বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গুগলের বিজ্ঞান মেলা

এ বছরের দ্বিতীয় বার্ষিক গুগল সায়েন্স ফেয়ারের গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে ১৭ বছর বয়সি তরুণী ব্রিটনি ওয়েঙ্গার। খবর সিএনএন-এর।

স্কুলে ৭ম গ্রেডে পড়ার সময় থেকেই ব্রিটনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশুনা করছিলেন। তার বানানো কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে স্তন ক্যন্সার নির্ণয়ের প্রজেক্ট জিতে নেয় মেলায় সবচেয়ে বড় পুরস্কারটি।

প্রতি বছরই এ সায়েন্স ফেয়ারের আয়োজন করে গুগল। ভারত, ইউক্রেন, মাল্টা, সুইজারল্যান্ডসহ প্রায় ১০০টি দেশের হাজারো আগ্রহী এ ফেয়ারে নাম লেখায়। সেখান থেকে চূড়ান্তভাবে ১৫ জনকে নির্বাচন করা হয়। এরপর তিনটি বয়সের ভিত্তিতে নির্বাচন করা হয় বিজয়ী যাদের সঙ্গে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী।

ছোটদের গ্রুপ থেকে প্রথম পুরস্কার পায় ১৪ বছর বয়সি জোনা কন। কম্পনের সাহায্যে মিউজিক শোনার উপায় আবিষ্কার করে সে। এরপর ১৫ এবং ১৬ বছর বয়সি গ্রুপে স্পেনের কিশোর-কিশোরীদের একটি দলও পুরস্কার জিতে নেয়। তাদের প্রজেক্ট ছিলো পরিষ্কার পানিতে বসবাসকারী ক্ষুদ্র প্রাণীদের নিয়ে।

এ প্রতিযোগিতাটি ১৩ থেকে ১৮ বছর বয়সি সবার জন্য উন্মুক্ত থাকে। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নাম নিবন্ধন করতে হয়। এরপর মে মাসে ফাইনালিস্টদের নাম প্রকাশ করা হয়। এ প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ বিজয়ীকে দেয়া হয় ৫০ হাজার ডলারের স্কলারশিপ এবং গ্যালাপাগোস আইল্যান্ড ভ্রমণের সুযোগ।

কোন মন্তব্য নেই: