বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

এসারও কামড় বসালো 'ম্যাঙ্গো'তে

এসারও কামড় বসালো 'ম্যাঙ্গো'তে

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭.৫ বা ম্যাংগোনির্ভর স্মার্টফোন প্ল্যাটফর্মে যোগ দিলো এসার। প্রথমবারের ম্যাংগো নির্ভর স্মার্টফোন আনলো প্রতিষ্ঠানটি। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া ম্যাংগোনির্ভর ‘লুমিয়া ৭১০’ মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। নকিয়ার পর এসারও এবারে একই প্ল্যাটফর্মে গেলো। এসার কর্তৃপক্ষের আশা তাদের স্মার্টফোনগুলো নকিয়ার সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে সক্ষম হবে।

এ স্মার্টফোনের নাম এখনও প্রকাশ করেনি এসার কর্তৃপক্ষ।

ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের ১ গিগাহার্টজ প্রসেসর, ৩.৬ ইঞ্চি ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশ। ১২৬ গ্রাম ওজনের ডিভাইসটিতে আরো থাকছে ‘ফার্স্ট চার্জ’ বা দ্রুত হার্জ হবার প্রযুক্তিও।

সাদা এবং কালো রঙের দুটি মডেলে চলতি মাসের শুরুতেই ফ্রান্সের বাজারে এ ডিভাইসটি পাওয়া যাবে। এর দাম হতে পারে ৩০০ ইউরো। এশিয়ার বাজার বা অন্যান্য দেশে কবে নাগাদ এটি পাওয়া যাবে সে বিষয়ে এখনও এসার কর্তৃপক্ষ জানায়নি।

কোন মন্তব্য নেই: