লুমিয়া ৯০০ স্মার্টফোনের দাম কমলো
অ্যাপল ও স্যামসাংয়ের কাছে মার্কেট শেয়ার হারানোর ভয়ে নকিয়া তাদের স্মার্টফোন লুমিয়া ৯০০ বাজারে ছাড়ার ৩ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে দাম অর্ধেকে নামিয়ে আনলো। খবর ইয়াহু নিউজ–এর।নকিয়ার মুখপাত্র কিথ নোয়াক রবিবার জানান, যুক্তরাষ্ট্রে লুমিয়া ৯০০ উইন্ডোজ ফোনের দাম দুই বছরের চুক্তি সহ ৯৯ ডলার থেকে কমিয়ে ৪৯ ডলার করা হয়েছে।
লুমিয়া ৯০০ উইন্ডোজ ফোনে রয়েছে ৪.৩ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন, ১.৪ গিগাহার্জ প্রসেসর এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
শুরু থেকেই ফোনটির বিক্রির হার ছিলো কম। এই ফোনটি বাজারে আসার পরপরই মাইক্রোসফট ঘোষণা দেয়, তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এই ফোনে চলবে না। ফলে, বিভিন্ন প্রযুক্তি ব্লগ মন্তব্য করেছে, বিক্রির হার বাড়ানোর জন্য দাম কমানো ছাড়া কোনো উপায় ছিলো না নকিয়ার।
এক সময়ের প্রবল প্রতাপশালী মোবাইল ফোন প্রস্তুতকারক নকিয়া স্মার্টফোন তৈরি শুরু করে অনেক দেরিতে। যার কারণে স্মার্টফোনের বাজারে তারা এখনও অনেক পিছিয়ে। অন্যদিকে কম দামী মোবাইল ফোনের মার্কেটও তারা হারাচ্ছে দিন দিন অন্য মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন