয়ের কর্মী।

এ ব্যাপারে স্যামসাংয়ের দাবি, গোপনে তাদের কর্মীদের হাত করে তাদের ডিসপ্লে প্রযুক্তি চুরি করেছে এলজি। তবে এই ঘটনার সঙ্গে নিজেদের বা কোম্পানিটির কোনো কর্মীর জড়িত থাকার কথা বরারবরের মতোই অস্বীকার করেছে এলজি।

পৃথিবীর বৃহত্তম ডিসপ্লে সাপ্লাইয়ার দু’টি কোম্পানি হচ্ছে স্যামসাং এবং এলজি। বর্তমানে ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে নিয়ে কোম্পানি দু’টির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যান্য যে কোনো ডিসপ্লের তুলনায় পাতলা, হালকা এবং নমনীয় ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে।

লুমিয়া ৯০০ স্মার্টফোনের দাম কমলো

লুমিয়া ৯০০ স্মার্টফোনের দাম কমলো

অ্যাপল ও স্যামসাংয়ের কাছে মার্কেট শেয়ার হারানোর ভয়ে নকিয়া তাদের স্মার্টফোন লুমিয়া ৯০০ বাজারে ছাড়ার ৩ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে দাম অর্ধেকে নামিয়ে আনলো। খবর ইয়াহু নিউজ–এর।

নকিয়ার মুখপাত্র কিথ নোয়াক রবিবার জানান, যুক্তরাষ্ট্রে লুমিয়া ৯০০ উইন্ডোজ ফোনের দাম দুই বছরের চুক্তি সহ ৯৯ ডলার থেকে কমিয়ে ৪৯ ডলার করা হয়েছে।

লুমিয়া ৯০০ উইন্ডোজ ফোনে রয়েছে ৪.৩ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন, ১.৪ গিগাহার্জ প্রসেসর এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

শুরু থেকেই ফোনটির বিক্রির হার ছিলো কম। এই ফোনটি বাজারে আসার পরপরই মাইক্রোসফট ঘোষণা দেয়, তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এই ফোনে চলবে না। ফলে, বিভিন্ন প্রযুক্তি ব্লগ মন্তব্য করেছে, বিক্রির হার বাড়ানোর জন্য দাম কমানো ছাড়া কোনো উপায় ছিলো না নকিয়ার।

এক সময়ের প্রবল প্রতাপশালী মোবাইল ফোন প্রস্তুতকারক নকিয়া স্মার্টফোন তৈরি শুরু করে অনেক দেরিতে। যার কারণে স্মার্টফোনের বাজারে তারা এখনও অনেক পিছিয়ে। অন্যদিকে কম দামী মোবাইল ফোনের মার্কেটও তারা হারাচ্ছে দিন দিন অন্য মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছে।