মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

চিনির সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম যকৃত

চিনির সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম যকৃত

মানুষের শরীরে প্রতিস্থাপনের উপযোগী কৃত্রিম যকৃত তৈরি করছেন বিজ্ঞানীরা। থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম রক্তকণিকা দিয়ে তৈরি হচ্ছে যকৃতের জন্য কৃত্রিম টিস্যু। আর এই কৃত্রিম রক্তকণিকাগুলো বেড়ে উঠছে চিনির মধ্যে। এ গবেষণার পেছনে রয়েছেন ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া এবং এমআইটির বিজ্ঞানীরা। খবর বিবিসির।

ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার গবেষক ড. জর্ডান মিলার এ ব্যাপারে বলেন, ‘এই পন্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সবগুলো আর্টিফিসিয়াল টিস্যুর মধ্যে জৈবিক টিস্যুগুলোকে জীবিত রাখা। কারণ টিস্যুগুলো চারপাশের টিস্যু থেকে অক্সিজেন এবং পুষ্টিগুণ শুষে নেয়ায় অন্য টিস্যুগুলো মারা যায়। এদিক থেকে চিনি খুবই নির্ভরযোগ্য পদার্থ। বায়োলজিকাল টিস্যুও চিনির উপস্থিতিতে খুব সহজেই রক্তে মিশে যায় এবং কোনো ক্ষতিও করে না।’

এমআইটির শিক্ষক প্রফেসর সঙ্গীতা ভাটিয়া চিনি দিয়ে কৃত্রিম যকৃত তৈরির পুরো প্রক্রিয়াটিকে বুঝিয়ে বলেন এভাবে, ‘পুরো ব্যাপারটি অনেকটাই মোমের ছাঁচ দিয়ে ফুলদানি তৈরি করা মতোই। মোমের ছাঁচ থেকে ফুলদানি তৈরি করতে হলে ছাঁচটির চারপাশে তরল ধাতব পদার্থ ঢালতে হয়। বাইরের ধাতব আবরণটি শক্ত হয়ে আসলে তাপে গলিয়ে নিতে হয় মোমের ছাঁচটি, থেকে যায় কেবল ফুলদানিটি। এক্ষেত্রেও অনেকটা একই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কেবল মোমের বদলে বিজ্ঞানীরা ব্যবহার করছেন চিনি।’

বিজ্ঞানীদের মতে, টিস্যু ইঞ্জিনিয়ারিং-এর অনেক সমস্যারই সমাধান করে দিয়েছে বিজ্ঞানীদের এই গবেষণা। এ পদ্ধতিতে খুব শিগগিরই মাণব শরীরে প্রতিস্থাপনের উপযোগী অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা সম্ভব হবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।





বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/ওএস/এইচবি

কোন মন্তব্য নেই: